👉রসায়ন ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
উপকারে আসলে কমেন্টে জানাবেন তাহলে আরও উন্নত প্রশ্ন তৈরি করা হবে।ধন্যবাদ🌷
রসায়ন, Chemistry For HSC
রসায়নে সমস্যা, আর নয়। হবে প্রতি টপিকের সমাধান, সহজেই
Operating as usual
জৈব রসায়নের সুচনা
(Introduction to Organic Chemistry)
প্রশ্ন: জৈব যৌগ বলতে কী বোঝ? (Organic Compound)
উত্তর : কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে। এই হাইড্রোকার্বন ও এর জাতকসমূহ যাদেরকে প্রাণিদেহে পাওয়া যায় এবং কৃত্রিমভাবে সংশ্লেষণ করা হয় তাদেরকে জৈব যৌগ বলে। CO32-, HCO3-, সায়ানাইড, কার্বাইড ব্যতীত।
প্রশ্ন: জৈব যৌগের প্রাচুর্যতার কারণ উল্লেখ কর। (Abundance of organic compounds)
উত্তর : কারণগুলো নিমরূপ-
i) C পরমাণুর ক্যাটিনেশন ধর্ম।
ii) জৈব যৌগের সমাণুতা।
iii) জৈব যৌগের পলিমারকরণ।
ল্যাটিন ‘catena’ [ka-ti-na] অর্থ চেইন বা শিকল থেকে ক্যাটিনেশন শব্দটি নেওয়া হয়েছে। কোনো মৌলের পরমাণুসমূহ নিজেদের মধ্যে সমযোজী বন্ধনে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বা চেইন গঠনের ধর্মকে ক্যাটিনেশন বলে। কার্বন, সিলিকন, সালফার, ফসফরাস ইত্যাদি মৌলসমূহ ক্যাটিনেশন ধর্ম দেখায়। এসব মৌলের মধ্যে কার্বনের ক্যাটিনেশন অত্যন্ত প্রবল।
প্রশ্ন : C- পরমাণুর ক্যাটিনেশন দেখানোর কারণগুলি উল্লেখ কর। (Reasons for showing C-atom catenation)
উত্তরঃ কারণগুলো নিমরূপ-
i) C- এর সুষম চতুর্যোজ্যতা আছে।
ii) C- পরমাণুর আকার ছোট ।
iii) C- পরমাণু sp3, sp2 এবং sp সংকরণের মাধ্যমে C-C, C=C এবং C≡C গঠন করতে পারে।
iv) C- পরমাণুসমূহ নিজেদের সাথে বন্ধন গঠন করার পরও অন্যান্য মৌলের সাথে বন্ধনে যুক্ত হতে পারে।
v) C-C বন্ধন এনথালপির মান (348Kjmol-1 ) একই পর্যায়ের অন্যান্য যেকোনো মৌলের বন্ধন এনথালপি অপেক্ষা বেশি। যেমন N – N, O-O, বন্ধন এনথালপির মান যথাক্রমে 163 এবং 146 jmol-1 একই পর্যায়ে ডানে গেলে বন্ধন এনথালপি কমে যায় কারণ Ipe – এর সংখ্যা বাড়ে।
vi) C- পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান মধ্যম প্রকৃতির, যা একই পর্যায়ের ১ম মৌল Li এবং শেষ মৌল F এর তড়িৎ ঋণাত্মকতার গড় মানের সমান।
vii) C- পরমাণু বিভিন্ন ধাতুর সাথে জৈব ধাতব যৌগ গঠন করতে পারে।
প্রশ্ন: ফুলারিন কী? (Fullerene)
উত্তরঃ ক্যাটিনেশন ধর্মগুণে sp2 সংকরিত 60টি কার্বন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে দৈত্যাকার অণু ফুলারিন গঠন করে। এ অণুর কাঠামোটির দেখতে অনেকটা ফুটবলের মতো।
ক্যাটিনেশনের একটি বিশেষ উদাহরণ হলো ফুলারিনস (fullerenes) নামক কার্বনের একটি বিশেষ শ্রেণীর রূপভেদ।
👉মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।
👉মুক্তজোড় ইলেকট্রনঃ কোন পরমাণুর যোজ্যতা স্তরে বা সর্ববহিঃস্থ শক্তিস্তরে যে ইলেকট্রন গুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে মুক্তজোড় ইলেকট্রন বলে।
👉যেমন ঃ ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায়
Cl (17) ---> 1s² 2s²2p⁶ 3s² 3Px² 3Py² 3Pz¹
এখানে, ক্লোরিনের সর্ববহিঃস্থ শক্তিস্তর অর্থাৎ তৃতীয় শক্তিস্তরে 3s² 3Px² 3Py² অরবিটাল গুলোতে দুটি করে ইলেকট্রন বিদ্যমান থাকে। এই ইলেকট্রনগুলি বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। এজন্য এই ইলেকট্রনগুলি কে মুক্তজোড় ইলেকট্রন বলে। এখানে ক্লোরিনের তিন জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে।
👉বন্ধন জোড় ইলেকট্রনঃ পরমাণু যোজ্যতা স্তরে বা সর্ববহিঃস্থ শক্তিস্তরে যে ইলেকট্রনগুলি বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বন্ধন জোড় ইলেকট্রন বলে।
কোন পরমাণু ইলেকট্রন বিন্যাস করলে তার সর্ববহিঃস্থ শক্তিস্তরে যে বেজোড় ইলেকট্রন গুলি থাকে সেই ইলেকট্রনগুলি বন্ধন গঠনে অংশগ্রহণ করে। কাজেই বলা যায়, কোন পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরে যতটি বেজোড় ইলেকট্রন থাকে ঐ পরমাণু ততটি বন্ধন গঠন করতে পারে।
👉যেমনঃ ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায়
Cl (17) ---> 1s² 2s²2p⁶ 3s² 3Px² 3Py² 3Pz¹
এখানে, ক্লোরিনের সর্ববহিঃস্থ শক্তিস্তর অর্থাৎ তৃতীয় শক্তিস্তরে 3Pz¹ অরবিটালে একটি বেজোড় ইলেকট্রন বিদ্যমান থাকে। এই ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে। এজন্য এই ইলেকট্রনকে বন্ধন জোড় ইলেকট্রন বলে।
এখানে ক্লোরিনের সর্ববহিঃস্থ শক্তিস্তরে একটি বেজোড় ইলেকট্রন আছে। এজন্য ক্লোরিন একটি মাত্র বন্ধন গঠন করতে পারে।
এইজন্য ক্লোরিনের বন্ধন জোড় ইলেকট্রন একটি। হাইড্রোজেন ক্লোরাইড (H-Cl) অণুতে একটি হাইড্রোজেনের সঙ্গে একটি ক্লোরিন পরমাণু একটি বন্ধন গঠন করে। হাইড্রোজেন ক্লোরাইড (H-Cl) অণুতে বন্ধন জোড় ইলেকট্রন একজোড়া বা দুইটি।
জৈব রসায়নের ৫০টি প্রশ্ন, উত্তর -
👉রসায়নঃ-❤️
প্রাচীন বিজ্ঞানগুলোর মাঝে অন্যতম একটি হলো রসায়ন। মূলত আগুন আবিষ্কারের পর থেকেই মানব সভ্যতায় রসায়নের ব্যবহার শুরু হয়েছিল। বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো রসায়ন।
👉রসায়ন কাকে বলে?❤️
বিজ্ঞানের যে শাখায় পদার্থের উপাদান, কাঠামো, ধর্ম (ভৌত ও রাসায়নিক) ও পারস্পরিক ক্রিয়া-বিক্রিয়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকে রসায়ন বলে।
অর্থাৎ, রসায়ন হলো বিজ্ঞানের এমন একটি শাখা যা পদার্থের কাঠামো, উপাদান, ধর্ম ও পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া নিয়ে আলোচনা করে থাকে। বিজ্ঞানের এ শাখাটি মূলত পদার্থ গঠনকারী উপাদানগুলো নিয়ে কাজ করে। এ উপাদানগুলো কেমন আচরণ করে অথবা অন্য উপাদানের উপস্থিতিতে কেমন প্রতিক্রিয়া দেখায় ইত্যাদিই হলো রসায়নের মূল আলোচ্য বিষয়।
রসায়ন প্রাথমিকভাবে অণু, পরমাণু এবং আয়ন সম্পর্কে বিশেষ গুরুত্ব দেয় এবং তারা কীভাবে মৌল ও যৌগ গঠন করে এসব নিয়ে ধারণা দেয়। মৌল বা যৌগ গঠনকালে এসব উপাদান যেভাবে একসাথে যুক্ত হয়, বন্ধন গঠন করে অথবা পদার্থের অভ্যন্তরীন গঠনের পরিবর্তন করে ইত্যাদি বিষয়ও রসায়নের আলোচ্য বিষয়।
👉রসায়ন কি?❤️
রসায়ন হলো পদার্থের বৈশিষ্ট্য এবং আচরণের বৈজ্ঞানিক অধ্যয়ন। এটি একটি প্রাকৃতিক বিজ্ঞান, যা উপাদানগুলোকে কভার করে এবং যা পরমাণু, অণু এবং আয়নগুলির সমন্বয়ে গঠিত যৌগগুলোর জন্য পদার্থ তৈরি করে।
যেকোনো সমস্যা কমেন্টে জানাও....
বিজ্ঞান ❤️
রসায়নের যেকোনো সমস্যায় আছি নিরন্তর।
কমেন্টে জানাও তোমাদের উপস্থিতি এবং সমস্যা.........
-(NO)২ নাইট্রো মূলক বেনজিন চক্রকে অসক্রিয় করে ব্যাখ্যা করা হলো----
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Rangpur
Rangpur
ফলো করুন এই চ্যানেলটি, এই চ্যানেলে সব ধরনের ভিডিও পাবেন। এখন ইংরেজি হবে আপনার কাছে পানির মত সহজ।
Gaibandha, Rangpur Division
Rangpur, 5700
This is Home Tutor service. our working place is gaibandha. we serve qualified teacher to guardians
বড় সংগলশী খামাত পারা, নীলফামার
Rangpur, 5003
আমাদের স্কুলে উন্নত মানের পড়াশুনা হয়৷ স্কুলের বৈশিষ্ট্যসমূহ: ১৷ ভালো পরিবেশ ২৷ ভালো পড়াশোনা
Rangpur
Nasir Ahmed. B.s.c (hon's)Math, First Class. M.s.c (Math) First Class,CCR. Assistant teacher(math).
Rangpur
Rangpur, 5402
I am Nirob.I am proffetional freelancer & teacher. Contract number:01307335666
Rangpur, 5404
Our duties are to know the students and teach them actual way...
Pedia Bhaban, Railgate College Para, Lalbag
Rangpur, 5401
I'm an English speaking teacher with having vast experiences in American English speaking.