Tuition Service : Rangpur

Tuition Service : Rangpur

Share

helpful service

Operating as usual

04/07/2024

তারপর বলেন আমাদের থেকে যারা আগে টিউশন নিয়েছিলেন তাদের এখন কি খবর দিনকাল কেমন যাচ্ছে।

10/01/2024

Tutor need
Class: 9
Day:3 per week
Sub: math+English
Location: medical more
Salary: 3500
Inbox me with cv

Photos from ইমরান হোসেন খান's post 07/12/2023
Photos from Zakir's BCS specials's post 28/11/2023
Photos from অগ্রদূত - Agradut's post 24/11/2023
19/11/2023

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্য

Photos from চাকরির খবর ও পরীক্ষার সময়সূচি's post 31/01/2023
Photos from BCS STUDY's post 29/01/2023
29/01/2023

#সাম্প্রতিক_দর্পণ
হাই ভোল্টেজ সাম্প্রতিক তথ্য


শক্তিশালী পাসপোর্ট সূচক ২০২৩
শীর্ষে: জাপান
নিম্নে:আফগানিস্তান
বাংলাদেশ: ১০১তম


"বৈশ্বিক উদ্ভাবন সূচক-২০২২"
(Global Innovation Index-2022)

বাংলাদেশ: ১০২তম (গতবছর ১১৬তম)
১ম: সুইজারল্যান্ড

সূত্র: WIPO


বৈশ্বিক ক্ষুধা সূচক (GHI)-'২২
শীর্ষে: বেলারুশ
সর্বশেষে: ইয়েমেন
বাংলাদেশ: ৮৪তম


টাইম ম্যাগাজিনের "Person of the Year-2022" নির্বাচিত হয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।


ফোর্বস ম্যাগাজিনের এবছর বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ৪২তম শেখ হাসিনা।


বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর যৌথভাবে -
নিউ ইয়র্ক ও সিঙ্গাপুর;
সবচেয়ে কম ব্যয়বহুল শহর - দামেস্ক ও ত্রিপোলি।
সূত্র: EIU


৪.৫ বিলিয়ন ডলার ঋণ পেতে IMF-এর দেয়া ৩০টি শর্তে রাজি হয়েছে বাংলাদেশ।


নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন "ক্রিস হিসপিন্স"।


★বর্তমান বিশ্বে বৈদেশিক মুদ্রার রিজার্ভে শীর্ষ
১ম: চীন ($৩.৪৮ ট্রিলিয়ন)


২০২২ সালে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশ ৩৫তম (জিডিপির আকার $৪৬০ বিলিয়ন)।
১ম: যুক্তরাষ্ট্র ($২৫.০৩ ট্রিলিয়ন)
২য়: চীন ($১৮.৩২ ট্রিলিয়ন)
৩য়: জাপান ($৪.৩০ ট্রিলিয়ন)
৪র্থ: জার্মানি ($৪.০৩ ট্রিলিয়ন)
৫ম: ভারত ($৩.৪৭ ট্রিলিয়ন)
৬ষ্ঠ: যুক্তরাজ্য ($৩.১৯৮ ট্রিলিয়ন)
৭ম: ফ্রান্স ($২.৭৮ ট্রিলিয়ন)
৮ম: কানাডা ($২.২০ ট্রিলিয়ন)
৯ম: রাশিয়া ($২.১৩ ট্রিলিয়ন)
১০ম: ইতালি ($১.৯৯৭ ট্রিলিয়ন)

সূত্র: Visual Capitalist


নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব: ২৪তম
(Cabinet Secretary)
"মো. মাহবুব হোসেন"


বর্তমানে দেশের মানুষের মাথাপিছু আয় ২,৮২৪ মার্কিন ডলার।


EU-এর মুদ্রা "ইউরো" ব্যবহারকারী ২০তম এবং
পাসপোর্টমুক্ত "সেনজেন" অঞ্চলের ২৭তম দেশ ক্রোয়েশিয়া 🇭🇷
(১ জানুয়ারি, ২০২৩)


স্থায়ীভাবে বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হয়: ৩১ ডিসেম্বর, ২০২২
যাত্রা শুরু: ১১ অক্টোবর, ১৯৪১


ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ম্যাগাজিনের ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশী অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।


"আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২২"
★ ওডিআই: বাবর আজম (পাকিস্তান)
★ টেস্ট: বেন স্টোকস (ইংল্যান্ড)
★ টি-২০: সূর্যকুমার যাদব (ভারত)


ব্যালন ডি'অর - ২০২২ বিজয়ী
"করিম বেনজেমা" (ফ্রান্স)


বৈশ্বিক জলবায়ু সম্মেলন: কপ-২৭ (COP-27)
স্থান: শার্ম আল শেখ, মিশর
তারিখ: ৬-১৮ নভেম্বর, ২০২২
শ্লোগান: "Together for Implementation"


বুকার পুরষ্কার-২০২২ বিজয়ী:
'"'শেহান করুনাতিলকা"" (শ্রীলঙ্কা)
'The Seven Moons of Maali Almeida' নামক বিদ্রুপাত্মক উপন্যাসের জন্য।


২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল থেকে ‘স্মার্ট বাংলাদেশে’ (Smart Bangladesh) রূপান্তরের লক্ষ্য নিয়েছে সরকার। এর ভিত্তি ৪টি, যথা-

১/ স্মার্ট সিটিজেন (smart citizen)
২/ স্মার্ট ইকোনমি (smart economy)
৩/ স্মার্ট গভর্নমেন্ট (smart government)
৪/ স্মার্ট সোসাইটি (smart society)



★ স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে প্রায় ১২০০ মার্চেন্ট নিয়ে মতিঝিল থেকে "নগদবিহীন বা ক্যাশলেস বাংলাদেশ"-এর যাত্রা শুরু (১৮ জানুয়ারি)।
★ স্লোগান: ‘সর্বজনীন পরিশোধ সেবায় নিশ্চিত হবে স্মার্ট বাংলাদেশ’


৩য় বার ইসরায়েলের প্রধানমন্ত্রী হলেন "বেনিয়ামিন নেতানিয়াহু"।
দল: লিকুদ পার্টি


নেপালের নতুন প্রধানমন্ত্রী "পুষ্পকুমল দহল প্রচন্ড"
দল: সিপিএন (মাওবাদী)

দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয় ২৮ ডিসেম্বর।


দেশের ১ম মেট্রোরেলের প্রথম নারী চালক
"মরিয়ম আফিজা"


মেট্রোরেলের লোগোর ডিজাইনার -
""আলী আহসান নিশান""
(চারুকলা অনুষদ, ঢাবি)


৩০ ডিসেম্বরকে "জাতীয় প্রবাসী দিবস" (National Expatriate Day) ঘোষণা করল সরকার


বর্তমানে বিশ্বে পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যক (১৮০টি) পরিবেশবান্ধব কারখানা রয়েছে "বাংলাদেশে"।
সূত্র: USGBC


"Global Firepower Index" (GFP) অনুযায়ী ২০২২ সালে সামরিক খাতে ব্যয়ে শীর্ষ ১০টি দেশ -

১. যুক্তরাষ্ট্র ($৮৫৮ বিলিয়ন)
২. চীন ($২৩০ বিলিয়ন)
৩. রাশিয়া ($১৫৪ বিলিয়ন)
৪. যুক্তরাজ্য ($৬৮ বিলিয়ন)
৫. জার্মানি ($৫০ বিলিয়ন)
৬. ভারত ($৪৯.৬ বিলিয়ন)
৭. জাপান ($৪৭ বিলিয়ন)
৮. দ কোরিয়া ($৪৬.৩ বিলিয়ন)
৯. সৌদি আরব ($৪৬ বিলিয়ন)
১০. অস্ট্রেলিয়া ($৪৪ বিলিয়ন

★★ বাংলাদেশ: ৫০তম ($৩.৮৯ বিলিয়ন)

#নোবেল_পুরস্কার_২০২২

#অর্থনীতি
☞ বেন এস বার্নানকে (যুক্তরাষ্ট্র)
☞ ডগলাস ডব্লিউ ডায়মন্ড (যুক্তরাষ্ট্র)
☞ ফিলিপ এইচ ডিবভিগ (যুক্তরাষ্ট্র)

#শান্তি
- বেলারুশের মানবাধিকারকর্মী এলেস বেলিয়াস্কি
- রাশিয়া মানবাধিকার সংগঠন 'মেমোরিয়াল'
- ইউক্রেনের মানবাধিকার সংগঠন 'সেন্টার ফর সিভিল লিবার্টিজ'

#সাহিত্য
- ফরাসি ঔপন্যাসিক অ্যানি এরনো

#রসায়নে
১.যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ক্যারোলিন আর বের্তোজি,
২.ডেনমার্কের মর্টেন মেলডাল
৩. যুক্তরাষ্ট্রের কে. ব্যারি শার্পলেস

#পদার্থ
১. অ্যালাইন এসপেক্ট (ফ্রান্স)
২. জন এফ. ক্লাউসার (যুক্তরাষ্ট্র)
৩. অ্যান্টোন জেইলিঙ্গার (অস্ট্রিয়া)

#চিকিৎসা
- সুইডিস বিজ্ঞানী সাভান্তে পাবো


🟥 “বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২” পেয়েছেন মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি। পুরস্কারপ্রাপ্তরা হলেন -
🔹কবিতায়- ফারুক মাহমুদ ও তারিক সুজাত।
🔹কথাসাহিত্যে- তাপস মজুমদার ও পারভেজ হোসেন।
🔹প্রবন্ধ বা গবেষণায়- মাসুদুজ্জামান।
🔹অনুবাদে- আলম খোরশেদ।
🔹নাটকে- মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল।
🔹শিশুসাহিত্যে- ধ্রুব এষ।
🔹মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায়- মুহাম্মদ শামসুল হক।
🔹বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায়- সুভাষ সিংহ রায়।
🔹বিজ্ঞান বা কল্পবিজ্ঞান বা পরিবেশ বিজ্ঞানে- মোকারম হোসেন।
🔹আত্মজীবনী বা স্মৃতিকথা বা ভ্রমণকাহিনিতে- ইকতিয়ার চৌধুরী।
🔹ফোকলোরে- আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল।

#সাম্প্রতিক
যে কোন পরীক্ষায় কমন পাবেন।

➤ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাকে বলা হয়- ম্যাস র‍্যাপিড ট্রানজিট।
➤মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থার নাম-কমিউনিকেশন বেজড ট্রেন কন্ট্রোল সিস্টেম।
➤ ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়- ২৬ জুন ২০১৬।
➤ঢাকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম- ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
➤ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের নাম- দিল্লি মেট্রোরেল করপোরেশন।
➤ঢাকা মেট্রোরেল প্রকল্পের দৈর্ঘ্য-২১ দশমিক ২৬ কিলোমিটার।
➤মেট্রোরেলের স্টেশনসংখ্যা-১৭ টি
➤ মেট্রোরেল প্রকল্পের সংশোধিত ডিপিপি অনুমোদিত হয় - ১৯ জুলাই ২০২২।
➤ সংশোধিত প্রকল্পে বর্তমান মেট্রোরেল হবে—উত্তরা থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত।
➤মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করছে-
জাইকা (৭৫%) ও বাংলাদেশ সরকার।
➤ এমআরটি লাইন-৬ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদিত হয়-১৮ ডিসেম্বর ২০১২।
➤ প্রথম ধাপে মেট্রোরেল চালু হয়- উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার।

➤২০২২ খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষে -ফিনল্যান্ড
➤ ২০২২ মানব উন্নয়নে শীর্ষে -সুইজারল্যান্ড
➤২০২২ মাথাপিছু আয়ে শীর্ষে -লিখটেনস্টিন
➤রা‌শিয়া ইউক্রে‌নে সাম‌রিক অভিযান শুরু ক‌রে-২৪ ফেব্রুয়ারি-২০২২।
➤রাশিয়া ইউক্রেনের এক অধ্যায় লিখেছেন- শাবলু শাহাবউদ্দিন
➤ন্যাটোর বর্তমান সদস্য দেশ-৩০ টি।
➤ইউক্রেন অলভিয়া বন্দরে আটকা পড়ে বাংলাদেশী জাহাজ -‘বাংলার সমৃদ্ধি’ (২৯ জন নাবিক নিয়ে)।
➤ইউক্রেনের বন্দরে আটকে পড়া জাহাজে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিকের নাম–ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।
➤অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত- কৃষ্ণসাগরে।
➤বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি এবং দেশের- মো. শামীম আহসান, বাংলাদেশ
➤‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়– ২ মার্চ ২০২২
➤ দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে মুঠোফোন অপারেটর “গ্রামীণফোন”(৭ মার্চ ২০২২)
➤E-Sim=Embedded Subscriber Identity Module.
➤আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র- গিরিকন্যা।
➤বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান – ২য় ১ম স্থানে – চীন এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম।
➤২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে– সংযুক্ত আরব আমিরাত
➤১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে
➤রাশিয়া ক্রিমিয়া দখল করে–২০১৪ সালে।
➤২০০৪ সালে কমলা বিপ্লব অনুষ্ঠিত হয়–ইউক্রেনে
➤বিশ্বের ২য় বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশের নাম- রাশিয়া।
➤বর্তমানে মাথাপিছু আয়- ২৫৯১ মার্কিন ডলার এবং মাথাপিছু GDP-২৪৬২ মার্কিন ডলার।
➤বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয়-জার্মানিতে।
➤দেশের তৈরি প্রথম রকেট-ধূমকেতু
➤জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭ তম অধিবেশন শুরু হয়-১৩ সেপ্টেম্বর ২০২২
➤যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী - ঋষি সুনক
➤যুক্তরাজ্যে বর্তমান রাজা কে? - তৃতীয় চার্লস
➤এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন- শ্রীলংকা
➤নারী সাফ চ্যাম্পিয়ন - বাংলাদেশ
➤কমনওয়েলথ প্রধান- রাজা তৃতীয় চালর্স
➤কাজাখস্তানের বর্তমান রাজধানীর নাম- আস্তানা
➤"অসমাপ্ত আত্মজীবনী" সর্বশেষ ভাষায় অনুবাদ হয় -থাই ভাষায়
➤ ঘুমধুম সীমান্ত- বান্দরবান
➤বর্তমান বাংলাদেশের মানুষের গড় আয়ু-৭২.৪ বছর
➤২০২২ সালের ব্যালন ডি'অর পুরস্কার জিতলেন -"করিম বেনজেমা" (ফ্রান্স)
➤বর্ষসেরা নারী ফুটবলার-অ্যালেক্সিয়া পুতেয়াস (Alexia Putellas), স্পেন
>সেরা ক্লাব- ম্যানসিটি
>উদীয়মান ফুটবলার-গাবি (Gabi), স্পেন
➤ বুকার পুরষ্কার-২০২২ বিজয়ী: 'শেহান করুনাতিলকা' (শ্রীলঙ্কা); Book: 'The Seven Moons of Maali Almeida' নামক বিদ্রুপাত্মক উপন্যাসের জন্য।
➤ কুখ্যাত 'এভিন কারাগার' অবস্থিত- ইরানে
➤সুইডেনের নতুন প্রধানমন্ত্রী- উলফ ক্রিস্টারসন
➤ টি২০ বিশ্বকাপ ২০২২ এর প্রথম হ্যাটট্রিক - কার্তিক মেইয়াপন (আরব আমিরাত)।
➤ইউরোপীয় ইউনিয়নের "শাখারভ পুরষ্কার-২০২২" অর্জন করেছে ইউক্রেনীয় জনগণ।
➤যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী: লিজ ট্রাস; ক্ষমতায় ছিলেন: ৪৫ দিন।
পদত্যাগ করেন: ২০ অক্টোবর, ২০২২।
যে দলের নেতা ছিলেন: কনজারভেটিভ পার্টি।
তিনি যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী

➤কাতার বিশ্বকাপ-২০২২ ( ২২তম আসর)
➤ অংশগ্রহণকারী দল- ৩২
➤উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়- স্বাগতিক কাতার ও ইকুয়েডর।
➤উদ্বোধনী ম্যাচ- ২০ নভেম্বর, ২০২২
➤ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়- (১৮ ডিসেম্বর, ২০২২) কাতারের লুসাইল শহরের ‘লুসাইল আইকনিক স্টেডিয়ামে'।আর্জেন্টিনা বনাম ফ্রান্স।
➤চ্যাম্পিয়ন- আর্জেন্টিনা,রানার্স আপ- ফ্রান্স।
➤ বিশ্বকাপ ফাইনালে একমাত্র প্লেয়ার হিসেবে হ্যাট্রিক করেন- এমবাপ্পে
➤গোল্ডেন বুট- এমবাপ্পে
➤ গোল্ডেন বল- লিও মেসি
➤অফিসিয়াল ফুটবলের নাম- ‘আল রিহলা' (Adidas Al Rihla)। আরবি ভাষায় 'আল রিহলা' শব্দের অর্থ-ভ্রমণ বা যাত্রা।
➤অফিসিয়াল মাস্কটের নাম- ‘লা'ইব' (La'eeb)। আরবি ভাষায় 'লা'ইব' শব্দের অর্থ- অত্যন্ত দক্ষ খেলোয়াড়।
➤কাতার বিশ্বকাপের প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পায়- ৪২ মিলিয়ন (৪ কোটি ২০ লক্ষ) মার্কিন ডলার। রানার্সআপ দল পায়-
৩০ মিলিয়ন (৩ কোটি) মার্কিন ডলার।
➤ পরবর্তী "ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে- যৌথভাবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে।প্রথমবারের মতো
এই বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।
➤২০২২ সালে কাতার বিশ্বকাপে প্রথম গোলটি দিয়েছে ‘ইকুয়েডর’ প্লেয়ারের নাম ‘এনার ভ্যালেন্সিয়া।

🔸 T20 বিশ্বকাপঃ-
➤খেলা অনুষ্ঠিত হয়: ১৬ অক্টোবর ২০২২ - ১৩ নভেম্বর ২০২২।
➤ আয়োজক: অস্ট্রেলিয়া।
➤অংশগ্রহণকারী দল: ১৬টি।
➤ফাইনাল ম্যাচ: পাকিস্তান – ইংল্যান্ড
➤খেলা অনুষ্ঠিত হয়: মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
➤ম্যান অব দ্য ম্যাচ: স্যাম কারান (ইংল্যান্ড)।
➤চ্যাম্পিয়ন: ইংল্যান্ড (২য় বারের মতো চ্যাম্পিয়ন হয়)
➤২বার টি২০ বিশ্বকাপজয়ী দল - ২টি (১. ওয়েস্ট ইন্ডিজ – ২০১২, ২০১৬; ২. ইংল্যান্ড - ২০১০, ২০২২)

17/10/2022
17/10/2022

ক্লাস সেভেনে থাকতে যেই সুন্দরি মেয়েটার পিছে ক্লাসের বেশিরভাগ ছেলে লাইন মারত ওর নাম ছিল রিদি।মেয়েটা বর্তমান যুগের মেয়েদের মত আহামরি টাইপের সুন্দরি না হলেও তখনকার যুগ হিসেবে ছিল যথেষ্ট স্মার্ট।যেই সময়ে মেয়েরা চুলে বেনি করে স্কুলে যেতেও ভয় পেত সেই সময়টায় রিদি প্রতিদিন লাল লিপস্টিকে ঠোঁট ভিজিয়ে চুল উড়িয়ে স্কুলে আসত।ফলাফল ক্লাসের ৪,১৫,১৭,২৮,৩৯ রোলের মত গোটা দশেক ছেলে ওর পিছনে নিয়মিত ঘুরঘুর করত।আমাদের কাছে যখন দেড়শ টাকা দামের ক্যাসিও ঘড়ি পরাও বিলাসিতা মনে হত তখন রিদির কাছে কালোমত কি জানি একটা জিনিস দেখতাম যেটা দিয়ে ও ওর বান্ধবীদের গান শোনাত।পরে জানতে পারি ওটার নাম নাকি এমপি থ্রি।ওটা নাকি রিদির মামা বিদেশ থেকে রিদির জন্য কিনে এনেছিলেন যার দাম ছিল দুই হাজার টাকা!..

ক্লাসের ফাস্ট বয় হওয়ার জন্য আমাকে সবাই একটু অন্যভাবে চিনত।কারো সাথে তেমন কথা বলতাম না।সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম।তবে রিদির ওপর আমারও দুর্বলতা ছিল।সুযোগ পেলেই আমি ওকে আড়চোখে দেখতাম।আর ভাবতাম মেয়েটার চেহারা সত্যিই অনেক মায়াবী।সেই সাথে আমি এটাও লক্ষ করতাম যে রিদি আমাকে দেখছে কিনা।কিন্তু বারবারই হতাশ হতাম।রিদি ওর বান্ধবীদের সাথে সবসময় হাসাহাসি আর গল্প গুজব করা নিয়েই বেশি ব্যস্ত থাকত।

আমার কাছে রিদি একদিন অংক স্যারের নোট খাতা নিতে এসেছিল।আমিও দেখলাম ওর আশেপাশে তেমন কেও নেই।আমি সুযোগ বুঝে ওকে বলেই ফেললাম,'শোন রিদি,একটা কথা বলতাম।তোমাকে না আমার অনেক ভালো লাগে তুমি যদি একটু ভেবে দেখতা..." আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই রিদি 'হো হো' করে হেসে উঠল।"এই নিয়ে তুই আমার বত্রিশ নাম্বার।শোন সামিউল বন্ধু আছিস বন্ধুর মতই থাক।বেশি কিছু হতে চাস না।আর তোর মত চারচোখা আনস্মার্ট ভ্যাবলাকান্তকে নিয়ে আর কি ভাবতে যাব।আর যদি বেশি কথা বলিস একদম স্যারের কাছে নালিশ দেব মনে রাখিস।" এই কথাগুলো বলেই রিদি হনহন করে চলে গেল।আমি ওর যাত্রাপথের দিকে হা করে চেয়ে থাকলাম...

আমার রিদিকে ভালো লাগে এই কথাটা স্যারদের কানে না গেলেও পুরো ক্লাসের কানে ঠিকই চলে গেল।ফলাফল যারা এতদিন রিদির পিছনে ঘুরত তারা একে একে আমাকে শাসিয়ে যেতে থাকল।শত্রু হয়ে গেলাম আমি তাদের।সেদিন ক্লাসের পরে সাইকেল নিয়ে বাড়ি আসছিলাম।হঠাত করেই কিছু সিনিয়ার ভাই সাইকেল থামাল।কোন কথা বলার আগেই স্টিলের স্কেল দিয়ে আমার পিঠে শপাশপ তিন চারটা বাড়ি মারল।'পরের বার রিদির দিকে চোখ তুলে তাকালে একদম চাকু ঢুকিয়ে দেব' এরকম হুমকি দিয়ে সেদিনের মত আমাকে ছেড়ে দিল ভাইয়েরা...আমি নির্বাক হয়ে বাসায় চলে আসলাম।

এই ঘটনার পরে অবশ্য রিদিকে আর কোন কিছু বলার সাহস পাইনি।চুপচাপ ক্লাস করে বাড়ি ফিরতাম।মাঝে মাঝে রিদির চোখে চোখ পড়লে চোখ নামিয়ে নিতাম একদম ভদ্র ছেলের মত।নাইনে আমি সাইন্স নিয়েছিলাম আর ও আর্টস।তাই ওর সাথে খুব একটা দেখাও হোত না।স্কুলের বিদায় দিবসের দিন রিদি শাড়ি পরে এসেছিল।খুব সাহস নিয়ে বলতে চেয়েছিলাম,'রিদি আজ তোমাকে একদম পরীর মত সুন্দর লাগছে।'কিন্তু সেটা পারিনি।কারণ ততদিনে রিদির সাথে এক সিনিয়ার ভাইয়ের প্রেম জমে একদম ক্ষীর।সেদিন ওদের হাত ধরে ঘুরাঘুরি করতে দেখে আমার কিশোর মনে জেগে ওঠা প্রেমটা শুরু হবার আগেই দপ করে নিভে গিয়েছিল...


ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার বছর দুইয়েক পর নিয়মিত বিভিন্ন কোচিং এ ক্লাস নেওয়া শুরু করলাম।সেই সময়টায় আমি বুঝতে পারলাম আমি আসলে নিজেকে যতটা খ্যাত ভাবতাম আমি মোটেও অতটা খ্যাত না।ক্লাসের পরে যখন অনেকেই বলত,' ভাইয়া আপনার ক্লাস অনেক ভালো লেগেছে' তখন মনের মধ্যে অন্যরকম ভালোলাগা কাজ করত।দিনশেষে যখন ফেইসবুক চেক করার সময় রিদির চেয়েও সুন্দরি কোনো মেয়ের মেসেজ পেতাম,'ভাইয়া আপনি অনেক স্মার্ট।আপনাকে আমার অনেক ভালো লাগে'।তখন মোটেও অবাক হোতাম না।কারণ আমি জানতাম স্মার্টনেস আমার চেহারায় নয়,আমার নেওয়া ক্লাসগুলোর মধ্যেই প্রকাশ পেত।

রিদির সাথে শেষবার যখন দেখা হয়েছিল তখন আমি সদ্য ডাক্তারি পাশ করে এলাকার হাসপাতালে রোগি দেখা শুরু করেছি।একটা তিনবছরের বাচ্চার হাত ধরে সাতমাসের আরেকটা শিশুকে কোলে নিয়ে রিদি যখন আমার চেম্বারে ঢুকেছিল তখন বেশ অবাক হয়েছিলাম।দেখলাম ওর স্কুলের সেই সৌন্দর্য কোথায় যেন হারিয়ে গেছে।চোয়াল একদম ভেঙে গেছে।আগের রিদি আর এই রিদির মাঝে যেন কোন মিলই খুজে পাচ্ছিলাম না।ঠিক গ্রাম বাংলার অতি সাধারণ একটা মহিলার মতই দেখাচ্ছিল তাকে।শুনেছিলাম ইন্টার পাশের পরপরই নাকি এলাকার কোন এক দোকানদারের ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছিল রিদি।যেই বিয়ে রিদির পরিবার থেকে এখনো মেনে নিতে পারে নি...

শুধুমাত্র সমস্যাগুলো জিজ্ঞেস করে গোটা কতেক ওষুধ লিখেই রিদিকে ছেড়ে দিয়েছিলাম।এক্সট্রা কোন কথা বলিনি ওর সাথে।শুধু ওষুধ লেখার ফাকে আড়চোখে শেষবারের মত দেখছিলাম ঠিক স্কুলে যেভাবে দেখতাম সেভাবে।মনে মনে ভাবলাম,এই "মহিলাটার" কাছেই একসময় আমি ছিলাম বত্রিশ নাম্বার।কিছু বছর আগেই অনেকগুলা ছেলে ঘুরত এই মেয়েটার পেছনে।অথচ আজ সেই একই মেয়েটা রাস্তা দিয়ে গেলে কেও ঘুরেও তাকায় না।।মনের অজান্তেই ঠোটের কোনায় এক চিলতে হাসি চলে এসেছিল।সেই হাসিটা 'চারচোখা আনস্মার্ট ভ্যাবলাকান্ত' সামিউলের হাসি ছিল না।হাসিটা ছিল স্মার্ট ডা. সামিউল ইসলামের গৌরবমিশ্রিত আত্মতৃপ্তির হাসি....

- Rubayat Rishat


17/10/2022

২১ অক্টোবর ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য সকল নিয়োগ পরীক্ষার সময়সূচী

#মোট_১৫টি_পরীক্ষা

১. #প্রতিষ্ঠানঃ_সমাজসেবা_অধিদফতর (dss)
👉 পদের নামঃ ইউনিয়ন সমাজকর্মী
👉 পরীক্ষার তারিখঃ ২১ অক্টোবর ২০২২
👉 পরীক্ষার সময়ঃ সকাল ১০.০০-১১.৩০ মিঃ
👉 পরীক্ষার্থীর সংখ্যাঃ ৬,৬২,২৭০ জন
👉 পরীক্ষা কেন্দ্রঃ নিজ জেলা
👉 ডাউনলোডের সময়সীমাঃ ১৬-২০ অক্টোবর ২০২২
👉 যারা ইউজার আইডি হারিয়ে ফেলেছেন। তারা SSC Roll / বোর্ড / পাসের সাল দিয়েও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

২. প্রতিষ্ঠানঃ #বিমান_বাংলাদেশ_এয়ারলাইন্স_লিঃ
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পরীক্ষার তারিখঃ ২১ অক্টোবর ২০২২
👉 পরীক্ষার সময়ঃ বিকাল ৩.০০

৩. প্রতিষ্ঠানঃ #কৃষি_সম্প্রসারণ_অধিদপ্তর (dae)
👉 পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
👉 পরীক্ষার তারিখঃ ২১ অক্টোবর ২০২২
👉 পরীক্ষার সময়ঃ সকাল ১০.৩০ - ১২.০০ টা

৪. প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (brdb)
👉 পদের নামঃ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা
👉 পরীক্ষার তারিখঃ ২১ অক্টোবর ২০২২
👉 পরীক্ষার সময়ঃ সকাল ১০.০০ টা

৫. প্রতিষ্ঠানঃ ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (egcb)
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পরীক্ষার তারিখঃ ২১ অক্টোবর ২০২২
👉 পরীক্ষার সময়ঃ সকাল ১০.০০-১১.০০ টা

৬. প্রতিষ্ঠানঃ বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল)
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পরীক্ষার তারিখঃ ১৪, ১৫, ২১ ও ২২ অক্টোবর ২০২২

৭. প্রতিষ্ঠানঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (biwta)
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পরীক্ষার তারিখঃ ২১ অক্টোবর ২০২২
👉 পরীক্ষার সময়ঃ সকাল ১১.০০ টা

৮. প্রতিষ্ঠানঃ হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (cga)
👉 পদের নামঃ অফিস সহায়ক
👉 পরীক্ষার তারিখঃ ২১ অক্টোবর ২০২২
👉 পরীক্ষার সময়ঃ বিকাল ৩.০০ - ৪.৩০ টা

৯. প্রতিষ্ঠানঃ প্রিমিয়ার ব্যাংক লিঃ
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পরীক্ষার তারিখঃ ২১ অক্টোবর ২০২২

১০. প্রতিষ্ঠানঃ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (cpa)
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পরীক্ষার তারিখঃ ২১ অক্টোবর ২০২২
👉 পরীক্ষার সময়ঃ দুপুর ২.৩০ টা

১১. প্রতিষ্ঠানঃ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (BEPZA)
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পরীক্ষার তারিখঃ ২১ অক্টোবর ২০২২

১২. প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট (bpi)
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পরীক্ষার তারিখঃ ২১ অক্টোবর ২০২২

১৩. কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি
১৪. প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট
১৫. প্রতিরক্ষা মন্ত্রণালয়

#কোন_ভুল_তথ্য_পেলে_অনুগ্রহকরে_জানাবেন।

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Rangpur
5402
Other Education in Rangpur (show all)
Cadet college admission Cadet college admission
Rangpur

The more you read the more you learn.

Zenith Admission Care Zenith Admission Care
Radhabollov
Rangpur

About English Language

Payel Sona Payel Sona
Rangpur, 5600

video creator

Mhs shohag Mhs shohag
Rangpur

Funny

H Sarkar Himu H Sarkar Himu
Lalmonirhath
Rangpur

H Sarkar Himu

Rangpur City MATS & IHT Admission Centre Rangpur City MATS & IHT Admission Centre
Rangpur

নার্সিং, প্যারামেডিকেল, ম্যাটস্ ,আইএইচটি বিভাগসমূহের যে-কোনো ভর্তি সংক্রান্ত তথ্য 01717-202248

Math & IQ Math & IQ
Rangpur

I share Math & IQ Videos

Bangdob High School Bangdob High School
Rangpur

Here I will upload the classes.

Patgram online school Patgram online school
Rangpur, 5540

Greetings from Patgram Online School. We have taken this initiative to take the education system for

Bcs,Bank job And Other Govt job Preparation Bcs,Bank job And Other Govt job Preparation
Rangpur

If you have a dream to do something big, make the goal bigger

Rangpur City BD - রংপুর শহর Rangpur City BD - রংপুর শহর
Rangpur, 5402

This is Our Beautiful Rangpur City. Rangpur Division is one the Divisions in Bangladesh. It was form

Teaching mathe Teaching mathe
Kanthal Bari Road
Rangpur, 5620

B s c & M s c (Mathematics) kurigram at a teacher Hariram jameia dhakhil madrasa