Sapahar Ideal Madrasah

Sapahar Ideal Madrasah

Share

কুরআন, বাংলা, ইংরেজি, আরবি, গণিত ও ICT সহ য?

Operating as usual

04/12/2022

ভর্তি চলছে।।।
ভর্তি চলছে।।ভর্তি চলছে।
সাপাহার আইডিয়াল মাদরাসা।

মাস্টার পাড়া, সাপাহার, নওগাঁ।

যোগাযোগ: মোবাইল নম্বর ০১৭১৭৭৯৭৯৫০, ০১৩১০২৭০৪৯০

19/11/2022

ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে।
সাপাহার আইডিয়াল মাদরাসায় প্লে - ৫ম শ্রেণী পর্যন্ত।
ইসলামি শিক্ষা, সাধারণ শিক্ষা ও আধুনিক শিক্ষার অর্পূব সমন্বয়।

যোগাযোগ 01717797950
01310-270490

14/10/2021

ডিজিটাল মুয়াল্লিম পেনের সাহায্যে সাপাহার আইডিয়াল মাদরাসার নিয়মিত অনুষ্ঠিত কোরআন ক্লাসের অংশবিশেষ।

Photos from Sapahar Ideal Madrasah's post 13/10/2021
07/08/2021

আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়ামিন সায়ইইল আসকম

13/05/2021
Photos from Sapahar Ideal Madrasah's post 19/12/2020

বাচ্চাদের খেলনা উপকরন।

Photos from Sapahar Ideal Madrasah's post 17/11/2020

আলহামদুলিল্লাহ।
সাপাহার আইডিয়াল মাদরাসায় ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ২০২১ সেশনে এবার যে সকল শ্রেনীতে ভর্তি নেয়া হচ্ছে-
১। প্লে-Play.
২। নার্সারি - Nursery.
৩। ইবতেদায়ী প্রথম- Class One.
৪। ইবতেদায়ী দ্বিতীয়- Class Two.
আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার।

এটি শুধু মাদরাসা নয়, আরবী+ইংরেজি-র Extra Care এ আদর্শ শিক্ষার এক সমন্বিত প্রয়াস।
বিস্তারিত : ০১৩১০ ২৭০ ৪৯০ (অধ্যক্ষ)।

শিক্ষার্থীদের আবেদন-Student's Application. 25/10/2020

শিক্ষার্থীদের আবেদন-Student's Application. কোমলমতি শিশুরা চায়- তাদের প্রতিষ্ঠান খুলে দেয়া হোক। তাদের পাকা পাকা কথাগুলো শুনুন তাহলে। দেখতে থাকুন শেষ পর্যন...

01/10/2020

৬নং পর্বে আমরা জেনেছি Discipline এর গুরুত্ব। আর আজকে সোনামুনিদের Discipline শেখানোর উপায় জানার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন।
★★★★★★★★★★★★★★★★
♥শিশুর মানসিক বিকাশ♥ পর্ব-০৭:
★★★★★★★★★★★★★★★★

বাচ্চাদের শৃঙ্খলা শেখানোর উপায়:
মারধর, গালি-বকা দিয়ে শৃঙ্খলা শেখানো যায় না। সদয় আচরণ আর সুন্দর লালন-পালনের মাধ্যমে এটা সম্ভব। নিচে আমরা কিছু উপায় দিচ্ছি। চেষ্টা করে দেখুন-
Π ভালো কাজের প্রশংসা করুন। এটা তার মধ্যে আত্মবিশ্বাস বাড়াবে। আর আপনাকে খুশি করার জন্য এমন কাজ বার বার করতে চাইবে।
Π তার দিকে দয়ার্দ্র দৃষ্টিতে তাকিয়ে এমনভাবে বলুন যেন সে বুঝে।
Π 'করো না' কথাটা অতিরিক্ত ব্যাবহার করবেন না। 'গলার আওয়াজ উচু করো না' এমনটা না বলে মিস্টি স্বরে বলুন, 'একটু আস্তে কথা বলো'।
Π বকাঝকার মধ্যে না রেখে মজাদার বিকল্পের ব্যবস্থা করুন।
Π ওদের সাথে কোনো কিছু নিয়ে আলাপ করতে গেলে এমন সময় করবেন না, যখন আপনি রেগে আছেন। বাচ্চার মন খারাপের সময়ও আলাপ করবেন না।
....................

এখানে মাত্র কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। আপনার বাস্তব জীবনের সাথে মিলিয়ে নিয়ে আপনার সন্তানকে আপনিই গড়ে তুলবেন। মহান রবের প্রেরিত মানব পুরো বিশ্বের রহমতস্বরুপ আমাদের প্রিয় আদর্শ ও শিক্ষক হযরত মুহাম্মাদ (সা) এর আদর্শের উপর আমরা অবিচল থাকব এবং আমাদের সন্তানদের একই আদর্শে তৈরী করব। ইনশাআল্লাহ।
হে আমাদের প্রভু! তুমি আমাদের সেই শক্তি-সাহস-হিম্মত ও যোগ্যতা দাও। আমীন।।
$সমাপ্ত$

30/09/2020

_*জেনারেল শিক্ষিতগণ নবী-রসূলদের নামের ব্যাপারে যে বিষয়টি না জানলে বিভ্রান্তিতে পড়তে পারেন*_
▬▬▬▬◐◯◑▬▬▬▬▬
আল্লাহর প্রেরিত নবী-রসূলগণ যুগে যুগ মানুষকে সত্য ও ন্যায়ের আলোকিত পথের সন্ধান দিয়েছেন এবং ধ্বংস ও অকল্যাণের সকল পথ সম্পর্কে সাবধান করেছেন। তারা মানব জাতির মধ্যে আল্লাহর নির্বাচিত সর্বশ্রেষ্ঠ ব্যক্তিবর্গ। তাদের নামগুলো মুসলিমদের নিকট মোটামুটি পরিচিত হলেও সেগুলো ইংরেজিতে পড়ার সময় যথেষ্ট বিভ্রান্তিতে পড়ার সম্ভাবনা আছে। কিছু নাম দেখে হয় চিনাই যাবে না আর কিছু নামের ব্যাপারে পুরো দমে হিমশিম খেতে হবে। তাই এ বিষয়ে ধারণা থাকাটা জরুরি মনে করি।
সে কারণে নিম্নে এমন ২০ জন নবী-রসূলের নাম তুলে ধরা হল, যেগুলো ইংরেজিতে কিছুটা ভিন্নভাবে লেখা হয় বা উচ্চারিত হয়।
(নামগুলোর ক্ষেত্রে তাদের আবির্ভাব কালীন ধারাবাহিকতা যথাযথভাবে রক্ষা করা হয় নি)

১) আদম (আঃ)=এ্যাডাম (Adam)
২) ইদ্রিস (আঃ)=ইনোখ (Enoch)
৩) নূহ (আঃ)= নোয়া (Noah)
৪) হুদ (আঃ)=ইবার (Eber)
৫) ইবরাহিম =আবরাহাম (Abraham)
৭) ইসহাক (আঃ) =আইজ্যাক (Isaac)
৮) ইয়াকুব (আঃ)= জ্যাকব (Jacob)
৯) ইউসুফ (আঃ)=জোসেফ অথবা ইউসেফ (Joseph/Yosef)
১০) আইয়ুব (আঃ) = জব (Job)

১১) জুল কিফল (আঃ)=ইজেকিয়েল (Ezekiel)
১২) ইউনুস (আঃ)= যোনা (Jonah)
১৩) শুয়াইব (আঃ)= জেথ্র (Jethro)
১৪) মুসা (আঃ)= মোজেস (Moses)
১৫) হারুন (আঃ)= অ্যারন (Aaron)
১৬) দাউদ (আঃ)= ডেভিড (David)
১৭) সোলাইমান (আঃ)= সলোমন (Solomon)
১৮) ইলিয়াস (আঃ)=এলাইজা (Elijah)
১৯ ইয়াহিয়া (আঃ)= জন দ্য ব্যাপ্টিস্ট (John the Baptist)
২০) ঈসা (আঃ)= জেসাস (Jesus)

এ ছাড়াও ইংরেজিতে আদম (আঃ) এর স্ত্রী এবং প্রথম মানবী হাওয়া (আঃ) কে ইভ (Eve) এবং ঈসা আ. এর মা জননী মরিয়ম (আঃ) কে মেরি (Mary) বলা হয়।
▬▬▬▬◐◯◑▬▬▬▬▬
*উত্তর প্রদানে:*
_*আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল*_
_*দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব*_

30/09/2020

আলহামদুলিল্লাহ!
আমাদের লাইক পেজ-এ ডাবল সেঞ্চুরি অতিক্রম করলাম মাত্র ২সপ্তাহে। জাযাকাল্লাহ খাইরান।

27/09/2020

প্রিয় অভিভাবকবৃন্দ!
সাপাহার আইডিয়াল মাদরাসার শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র বিতরন হবে আগামী ৩০/০৯/২০২০ইং বুধবার। অফিসে এসে প্রশ্ন সংগ্রহ করার অনুরোধ রইল।

♦জমা দেয়ার শেষ তারিখ
০৮/০১০/২০ইং বৃহস্পতিবার। ♦
_________________________________________
♥প্রয়োজনে ০১৩১০২৭০৪৯০।♥

Photos from Sapahar Ideal Madrasah's post 25/09/2020

যেহেতু সাপাহার আইডিয়াল মাদরাসা বর্তমানে শিশু শিক্ষা নিয়ে কাজ করছে সেহেতু এই জ্ঞান আমাদের কচি সোনামুনির মনগুলোকে উদার ও নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরী করতে সাহায্য করবে। ইনশাআল্লাহ। ৫নং পর্বে একটি গবেষণাধর্মী রিপোর্ট এর কথা বলেছিলাম। এই পর্বে সেটিই আলোচনা করব। ★★★★★★★★★★★★★★★★
♥শিশুর মানসিক বিকাশ♥ পর্ব-০৬:
★★★★★★★★★★★★★★★★
ষাটের দশকের শেষের দিকে বাচ্চাদের শৃঙ্খলা নিয়ে এক বিখ্যাত গবেষণা হয়। সেখান থেকে দেখা যায়, বাচ্চা বয়সে শেখা শৃঙ্খলা পরবর্তি বয়সে টেকসই হয়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ওয়াল্টার মিসচেল চার বছর বয়সী একদল বাচ্চাকে একটা করে মার্সম্যালো (এক ধরনের কনফেকশনারী খাবার) দেন। তাদেরকে দুটি অপশন দেয়া হয়;
_______________________________________
© "হয় এখন খাও। নয়তো পরে খাও।
তবে পরে খেলে আরেকটা মার্সম্যালো পাবে।" ©
_______________________________________
তো এই গবেষনায় দেখা যায়, যেসব শিশুরা তাদের খাওয়ার লোভ সংবরণ করতে পেরেছিল, পরিণত বয়সে তাদের মধ্যে শৃঙ্খলার ছাপ বেশি পাওয়া গিয়েছিল। জীবনে তাদের অর্জনও বেশি।
..
আপনিও আপনার সন্তানকে মাঝে মাঝে কোন খাবার দিয়ে পরীক্ষা করতে পারেন। বিশ্বাসঘাতকতা করবেন না। সে আপনার শর্ত রক্ষা করলে আপনিও কথামত তাই দিবেন। মনে রাখবেন- "আপনি চান আর না চান আপনিই আপনার সন্তানের অনুকরণীয় আদর্শ। বাচ্চাকে আদর্শ বানাতে হলে আগে আপনাকেই আদর্শ হতে হবে।"
হে আল্লাহ! তুমি আমাদের আদর্শ পিতা-মাতা হওয়ার যোগ্যতা দাও।
# # # # # # # আমীন # # # # # # #

Photos from Sapahar Ideal Madrasah's post 24/09/2020

সাপাহার আইডিয়াল মাদ্রাসার পক্ষ থেকে আপনার জন্য রইল অন্তহীন দোয়া ও ভালোবাসা। আপনি এসেছিলেন আমাদের অভিভাবক ও সূধী সমাবেশের প্রধান অতিথি হিসেবে। উতসাহ যুগিয়েছেন, প্রেরণা দিয়েছেন । এগিয়ে যাওয়ার সাহস দিয়েছেন।

ধন্যবাদ স্যার!
অনেক অনেক ধন্যবাদ!!
আপনার মতো একজন সৎ ও সাহসী অফিসার প্রয়োজন দেশকে এগিয়ে নিতে।

Photos from Sapahar Ideal Madrasah's post 24/09/2020

★★★★★★★★★★★★★★★★
♥শিশুর মানসিক বিকাশ♥ পর্ব-০৫:
★★★★★★★★★★★★★★★★
আত্মশৃংখলার মূল্য:
শৃঙ্খলার মাধ্যমে শিশুরা নিজেদের নিয়ন্ত্রন করতে শেখে। তাদের আচার-আচরণ সন্তোষজনক হয়। ঠিক সিদ্ধান্ত নিতে শেখে। রাসূল (স) মরুভূমিতে শৃঙ্খলার পাঠ নিয়েছেন। নির্দিষ্ট সময়ে তাকে ঘুমোতে যেতে হয়েছে। উঠতে হয়েছে। বিভিন্ন কাজে কর্মে সহযোগীতা করতে হয়েছে। আপনিও আপনার বাচ্চাকে Discipline শেখান। মন যা-ই চাক, বাচ্চাকে দায়িত্বববানের মতো কাজ করতে হবে এটাই শৃঙ্খলা। কচি বয়সেই এটা গড়ে তুলতে হবে।
..
আত্মশৃংখলার গুরুত্ব সম্পর্কে গবেষণাধর্মী একটি সমীক্ষা আগামী পর্বে দেয়া হবে। ইনশাআল্লাহ।
ততদিন পর্যন্ত সাথেই থাকুন আর লাইক দিয়ে Active থাকুন। প্রয়োজন মনে করলে শেয়ার করে লেখাটি নিজের ওয়ালে রাখুন। ভবিষ্যত জীবনে বাচ্চা মানুষ করতে কাজে লাগবে। আল্লাহ কবুল করুন।
আমীন।

22/09/2020

সাপাহারে আজকে
শুধুই বৃষ্টির দিন
মূষলধারে!
আপনার এলাকায় কেমন?

21/09/2020

★★★★★★★★★★★★★★★★
♥শিশুর মানসিক বিকাশ♥ পর্ব-০৪:
★★★★★★★★★★★★★★★★
কীভাবে নিজের সন্তানকে অগ্রাধিকার দিবেন?

শিক্ষাবিদরা শিশুদের জন্য আলাদা সময় রাখার গুরুত্বের কথা বলেন। যেন মনে হয়, শিশুদের সাথে সময় কাটানো একটা বোঝা। চাকরিজীবী মায়েরা তাদের সন্তানদের যথেষ্ট সময় দিতে পারেন না। এতে অনেক মা-ই এক ধরনের অপরাধবোধে ভোগেন। তাদের এই অপরাধবোধে প্রলেপ দেয়ার জন্য 'আলাদা সময়' ধারনার জন্ম হয়।

বাবা-মায়েরা সন্তানের সাথে যত বেশি সময় কাটাবে তাদের সামাজিক, মানসিক ও একাডেমিক সমস্যা তত কম হবে। মাদকে জড়ানোর আশংকা কমবে।
বখাটেগিরি বা এ ধরনের কোনো অপরাধমূলক কাজ অথবা বিয়ের আগে বিপরীত লিংগের কারও সাথে হারাম সম্পর্কে জড়ানোর প্রবণতা কমবে।

লরা রামিরেজের ভাষ্যমতে-
'বাচ্চাদের পার্কে নিয়ে যান। এটা ভালো। কিন্তু এটা কোনোভাবেই ভালো প্যারেন্টিং-এর বিকল্প নয়। বাবা-মা'কে তাদের বাচ্চার ছায়া হয়ে থাকতে হবে। এর মানে তাদের সাথে ভালো সময় কাটাতে হবে। ওদের সময়টা যখন ভালো যাবে না, তখন ওদের পাশে থাকতে হবে। ওদের প্রতিটা সমস্যায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।'
_____________________________________
[ "প্যারেন্টিং টিপস: গিভিং ইয়োর চিলড্রেন দ্যা গিফট অফ টাইম" লেখক- রামিরেজ ]

15/09/2020

তোতাপাখিকে মানুষ বানাতে শেষ পর্যন্ত দেখুন।

15/09/2020

প্রিয় পাঠক!
আপনাকেই বলছি, ফেসবুকে আমাদের এই পোস্টগুলো আপনার সোনামুনিদের জন্যই লেখা। যদি এই লেখাগুলো আপনার উপকারে আসবে বলে মনে হয় তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমাদের উতসাহ যোগাবেন। সেই সাথে আরও কিভাবে ভালো করা যায় সে বিষয়ে পরামর্শ আশা করছি।
★★★★★★★★★★★★★★★★
♥শিশুর মানসিক বিকাশ♥ পর্ব-০৩:
★★★★★★★★★★★★★★★★
শিশুর মানসিক চাহিদা পুরণ করার জন্য আজকের টিপস:
♦ প্রতিদিন চুমু দিন, জড়িয়ে ধরুন।
♦ ওর কথা মন দিয়ে শুনুন। বাধা দেবেন না।
♦ বাসার বাইরে থাকলে ফোন দিয়ে কথা বলুন।
♦ ওর সাথে খেলুন। নিজের পোশাক ময়লা হওয়া নিয়ে চিন্তার দরকার নেই।
♦ ভালোবাসা দিয়ে দিন শুরু করুন। আর অখুশি হয়ে কখনো দিন শেষ করবেন না।
♦ হ্যা বলুন, না বলবেন না। তবে খারাপ এর জায়গায় উত্তমটি প্রতিস্থাপন করুন।

(চলবে...)
★★★★★★★★★★★★★★★★

Want your school to be the top-listed School/college in Sapahar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Sapahar
6560

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 13:00
Saturday 08:00 - 16:00
Sunday 08:00 - 16:00
Other Schools in Sapahar (show all)
Sapahar Sorfotullah Fazil Madrasah Sapahar Sorfotullah Fazil Madrasah
Sapahar Madrasah Para
Sapahar

ইসলামের সৈনিক গড়ার লক্ষ্যে আমা?

Podolpara Gotpara High School Podolpara Gotpara High School
Sapahar, Naogaon
Sapahar, 6560

PODOL PARA GOTPARA HIGH SCHOOL is an well known Secondary School situated at SAPAHAR,NAOGAON. EIIN -

Al-Helal Islami Academy & College, Sapahar, Naogaon. Al-Helal Islami Academy & College, Sapahar, Naogaon.
Sapaher
Sapahar, 6560

The institution which has been providing quality education from the '90 decade in Sapahar Town is n

Sapahar Govt. Girls' High School Sapahar Govt. Girls' High School
Girls School Street
Sapahar