
আগামীকাল ১লা আগস্ট
কলেজ মোড়, কুড়িগ্রাম
ব্যাচ ১৬ এর যারা এ এই মুহুর্তে কুড়িগ্রামে অবস্থান করছি ইনশাআল্লাহ সবাই যোগ দান করবো
Official Page of Batch Sixteenz!
Operating as usual
আগামীকাল ১লা আগস্ট
কলেজ মোড়, কুড়িগ্রাম
ব্যাচ ১৬ এর যারা এ এই মুহুর্তে কুড়িগ্রামে অবস্থান করছি ইনশাআল্লাহ সবাই যোগ দান করবো
Elegant Sixteen 💥
Happy Birthday Ashik Bappy Bondhu 🤍
We 🤍
Champions start their tournament on 7th April 4.30 pm vs KGHSian 20 💥
Join us at the ground InshaAllah 🤍
আসসালামু আলাইকুম।
প্রতিবারের মত এবারো এই ইদে "KGHSian Batch Cricket Tournament " শুরু হতে যাচ্ছে।
তোদের সবার সাপোর্টে আমরা পর পর দুইবার চ্যাম্পিয়ন হয়েছি এবং গর্বের বিষয় হলো এবার আমাদের জার্সিতে দুইটা স্টার থাকবে যেটা বিগত কোনো ব্যাচের নেই✌️
এবারো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে ব্যাচ ১৬।
টুর্নামেন্ট এর জার্সি সিলেক্ট করা হয়েছে।
গত বারের মত এবার যেন কোনো মত বিরোধ না হয় তাই দায়িত্বে থাকা কয়েকজন মিলে সিলেক্ট করা হয়েছে।
এই দলটা শুধু ১১ জনের না।এটা ব্যাচ ১৬ এর।
তাই আশা করবো সবাই জার্সি নিবি এবং মাঠে এসে নিজের ব্যাচকে সাপোর্ট দিবি।
জার্সির জন্য নির্ধারিত মুল্য- ৪৫০ টাকা
যারা বিকাশ/নগদে টাকা পাঠাবি তারা অবশ্যই রেফারেন্সে নিজের নাম এবং এক্সট্রা ১০ টাকা দিবি।
ধন্যবাদ
বি.দ্র: টাকা দেয়ার শেষ সময় ০২/০৪/২০২৪
Maruf Hasan Masum
বিকাশ/নগদ -01767561540
Shoeb ReJa
বিকাশ- 01764-610036
Deadline 02/04/2024
যারা জার্সি নিবি এই ফর্ম টা পূরণ করিস!!
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc-17GgfLtXGoCb3OFaFSOCyhbnzBEuIHEsdgPx6TZ8a8F8Hg/viewform?embedded=true
আসসালামু আলাইকুম.....
ব্যাচ-১৬ এর ইফতার মাহফিল ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮-ই এপ্রিল -২৮ রামাদান কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। ব্যাচ ১৬ এর সকল বন্ধু-বান্ধব দের আমন্ত্রন জানানো হচ্ছে আপনারা আশে-পাশের বন্ধুদের জানিয়ে দিন এবং শেয়ার করুন।
ইফতারের কন্টিবিউশন ফি ২০০ টাকা ধার্য করা হয়েছে।
N.B : টাকা পাঠানোর সাথে সাথে নিচের লিংক এ গিয়ে ফর্ম পূরণ করতে হবে এবং বিকাশ-নগদ এ টাকা পাঠানোর ক্ষেত্রে খরচ এবং অবশ্যই রেফারেন্স এ নিজের নাম দিবেন। ইফতারে যারা উপস্থিত থাকবেন অবশ্যই নিচের ফর্ম পূরন করবেন।
জাযাকাল্লাহ, দেখা হচ্ছে ইফতার মাহফিল এ ইনশাআল্লাহ।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdH444jFydA859vpyVWeQ5xxZYM9e1eqYDv21ieRULT2cQXOg/viewform?usp=sf_link
Hasin Arman Shifa
01868084521
বিকাশ/ নগদ
Maruf Hasan Masum
+8801767-561540
বিকাশ /নগদ
Md. Jion Khan
01733654123
বিকাশ
We are proud of this team🤍✋
KGHSian 16 are the Champions of KGHSK Batch Cricket Tournament, Season 5 💥🤍
ফাইনালে খেলা আর রুদ্ধশ্বাস ভাবে ফাইনাল ম্যাচ জেতাএই দলটার অভ্যাসে পরিণত হয়েছে। সিজন- ৪ এ ব্যাচ ১৪ এর ভাইয়ের সাথে শেষ ২ বলে ১৪ রান লাগে,সেই ম্যাচ টাই করেছিলাম আমরা।এইবার শেষ বলে ১২ রান লাগে,সেই ম্যাচ জিতে গিয়েছি বন্ধু নাহিদ এর জাদুকরী ঠান্ডা মাথার ব্যাটিং এ।ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়নস ব্যাচ ১৬।
পরের বার মাঠে নামবে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষে✋✋
2nd Star is Loading 👀🤍
Elegant Sixteen VS Pitch Smashers 19
27 April,Thursday, 3.00 pm
𝑩𝒂𝒕𝒕𝒍𝒆 𝑩𝒆𝒕𝒘𝒆𝒆𝒏 𝒕𝒉𝒆 𝒕𝒘𝒐 𝑭𝒊𝒏𝒂𝒍𝒊𝒔𝒕𝒔 𝒐𝒇 𝑺𝒆𝒂𝒔𝒐𝒏 4 💥
𝑩𝒂𝒕𝒄𝒉 14 𝒗𝒔 𝑬𝒍𝒆𝒈𝒂𝒏𝒕 16
𝑺𝒆𝒎𝒊-𝒇𝒊𝒏𝒂𝒍 02
KGHSK Batch Cricket Tournament, Season 5
Get ready boys 🔥
আমাদের বন্ধু পল্লব গোস্বামী আমাদের মাঝে আর নেই।গতকাল রাতে এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছে।তার অকাল মৃত্যুতে আমরা কেজিশিয়ান ১৬ পরিবার গভীরভাবে শোকাহত।সবাই তার জন্য দোয়া করবেন।
🤍🤍
বাংলায় এমন দৃশ্য প্রথম বার।এমন আরো অনেক মুহুর্ত দেখতে চাই আমরা💝
ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবো💝
আমরা দল হিসাবে খেলেই আজকে চ্যাম্পিয়ন দল।ক্রিকেট খেলায় অথবা যে কোনো খেলায় দলের প্রতিটা খেলোয়াড় ও সেক্টর কে ভালো করতে হয়।বিশেষ করে টুর্নামেন্টে,প্রতিটা ম্যাচে সব প্রতিপক্ষ কে সমান ভাবে দেখে খেলতে হয়। আমরা ব্যাচ ১৬,টোটাল ৬ টা ম্যাচ খেলেছি,
গ্রুপ পর্বের ৩ ম্যাচেঃ
১)ব্যাচ ২০ এর সাথে জাহিদের হ্যাট্রিক★ সাথে ব্যাটে রানে আমরা ম্যাচ জিতি।
২)ব্যাচ ২১ এর সাথে বোলার রা যে চাপ দিয়েছিল,তাতে মাত্র ৪২ রান অল আউট হয় অরা।
বাপ্পির হ্যাট্রিক★, সাথে নাহিদ,জিয়নের গতির ঝড় সহ্য করতে পারেনি ওরা।
৩)ব্যাচ ১৩ এর সাথে আবার ও বোলার রা তাদের চেপে ধরে,আর ব্যাট হাতে জাহিদ করেন ২৭* রান।
কোয়ার্টার ফাইনালঃ
ব্যাচ ৮ এর সাথে আমাদের বোলার রা যে গতিতে বোল করেছে,সেটা এই টুর্নামেন্টের সেরা।গালিবের ৪ উইকেট★ ছিল সেরা।
সেমিফাইনালঃব্যাচ ০৯ এর বিপক্ষে, বোলার দের নিয়ন্ত্রিত বোলিং আবারও।
সাথে ব্যাটিং এ রিদয় এর ছয়★ এর পর ছয়।ফাইনাল নিশ্চিত।
ফাইনালঃ এইবার বোলার রা ব্যাচ ১৪ এর সাথে,তাদের সেরা টা দিতে পারেনি,তবে খারাপ ও করেনি,হয়তো ব্যাটসম্যান ই আলাদা জগতে ছিল।যে কোনো ধরনের বল ই হচ্ছিলো ৬।
তবে ব্যাটিং এ জাহিদ ★,রিদয়★ আর দুর্জয় এর অসাধারণ ইনিংস গুলা আমাদের ম্যাচ জেতাতে সাহায্য করে।শেষে সুপার ওভারে জিয়নের অভিজ্ঞতার★ পরিচয়।
প্রতি ম্যাচেই নতুন কেউ নিজের হাত তুলে বলেছে,আজ আমি খেলবো,আমার দিন।যখন দলের সবাই এভাবে পার্ফোমেন্স দেখায়।তখন এমন দলকে চ্যাম্পিয়ন হওয়া থেকে কে দূরে রাখতে পারে।কেউ পারেও নাই।আমরা চ্যাম্পিয়নস। তবে ফাইনালে ব্যাচ ১৪ এর ভাইয়েরা যা খেলেছে,তারাও চ্যাম্পিয়নস।
Relive the Extraordinary Chase from Batch 16❤️
And the Whole Super Over🥰
We are Champions 😁
ঈদ মোবারক ব্যাচ ১৬ পরিবার💝
Batch 16💝
Brothers 💝
Our Tournament Schedule 💝
আসসালামু আলাইকুম ব্যাচ ১৬ বাসী,আগামী ২৭ রমজান(২৯ এপ্রিল),আমাদের প্রাণের বিদ্যালয় কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে।আমাদের ব্যাচের যারা আছি,সবাই ইনশাআল্লাহ থাকবো,একসাথে ইফতার করবো।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন-
১) সিফা--01773-277391
২)বাপ্পি--01750-763978
৩)মিজান--01786-034370
৪)মাসুম--01767-561540
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা!
Rangpur Dental College is one of the first dental college offering quality and affordable dental care in North Bengal,Bangladesh.The college offers Bachelor in Dental Surgery degree followed by one year internship training....
assalamu alaykum bundhura amader peije Islamic songit waj short film and aro Shikkha nio video folo korepete Amader peijer sathei. thakun