
BCS ক্যারিয়ার কনসালটেশন
Nearby schools & colleges
Rk Road Rangpur
বাংলাদেশ
Barabari, Lalmonirhat
It's a career related education page specially Bangladesh Civil Service .Our aim is to serve of BCS
Operating as usual


ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টর পদের লিখিত পরীক্ষার সময়সূচী
পরীক্ষার তারিখঃ ২৯ জুন ২০২৪

আজকে অনুষ্ঠিত #ডাক_অধিদপ্তর এর #উপজেলা_পোস্ট মাস্টার পদ
িক্ষক_নিবন্ধন (কলেজ পর্যায়)
▪️জেনে নিন বিষয় ভিত্তিক শূন্য পদ তালিকা:
১. বাংলা: ৪০০+
২. ইংরেজি: ৩৫০+
৩. আইসিটি: ১৫০০+
৪. গণিত: ১৫০+
৫. ইসলাম শিক্ষা: ১৫০+
৬. কম্পিউটার: ১৫০+
৭. আরবি: ১৫০০+
৮. উদ্ভিদ বিজ্ঞান: ৪৫+
৯. অর্থনীতি: ১০১+
১০. রসায়ন: ১০০+
১১. রাষ্ট্রবিজ্ঞান: ২০০+
১২. পদার্থ বিজ্ঞান: ৭৫+
১৩. পরিসংখ্যান: ২০+
১৪. হিসাব বিজ্ঞান: ১০০+
বিশেষ দ্রষ্টব্য: উল্লেখিত পদের সংখ্যা ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন পরবর্তী। ৬ষ্ট গণবিজ্ঞপ্তিতে পদ সংখ্যা আরো বাড়তে পারে।
চাকুরি বিষয়ক যে কোন তথ্য ও জিকে পেতে আমাদের পেইজে যুক্ত থাকুক ⤵️।
মোনাব্বের স্যার
©️-©️-©️-©️-©️-©️-©️

প্রশাসন ক্যাডারের জন্য এবার ১৮৩৩ কোটি টাকার একাডেমি
৯টি প্রশিক্ষণকেন্দ্র আছে। কক্সবাজারে জমি নেওয়া আছে ৭০০ একর। নতুন করে কেরানীগঞ্জে প্রশিক্ষণকেন্দ্র করার প্রকল্প।

অপেক্ষমান তালিকা থেকে ফলাফল সংক্রান্তঃ
পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল চট্টগ্রাম।
বিভিন্ন পদ।

ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস-সমমান (গ্রেড-১২) পদের লিখিত পরীক্ষার সূচি, আসন বিন্যাস ও পরীক্ষার বিবরণ
পরীক্ষার তারিখ: ৭ জুন ২০২
👉১৮-তম নিবন্ধন লিখিত পরীক্ষা...
👉১২ জুলাই শুক্রবার হবার সমূহ সম্ভাবনা।
Update:
সরকারি হিসাবে বাংলাদেশের বর্তমান মাথপিছু আয় : ২,৭৮৪ মার্কিন ডলার

শূন্য পদের বিপরীতে ৬-৮ গুণ প্রার্থীকে লিখিত পরীক্ষায় বসাতে পিএসসিতে স্মারকলিপি

দীর্ঘ ১১ বছর প্রতীক্ষার পর তার হাত ধরে আজ তৃতীয় মেরুতে উড়ছে লাল-সবুজের পতাকা 🇧🇩
মানুষ চাইলে কি না পারে। হাল না ছেড়ে চেষ্টা করে যেতে পারলে সাফল্য আসেই। সেই প্রমাণ আবারও পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করলেন বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী।
আজ ১৯ মে সকাল স্থানীয় সময় ৮টা ৩০ (বাংলাদেশের সময় ৮টা ৪৫ মিনিট) এভারেস্টের চূঁড়ায় উঠেছেন বাবর আলী। এই অর্জন পৃথিবীর বুকে বাংলাদেশকে নতুনভাবে চেনাবে, যুগের পর যুগ বীরোচিত সাফল্যের গল্পগাঁথায় থেকে যাবে।
বিসিএস_লিখিত
যারা প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছেন..
১.আমাদের এখন বিসিএসের হাইপ এমন পর্যায়ে গেছে কেউ সিরিয়াসলি বিসিএসের পড়াশোনা শুরু করলেই তাকে সবাই ক্যাডার, ক্যাডার বলতে থাকি।প্রিলিমিনারি উত্তীর্ণ হওয়ার পর তো এইটা আরো বেশি হয়।আপনার বন্ধু,বান্ধব..ক্ষেত্রবিশেষে বাবা-মা আপনাকে ক্যাডার ক্যাডার হিসেবে ট্রিট শুরু করে দিবে এখনই।সাবধান, আত্মতুষ্টিতে ভোগা যাবেনা।সবেমাত্র লিখিত দেওয়ার সুযোগ পেয়েছেন।পাড়ি দিতে হবে এখনো অনেক পথ।যে পথ অনিশ্চয়তায় ভরা।যে কারণে চূড়ান্ত ফলাফলের আগ অবধি আমি যতটা সম্ভব এসব রিভিল করা থেকে দূরে ছিলাম।
২.প্রস্তুতি নেন এমনভাবে এইটাই আপনার প্রথম এবং শেষ লিখিত।নিজের সেরাটা দিন।পরবর্তী প্রিলিমিনারি যে পাশ করবেন তার কোন নিশ্চয়তা নাই।আর লিখিততে ভাল একটা নাম্বার নিশ্চিত করতে পারলে এভারেজ ভাইভা দিয়েও ক্যাডার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই লিখিততে কোন ছাড় নই।
৩.সময় মাত্র ২/৩ মাস।আমার প্রথম লিখিত।পুরাতনরা ভাল করবে..এসব চিন্তা মাথা থেকে সরিয়ে দেন।পরিসংখ্যান বলে বয়স যাদের কম এবং প্রথম বিসিএসেই ভাল করার হার অনেক বেশি।প্রথম বিসিএসের মত এরকম ডেডিকেটেড প্রস্তুতি পরেরগুলোতে নেওয়া হয়না।ওই সময় অভিজ্ঞতায় আসল সম্বল হিসেবে কাজ করে।
৪.সময় যেহেতু কম,পড়ার টেবিলে যত বেশি সময় দিতে পারবেন তত লাভ।অপ্রয়োজনে সময় নষ্ট না করে এই ২/৩ মাস পড়ার টেবিলে দিন।টিউশনের সংখ্যা কমিয়ে আনেন।আড্ডা কমিয়ে দেন।মোবাইল প্রোডাক্টিভ কাজে ব্যবহার করেন।
৫.গনিত,বিজ্ঞান,ইংরেজি এই ৩ বিষয়ে সময় বেশি দিন।ক্যাডার নির্ধারণে এই তিন বিষয় অনেক এগিয়ে।লিখিত দেওয়া শেষে নিজেই মনে মনে বলবেন এই ৩ বিষয়ে আরো সময় দেওয়া দরকার ছিল।বাকিগুলো এত চাপ না নিলেও খারাপ লিখতাম না।
৬.২০০ নাম্বারের বিষয়গুলো কোনোটা যেন কলাপ্স না করে।এইটা কাভার দেওয়া কষ্ট হয়ে যায়।একটা এভারেজ নাম্বার অন্তত ধরে রাখতে হবে এই বিষয়গুলোতে।
৭.ইংরেজি প্রশ্নের প্যাটার্ন চেইঞ্জ করেছে।ব্যাসিক ক্লিয়ার করা ছাড়া এই অংশ ঝামেলা করতে পারে।অনুবাদ এবং ফ্রি হ্যান্ড রাইটিং-এ জোর দিন।নিজে না পারলে কারো কাছে পড়েন।নিয়মিত চর্চায় রাখলে পরিবর্তন নিজেই টের পাবেন।
৮.গনিত এখন নবম-দশম শ্রেণি বেইসড প্রশ্ন হয়।নবম-দশম শ্রেণি ক্লিয়ার করে রাখেন।অষ্টম শ্রেণি এবং ইন্টারমেডিয়েট থেকে সিলেবাস ও বিগত প্রশ্ন দেখে দু একটা চ্যাপ্টার করে নিবেন।নিজে না পারলে কারো কাছে পড়েন এই বিষয়ও।
৯.বিজ্ঞান পার্ট বি&সি বিগত প্রশ্ন থেকেই ৭০/৮০% কমন থাকে।পার্ট এও ৪০% এর মত কমন থাকে।তাই অবশ্যই আগে বিগত সব পড়ে নিবেন।কিছু প্রশ্ন প্রতিবারই নতুন দেয়।ওসব নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই।মোটামুটি বেশিরভাগই ওসবে সমস্যা ফেইস করে।
১০.আন্তর্জাতিক কনসেপ্সুয়াল বিগত থেকেই ৬/৭ টা কমন থাকে।৩/৪ টা প্রতিবারই নতুন দেয়।ফেইসবুকে বিভিন্ন গ্রুপে নতুন নতুন কিছু টার্ম আসে প্রতিবার।ওসব দেখে নিবেন।পত্রিকা থেকেও কিছু টার্ম দিয়ে দেয় এই অংশে।ইম্পিরিকাল অংশ সমসাময়িক বিশ্ব রাজনীতি থেকেই কমন থাকে।নিয়মিত পত্রিকা,খবর শুনে নিজে নোট করে নিবেন।
বাংলা,বাংলাদেশ সহ সব বিষয় আলাদা করে লেখার পরিকল্পনা রয়েছে..
আহমেদ জাফর
প্রশাসন ক্যাডার

ডাক অধিদপ্তরের পরিদর্শক পদের MCQ ফলাফল...
লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ ১৬০৬ জন।
With Jayed Hussain – I just got recognized as one of their top fans! 🎉
ডাক বিভাগের ‘ইন্সপেক্টর অব পোস্ট অফিস’ পদের পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হতে পারে!


আজকের প্রশ্ন
পদ: ইন্সপেক্টর অফ পোস্ট অফিস
#১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত!
* মোট উত্তীর্ণ: ৪,৭৯,৯৮১ জন।
* স্কুল - ২ পর্যায়: ২৯,৫১৬ জন
*স্কুল পর্যায়: ২, ২১, ৬৫২ জন
* কলেজ পর্যায়: ২, ২৮, ৭১৩ জন।
বাংলাদেশ ডাক বিভাগ এর #উপজেলা_পোস্টমাস্টার
(কাজ+সুযোগ-সুবিধা, পদোন্নতি, বেতন স্কেল ইত্যাদি)
👉 পদের নামঃ উপজেলা পোস্টমাস্টার ।
👉 গ্রেডঃ ১৩ তম ।
👉 স্কেলঃ ১১০০০-২৬,৫৯০ টাকা।
👉 নিয়োগ পরীক্ষাঃ ঢাকায় অনুষ্ঠিত হবে।
👉 পরীক্ষা পদ্ধতিঃ MCQ পদ্ধতিতে।
#উপজেলা_পোস্টমাস্টার সাধারণত উপজেলার পোস্ট অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি উপজেলা পোস্ট অফিসের ডাক সেবা (দেশি-বিদেশি চিঠি/পার্সেল গ্রহণ ও বিতরণ) এবং আর্থিক সেবাগুলো (সঞ্চয়পত্র, সঞ্চয় ব্যাংক, রেভিনিউ স্ট্যাম্প বিক্রয়, ডাক জীবন বীমার প্রিমিয়াম গ্রহণ ও অন্যান্য) নিশ্চিত করেন। অফিসভেদে উপজেলা পোস্ট অফিসে সাধারণত পাঁচ থেকে সাতজনের মতো কর্মরত থাকেন। নিয়োগের পর দেশের যেকোনো উপজেলার পোস্ট অফিসে পোস্টিং হতে পারে। উপজেলা পোস্টমাস্টার থেকে প্রমোশন পেয়ে ডেপুটি পোস্টমাস্টার (গ্রেড-১১) হওয়ারও সুযোগ আছে। এই পদের জন্য MCQ+লিখিত ও মৌখিক পরীক্ষা হতে পারে। উপজেলা পোস্টমাস্টার পদের বিগত নিয়োগ পরীক্ষা বিশ্লেষণ করে দেখা গেছে, এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান (সাধারণ বিজ্ঞান ও কম্পিউটারসহ) বিষয়ে ২০১৬ সালে ৭০টি এবং ২০১০ সালে ১০০টি এমসিকিউ প্রশ্ন করা হয়েছে।
💥💥 সরকারি চাকরির সকল তথ্য, আপডেট, খবরাখবর, নিয়োগ সার্কুলার নিয়মিত পেতে ফলো রাখতে পারেন

আজকে অনুষ্ঠিত #জাতীয়_দক্ষতা_উন্নয়ন কর্তৃপক্ষের #ডাটা_এন্ট্রি অপারেটর পদে আসা প্রশ্নের সমাধান।

#নোটিশঃ ৪৩তম বি.সি.এস. এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন পদে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচী।
পরীক্ষার তারিখঃ ১৮ - ২৩ মে ২০২৪
সূত্রঃ https://epaper.ittefaq.com.bd/m/275205/663ce7f9adbf5
৪৬তম বিসিএস এর সংশোধিত রুটিন আসছে...

৪৬তম বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশিত—
☞ মোট উত্তীর্ণ: ১০,৬৩৮জন ।উত্তীর্ণ সবাইকে উষ্ণ অভিনন্দন 💞

'বৃহস্পতিবার প্রকাশ হতে ৪৬তম বিসিএস প্রিলির ফল'
সবার জন্য শুভকামনা

সিএজি স্যার, সিজিডিএফ, ডিসিএজি(সিনিয়র), ডিজি ফিমাসহ সিনিয়র স্যারদের সাথে ৪১তম বিসিএস অডিট ও একাউন্টস ক্যাডারবৃন্দ

পররাষ্ট্র ক্যাডার এর জনাব গোলাম সাদমানীর মডেল টেস্টের খাতা!
৪৬ লিখিতের জন্য কাজে লাগবে।

Inspector of Post Office (পদ সংখ্যা-৯১) পরীক্ষার তারিখ: ১৭মে,২০২৪। উপজেলা পোস্টমাস্টার (পদ সংখ্যা:৯৬) পরীক্ষার তারিখ: ৩১ মে, ২০২৪।

এত আগ্রহ কেন বিসিএসে?......

বাংলাদেশ ডাক বিভাগ এর নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ - ১৭/০৫
পরীক্ষার তারিখঃ ১৭ মে ২০২৪
🔴 পরীক্ষার নোটিশ 🔴
👉 প্রতিষ্ঠানঃ বাংলাদেশ ডাক বিভাগ
👉 পদের নামঃ ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস ....
👉 পরীক্ষার তারিখঃ ১৭ মে ২০২৪
👉 পরীক্ষার সময়ঃ সকাল ১০.০০ - ১১.০০ টা
👉 প্রবেশপত্রঃ http://dgbpo.teletalk.com.bd/admitcard/index.php
ডাক অধিদপ্তর ও আওতাধীন বিভিন্ন দপ্তরের পরীক্ষার নোটিশ ও আসন বিন্যাস সংক্রান্ত
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
R. K. Road Islambag Rangpur
Rangpur
5401
Rangpur
নার্সিং, প্যারামেডিকেল, ম্যাটস্ ,আইএইচটি বিভাগসমূহের যে-কোনো ভর্তি সংক্রান্ত তথ্য 01717-202248
Rangpur, 5540
Greetings from Patgram Online School. We have taken this initiative to take the education system for
Rangpur
If you have a dream to do something big, make the goal bigger
Rangpur, 5402
This is Our Beautiful Rangpur City. Rangpur Division is one the Divisions in Bangladesh. It was form
Kanthal Bari Road
Rangpur, 5620
B s c & M s c (Mathematics) kurigram at a teacher Hariram jameia dhakhil madrasa