Physics -Love at first sight

Physics -Love at first sight

Share

This page is helpful for the physics learners.

23/08/2024

সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ প্রসঙ্গে

ঢাকা, ২২ আগস্ট ২০২৪ (বৃহস্পতিবার): বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদানে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান নিম্নোক্ত একাউন্ট এ অনুদান প্রদান করতে পারবেন।
'লজিস্টিকস এরিয়া রিলিফ ফান্ড'
হিসাব নম্বর ০০১৮-০২১০০১০১১০,
দি ট্রাস্ট ব্যাংক লিমিটেড, রেডিসন ওয়াটার গার্ডেন হোটেল শাখা
অথবা বিকাশ এর ক্ষেত্রে প্রয়োজনীয় বিকাশ নম্বরঃ
০১৭৬৯০১৩৮৫৮ (মার্চেন্ট একাউন্ট)।
প্রয়োজনে যোগাযোগ করুনঃ ০১৭৬৯-০১৩৬০৪, ০১৭৬৯-০১৩৫৩০।

এছাড়া ঢাকায় ত্রাণসামগ্রী প্রদানের জন্য যোগাযোগ করুনঃ
সেনাবাহিনী ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা কেন্দ্র;
প্রযত্নেঃ লজিস্টিকস এরিয়া, ঢাকা সেনানিবাস।
স্থান : সেন্ট্রাল অর্ডন্যান্স ডেপো (সি ও ডি), মিলিটারি উইং (হোটেল রেডিসন ব্লু সংলগ্ন)।
যোগাযোগের নাম্বার - ০১৭৬৯-০৫১৮১৯, ০১৭৬৯-০১৩৮৩২, ০১৭৬৯-০১৩৫৩০ ও ০১৭৬৯-০১৩৬০৪।

কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সরাসরি বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তা প্রদানে আগ্রহী হলে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করুন:

ফেনী:
০১৭৬৯-৩৩২০৩২, ০১৭৬৯-৩৩২১৭৮।

চট্টগ্রাম মেট্রোপলিটন : ০১৭৬৯-২৪৪০১২;

সীতাকুন্ড-মীরসরাই:
০১৭২৮-২০২৬৭৭, ০১৭৬৯-২৪২১৩২, ০১৭৬৯-২৪২১২৮;

খাগড়াছড়ি : ০১৭৬৯-৩০২৩৪২, ০১৭৬৯-৩০২৩৩৬;

ফটিকছড়ি : ০১৭৬৯-২৭২৩৪২, ০১৭৬৯-২৭২৩৩৬;

মৌলভীবাজার এবং হবিগঞ্জ :
০১৭৬৯১৭০০০৬

বিশেষভাবে উল্লেখ্য যে, খাদ্য সহায়তা প্রদানের ক্ষেত্রে বিস্কুট, চিড়া, গুড়, খেজুর, বান ও পাউরুটি, নুডুলস, খাবার স্যালাইন, গুঁড়া দুধ, চিনি ও খাবার পানি, এবং প্রয়োজনীয় দ্রব্য হিসেবে দিয়াশলাই ও মোমবাতিকে প্রাধান্য দেয়ার জন্য অনুরোধ করা হলো।

© Bangladesh Army

22/06/2023

আর্কিমিডিসের সেই বিখ্যাত গল্প

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ২২: ০০

কোনো ভারী জিনিস মাটির ওপর দিয়ে টেনে বা বয়ে নেওয়া কতই না কষ্টকর! কিন্তু জিনিসটি যদি পানিতে ডুবিয়ে দেওয়া যায়, তবে তা খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। বাংলাদেশে বিরাট বিরাট কাঠের গুঁড়ি নদীর পানিতে কতক ডুবিয়ে-ভাসিয়ে সামান্য একগাছা দড়ি বেঁধে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ছোট একখানা ডিঙি ও একটি মাত্র লোকই এ কাজের পক্ষে যথেষ্ট। অথচ অত বড় কাঠের গুঁড়ি মাটির ওপর দিয়ে টেনে নিতে ১০-১২ জন জওয়ান লোকের দরকার, সন্দেহ নেই।

এ অসাধ্য সাধন করার পেছনে বিজ্ঞানের যে নিয়মটি রয়েছে তা আবিষ্কার করেছেন আর্কিমিডিস। নিয়মটি এ রকম: যখন কোনো কঠিন পদার্থ কোনো তরল পদার্থে ডোবানো হয়, তখন কঠিন পদার্থটির ওজনের কিছু অংশ কমে গেছে বলে মনে হয়। কঠিন পদার্থটির যে আয়তন, সে ঠিক ততটা পরিমাণ তরল পদার্থ সরিয়ে দেবে। এই পরিমাণ তরল পদার্থের যে ওজন, মনে হবে পদার্থটি যেন সেই পরিমাণ ওজন হারিয়ে হালকা হয়ে গেছে।

এখানে কিন্তু পদার্থ সত্যি সত্যি কোনো ওজন হারায় না। তরল পদার্থে ডোবানোর ফলে সেটিকে হালকা মনে হওয়ার কারণ হলো, তরল পদার্থের ওপরের দিকের চাপ, যাকে বলা হয় ঊর্ধ্বচাপ। যেকোনো তরল পদার্থই ওপরে, নিচে এবং পাশাপাশি চাপ দিয়ে থাকে এবং এই চাপের জন্য ভারী জিনিস পানিতে বা অন্য কোনো তরল পদার্থে ডোবালে তা হালকা মনে হয়।

এ সূত্রটি আবিষ্কারের পেছনে একটি সুন্দর গল্প আছে। গল্পটি হচ্ছে: এখন থেকে দুই হাজার বছর আগের কথা। ইতালির সাইরাকিউজের রাজা হিরো স্যাকরাকে দিয়েছেন একটি সোনার মুকুট বানাতে। মুকুটটি বানানো হলো। ভারি সুন্দর দেখতে। কিন্তু রাজার কেন যেন সন্দেহ হলো, খাঁটি সোনা দিয়ে তৈরি হয়েছে তো মুকুটটি? সোনা চুরি করে খানিকটা খাদ মিশিয়ে দেয়নি তো স্যাকরা? পণ্ডিত হিসেবে আর্কিমিডিসের খুব নাম।

রাজা তাঁরই ওপর ভার দিলেন মুকুটে কোনো খাদ মেশানো আছে কি না, তা বের করার জন্য। মুকুটটি কিন্তু ভাঙা চলবে না।

কী করে সমস্যার সমাধান করবেন—আর্কিমিডিসের শুধু এই ভাবনা। ভাবতে ভাবতে একদিন স্নানঘরে ঢুকছেন। চৌবাচ্চাভর্তি পানি। স্নান করার জন্য চৌবাচ্চায় নেমেছেন আর্কিমিডিস, অমনি বেশ খনিকটা পানি উপচে পড়ল আর সঙ্গে সঙ্গে তাঁর মনে হলো, তাঁর নিজের শরীরের ওজনও যেন খানিকটা কমে গেছে। মুহূর্তের মধ্যে মুকুট-সমস্যার একটি সমাধান মনে এসে গেল আর্কিমিডিসের। খাঁটি সোনার মুকুট যতটা পানি সরাতে পারবে, সোনায় খাদ মেশানো মুকুট সে পরিমাণ পানি সরাতে পারবে না; অর্থাত্ পানির মধ্যে ডোবালে খাঁটি সোনার যে ওজন হবে, খাদ মেশালে তা হবে না।

সুতরাং সহজ একটি পরীক্ষা করেই মুকুট খাঁটি সোনার কি না, বোঝা যেতে পারে। এক লাফে চৌবাচ্চা ছেড়ে তিনি সোজা ছুটলেন রাজার কাছে। চেঁচিয়ে বলতে বলতে যাচ্ছেন, ‘ইউরেকা! ইউরেকা!’ (আমি পেয়ে গেছি! আমি পেয়ে গেছি!)

এরই নাম ‘প্লাবতা সূত্র’। এই সূত্র আবিষ্কারের এই হলো ইতিহাস।

সংগ্রহে: অরিন সুলতানা
Copied from : kishoralo.com

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Rangpur
Other Education in Rangpur (show all)
Cadet college admission Cadet college admission
Rangpur

The more you read the more you learn.

Zenith Admission Care Zenith Admission Care
Radhabollov
Rangpur

About English Language

Payel Sona Payel Sona
Rangpur, 5600

video creator

Mhs shohag Mhs shohag
Rangpur

Funny

H Sarkar Himu H Sarkar Himu
Lalmonirhath
Rangpur

H Sarkar Himu

Rangpur City MATS & IHT Admission Centre Rangpur City MATS & IHT Admission Centre
Rangpur

নার্সিং, প্যারামেডিকেল, ম্যাটস্ ,আইএইচটি বিভাগসমূহের যে-কোনো ভর্তি সংক্রান্ত তথ্য 01717-202248

Math & IQ Math & IQ
Rangpur

I share Math & IQ Videos

Bangdob High School Bangdob High School
Rangpur

Here I will upload the classes.

Patgram online school Patgram online school
Rangpur, 5540

Greetings from Patgram Online School. We have taken this initiative to take the education system for

Bcs,Bank job And Other Govt job Preparation Bcs,Bank job And Other Govt job Preparation
Rangpur

If you have a dream to do something big, make the goal bigger

Rangpur City BD - রংপুর শহর Rangpur City BD - রংপুর শহর
Rangpur, 5402

This is Our Beautiful Rangpur City. Rangpur Division is one the Divisions in Bangladesh. It was form

Teaching mathe Teaching mathe
Kanthal Bari Road
Rangpur, 5620

B s c & M s c (Mathematics) kurigram at a teacher Hariram jameia dhakhil madrasa