গোবিন্দ গরু তপশিলি উচ্চ বিদ্যালয়ে ২০২৪ বই উৎসব যথাযথ মর্যাদায় পালিত হলো।
Gobindaguru S.C High School
Information
Operating as usual
পৃথিবীর সর্ববৃহৎ লাইব্রেরী হল The British Library । যেখানে আপনি হারিয়ে যাবেন বইয়ের দুনিয়ায়। লাইব্রেরীতে ধারণকৃত বইয়ের পরিমান প্রায় ১৭০ থেকে ২০০ মিলিয়ন। বিল্ডিং এর নিম্নস্তর থেকে বুক শেলফের উচ্চতা ২৪.৫ মিটার বা ৮ তলা বিল্ডিং এর সমান। আপনি যদি প্রতিদিন পাঁচটি করে বই দেখেন তাহলে লাইব্রেরীর সম্পূর্ন বই শেষ করতে আপনার ৮০ হাজার বছর লাগবে। লাইব্রেরীর সবচেয়ে পুরনো বইটি যার বয়স ৩ হাজার বছর । ব্রিটেনের অসাধারণ এক স্থাপত্য কৌশল।
🏢🏢🏣🏣🕗📚📚📖📖🗓️🗓️🗒️
#সংগৃহীত
💗💗💗🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩💞💞💓💓
ব্রেকিং
এসএসসি ২০২৪ সালের রুটিন প্রকাশিত।
পুরাতন শিক্ষক প্রশিক্ষণে বিনোদনের উদ্দেশ্যে রেকর্ডকৃত ভিডিও নতুন শিক্ষাক্রমের সাথে মিলাবেন না।
অবশেষে কাটল জট, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অক্টোবরে
🏞️🏞️🧱🧱🏬🏬🏣🏣
একাকীত্ব দিনে ১৫টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি করে! আপনিও এই একাকীত্বে ভুগছেন না তো?
এই সমাজে এমন অনেক মানুষ আছে যাদের কোনো বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়-স্বজন নেই। থাকলেও তাদের থেকে দূরে থাকতেই পছন্দ করেন তারা৷ কিন্তু এরকন একাকীত্ব ভরা জীবনই বয়ে নিয়ে আসতে পারে অকাল মৃ*ত্যু। ২০১০ সালের গবেষণা অনুযায়ী যারা একাকীত্বে ভোগের তারা শক্তিশালী সামাজিক বন্ধনে আবদ্ধ ব্যক্তিদের তুলনায় ৫০ শতাংশ বেশি অকাল মৃ*ত্যুর ঝুঁকিতে থাকেন৷ পাশাপাশি এই একাকীত্ব দিনে ১৫টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি সাধন করে থাকে৷
এছাড়া অন্যান্য আরো গবেষণার মতে একাকীত্বের ফলে হার্টের সমস্যা, স্ট্রোক, টাইপ-২ ডায়াবেটিস এর মত সমস্যায় আক্রান্ত হতে পারেন আপনি৷ এছাড়া মানসিক স্বাস্থ্যেরও ব্যাপক ক্ষতি হয়!
পৃথিবীর সবচেয়ে বড় শব্দ হচ্ছে একটি রোগের নাম
সেটি হচ্ছে
"Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis"
এটি ৪৫ অক্ষরের ১টি শব্দ
✅ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ
★ তারিখ: ৭ই মার্চ ১৯৭১ সাল(রবিবার)।
বাংলায় :২২ ফাল্গুন, ১৩৭৭ বঙ্গাব্দ।
★ শুরুর :বিকেল ৩টা ২০মিনিট।
★ স্থান : তৎকালীন রেসকোর্স ময়দান( বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান )ঢাকা।
ঐতিহাসিক স্থানটি স্বাধীনতা চত্বর নামেও পরিচিত।
★ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ভিডিও রেকর্ড করেন,
— ” আবুল খায়ের”
ব্যবস্থাপনা পরিচালক, পাকিস্তান ইন্টারন্যাশনাল ফিল্ম কর্পোরেশন।
তিনি এ ভাষণটি রেকর্ড করার জন্য ২০১৪ সালে মরণোত্তর স্বাধীনতা দিবস পদক লাভ করেন।
★ ৭ মার্চের ভাষণের সাউন্ড রেকর্ডকারী-
এ এইচ খন্দকার।
★মাইকের নাম– ”কল রেডি” ।
★ ভাষণের স্থায়িত্ব :
ভাষণ দেন ২৩ মিনিট ।কিন্তু রেকর্ড করা হয় ১৯ মিনিট/১৮ মিনিট ২০ সেকেন্ড / ১৮ মিনিট ৪৭ সেকেন্ড।
★মোট শব্দ : ১১০৮টি
★সর্বমোট বিধি :৩৫ টি
★ ভাষণটি অনূদিত হয়েছে :১২ টি ভাষায় (৪৩টি ভাষায় অনুবাদের উদ্যোগ নেয়া হয়েছে) ।
★ভাষণটি ১৫তম সংশোধনীর মাধ্যমে ৫ম তফসিলে সংযোজন করা হয়েছে।
★ রেসকোর্সে উপস্থিত ছিল: প্রায় ১০ লাখ মানুষ।
★ ভাষণে উপস্থাপন করা হয় : ৪ দফা দাবি।
★ দাবি ৪ টি হলো:
১. সামরিক আইন (মার্শাল লো) প্রত্যাহার করতে হবে।
২. সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে।
৩. ১৯৬৯ সালের সহ এই গণহত্যার তদন্ত করতে হবে।
৪. নির্বাচিত জনপ্রতিনিধির নিকট ক্ষমতা হস্তান্তর করতে হবে।
★এ ভাষণে ৩ জন পাকিস্তানি ব্যাক্তির কথা উল্লেখ রয়েছে।
তারা হলেন — ইয়াহিয়া খান,ভুট্টো সাহেব এবং মার্শাল লো জারি কারী আইয়ুব খান।
★ মূল বক্তব্য: স্বাধীনতা তথা মুক্তির সংগ্রামের ঘোষণা।
“এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম”।
★এ ভাষণের
১ম উক্তি : ভাইয়েরা আমার।
শেষ উক্তি: জয় বাংলা।
★উল্লেখযোগ্য অংশ : “রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো
ইনশাল্লাহ”।
★এই সময় সারাদেশে ৩ মার্চ থেকে অসহযোগ আন্দোলন চলছিলো।
★ ভাষণের প্রেক্ষাপট :১৯৭০ খ্রিস্টাব্দে আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠী এই দলের কাছে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব করতে শুরু করে। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ৩রা মার্চ জাতীয় পরিষদ অধিবেশন আহ্বান করেন। কিন্তু অপ্রত্যাশিতভাবে ১লা মার্চ এই অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন। এই সংবাদে পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষো
১৯৫২ সালে শহিদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষার স্বাধীনতা। তাঁদের এই হার না মানা সংগ্রাম প্রতিনিয়ত আমাদের দেয় এগিয়ে চলার অনুপ্রেরণা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য প্রাণ দেওয়া শহিদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
😭😭😭নৌকা ডুবির ঘটনা,,,
পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদেশ্বরী আউলিয়ার ঘাটে বদেশ্বরী মন্দিরে নদীর ঘাটে মহালয়া উপলক্ষে আসা পুণ্যার্থীদের নৌকা ডুবিতে এ পর্যন্ত ৩৭জনের লাশ পাওয়া গেছে😰😰😰
এখন পর্যন্ত আরো ৬০-৭০ জন মানুষ নিখোঁজ আছেন। উদ্ধার কাজ চলমান। পার্শ্ববর্তী এলাকার সকলকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি🙏🏽🙏🏽
সনাতন বিদ্যার্থী সংসদর,বাংলাদের পক্ষ থেকে মৃতদের আত্মার শান্তি ও সদ্গতি কামনা করছি🙏🙏🙏।
এবং তাদের তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি😨😨😨
এসএসসি ২০২২
নতুন শিক্ষাক্রম অনুমোদন দিয়েছে সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি!
এক পলকে দেখে নিন পুরোটা:
>> ২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে (শুক্র ও শনিবার) দু’দিন ছুটি থাকবে।
>> পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ, দশম শ্রেণির আগে কোনো কেন্দ্রীয় বা পাবলিক পরীক্ষা নেই।
>> তৃতীয় শ্রেণি পর্যন্তও কোনো পরীক্ষা থাকবে না।
>> চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪০ আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিক্ষাপ্রতিষ্ঠানে।
>> বিজ্ঞান, মানবিক ও বিজনেস স্টাডিজ বলতে মাধ্যমিকে কোনো বিভাগ থাকবে না। এটি চালু হবে এইচএসসিতে।
>> দশম শ্রেণির পাঠ্যসূচির উপরই বোর্ড পরীক্ষায় এসএসসির ফল হবে।
>> প্রাক্-প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না, শিক্ষকেরাই শেখাবেন।
>> প্রাথমিকে পড়তে হবে আটটি বই।
>> নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে।
এগুলো হলোঃ-
১) ভাষা ও যোগাযোগ,
২) গণিত ও যুক্তি,
৩) জীবন ও জীবিকা,
৪) সমাজ ও বিশ্ব নাগরিকত্ব,
৫) পরিবেশ ও জলবায়ু,
৬) বিজ্ঞান ও প্রযুক্তি,
৭) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি,
৮) শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা,
৯) মূল্যবোধ ও নৈতিকতা
১০) শিল্প ও সংস্কৃতি।
সংগৃহীত
২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ভাইয়েরা এখন মন দিয়ে বই পড়ো তোমরা
◾ পরীক্ষাসমূহ ১৫/০৯/২০২২ তারিখ বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে।
◾ এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট।
📚📗📖📔📃📓📒🧾
Schoolchildren Playing Field.
Program
🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
School, High School
█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█
***১৫ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শুরু হবে: শিক্ষামন্ত্রী
***আগস্টে বন্যার আশঙ্কায় এক মাস পেছানো হয়েছে
***নভেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি শুরু হবে: শিক্ষামন্ত্রী
***পরীক্ষার সিলেবাসে কোনো পরিবর্তন আসবে না
***পরীক্ষার সময়সীমা কমিয়ে আনা হতে পারে: শিক্ষামন্ত্রী
***২৪ জুলাইয়ের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের বই দেয়া হবে
বকসীপাড়া নিবাসী, গোবিন্দগুরু তপশীলি উচ্চ বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, আমাদের সকলের আদর্শ ও শ্রদ্ধার মানুষ শ্রী গুরুদাস সরকার আমাদের মাঝে আর নেই।
তিনি বার্ধক্য জনিত কারণে কিছুদিন থেকেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত ছিলেন।
উনার শেষ ইচ্ছে অনুসারে
আজ বোয়ালমারী বারণীঘাট শ্মশানে তার দাহ কার্য সম্পন্ন হবে।
শিক্ষার শেষ নেই।
১. স্ত্রীর পাশে ১-মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন বড় কঠিন।
২. মাতালের কাছে ১০- মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন খুব সহজ।
৩. সাধুদের সাথে ৩-মিনিট বসুন, আপনার সবকিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে।
৪. রাজনীতিবিদের সাথে ৪-মিনিট বসুন, বুঝবেন আপনার পড়াশুনা সব বেকার, অনর্থক।
৫. একজন জীবন বীমা এজেন্টের সাথে ৫-১০ মিনিট বসুন, বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো।
৬. একজন ব্যবসায়ীর সাথে ৬-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না।
৭. একজন বিজ্ঞানীর সাথে ৭-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে খারাপটা আপনার অজ্ঞতার কারণে।
৮. একজন ভালো শিক্ষকের সাথে ৮-মিনিট বসুন, আপনি একজন ছাত্র হয়ে ফিরে আসতে চাইবেন।
৯. একজন কৃষক বা শ্রমিকের সাথে ৯-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনি কঠোর পরিশ্রম করেন না।
১০. একজন সৈনিকের সাথে ১০-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার কাজ এবং ত্যাগ অত্যন্ত ঘৃণ্য।
১১. কবরস্থানে ১০/১১ মিনিটের জন্য যান মনে হবে জীবনের সবকিছু তুচ্ছ মায়া, হাল ছেড়ে দেই।
১২. একজন ইতিবাচক মনোভাব সম্পন্ন ভালো, উদার মনের প্রকৃত বন্ধুর সাথে ১০-মিনিট বসুন, মনে হবে আপনার জীবন স্বর্গের চেয়েও সুন্দর ।
kno jani valo laglo video ta...tai share korlam
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Telephone
Website
Address
Rangpur
G. L. Roy Road
Rangpur, 5400
Lions School and College is one of the biggest schools and colleges in Rangpur city. It is situated at G.L. Roy Road, Ranpur.
Dhakin Kakra, Nautara, Dimla, Nilphamari
Rangpur
EIIN:-124782
Mukul's House, (500 Yards South Of Bhurungamari Bus Station, Bhurungamari To Kurigram Road), P/O: Bhurungamari, Upazila: Bhurungamari, District: Kurigram
Rangpur, 5670
Mukul Virtual Teaching is created in order to share different educational topics, especially a classifying method to learn English. English lessons will be quoted from Thesaurus by Md Abdul Matin (Mukul) based on Oxford Advanced Learner’s Dictionary.
Bangla Sonahat, Bhurungamari, Kurigram
Rangpur, 5670
Bangabandhu High School (Bengali: বঙ্গবন্ধু দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়)
Rangpur, 5600
Supply store of Educational Books, Hands note, Sheet as word file. Supplier of Educational Materials.
Jaigir Hat, Mithapukur
Rangpur, 5460
Jaigir High School & College is an educational institution with a mission to expand education in the
Rangpur, 5420
"Hatibandha High School" is a secondary level school. It is in Upzilla: Taraganj, District: Rangpur,