bdjournal
বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি, ২০২৪
হোম
বাংলাদেশ
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময় জানালো এনটিআরসিএ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ১৪:১২
facebook sharing buttontwitter sharing buttonmessenger sharing buttonemail sharing buttonsharethis sharing button
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময় জানালো এনটিআরসিএ। ছবি : ফাইল
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিবন্ধন ও প্রত্যয়নের লক্ষ্যে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা ফেব্রুয়ারির বদলে মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান।
বেশ কিছু কারণে ফেব্রুয়ারি মাসে প্রিলিমিনারি আয়োজন করা সম্ভব হবে না জানিয়ে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, রোজা শুরুর আগেই পরীক্ষা আয়োজন করতে চাই। এক্ষেত্রে মার্চের প্রথম সপ্তাহে পরীক্ষা হতে পারে।
ভোটের দিন সকালে ব্যালট পেপার যাবে ৩৯০৬১ কেন্দ্রে
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন ছাপানো হবে বিজি প্রেসে। তবে জানুয়ারির শেষ দুই সপ্তাহ এসএসসি পরীক্ষার কারণে প্রশ্ন ছাপানো নিয়ে ব্যস্ত থাকবে বিজি প্রেস। ৫ থেকে ১০ ফেব্রুয়ারির দিকে তারা শিক্ষক নিবন্ধনের প্রশ্ন ছাপানোর কাজ শুরু করতে পারবে। এছাড়া ট্রেজারিতে প্রশ্নের ট্রাঙ্ক রাখাসহ বেশ কিছু কারণে ফেব্রুয়ারিতে নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না।
এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) এস এম মাসুদুর রহমান বলেছেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা কবে আয়োজন করা হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা আয়োজনের চেষ্টা করবো।
এর আগে গত বছরের ২৩ নভেম্বর এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. এনামুল কাদের খান সংবাদমাধ্যমকে বলেছিলেন, একটি পরীক্ষা নিতে হলে নানা পর্যায়ের কর্মকর্তারা এতে যুক্ত থাকেন। যেহেতু সামনে জাতীয় নির্বাচন, তাই সব কর্মকর্তাকে চাইলেও পাওয়া যাবে না। তারা নির্বাচনসংক্রান্ত কাজে ব্যস্ত থাকবেন। তাই আমরা নির্বাচনের পর সুবিধাজনক একটি সময়ে প্রিলিমিনারি পরীক্ষা নেব।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। আবেদন শেষ হয় ৩০ নভেম্বর। আবেদনকারী যোগ্য প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হবে। প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০। প্রতিটি প্রশ্নের মান ১, ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর করে কাটা পড়বে। লিখিত পরীক্ষায় প্রার্থীদের স্ব স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষার তারিখ, স্থান ও সময়সূচি পরবর্তী সময়ে জাতীয় দৈনিক পত্রিকা ও এনটিআরসিএর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।
বাংলাদেশ জার্নাল/এসএস
facebook sharing buttontwitter sharing buttonmessenger sharing buttonemail sharing buttonsharethis sharing button
বাংলাদেশ | আরও খবর
ভোটের দিন সকালে ব্যালট পেপার যাবে ৩৯০৬১ কেন্দ্রে
বাসের চাপায় মোটরসাইকেলের চালক-আরোহী নিহত
ভোটের আগের দিন ব্যালট পেপার যাবে ২৯৬৪ কেন্দ্রে
ঢাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে রোববার থেকে
ডিসেম্বরে সড়কে নিহত ৫১২, মোটরসাইকেলেই ৪১ শতাংশ
নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ
স্মার্ট সোনার বাংলা গড়ার সুযোগ চাই: শেখ হাসিনা
নৌকা এ দেশের উন্নয়নের একমাত্র পথপ্রদর্শক: আনোয়ার খান
সম্পাদক : শাহজাহান সরদার
প্রকাশক : আনোয়ার হোসেন খান
যোগাযোগের ঠিকানা: রূপায়ন খান প্লাজা, লেভেল-৭, বাড়ি-৫০০/এ,
সড়ক-৭, ধানমন্ডি, ঢাকা-১২০৫। ফোন: ০২-৪১০৬১৪২০,
মোবাইল: +৮৮ ০১৭০৫৪০৭০৮০ (নিউজ রুম) ই-মেইল:
(নিউজ) [email protected], [email protected];
(অফিস) [email protected].
© স্বত্ব বাংলাদেশ জার্নাল ২০২৩
Developed by :
Golden Future:BCS Program
বিসিএস, প্রাইমারী,শিক্ষক নিবন্ধনসহ সকল চাকরির প্রস্তুতির জন্য।
স্বপ্ন যখন সরকারি চাকরি পাওয়ার, তখন প্রস্তুতি হওয়া চাই অনেক বেশি নিখুঁত ও কার্যকরী। কেননা প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে থাকার লড়াইটা ক্রমাগত কঠিন হয়ে যাচ্ছে। তাই আপনার স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে থাকতে Golden Future: All Job Preparation Group আস্থা ও ভরসার নাম।
আমাদের কাছে আপনি পাচ্ছেন বিসিএস, সরকারি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, সহ বিভিন্ন ধরনের চাকরির প্রস্তুতি গ্রহণে সঠিক গাইডলাইন, পড়াশুনার সঠিক
Operating as usual
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হতে পারে
মার্চের ১ম সপ্তাহে জানালো এনটিআরসিএ
# নিউজের বিস্তারিত ১ম কমেন্টে
বছরে তিনটি গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা এনটিআরসিএ’র!
তথ্যসূত্র: দ্য ডেইলি ক্যম্পাস। লিংকে- কমেন্টে...
এখন থেকে NTRCA প্রিলি পাস মার্কস ৫০ নম্বর !!!
শিক্ষক নিবন্ধন আগের নিয়মে চলবে। নতুন নিয়ম কার্যকর হতে আরো দেড় থেকে দুই বছর লাগবে।
শিক্ষক নিবন্ধনের পাস নম্বর ৫০ হতে পারে!
বিস্তারিত:
সূত্রসহ লিংক ১ম কমেন্টে...
প্রাথমিকের ১ম ধাপের পরীক্ষা:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৮ জেলার পরীক্ষা বাতিল প্রশ্নে রুল জারি করেছেন আদালত।
বিস্তারিত: ১ম কমেন্টে...
বাংলাদেশের বর্তমান সঠিক আয়তন কত?
ক) ১ লক্ষ্য ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার
খ) ১ লক্ষ্য ৪৭ হাজার ৪৭০ বর্গকিলোমিটার
গ) ১ লক্ষ্য ৪৭ হাজার ৬১০ বর্গকিলোমিটার
ঘ) ১ লক্ষ্য ৪৭ হাজার ৩৭০ বর্গকিলোমিটার
এবার থেকে আর
শিক্ষক নিবন্ধন থাকছে না!
প্রিলি+লিখিত+ভাইভা পাসের পর সরাসরি নিয়োগ দেওয়া হবে।
৪৬তম বিসিএসের প্রিলি পরীক্ষা ফেব্রুয়ারির শেষের দিকে!
নিউজ লিংক ১ম কমেন্টে।
স্থগিত হওয়া ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ২০-২৬ জানুয়ারির মধ্যে হতে পারে। ⎯ পিএসসি
এদের জীবনে 31st নাইট বলতে কিছু নেই।
আছে শুধু বেচেঁ থাকার লড়াই.....
৭১হলের রিডিং রুম থেকে....
চাকুরী পেতে এভাবেই সর্বদা লেগে থাকতে হবে।
২০২৪ সাল হোক সবার জন্য
বেকারত্ব মুক্তির বছর!!
-আমিন।
আগামীকাল (30/12/2023) গণিত প্রাইভেট সকাল ১০ টার ব্যাচ ও বিকাল ৪ টার ব্যাচ এ মান নির্ণয় ক্লাস করানো হবে। সবাই আমন্ত্রিত।
১৭তম নিবন্ধন পরীক্ষায় যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন সবাইকে অভিনন্দন। চূড়ান্ত সুপারিশ এর জন্য
আপনাদের পরবর্তী ধাপগুলো হল:
১। মেধাতালিকায় নাম যুক্ত হওয়া। এরপর আপনি আপনার মেরিট পজিশন দেখতে পারবেন।
২। গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করা। গণবিজ্ঞপ্তি দিলে কোন প্রতিষ্ঠানে কোন পোস্ট খালি আছে তা দেখা যাবে।
৩। এরপর আপনাকে আবেদন করতে হবে। ৪০ টি চয়েস দিতে পারবেন।
৪। এরপর ফলাফল দিলে মেরিট অনুসারে আপনার ফলাফলটা দেখাবে। যে প্রতিষ্ঠানে আবেদন করবেন সেইখানে আপনার মেরিট আগে থাকলে আপনার জবটা হবে এবং সেইটাই হবে চূড়ান্ত সুপারিশ।
৫। এরপর আপনাকে যোগদান করতে হবে এবং এমপিও এর জন্য আবেদন করতে হবে।
💥💥এনটিআরসিএ কর্তৃক ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ!!
✍️অভিনন্দন পাসকৃত ২৩৯৮৫ জনকে।
♦️♦️প্রাথমিকের শিক্ষক নিয়োগের ভাইভা প্রস্তুতিঃ
★★সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ভাইভা অন্যান্য চাকরির ভাইভা থেকে অনেকটা আলাদা।
♦️♦️প্রার্থীর নিজ জেলা ও উপজেলা থেকে সাধারণত প্রশ্ন করা হয়। এখানে মূলত সহজ প্রশ্নই করা হয়, তার পরও অনেকে পারেন না। কেউ কেউ উত্তর জানা থাকলেও ঘাবড়ে যান, ঠিকঠাক বলতে পারেন না।
♦️♦️যদি সত্যিই কোনো প্রশ্নের উত্তর না জানেন, তাহলে হাসিমুখেই বলে দিন, ‘দুঃখিত স্যার।’ মানসিক বল আর আত্মবিশ্বাসের পাশাপাশি ভাইভায় ভালো করার সাধারণ কিছু বিষয় আছে।
🌐🌐ভাইভা বোর্ড
সাধারণত ডিসির নেতৃত্বে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) ও জেলার সরকারি কলেজের একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপককে নিয়ে তিন সদস্যবিশিষ্ট একটি ভাইভা বোর্ড গঠন করা হয়। বোর্ডে এর চেয়ে বেশি সদস্যও থাকতে পারেন।
🌐🌐ড্রেস কোড
ভাইভা বোর্ডে আপনার পোশাক, অ্যাপিয়ারেন্স, এক্সপ্রেশন, এটিকেট, ম্যানার—এ বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। প্রার্থীর এসব বিষয় বোর্ডের সদস্যরা খেয়াল করেন। তাই ভাইভার সময় নিজের জন্য উপযুক্ত পোশাক নির্বাচন করুন।
🌐🌐ছেলেদের ড্রেস
♦️♦️শার্ট : সাদা ফুলশার্ট। সাদার ওপর যেকোনো স্ট্রাইপ হলেও চলবে। অন্য রঙের মানানসই শার্টও পরতে পারেন। পকেটে একটি কলম রাখবেন।
♦️♦️প্যান্ট : কালো রঙের বা যেকোনো গাড় রঙের ফরমাল প্যান্ট পরুন।
♦️♦️হাতঘড়ি, বেল্ট ও জুতা : চামড়ার ফিতার ফরমাল হাতঘড়ি, জুতা ও প্যান্টের সঙ্গে ম্যাচ করে কালো রঙের চামড়ার বেল্ট পরুন। কালো রঙের, রাবারের সোলযুক্ত ফরমাল শু পরিধান করবেন। টাই পরার প্রয়োজন নেই।
♦️♦️পাঞ্জাবি-পাজামা: সাদা রঙের পরতে পারেন। ভাইভার পাঁচ-ছয় দিন আগে চুল কাটিয়ে নিন। ভাইভার দু-এক দিন আগে নখ ছোট করে নিন। ভাইভার আগের দিন বা ভাইভার দিন সকালে শেভ করে নিন।
🌐🌐মেয়েদের ড্রেস
♦️মার্জিত রঙের শাড়ি পরিধান করতে পারেন। তবে শাড়ি যেন অতিমাত্রায় কারুকাজের চকমকে না হয়, সেই দিকটা খেয়াল রাখুন।
♦️ চাইলে সালোয়ার-কামিজও পরতে পারেন। তবে তা যেন মার্জিত রং ও ডিজাইনের হয়।
♦️অর্থাৎ শাড়ি কিংবা সালোয়ার-কামিজ যা-ই পরেন, যেন ম্যাচ হয়।
♦️♦️চুল এবং দুল: স্বাভাবিক মাপের কানের দুল এবং চেন পরতে পারেন। চুল বেণি করে রাখবেন। পায়ের জুতা শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গে ম্যাচ করাতে পারলে ভালো হয়। তবে হাই হিল না পরাই ভালো। হালকা মেকআপ এবং মার্জিত রঙের হালকা লিপস্টিক দিতে পারেন। সঙ্গে কালো কালির কলম রাখুন।
🌐🌐ভাইভার জন্য যা যা পড়বেন বা জেনে রাখবেন
১. আপনার এবং আপনার মা-বাবার নামের অর্থ কী?
২. আপনার নামের সঙ্গে সম্পৃক্ত বিখ্যাত ব্যক্তির নাম।
৩. আপনার বংশপরিচয় বা নামের সঙ্গে পদবি থাকলে সে সম্পর্কিত কিছু তথ্য।
৪. আপনার গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা ইত্যাদির নাম, আদি নাম ও নামকরণের ইতিহাস জেনে রাখুন।
৫. আপনার জেলা বিখ্যাত কেন? জেলার বিখ্যাত স্থান, নদীর নাম, পণ্য, ঐতিহ্য ইত্যাদি জেনে রাখুন।
৬. আপনার জেলার শিল্প-সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি ও মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তি ও তাঁদের সৃষ্টিকর্ম ও অবদান।
৭. আপনি যে প্রতিষ্ঠান থেকে অনার্স/মাস্টার্স করেছেন, ওই প্রতিষ্ঠানের পুরো নাম, প্রতিষ্ঠাকাল, বর্তমান ভিসি বা প্রিন্সিপালের নাম জেনে নেবেন।
৮. ভাইভার দিনের ইংরেজি, বাংলা ও আরবি তারিখ জেনে যাবেন। বিশেষ দিবস হলে সে সম্পর্কে জেনে যাবেন।
৯. ছোট ছোট ট্রান্সলেশন জিজ্ঞেস করতে পারে। তাই সেগুলো চর্চা করুন।
১০. সাম্প্রতিক বিষয়াবলি এবং বাংলা সাহিত্যের বিখ্যাত কয়েকজন কবি সম্পর্কে ধারণা রাখতে পারেন।
১১. নিজের সম্পর্কে বলতে বলা এখন বেশির ভাগ ইন্টারভিউ বোর্ডের একটা কমন প্রশ্ন। তাই বাংলা ও ইংরেজিতে নিজের সম্পর্কে বলার প্র্যাকটিস করুন।
১২. যে বিষয়ে অনার্স-মাস্টার্স করেছেন, বিষয়ের ওপর স্বচ্ছ ধারণা নিয়ে ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হোন।
১৩. মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্পর্কে বিশদ ধারণা গ্রহণ করুন।
১৪. প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের সফলতা ও অর্জন সম্পর্কে বিস্তারিত ধারণা গ্রহণ করুন।
১৫. প্রাথমিক শিক্ষা সম্পর্কিত কিছু তথ্য—শিক্ষার হার, কতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে, বই দিবস, উপবৃত্তি, মন্ত্রী ও সচিবের নাম ইত্যাদি।
১৬. ভিশন ২০২১, ভিশন ২০৪১, মুজিববর্ষ, মেগাপ্রজেক্টস্, এসডিজি, এমডিজি ইত্যাদি দেখতে পারেন।
♦️♦️সহায়ক বই
১. প্রফেসরস্ প্রাথমিক শিক্ষক ভাইভা সহায়িকা।
২. অ্যাসিওরেন্স বিসিএস ভাইভা সহায়িকা (মুক্তিযুদ্ধ)।
৩. অনার্স-মাস্টার্সের মেজর সাবজেক্টের বেসিক বই।
৪. ইন্টারনেট।
৫. দৈনিক পত্রিকা, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি।
♦️♦️পরীক্ষার দিনের প্রস্তুতি
১. নির্ধারিত সময়ের বেশ আগেই প্রস্তুতি সেরে ফেলতে হবে।
২. যেসব কাগজপত্র বোর্ডের সামনে পেশ করতে হবে সেগুলো, প্রবেশপত্র, সব সার্টিফিকেটের মূল কপি এবং অন্যান্য কাগজপত্র আগেই গুছিয়ে নিতে হবে।
৩. পরিপাটি হয়ে বোর্ডে উপস্থিত হবেন।
৪. নির্দিষ্ট সময়ের অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত স্থানে পৌঁছবেন।
৫. আপনার সিরিয়াল পরে থাকলে যাঁদের ভাইভা হয়ে যাবে, তাঁদের কাছ থেকে ধারণা নিতে পারেন। কোনো বিষয়বস্তু না জানা থাকলে ভাইভার আগ মুহূর্তে বই ঘাঁটাঘাঁটি করবেন না। কারণ আপনার কাছে ওই প্রশ্ন না-ও জানতে চাইতে পারে। তবে অন্য কেউ পারলে তাঁর কাছ থেকে সংক্ষেপে জেনে নিতে পারেন।
♦️♦️♦️ভাইভা বোর্ডে করণীয়
১. ভেতরে ঢোকার অনুমতি নিয়ে একটু সামনে গিয়ে যাঁর যাঁর ধর্মীয় রীতিতে অভিবাদন জানাবেন। তারপর চেয়ারের পাশে দাঁড়াবেন। বসতে বললে ধন্যবাদ দিয়ে বসবেন। খেয়াল রাখবেন—চেয়ারে যেন শব্দ না হয়।
২. যিনি প্রশ্ন করবেন, তাঁর দিকে তাকিয়ে চোখে চোখ রেখে তাঁর প্রশ্নের উত্তর দেবেন। কথা বলার সময় অপ্রয়োজনীয় হাত-পা নাড়াবেন না।
৩. উত্তর দেওয়ার ক্ষেত্রে অল্প কথায় এবং সঠিক পয়েন্টে উত্তর দেওয়ার চেষ্টা করুন। অপ্রাসঙ্গিকতা পরিহার করুন।
৪. কথা বলার সময় আঞ্চলিকতা পরিহার করবেন।
৫. ঘাবড়াবেন না, রাগবেন না, তর্ক করবেন না, বেয়াদবি করবেন না।
৬. জানা না থাকলে হাসিমুখে ‘দুঃখিত স্যার’ অথবা ‘জানা নেই স্যার’ বলুন।
৭. নাচ, গান, আবৃত্তি, অভিনয়—এগুলোতে আপনার দক্ষতা না থাকলে বিনয়ের সঙ্গে বলুন, ‘পারি না স্যার।’ তবে আপনি পারেন—এমন কোনো কিছুর কথাও বিনয়ের সঙ্গেই বলবেন।
৮. আপনার ভাইভা শেষ হলে আপনাকে চলে যাওয়ার অনুমতি দিলে উঠে দাঁড়িয়ে সালাম দিয়ে চলে আসবেন।
♦️♦️ভাইভার নম্বর বণ্টন
ভাইভায় ২৫নম্বর। লিখিত পরীক্ষায় ছিল ৭৫। ভাইভায় পাস করলে মোট ১০০ নম্বরের মধ্যে আপনি কত পেলেন, তার আলোকে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। ভাইভার ২৫ নম্বরের বণ্টন—
* ভাইভা বোর্ডে নিজেকে ঠিকভাবে উপস্থাপনের জন্য ৫ নম্বর।
* একাডেমিক ফলাফলের ওপর ১০ নম্বর।
* আপনার জ্ঞান (নিজের মেজর সাবজেক্ট ও অন্যান্য বিষয়) যাচাই ৫ নম্বর।
* সহশিক্ষা কার্যক্রমে (নাচ, গান, অভিনয়, কবিতা আবৃত্তি, খেলাধুলা, স্কাউটিং ইত্যাদি) ৫ নম্বর।
📌📌📌উল্লিখিত নম্বর বণ্টনে কিছুটা ব্যতিক্রমও ঘটতে পারে।
♦️♦️ওপরে বর্ণিত পড়াশোনার পরিধি যাঁদের কাছে পীড়াদায়ক মনে হচ্ছে, তাঁদের উদ্দেশে আমার পরামর্শ—যাঁর যাঁর সাধ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করুন। কারণ আপনি পারবেন না এমন প্রশ্ন খুব কমই জিজ্ঞেস করা হবে। তবে ভাইভায় ভালো করলে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে—এটা একটা ব্যাপার যেহেতু, সেহেতু নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটু পরিশ্রম করে পড়ালেখা করাই ভালো।
_________________________
আজকের (26/12/23) প্রাইমারী ভাইভা ক্লাসের আলোচনার বিষয় ছিল:-
(প্রাইমারী ভাইভা প্রস্তুতি নিতে যা পড়া প্রয়োজন)
১) Introduce about yourself.
২) English Reading Skilled.
( class three, four, five preface )
৩) নিজের Subject বিষয়।
৪) নিজের জেলা সম্পর্কে।
৫) মুক্তিযোদ্ধ ও বঙ্গবন্ধু।
৬) গান, কবিতা, ছড়া।
৭) Common Translation.
৮) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সম্পর্কে ধারণা।
৯) সাম্প্রতিক বিষয়।
১০) DPE, NCTB, PTI, SDG, ইত্যাদির পূর্ণরূপ।
১১) কেন শিক্ষক হতে চান।
১২) Viva Board:- attitude, manner, behave, outlook + Dress code.
আগামীকাল (27/12/2023) গণিত প্রাইভেট সকাল ১০ টার ব্যাচ- মান নির্ণয়; বিকাল ৪ টার ব্যাচ এ (লাভ -ক্ষতি + ঐকিক নিয়ম) করানো হবে। সবাই আমন্ত্রিত।
প্রাইমারী ভাইভা প্রস্তুুতির (ফ্রি কোর্স) আগামীকাল (26/12/23) Class Time:4.00pm,যা থাকবে (Viva Preparation+ Demo Viva). So, All are invited.
আগামীকাল (25/12/2023) গণিত প্রাইভেট সকাল ১০ টার ব্যাচ- মান নির্ণয়; বিকাল ৪ টার ব্যাচ এ লাভ -ক্ষতি করানো হবে। সবাই আমন্ত্রিত।
ভর্তি চলছে....... ভর্তি চলছে...
গণিত কোর্স-এর নতুন ব্যাচ-এ ভর্তি চলছে
শনিবার+সোমবার+বুধবার;
সময়:- সকাল ১০.০০ঘটিকা ও বিকাল ৪.০০ ঘটিকা।
❤একবার ভর্তি হলে চাকুরী না হওয়া পর্যন্ত ক্লাস করার সুযোগ।❤
★আমাদের কোর্সটি বিসিএস, শিক্ষক নিবন্ধন , প্রাইমারি সহ সকল চাকুরি পরীক্ষার পুর্নাঙ্গ প্রস্তুতি কোর্স।
★ নিজস্ব ইউনিক ও জনপ্রিয় লেকচার শীট
❤ ৫১ টি ক্লাস ও ৩৬ টি ক্লাস টেস্ট❤
★ প্রতি ব্যাচে ২০জন
★ টপিক ভিত্তিক লেকচারশীট ও অধ্যায় ভিত্তিক রেগুলার এক্সাম
* কোর্স ফি -২০০০/-
★ মাসিক ফি ৫০০/-
★ঠিকানা : লালবাগ বাজার, ১ নং গলি, ডালিহাটি; রংপুর।
★যোগাযোগ : 01731169999
page: Golden Future BCS Program
প্রাইমারী চাকুরী পাওয়ার জন্য ভাইভা মার্কস গুরুত্বপূর্ণ,যেহেতু ভাইভাতে এখন ২৫ নম্বর। তাই এখন থেকেই ভাইভার জন্য নিজেকে প্রস্তুত করুন।
আগামীকাল (23/12/23) গণিতের নতুন ব্যাচ শুরু উপলক্ষে ফ্রি ক্লাস।
সময়:-বিকাল ৪.০০ঘটিকা।
সবাই আমন্ত্রিত।
চলতি মাসেই প্রাইমারির ১ম ধাপের ভাইবা শুরু হবে জেলা ভিত্তিক।
কোন ভিটামিনের অভাবে ঘুম কম হয়?
a)ভিটামিন- A
b)ভিটামিন-B
c)ভিটামিন-C
d)ভিটামিন-D
আলহামদুলিল্লাহ,Golden Future BCS Program থেকে অনেক এ প্রাইমারীতে ভাইবার জন্য মনোনীত হয়ছেন। ভাইবা প্রস্তুতি ক্লাস নেওয়া হবে ইনশাআল্লাহ্।
সবাই আমন্ত্রিত।
মহাকাব্য
প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রথম ধাপের ফলাফল (লালমনিরহাট) উত্তীর্ণ -282
কুড়িগ্রাম জেলার রেজাল্ট।
প্রাইমারি শিক্ষক নিয়োগের ১ম ধাপের ফলাফল প্রকাশ।
পাস: ৯, ৩৩৭ জন।
পৃথিবীর চিনির বাটি বলা হয় কোন দেশকে?
💥প্রাইমারি নিয়োগ ১ম ধাপ;
০২/০১/২০২৪ তারিখের পূর্বে ফল প্রকাশ না করতে মন্ত্রণালয়ে নোটিশ।
নতুন ব্যাচে ভর্তি চলছে...
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Address
Lalbagh Bazar , 1 No Goli , Dhali Hati , Rangpur Sadar
Rangpur
5400
Rangpur, 5540
Greetings from Patgram Online School. We have taken this initiative to take the education system for
Rangpur
If you have a dream to do something big, make the goal bigger
Rangpur, 5402
This is Our Beautiful Rangpur City. Rangpur Division is one the Divisions in Bangladesh. It was form
Kanthal Bari Road
Rangpur, 5620
B s c & M s c (Mathematics) kurigram at a teacher Hariram jameia dhakhil madrasa