
27 নভেম্বর ২০২১ -
Shahnaz Parvin Swapna আপুর মেয়ে তাসনুভা আমার স্নেহের ছাত্রীকে পড়াতে যেতাম। সাধারণত দোতলায় গেস্ট রুমে পড়তে বসতাম , নিচ তলায় তখন নতুন ফেমিলি এসেছে। সাথে দুটো কিউটের ডিব্বা আছে। আমি পড়াতে গেলে ওরা প্রায়ই আমার দিকে এমন মায়াবী দৃষ্টিতে তাকাতো যেন - দেখলেই বুঝা যেত আমার সান্নিধ্য পেতে চায় - সুযোগ পেলেই আমার পাশে এসে বসার একটা প্রবল আগ্রহ দেখতে পেতাম। সে যে আমার নিকট পড়তে চায় এটা তার চোখে মুখে স্পষ্ট। অবশেষে ২০২৩ সালের জানুয়ারী থেকে টিউশন শুরু করি। এবং আজকের ক্যাডেট পরীক্ষা -২০২৪ এর রেজাল্ট (লিখিত) শুনে খুবই আনন্দ বোধ করছি। মহান আল্ল্হ্ তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি ও তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
কিছু কথা:
( শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক যত নিবির হবে, শিক্ষার ফল তত মধুর হবে)
একজন গৃহ শিক্ষক( অ-প্রাতিষ্ঠানিক) হিসেবে আমি আামার ছাত্রছত্রীদের নিকট যে সম্মান পেয়েছি তা আমার মর্ম স্পর্শ করেছে। মনে প্রাণে শিক্ষতাকে ধারণ করেছি। শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের।