Govt. Shah Abdur Rouf College

Govt. Shah Abdur Rouf College

Share

Official page for Govt. Shah Abdur Rouf College

Operating as usual

ডিগ্রি (পাস) ১ম বর্ষ এর ফরমপূরণের ফি সমূহ 06/11/2024

সরকারি শাহ আব্দুর রউফ কলেজ পীরগঞ্জ, রংপুর

২০২৩ ইং সালের ডিগ্রি (পাস) ১ম বর্ষ এর ফরমপূরণের ফি সমূহ
(নিয়মিত, অনিয়মিত, বিভাগ উন্নয়ন)
শিক্ষাবর্ষ ২০২২-২০২৩ খ্রি.

ডিগ্রি (পাস) ১ম বর্ষ এর ফরমপূরণের ফি সমূহ সরকারি শাহ আব্দুর রউফ কলেজ পীরগঞ্জ, রংপুর ২০২৩ ইং সালের ডিগ্রি (পাস) ১ম বর্ষ এর ফরমপূরণের ফি সমূহ (নিয়মিত, অনিয়মিত...

28/10/2024

🎉 Facebook recognised me as a top rising creator this week!

17/10/2024

এতদ্বারা সরকারি শাহ আব্দুর রউফ কলেজের সকল শ্রেনীর ছাত্র- ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 20/10/24 খ্রি. তারিখ হতে 14/11/24 খ্রি. তারিখ পর্যন্ত ডিগ্রী পাস ২য় বর্ষ ও অনার্স অভ্যন্তরীণ পরীক্ষা থাকায় দুপুর ১২ ঘটিকা পর্যন্ত কলেজের ক্লাশ চলবে।

অধ্যক্ষ
সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজ,
পীরগঞ্জ, রংপুর।

উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ভর্তির টাকা পরিশোধ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি 01/10/2024

উচ্চ মাধ্যমিক ২য় বর্ষ (২০২৩ – ২০২৪) খ্রি. শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের ৩য় বারের মত অবগত করা যাচ্ছে যে, যারা এখনও ২য় বর্ষে ভর্তির টাকা পরিশোধ করে নাই, তারা আগামী ০৩/১০/২০২৪ খ্রি. তারিখের মধ্যে টাকা পরিশোধ না করলে প্রি-টেস্ট ও টেস্ট পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না ও তাদের আইডি কার্ড বিতরণ করা হবে না।


অধ্যক্ষ,
সরকারি শাহ আব্দুর রউফ কলেজ,
পীরগঞ্জ, রংপুর।

উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ভর্তির টাকা পরিশোধ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিক ২য় বর্ষ (২০২৩ – ২০২৪) খ্রি. শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের ৩য় বারের মত অবগত করা যাচ্ছে যে, যারা এখনও ২য় .....

উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের রেজিস্ট্রেশন প্রিন্ট আউট ও বিষয় যাচাই 23/09/2024

উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের রেজিস্ট্রেশন প্রিন্ট আউট ও বিষয় যাচাই
উচ্চ মাধ্যমিক ২য় বর্ষ (২০২৩-২০২৪) খ্রি. শিক্ষাবর্ষের ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের রেজিস্ট্রেশন প্রিন্ট আউট ও বিষয় যাচাই করে স্বাক্ষর করতে হবে।

নিম্নে বিভাগ অনুযায়ী স্বাক্ষরের তারিখ উল্লেখ করা হল-

১। মানবিক ২৩/০৯/২০২৪ খ্রি.

২। বিজ্ঞান ও বানিজ্য ২৪/০৯/২০২৪ খ্রি.।

উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের রেজিস্ট্রেশন প্রিন্ট আউট ও বিষয় যাচাই উচ্চ মাধ্যমিক ২য় বর্ষ (২০২৩-২০২৪) খ্রি. শিক্ষাবর্ষের ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের রেজিস্ট্....

25/08/2024

জন্মাষ্টমী উপলক্ষ্যে কলেজ বন্ধ
অত্র কলেজের সকল শ্রেণির ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬/০৮/২০২৪ খ্রি. তারিখ রোজ সোমবার ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে কলেজ বন্ধ থাকবে।

আগামী ২৭/০৮/২০২৪ খ্রি. তারিখ রোজ মঙ্গলবার হতে ক্লাস যথারীতি চলবে।

প্রধান সহকারী
সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজ,
পীরগঞ্জ, রংপুর।

https://sarc.edu.bd/notice/942/

উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের বৃত্তি সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি 22/08/2024

উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের বৃত্তি সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের (২০২৪-২০২৫) ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, যে সকল ছাত্র-ছাত্রী বোর্ডের মেধা ও সাধারণ বৃত্তি পেয়েছে, তাদের স্ব স্ব নামের তালিকা দিনাজপুর বোর্ডের ওয়েব সাইড হতে সংগ্রহ পূর্বক অফিস জমাদানের জন্য বলা গেল।

বিষয়টি অতীব জরুরী।

অধ্যক্ষ,
সরকারি শাহ আব্দুর রউফ কলেজ।

উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের বৃত্তি সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের (২০২৪-২০২৫) ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, যে সকল ছাত্র-ছাত্রী বোর্ডের মেধা ও .....

12/08/2024

উচ্চ মাধ্যমিক শ্রেনির ক্লাস শুরু

সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেনির ক্লাস আগামী ১৩/০৮/২০২৪ খ্রি. তারিখ হতে চলমান রুটিন অনুযায়ী চলবে। তবে স্নাতক পাস এবং সম্মান শ্রেনির ক্লাস, পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

অধ্যক্ষ
সরকারি শাহ আব্দুর রউফ কলজ,
পীরগঞ্জ, রংপুর।

05/08/2024

“বাঙালি আন্দোলন করে, সাধারণত ব্যর্থ হয়, কখনো কখনো সফল হয়; এবং সফল হওয়ার পর মনে থাকে না কেনো তারা আন্দোলন করেছিলো”
-হুমায়ূন আজাদ।

28/07/2024

ফ্রি VPN স্পিড ড্রপ করে এবং লিমিটেশন আছে। এছাড়াও এগুলোর সিকিউরিটি রিস্ক আছে। প্রাইভেসি নাই।

NordVPN মাত্র ১১% স্পিড ড্রপ করবে! একসাথে ১০টি ডিভাইসে কানেক্ট করতে পারবেন! ইচ্ছে মতো সার্ভার সিলেক্ট করতে পারবেন। লগ ফ্রি জনপ্রিয় ভিপিএন।

ডিস্কাউন্টেড প্রাইসে অর্ডার করুন এখান থেকে, http://rcdr.in/vpn

আপনি বিকাশ/রকেট/নগদ কিংবা ব্যাংক পেমেন্টর মাধ্যমে বাংলাদশেী টাকায় পে করতে পারবেন।

28/05/2024

জরুরী বিজ্ঞপ্তি:

২৮ মে’র উচ্চ মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা স্থগিত

অনিবার্য কারণবশত: আজ ২৮ মে ২০২৪ তারিখের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হল।

অন্যান্য পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।

আজকের পরীক্ষার পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানানো হবে।

অধ্যক্ষ
সরকারি শাহ আব্দুর রউফ কলেজ
পীরগঞ্জ রংপুর।

https://sarc.edu.bd/notice/908/

25/05/2024

ঘূর্ণিঝড় রেমাল: জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

বিশ্ববিদ্যালয়ের ২৬ মে রোববার অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। পরীক্ষার অন্যান্য সময় ও তারিখ অপরিবর্তিত থাকবে।

12/05/2024

ছোট্ট বন্ধুরা তোমাদের কারো রেজাল্ট জানা লাগলে কমেন্টে জানাও!

08/05/2024

চেনাশোনার কোন্‌ বাইরে
যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে॥

ঘরের মুখে আর কি রে
কোনো দিন সে যাবে ফিরে।
যাবে না, যাবে না--
দেয়াল যত সব গেল টুটে॥

বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা
কোন্‌ বলরামের আমি চেলা,
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে--
যত মাতাল জুটে।

আজ ২৫ বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী!

ঠাকুর-এর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি!

30/04/2024

We Fall.
We Break.
We Fail.
But Then, WE RISE.
WE HEAL.
WE OVERCOME

- Valarie Johnson

27/04/2024

🐝🐝🐝

21/04/2024
19/04/2024

আহমাদ ইশতিয়াক (তানভীর) এর টাইমলাইন থেকে, ছবি: gettyimages (11th April 1971)
_______

অভিমান কতোটা প্রকট হয় দেখেছিলাম শিবনারায়ন দাসের কাছে।

গত বছরের জুন মাসের শুরুর দিকের কথা। এক সকালে হঠাৎ মনে হলো যদি জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাসের সঙ্গে দেখা করা সম্ভব হয় তাহলে তাঁর সঙ্গে দেখা করে কিছুক্ষণ কথা বলে একটি সাক্ষাৎকার নিয়ে নিবো।

কিন্তু আমার জন্য সবচেয়ে ঝক্কির বিষয় ছিলো এটি যে, আমি তাঁর বাসা চিনিনা। আবার তাঁর ফোন নাম্বারও কারো কাছে নেই। কয়েকজন বন্ধু মারফতে কেবল এটাই জানলাম মানুষটি মনিপুরীপাড়ার একটি ভাড়া বাড়িতে পরিবার সমেত থাকেন।

কিন্তু মনিপুরী পাড়ায় তো হাজারের উপর বাড়ি। তিনি কোন বাড়িতে থাকেন এটি কি করে বের করবো! জানা নেই কিছুই। কেবল ভাবনা যদি কোনভাবে তাঁর সঙ্গে দেখা করার একটা সুযোগ মিলে। সেই চিন্তা থেকেই গেলাম মণিপুরীপাড়ায়। কয়েকজন বয়স্ক লোককে জিজ্ঞেস করলাম, সবার প্রতিউত্তর একটাই, এমন নামে তো কাউকে চিনিনা।

হঠাৎ মনে হলো আমি এলাকার সিকিউরিটি ইনচার্জের সাহায্য নিচ্ছিনা কেন! কারণ সিকিউরিটি ইনচার্জ হয়তো জানতে পারে। মণিপুরী পাড়ার সিকিউরিটি ইনচার্জকে ফোন দিয়ে পরিচয় বলে তাঁর নাম জানিয়ে বললাম যদি ফোন নাম্বার বা বাসার ঠিকানাটা পাওয়া যায়। সিকিউরিটি ইনচার্জ বললেন, ফোন নাম্বার আমার কাছে নেই, তবে বাসার ঠিকানাটা দিতে পারি। তিনি তো বাসা থেকে তেমন বের হননা। কারো সাথে দেখাও করেননা কথাও বলেন না। কারো সাথেই যোগাযোগ নেই। অতঃপর সিকিউরিটি ইনচার্জ মারফত বাসার ঠিকানাটা পাওয়া গেল।

ঠিক তখনই লোডশেডিং শুরু হওয়ায় এক ঘণ্টা তিনি যে বিল্ডিংয়ে থাকেন সে বিল্ডিংয়ের চারপাশে ঘুরঘুর করলাম। বিদ্যুৎ আসতেই বিল্ডিংয়ের সিঁড়ি বেয়ে উঠলাম চতুর্থ তলায়। মনে তখন ধুকধুক করছে। যদি একটাবার তাঁর সঙ্গে দেখা হয় তবে কি প্রথমে কি করবো তাই ভাবছি। ভাবলাম প্রথমে তাঁর পা ছুঁয়ে সালাম বা নমস্কার জানাবো।

চারতলায় উঠে কলিংবেল টিপতেই ভিতর থেকে প্রশ্ন এলো ' কে এসেছেন ? আপনি কে?' বললাম, 'একটা প্রয়োজনে আপনার সঙ্গে কথা বলতে এসেছি।'

জবাব পেয়ে দরজা খুলেই বললেন ‘কি প্রয়োজন? কোথা থেকে এসেছেন?’ বললাম, ‘অমুক পত্রিকা থেকে এসেছি একটা বিশেষ দরকারে। তিনি বললেন 'কি দরকার?' আমি বললাম, 'যদি অনুমতি দেন তো একটু আপনার সঙ্গে কথা বলতে চাই।’ তিনি বললেন, ‘ঠিক আছে এবার আপনি আসতে পারেন।’

বললাম, ‘ভিতরে আসবো?’ পুরোটা বলার আগেই আমার মুখের উপর দিয়েই দড়াম করে তিনি দরজা বন্ধ করে দিয়ে ভিতর থেকে ছিটকিনি লাগিয়ে বললেন, ‘আপনি চলে যান। আমি এসব বিষয়ে কথা বলিনা।'

আমার তখন কী যে অনুভূতি হয়েছিলো তা আমি আসলে ভাষায় বর্ণনা করতে পারবো না। আমার দেশটির উপর তীব্র ঘৃণা জন্মালো। মনে হলো আমি মাটি খুঁড়ে তখনই ঢুকে পড়ি। কিংবা মরে যাই। আর তীব্র এক লজ্জাবোধ আমাকে চরমভাবে গ্রাস করলো। তিনি শিবনারায়ণ দাস যাকে আমরা সামান্য স্বীকৃতিটুকু দিতেও চরম কার্পণ্য করেছি।

তিনি সেই শিবনারায়ণ দাস যার নকশাকৃত পতাকা আমরা গোটা মুক্তিযুদ্ধকালে ব্যবহার করেছি। মুক্তিযুদ্ধকালীন সময় তাঁর নকশা করা পতাকাতেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন মুক্তিযোদ্ধারা।

দেশ স্বাধীনের পর সে পতাকা থেকে মানচিত্র ছিঁড়ে তুলে পটুয়া কামরুল হাসানকে নিয়ে আমরা পতাকা সংশোধন করিয়ে শিবনারায়ণ দাসকে ইতিহাস থেকে পুরোপুরি মুছে দিয়েছি। মূল পতাকার নকশা করেও আজ অব্দি কোন প্রকার স্বীকৃতি পাননি শিবনারায়ণ দাস।

তিনি সেই শিবনারায়ণ দাস যিনি ১৯৭০ সালে ছিলেন কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রনেতা। ডাকসাইটে এই ছাত্রনেতা মুক্তিযুদ্ধের রণাঙ্গণেও প্রাণ বাজী রেখে যুদ্ধ করেছেন, দুর্ধর্ষ গেরিলা যোদ্ধা হওয়ার পরেও কখনোই তিনি ন্যূনতম মুক্তিযোদ্ধার স্বীকৃতিটুকুও পাননি। তাঁর স্ত্রী গীতশ্রী চৌধুরীও নিজেও ছিলেন মুক্তিযোদ্ধা।

তাঁর বাবা শহীদ বুদ্ধিজীবী চিকিৎসক সতীশচন্দ্র দাস মুক্তিযুদ্ধে শহীদ হওয়ার পরেও শহীদ বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি তো দূরের কথা; পাননি শহীদের স্বীকৃতিটুকুও।

কেন তাঁদের অভিমান হবেনা বলতে পারেন? কেন তাঁর আমাদের উপর রাগ হবেনা? আমার ভাগ্য ভালো যে তিনি আমার মুখের উপর দরজা আটকে চলে যেতে বলেছিলেন। অন্তত জুতাপেটা করেননি।

শিবনারায়ণ দাসের সঙ্গী ছাত্রনেতারা মন্ত্রী হয়েছেন, নেহাতই হয়েছেন এমপি। কেউ পেয়েছেন দলের সর্বোচ্চ পদ, রাজপথে পাজেরো হাঁকিয়ে বেড়িয়েছেন। এটি হওয়াটাই তো স্বাভাবিক ছিল। কারণ তাঁদের ত্যাগের ফলেই তো নির্মিত এই স্বদেশ। অথচ শিবনারায়ণ দাসকে আজ ধুঁকে ধুঁকে শ্বাসকষ্টে ভুগতে হয়।

আজ শিবনারায়ণ দাস একটি ভাড়া বাসায় আশ্রয়ী হয়ে থাকেন। সেই বাড়ির প্রতিবেশীদের কাছেই শুনেছি চিকিৎসা করতে হলে আজো চারবার করে ভাবতে হয় শিবনারায়ণ দাসকে।

শিবনারায়ণ দাস যেন আজ এক বিস্মৃত ইতিহাস। যাকে আমরা স্রেফ ভুলে গেছি। আমাদের এক অনন্য কারিগরকে আমরা স্রেফ উচ্ছেদ করেছি। পাঠ্যপুস্তকে জাতীয় পতাকার ইতিহাস লেখা হয়েছে তাঁকে বাদ দিয়েছি।
সর্বত্র জাতীয় পতাকার ডিজাইনার হিসেবে পটুয়া কামরুল হাসানের নাম। নেই কোথাও শিবনারায়ণ দাসের নাম।

এসব ক্ষোভ অভিমান আর প্রচণ্ড কষ্টবোধ থেকেই পুরোপুরি নিভৃতচারী হয়ে গিয়েছিন শিবনারায়ণ দাস। প্রচার বিমুখ শিবনারায়ণ এড়িয়ে চলেছেন সমস্ত কিছু।

এই মানুষটিকে পদে পদে আমরা অপমান করেছি। লাঞ্ছিত করেছি, অপদস্ত করেছি। কিন্তু এরপরেও কি আমাদের বিন্দুমাত্র আত্মসমালোচনা হবেনা? এভাবেই শিবনারায়ণ দাস চলে গেছেন। আমরা কখনোই তাঁকে স্পর্শ করার সুযোগটুকুও পাইনি।

আজ সকালে চির ঘুমের দেশে পাড়ি জমালেন শিবনারায়ণ দাস। আমৃত্যু শিবনারায়ণ দাস সেই অভিমানটুকু জিইয়ে রেখেছিলেন।

কেনইবা রাখবেন না, আমাদের ইতিহাসের অনন্য সেই কারিগরকে যে আমরা তীব্র অবহেলিত, অবাঞ্চিত করে রেখেছিলাম। কি অদ্ভুত আমাদের জাতিগত বৈশিষ্ট্য ভাবতেই ভীষণ লজ্জা লাগে।
আজ মৃত্যুর পর হয়তো শিবনারায়ণ দাস পুষ্পস্তবক পাবেন। তাঁর কফিন হয়তো ফুলে ফুলে ঢেকে যাবে। নানাজন নানা বিবৃতি দিবে। প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রীরাও শোকবার্তা পাঠাতে পারেন। কিন্তু মৃত্যুর আগে যে শিবনারায়ণ দাস ধুঁকতে ধুঁকতে বেঁচেছিলেন, সেই হিসেব টার কি হবে? হয়তো কখনো শিবনারায়ণ দাস মরণোত্তর রাষ্ট্রীয় পদক পাবেন, তাতে আদৌ শিবনারায়ণ দাসের কি হবে?
বেঁচে থাকতে যে মানুষটিকে আমরা মূল্যায়ন করিনি, স্রেফ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতেও কার্পণ্য করেছি, সেই মানুষটার সামান্য পচা ফুলের স্তবকে কি আসে যায়?

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

কলেজের ইতিহাস

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার একটি প্রাচীন জনপদ,এই জনপদ,এই জনপদ শাহ ইসমাইল গাজী (রা:) এবং মধ্যযুগীয় অধ্যায়তিক ও সাধক কবি কাজী হেয়াৎ মামুদের জন্মভুমি। জনপদের বসবাসকারী অধিকাংশ মানুষ দরিদ্র সীমায় বসবাস করে। সেহেতু তাদের ছেলে মেয়েদের শিক্ষাদানের উদ্দেশ্যে বিশিষ্ট রাজনীতিবিদ জনাব কাজী আব্দুল হালিমের নেতৃত্বে সুধীজনের প্রচেষ্টায় শাহ্‌ আব্দুর রউফ কলেজ স্থাপিত হয়। বর্তমান প্রতিষ্ঠানটি এই উপজেলার বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

শাহ্‌ আব্দুর রউফ কলেজ ১৯৭০ খ্রি. সালে স্থাপিত হয়ে সুনামের সাথে অদ্যবধি শিক্ষা কার্যক্রম পরিচালনার করে আসেছে। বর্তমান অত্র প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় শাখা, ডিগ্রী পর্যায়ে বি.এ, বিএসএস, বিএসসি সম্মান কোর্স বাংলা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ এবং উদ্ভিদবিদ্যা বিষয় চালু রযেছে। বর্তমান অত্র শিক্ষার প্রতিষ্ঠানের প্রায় ২৫০০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত।

Videos (show all)

সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজের সরস্বতী পূজা ২০২৪। ছবি কৃতজ্ঞতা: Ranojit Kumar
পহেলা ফাল্গুন বাংলা বিভাগ।
সরস্বতী পূজা ২০২৪
সরস্বতী পূজা ২০২৪
সরস্বতী পূজা ২০২৪
Introduction to Programming with Scratch

Location

Category

Telephone

Address


Pirganj College Road
Rangpur
5470

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00
Other Education in Rangpur (show all)
Cadet college admission Cadet college admission
Rangpur

The more you read the more you learn.

Zenith Admission Care Zenith Admission Care
Radhabollov
Rangpur

About English Language

Payel Sona Payel Sona
Rangpur, 5600

video creator

Mhs shohag Mhs shohag
Rangpur

Funny

H Sarkar Himu H Sarkar Himu
Lalmonirhath
Rangpur

H Sarkar Himu

Rangpur City MATS & IHT Admission Centre Rangpur City MATS & IHT Admission Centre
Rangpur

নার্সিং, প্যারামেডিকেল, ম্যাটস্ ,আইএইচটি বিভাগসমূহের যে-কোনো ভর্তি সংক্রান্ত তথ্য 01717-202248

Math & IQ Math & IQ
Rangpur

I share Math & IQ Videos

Bangdob High School Bangdob High School
Rangpur

Here I will upload the classes.

Patgram online school Patgram online school
Rangpur, 5540

Greetings from Patgram Online School. We have taken this initiative to take the education system for

Bcs,Bank job And Other Govt job Preparation Bcs,Bank job And Other Govt job Preparation
Rangpur

If you have a dream to do something big, make the goal bigger

Rangpur City BD - রংপুর শহর Rangpur City BD - রংপুর শহর
Rangpur, 5402

This is Our Beautiful Rangpur City. Rangpur Division is one the Divisions in Bangladesh. It was form

Teaching mathe Teaching mathe
Kanthal Bari Road
Rangpur, 5620

B s c & M s c (Mathematics) kurigram at a teacher Hariram jameia dhakhil madrasa