Department of Chemistry, Gono Bishwabidyalay

Department of Chemistry, Gono Bishwabidyalay

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Department of Chemistry, Gono Bishwabidyalay, College & University, Nolam, Savar.

Operating as usual

29/01/2025

চলো যাই পিঠা উৎসবে!

29/01/2025

প্রিয় জন,
বাংলার চিরায়ত সংস্কৃতির এক অনন্য অংশ পিঠা, যা আমাদের ঐতিহ্য, আন্তরিকতা ও উৎসবের আনন্দকে বহন করে। এই ঐতিহ্যকে সম্মান জানাতে গণ বিশ্ববিদ্যালয় আয়োজন করছে “পিঠা উৎসব ১৪৩১”।

এই উৎসবে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্বাদু ও বাহারি পিঠার সমারোহে, লোকজ সংস্কৃতির আবহে এবং প্রাণবন্ত এক মিলনমেলায় আমাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে।

📅 তারিখ: ৩০ জানুয়ারি ২০২৫

📍 স্থান: স্টল নং ১৫, রসায়নের রসনা, গণ বিশ্ববিদ্যালয়

আপনার উপস্থিতি আমাদের আয়োজনকে আরও আনন্দময় ও সার্থক করে তুলবে।

বিনীত,
রসায়ন বিভাগ
গণ বিশ্ববিদ্যালয়

29/01/2025

সুধী,

বাংলার সংস্কৃতির অপরিহার্য অংশ পিঠা—যা আমাদের ঐতিহ্য, আনন্দ ও অতিথিপরায়ণতার প্রতীক। এ সংস্কৃতিকে আরো রঙিন করে তুলতে গণ বিশ্ববিদ্যালয় আয়োজন করছে “পিঠা উৎসব ১৪৩১”।

এই উৎসবে থাকছে নানা স্বাদের বাহারি পিঠা, লোকজ সংস্কৃতির ছোঁয়া এবং আনন্দঘন পরিবেশ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই উৎসবে উপস্থিত থেকে আমাদের আনন্দে সামিল হতে।

📅 তারিখ: ৩০ জানুয়ারী, ২০২৫ ইং

📍 স্থান: স্টল নং ১৫, রসায়নের রসনা, গণ বিশ্ববিদ্যালয়

আপনার উপস্থিতি আমাদের এই আয়োজনকে আরও সার্থক করবে।

বিনীত,
রসায়ন বিভাগ, গণ বিশ্ববিদ্যালয়

24/01/2025

♦️রসায়ন বিভাগে ভর্তি চলছে!♦️

জানুয়ারি - ২০২৫ সেশনে স্বল্প খরচে বি. এস সি অনার্স "রসায়ন" কোর্সে গণ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ভর্তি চলছে। ৪ বছর (৮ সেমিস্টার) মেয়াদী, ১৪৮ ক্রেডিট সমৃদ্ধ এই কোর্স সম্পন্ন করতে পারবেন মাত্র ২,৫০,০০০ টাকায়।
আমাদের কোন সেশনজট নেই। আমরা ৩২ একরের সবুজ ক্যাম্পাস এবং মানসম্পন্ন শিক্ষার সমন্বয়ে শিক্ষিত সমাজ গড়ে তুলছি।

উল্লেখ্য যে, বাংলাদেশে সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে একমাত্র গণ বিশ্ববিদ্যালয়ে "বি. এস. সি. অনার্স রসায়ন" কোর্স টি বিদ্যমান রয়েছে। এছাড়াও কোর্স সম্পন্ন করে শিক্ষার্থীদের চাকুরী পেতে বা উচ্চ শিক্ষায় আমরা যথাযথ সহযোগিতা করে থাকি।

আমাদের আসন সংখ্যা মাত্র ৪০ টি। আর মাত্র ০৭ টি সিট বাকি রয়েছে, ভর্তির শেষ সময় সীমা ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।

ফোনঃ ০১৭১১২৬৬১০২ (বিভাগ)

ভর্তির যোগ্যতা:

১/ ভর্তির সময় সর্বমোট ৩৩৫০০ টাকা (ভর্তি ফি ৩৫০০ টাকা এবং প্রথম সেমিস্টারের ফি ৩০০০০ টাকা)।
২/ এস. এস. সি এবং এইচ. এস. সি (বিজ্ঞান) ডিগ্রীধারী।
৩/ ডিপ্লোমা (বিজ্ঞান, ৪ বছর মেয়াদী) ডিগ্রীধারী।

বৃত্তি ও অন্যান্য আর্থিক সুবিধা:

১। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা রয়েছে।
২। উপস্থিতি ও ভালো ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ৫০% পর্যন্ত টিউশন ফি মওকুফ।
এছাড়াও অন্যান্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের খরচ মোট খরচের অর্ধেক বা তার চেয়ে কম হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন:

ফোনঃ ০১৭১১২৬৬১০২

ভর্তি অফিস ওয়েবসাইট: https://www.gonouniversity.edu.bd/admission-office/

অনলাইন ভর্তি লিংক:
https://admission.gonouniversity.edu.bd/apply-online/

রসায়ন বিভাগ ওয়েবসাইট:
https://www.gonouniversity.edu.bd/chemistry/

ই-মেইল: [email protected]

ঠিকানা:
গণ বিশ্ববিদ্যালয়, নলাম, মির্জানগর, সাভার, ঢাকা-১৩৪৪ (জাতীয় স্মৃতিসৌধের সন্নিকটে)।

গণ বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্যসমূহঃ
# আমাদের ৩২-একরের সবুজ ক্যাম্পাস।
# অন্যান্য যেকোন বেসরকারি বিশ্ববিদ্যালয় এর ৷
তুলনায় অনেক কম খরচে পড়াশোনার সুযোগ
রয়েছে।
# কোন সেশন জট নেই।
# আধুনিক বই সমৃদ্ধ গ্রন্থাগার।
# পুরো ক্যাম্পাস জুড়ে ফ্রি ওয়াইফাই এর সুব্যবস্থা
রয়েছে।
# ভর্তি থেকে ফলাফল নির্ধারণ পর্যন্ত সকল কার্যক্রম
অটোমেশন এর আওতাধীন।
# রাজনীতি ও ধূমপান মুক্ত ক্যাম্পাস।
# ৪ টি খেলার মাঠ সহ ইনডোর ও আউটডোর ক্রীয়া
সুবিধা।
# জিমনেশিয়াম।

রসায়নে স্নাতক (সম্মান) ডিগ্রী অর্জনের পর চাকরির সম্ভাব্য সুযোগসমূহ:

চাকরির ক্ষেত্র বিবেচনা করলে রসায়নের মত সাবজেক্ট কে এগিয়ে রাখতে হয়!
সরকারি চাকরির ক্ষেত্রে, বিসিএস থেকে শুরু করে সব ধরণের সরকারি অফিসে স্নাতক পাসের সব ধরণের চাকরির জন্য আবেদন করতে পারবেন।
এর পর ব্যাংকিং সেকশনে, এখানেও এডি পদের মত পোস্টেও অ্যাপ্লাই করতে পারবেন। বিএসটিআই বা খাদ্য মন্ত্রণালয় বা নিরাপদ খাদ্য সংস্থার মতো জায়গায়ও রসায়নের উপর কেবলমাত্র স্নাতকের জন্য আবেদন করতে পারবেন। সরকারি গ্যাসফিল্ড বা সার কারখানাতেও আপনার সুযোগ আছে। বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) মত জায়গায়ও চাকরি করার সুযোগ।
শিক্ষক হিসেবে স্কুল, কলেজ, মাদ্রাসা, ও বিশ্ববিদ্যালয় সমূহে শিক্ষকতার মহান পেশায় আসতে পারেন।
ওষুধ কোম্পানির ইনডোর (প্রোডাকশন বিভাগে/কেমিস্ট হিসাবে/ল্যাব সহকারি/ মান নিয়ন্ত্রক), আউটডোর(মেডিকেল প্রমোশনাল অফিসার) প্রভৃতি সহ, ম্যানেজার বা এরিয়া ম্যানেজার পদে চাকরি করতে পারেন।
এছাড়াও একজন স্নাতক রসায়ন ডিগ্রি নিয়ে আপনি নিন্মলিখিত চাকরিসমূহ পেতে পারেনঃ
@ বিশ্লেষণাত্মক, প্রণয়ন, ঔষধি, বা প্রক্রিয়া
রসায়নবিদ
@ রাসায়নিক বা ভূ-রাসায়নিক প্রকৌশলী
@ বায়োটেকনোলজিস্ট
@ ওষুধ আবিষ্কার এবং রাসায়নিক শিল্প
@ পরিবেশগত, ফরেনসিক, বা উপকরণ বিজ্ঞানী
@ খাদ্য প্রযুক্তিবিদ
@ ন্যানো প্রযুক্তিবিদ
@ পেটেন্ট অ্যাটর্নি
@ ফার্মাকোলজিস্ট
@ বিজ্ঞান লেখক
@ বৈজ্ঞানিক পরীক্ষাগার প্রযুক্তিবিদ
@ শিক্ষক
@ টক্সিকোলজিস্ট
@ তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ
@ বিভিন্ন শিল্প কলকারখানায় কেমিস্ট

সময় দেয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

Photos from Department of Chemistry, Gono Bishwabidyalay's post 19/01/2025
Photos from Department of Chemistry, Gono Bishwabidyalay's post 19/01/2025

July 2024 Semester, Viva Voice Examination!

07/01/2025

https://www.facebook.com/share/p/197rT3UYxy/

ডা. জাফরুল্লাহ চৌধুরীর ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা

গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সাবেক সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ডা. জাফরুল্লাহ্ চৌধুরী সমাজ বিপ্লবী ছিলেন। তিনি শুধু রাষ্ট্রের স¦াধীনতা নয় মানুষের স্বাধীনতা চেয়েছিলেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রাণপুরুষ ও গণ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ডা. জাফরুল্লাহর চৌধুরীর ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ০৭.০১.২০২৫ইং তারিখ রোজ মঙ্গলবার গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে আয়োজিত ডা. জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে রচিত স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী আদ্যোপান্ত একজন বাংলাদেশী ছিলেন। তিনি ইচ্ছে করলে অনেক বড় সার্জন হতে পারতেন, বিত্তবান মানুষ হতে পারতেন কিন্তু তিনি তা না হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের জন্য যুদ্ধ করে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত প্রতিটি প্রতিষ্ঠানে ব্যক্তি মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা করে গেছেন। মোট কথা প্রতিটি প্রতিষ্ঠানের মধ্যে জনগণকে সম্পৃক্ত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বহুমুখী প্রতিভাবান এই মানুষটিকে নিয়ে গবেষণা করতে হবে। তাঁর কাজকে মূল্যায়ন করতে হবে, তাঁর আদর্শকে অনুধাবন করতে হবে। ডা. জাফরুল্লাহ চৌধুরী জীবিত থকালে বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনে ভূমিকা রাখতেন বলেও দাবি করেন তিনি।

গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী বিকল্প চিন্তার মানুষ ছিলেন। তিনি অনুধাবন করতে পেরেছিলেন গরীবের উন্নয়ন না হলে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। এজন্য তিনি সারাজীবন হতদরিদ্র ও পশ্চাৎপদ মানুষের উন্নয়নে কাজ করেছেন। গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক মনসুর মুসা।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর সহধর্মিনী ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি শিরীন হক, ছেলে বারিশ চৌধুরী, মেয়ে বৃষ্টি চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসা উপস্থিত ছিলেন। গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

ক্যাপশন: গণ বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন ডা. জাফরুল্লাহ চৌধুরীর সহধর্মিনী ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি শিরীন হকসহ অন্যান্যরা।

01/01/2025

প্রিয় মো. ফারুক বাদশা, রসায়ন বিভাগের পক্ষ থেকে তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (GBPS) কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে তোমার নির্বাচিত হওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। তোমার নিষ্ঠা, প্রতিভা, এবং সংগঠনের প্রতি ভালোবাসা তোমাকে এই দায়িত্বশীল স্থানে নিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি, তোমার অবদান GBPS-এর কার্যক্রমে নতুন দিক উন্মোচন করবে এবং সোসাইটির লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তোমার এই সাফল্য আমাদের বিভাগের জন্যও একটি অনুপ্রেরণা। রসায়ন বিভাগ তোমার পাশে থাকবে।

শুভকামনায়,
রসায়ন বিভাগ
গণ বিশ্ববিদ্যালয়

01/01/2025

প্রিয় আরমান হাসান, রসায়ন বিভাগের পক্ষ থেকে তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (GBPS) কার্যনির্বাহী কমিটির প্রদর্শনী ও প্রকাশনা সম্পাদক হিসেবে তোমার নির্বাচিত হওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তোমার সৃজনশীলতা, ফটোগ্রাফি ও প্রদর্শনীর প্রতি তোমার ভালোবাসা, এবং তোমার কাজের প্রতি নিষ্ঠা তোমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত করেছে। আমরা বিশ্বাস করি, তোমার নেতৃত্বে GBPS-এর প্রদর্শনী ও প্রকাশনা নতুন উচ্চতায় পৌঁছাবে এবং বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল কার্যক্রমে এক নতুন দিগন্তের সূচনা করবে।

তোমার এই অর্জন রসায়ন বিভাগের জন্য একটি অনুপ্রেরণা। আমরা তোমার সাফল্যের ধারাবাহিকতা কামনা করি এবং ভবিষ্যতে তোমার যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিচ্ছি।

শুভকামনায়,

রসায়ন বিভাগ
গণ বিশ্ববিদ্যালয়

31/12/2024

Happy new year!

31/12/2024

Happy New Year 2025!

The Department of Chemistry, Gono Bishwabidyalay, extends warm wishes for a prosperous and joyful New Year to all students, faculty, and well-wishers.

May this year bring new opportunities for learning, discovery, and success. Together, let us continue to innovate, inspire, and contribute to the advancement of science and society.

Wishing you and your loved ones a year filled with happiness, health, and achievements!

Department of Chemistry
Gono Bishwabidyalay, Savar

31/12/2024

প্রিয় মবিনুল ইসলাম, রসায়ন বিভাগের পক্ষ থেকে তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের (GBCDC) মিডিয়া সেক্রেটারি হিসেবে তোমার নির্বাচিত হওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

তোমার সৃজনশীলতা, মিডিয়া ব্যবস্থাপনায় দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলী এই গুরুত্বপূর্ণ পদে তোমাকে যোগ্য করে তুলেছে। আমরা বিশ্বাস করি, GBCDC-এর কার্যক্রমকে তুলে ধরতে এবং প্রচার-প্রসারে তুমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা তোমার সাফল্য ও ভবিষ্যতের অগ্রগতির জন্য শুভকামনা জানাই।

শুভকামনায়,
রসায়ন বিভাগ
গণ বিশ্ববিদ্যালয়, সাভার

31/12/2024

প্রিয় কাজী আতহার হোসেন, রসায়ন বিভাগের পক্ষ থেকে তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের (GBCDC) কোষাধ্যক্ষ হিসেবে তোমার নির্বাচিত হওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

তোমার দক্ষতা, সততা, এবং দায়িত্বশীলতা এই গুরুত্বপূর্ণ পদে তোমাকে মনোনীত করেছে। আমরা বিশ্বাস করি, GBCDC-এর আর্থিক দিকগুলো তুমি দক্ষতার সঙ্গে পরিচালনা করবে এবং ক্লাবের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমার এই অর্জন শুধু রসায়ন বিভাগের নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি অনুপ্রেরণা। আমরা তোমার সাফল্য ও অগ্রগতির জন্য শুভকামনা জানাই এবং ভবিষ্যতে তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।

শুভকামনায়,
রসায়ন বিভাগ
গণ বিশ্ববিদ্যালয়, সাভার

31/12/2024

প্রিয় নাসিম খান, রসায়ন বিভাগের পক্ষ থেকে তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের (GBCDC) সাধারণ সম্পাদক হিসেবে তোমার মনোনয়ন আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

তোমার নেতৃত্বগুণ, দক্ষতা এবং দায়িত্ববোধ তোমাকে এই সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমার নেতৃত্বে GBCDC নতুন উচ্চতায় পৌঁছাবে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্যারিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তোমার এই সাফল্য শুধু রসায়ন বিভাগের নয়, পুরো গণ বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি অনুপ্রেরণা। আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং তোমার যেকোনো প্রয়োজনে রসায়ন বিভাগ সর্বদা পাশে থাকবে।

শুভকামনায়,
রসায়ন বিভাগ
গণ বিশ্ববিদ্যালয়

29/12/2024

Only 10 seats remain!

Photos from Department of Chemistry, Gono Bishwabidyalay's post 27/12/2024

ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, মানবতার সেবায় নিবেদিত এক মহৎ ব্যক্তিত্ব এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। স্বাস্থ্য খাতে তাঁর অনন্য অবদান ও সমাজ পরিবর্তনে তাঁর কর্মযজ্ঞ আমাদের সকলের জন্য প্রেরণা।

গণ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী
এখানেই থেমে না থেকে, সমাজের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি ব্যতিক্রমধর্মী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চিন্তা ভাবনা শুরু করেন। ফলশ্রুতিতে ১৯৯৮ সালের ১৪ জুলাই গণ বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করে।

ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর অসীম দূরদর্শিতা ও নেতৃত্বে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় আজ শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।

আজ তাঁর জন্মদিনে আমরা, গণ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ, বিনম্র শ্রদ্ধায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর আদর্শ ও মানবতার সেবায় নিবেদন আমাদের পথচলার দিশারি হয়ে থাকবে।

শ্রদ্ধাসহ,
রসায়ন বিভাগ
গণ বিশ্ববিদ্যালয়

Want your school to be the top-listed School/college in Savar?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

চলো যাই পিঠা উৎসবে!
প্রিয় জন,বাংলার চিরায়ত সংস্কৃতির এক অনন্য অংশ পিঠা, যা আমাদের ঐতিহ্য, আন্তরিকতা ও উৎসবের আনন্দকে বহন করে। এই ঐতিহ্যকে সম...
Happy New Year 2025!The Department of Chemistry, Gono Bishwabidyalay, extends warm wishes for a prosperous and joyful Ne...
Titration!
কেন গণ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে পড়বেন?
Admission Announcement for the January 2025 SemesterDepartment of Chemistry, Gono BishwabidyalayAre you passionate about...
Department of Chemistry---- Prepared by Rasa
Some special moment!

Location

Telephone

Address


Nolam
Savar