ময়নাকুটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ মামুনার রশিদ স্যারের বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা ও বই উপহার। স্যারের চলার পথ সহজ ও সুন্দর হোক এবং সেই সাথে স্যারের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।
Moynakuti B.L High School, Rangpur
Moynakuti BL High School, Rangpur City Corporation,Rangpur
Operating as usual
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক ও দোয়া।
প্রাক্তন শিক্ষার্থীদের উক্ত অনুষ্ঠানে আসার আমন্ত্রণ রইল।
বই উৎসব ২০২৪।
৬ষষ্ঠ শ্রেনীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে বাংলাদেশের মানচিত্র দিয়ে বন্ধুর সাথে বেড়িয়ে আসি, শিখন অভিজ্ঞতা ৬।
আমাদের এত ছোট ছোট বাচ্চারা কি সুন্দর মানচিত্র এঁকেছে
।
আলহামদুলিল্লাহ।
আজ 09/09/2023 ইং তারিখে উপজেলা পর্যায়ে কাবাডি খেলায় অংশগ্রহণ করে ময়নাকুটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে । আগামী 11/09/2023 তারিখ সেমি ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য সভাপতি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ সবকিছুর জন্য।
ষাম্মাসিক মূল্যায়ন
বিষয়: বিজ্ঞান
শ্রেণী : ৭ম
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় ময়নাকুটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন এবং সার্বিক নির্দেশনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ, গত বছরের ধারাবাহিকতায় এবছরের পবিত্র মাহে রমজানের ১৮ তম দিনে ময়নাকুটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার মো:ফারুক হোসেন, সাবেক কাউন্সিলর মাহফুজার রহমান মাফু, প্রধান শিক্ষক মামুনার রশিদ মামুন সহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য গন, শিক্ষক বৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, এলাকার সম্মানিত সুধী সহ সর্বস্থরের ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য তুলে আলোচনা ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা প্রায়ত সকল সদস্য সহ সকলের জন্য দোয়া করা হয়।।
ফুলহাতা সাদা শার্ট ও কালো প্যান্ট আর মাইক্রোফোন হাতে যাকে দেখছেন তিনি এই স্কুলের প্রাক্তণ শিক্ষক নির্মল বাবু, তিনি একজন মুক্তিযোদ্ধাও।
অবসরে গেছেন সেই মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের কিছু গল্প,কিছু আবেগ মিশ্রিত স্মৃতিগাথা জানালেন শিক্ষক এবং ছাত্রছাত্রীদের। আর ফুলেল শ্রদ্ধা জানিয়ে রমজানের এই পবিত্র দিনের মধ্যে দিয়ে পালিত হল ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস।
যাদের আত্মনিয়োগ, এবং আত্মোৎসর্গের, মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি।সেই সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
সর্বস্তরের সর্বোচ্চ ত্যাগের, বিনিময়ে পাওয়া আমাদের প্রিয় এই মাতৃভূমি,যাতে বিশ্বের কাছে মাথা উঁচু হয়ে দাঁড়াতে পারে। সেটাই হোক আমাদের স্বাধীনতার অঙ্গীকার।
আজ ১৭ মার্চ, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিন,রাত ৮টায় তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শেখ বংশের আদরের এই ‘খোকা’ই ধীরে ধীরে হয়ে ওঠেন বাঙালির ‘মুজিব ভাই’, ‘বঙ্গবন্ধু’ ও জাতির পিতা।
বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও জাতির পিতার জন্মদিনকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে উদযাপন করা হচ্ছে।
ময়নাকুটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়-এ দিনটি যথাযোগ্য সম্মান ও মর্যাদার সাথে উদযাপিত হয়েছে।
জন্মদিনের কেক কাটা, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোকপাত, আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় ময়নাকুটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়-এ, অমর একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - ২০২৩ পালিত হয়েছে।
তারিখঃ ২০/০২/২০২৩
ময়নাকুটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, মহানগর, রংপুর - এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা – ২০২৩ অনুষ্ঠানের একটি দলীয় পরিবেশনার কিছু অংশ।
তারিখঃ ২০/০২/২০২৩
ময়নাকুটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, মহানগর, রংপুর - এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা – ২০২৩ অনুষ্ঠানের কিছু মুহূর্ত।
জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ প্রসঙ্গে
সম্মানিত স্যার/ ম্যাডাম শুভেচ্ছা নিবেন!!
ইতোমধ্যে আপনারা 'জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ' ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণ করেছেন, এরই ধারাবাহিকতায় বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
যারা ইতোমধ্যে শিক্ষক আইডি ভেরিফাই করে মুক্তপাঠে কোর্স সম্পন্ন করেছেন তাঁরা সরাসরি ভেরিফাই ছাড়া এই প্রশিক্ষণে যুক্ত হতে পারবেন। আর যারা এখনো শিক্ষক আইডি মুক্তপাঠে ভেরিফাই করেন নি তাঁরা ভেরিফিকেশন সম্পন্ন করলে অংশগ্রহণ করতে সক্ষম হবেন।
মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি ও প্রাথমিক বিদ্যালয়ের (যেখানে ৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়) শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সকল শিক্ষককে অনলাইনে মুক্তপাঠ ই-লার্নিং প্লাটফর্মে যুক্ত হয়ে 'জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ'এ যুক্ত হওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিপত্র সংযুক্ত
বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ কোর্সের সময় ও লিংকঃ
1. বাংলা (২৪ ডিসেম্বর ২০২২ সকাল ৯টা)- https://muktopaath.gov.bd/course-details/982
2. ইসলাম শিক্ষা (২৪ ডিসেম্বর ২০২২ সকাল ৯টা)- https://muktopaath.gov.bd/course-details/980
3. ইংরেজি (২৪ ডিসেম্বর ২০২২ সকাল ১০টা)- https://muktopaath.gov.bd/course-details/977
4. স্বাস্থ্য সুরক্ষা (২৪ ডিসেম্বর ২০২২ সকাল ১০টা)- https://muktopaath.gov.bd/course-details/975
5. গণিত (২৪ ডিসেম্বর ২০২২ সকাল ১১টা)- https://muktopaath.gov.bd/course-details/974
6. শিল্প ও সংস্কৃতি (২৪ ডিসেম্বর ২০২২ সকাল ১১টা)- https://muktopaath.gov.bd/course-details/973
7. হিন্দুধর্ম শিক্ষা (২৪ ডিসেম্বর ২০২২ দুপুর ১২টা)- https://muktopaath.gov.bd/course-details/972
8. বৌদ্ধধর্ম শিক্ষা (২৪ ডিসেম্বর ২০২২ দুপুর ১২টা) - https://muktopaath.gov.bd/course-details/971
9. খ্রীষ্টধর্ম শিক্ষা (২৪ ডিসেম্বর ২০২২ দুপুর ১২টা)- https://muktopaath.gov.bd/course-details/968
10. জীবন ও জীবিকা (পার্ট-১) (২৪ ডিসেম্বর ২০২২ বিকাল ৩টা)- https://muktopaath.gov.bd/course-details/965
• জীবন ও জীবিকা (পার্ট-২) (২৫ ডিসেম্বর ২০২২ সকাল ১১টা)- https://muktopaath.gov.bd/course-details/965
11. ইতিহাস ও সামাজিক বিজ্ঞান (পার্ট-১) (২৪ ডিসেম্বর ২০২২ বিকাল ৪টা)- https://muktopaath.gov.bd/course-details/962
• ইতিহাস ও সামাজিক বিজ্ঞান (পার্ট-২) (২৫ ডিসেম্বর ২০২২ সকাল ১০টা)- https://muktopaath.gov.bd/course-details/962
12. বিজ্ঞান (২৫ ডিসেম্বর ২০২২ সকাল ৯টা) – https://muktopaath.gov.bd/course-details/959
13. ডিজিটাল প্রযুক্তি (২৫ ডিসেম্বর ২০২২ সকাল ৯টা) - https://muktopaath.gov.bd/course-details/990
muktopaath.gov.bd MuktoPaath (www.muktopaath.gov.bd) is a unique e-Learning platform in Bangla for professional and skills development over multiple sectors. It envisions being the largest learning platform of Bangladesh where people can learn from online, offline or blended courses from experts, policy makers or aca...
মন চায় না দিতে বিদায়,
কিন্ত সত্যি আমরা বড় নিরুপায় ।
সাময় চলে যাচ্ছে সময়ের মত
মনে করে দেখ স্মৃতি আছে কত!
ময়নাকুটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, বাবু উদয় চন্দ্র বর্মন গত ৩১ শে জুলাই ২০২২ ইং তারিখে অবসর গ্রহণ করেন। আজ ২৯শে আগস্ট ২০২২ রোজঃ সোমবার আনুষ্ঠানিকভাবে স্যারের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
ইঞ্জিনিয়ার জনাব মোঃ ফারুক হোসেন (সভাপতি ময়নাকুটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, রংপুর) উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ রোকসানা বেগম (জেলা শিক্ষা অফিসার,রংপুর)। উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ ছিলেন-
জনাব মোঃ এসআর ফারুক (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, রংপুর সদর, রংপুর)। জনাব মোঃ মাহ্ফুজার রহমান (মাফু) (কাউন্সিলর, ৭ নং ওয়ার্ড, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর)। জনাব মোঃ রেজাউল করিম (আর ও-১ রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর)। বাবু হারাধন রায় হারা (কাউন্সিলর, ৪ নং ওয়ার্ড, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর। সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, পরশুরাম থানা, রংপুর।সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর, রংপুর। সাধারণ সম্পাদক, ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ।)
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বর্তমান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং প্রাক্তন শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
বিদায়ী বক্তব্যের সাথে বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার,সভাপতি, প্রধান শিক্ষক, বর্তমান কাউন্সিলর, শিক্ষক- শিক্ষিকা, প্রাক্তন প্রধান শিক্ষক, প্রাক্তন সহকারী শিক্ষকরা ও শিক্ষার্থীগণ।বিদায়ী শিক্ষক এবং জেলা শিক্ষা অফিসার কে মান পত্র দেয়া হয়।
১৯৯১ থেকে ২০২২ পর্যন্ত সকল ব্যাচ বিদায়ী শিক্ষক বাবু উদয় চন্দ্র বর্মনকে নিজ নিজ ব্যাচের পক্ষ থেকে উপহার প্রদান করেন।
অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা অনেকদিন পর বিদ্যালয়ে এসে পুরোনো স্মৃতি রোমন্থন করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
স্যারের এ বিদায় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্নে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল দেখার মত। আর তাই স্কুলের প্রধান শিক্ষক মামুনুর রশিদ ও সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফারুক হোসেন, বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
১৫ আগস্ট ২০২২ঃ
আজ ময়নাকুটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
ময়নাকুটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে ১৫ আগস্ট ২০২২ জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগীতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ও এফবিসিসিআই এর পরিচালক মোঃ রেজাউল ইসলাম মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ হারাগাছ থানার সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ সাহেদুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন অত্র ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তবর্গসহ প্রমুখ।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।এছাড়াও আলোচনা সভায় সভাপতি,প্রধান শিক্ষক ও অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি ও সকলের বক্তব্যে বঙ্গবন্ধুর অবদানের দিকটি বারবার উঠে আসে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যুদ্ধ পরবর্তী দেশ গড়ার কাজে নিজেকে আত্মনিয়োগ করেন। কিন্তু কতিপয় বিপথগামী সেনা সদস্য ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের হত্যা করে দেশের উন্নয়নকে স্তব্ধ করে দেন। পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ বিশ্বের দরবারে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।
তাই বঙ্গবন্ধুর আর্দশকে ধারণ করে লেখাপড়া করে দেশের উন্নয়নে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয় এবং ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
আজ আমাদের সকলের শ্রদ্বেয় শিক্ষক শ্রী৷ উদয় চন্দ্র বর্মন স্যার এর শেষ কর্মদিবস। আমরা সকলেই মর্মাহত, স্যার এর অবসর জীবন যেন সুখীময় হয়ে মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।
আগামীকাল ১৬/০৬/২০২২ ইং তারিখে ময়নাকুটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রবেশপত্র বিতরণ করা হবে।
এছাড়াও মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
নিয়মিত কমিটি ২০২২ এর নব নির্বাচিত সদস্য গনের সম্বর্ধনা
৩০ মে ২০২২ঃ
রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এ এফবিসিসিআই এর পরিচালক মোঃ রেজাউল ইসলাম মিলনের সাথে ময়নাকুটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি, ইঞ্জিঃ মোঃ ফারুক হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন।
শহীদদের আত্বার শান্তি কামনায়......
কাশেম ভাইয়ের আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানের কিছু ছবি।
০৮/০১/২০২২
শনিবার সকালে
আমাদের সকলের প্রিয় কাশেম ভাইয়ের আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান হবে।
আমাদের স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা ছিলেন তাদের মধ্যে আমাদের কাশেম ভাই ও একজন। ৪৬ বছর ধরে ছিলেন তিনি, প্রতিদিন নিয়ম করে ঘন্টা বাজিয়ে কর্মদিবসের সূচনা করতেন আবার নিয়ম করে ছুটির ঘন্টা বাজিয়ে কর্মদিবসের সমাপ্তির ঘোষনা যিনি দিতেন,তার আজ নিজের চাকুরীকালীন জীবনের শেষদিন ছিল। দৈনিক হাজিরা খাতায় সাইন করার সময় ওনার চোখ ছল ছল করছিল। কত স্মৃতি, কত মায়া জড়ানো ছিল এ প্রাংগন। তবুও যেতে হয়, যেতে হবে
................... এটাই জীবন। আল্লাহ পাক বাকিজীবন টা ওনার সুন্দর করুন
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Rangpur
5410
G. L. Roy Road
Rangpur, 5400
Lions School and College is one of the biggest schools and colleges in Rangpur city. It is situated at G.L. Roy Road, Ranpur.
Dhakin Kakra, Nautara, Dimla, Nilphamari
Rangpur
EIIN:-124782
Mukul's House, (500 Yards South Of Bhurungamari Bus Station, Bhurungamari To Kurigram Road), P/O: Bhurungamari, Upazila: Bhurungamari, District: Kurigram
Rangpur, 5670
Mukul Virtual Teaching is created in order to share different educational topics, especially a classifying method to learn English. English lessons will be quoted from Thesaurus by Md Abdul Matin (Mukul) based on Oxford Advanced Learner’s Dictionary.
Bangla Sonahat, Bhurungamari, Kurigram
Rangpur, 5670
Bangabandhu High School (Bengali: বঙ্গবন্ধু দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়)
Rangpur, 5600
Supply store of Educational Books, Hands note, Sheet as word file. Supplier of Educational Materials.
Jaigir Hat, Mithapukur
Rangpur, 5460
Jaigir High School & College is an educational institution with a mission to expand education in the
Rangpur, 5420
"Hatibandha High School" is a secondary level school. It is in Upzilla: Taraganj, District: Rangpur,