
বনভোজন ২০২৫
সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।
যে সকল ছাত্রছাত্রী এখন পর্যন্ত বনভোজনে অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করো নিই।তাদের সকলকে অতি দ্রুত কলেজে যোগাযোগ করার জন্য বলা হইল।
( ইংরেজি গ্রামারের যে-কোন প্রশ্ন ও উত্তর )
MATS( ম্যাটস্) এবং IHT( প্যাথলজি,ডেন্টাল, ফার্মেসি বিষয়ে ভর্তি যে কোন তথ্য:)
Hotline : 01717-202248
MATS & IHT ভর্তি সংএ্যান্ত যে- কোন তথ্য জানতে আমাদের সংগে যোগাযোগ করুন। ( 01722-612229)
Operating as usual
বনভোজন ২০২৫
সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।
যে সকল ছাত্রছাত্রী এখন পর্যন্ত বনভোজনে অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করো নিই।তাদের সকলকে অতি দ্রুত কলেজে যোগাযোগ করার জন্য বলা হইল।
চলো জেনে নেই, ইংরেজি বাক্যে কখন s/es/ies ব্যবহার হয়।
চলো জেনে নেই, Narration এ কীভাবে Person করতে হয়।
চলো নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি।
মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থ এবং ভাল রাখুক, আমিন।
চলো জেনে নেই, Sentence - এ Introductory - There এর ব্যবহার।
চলো জেনে নেই, ইংরেজি বাক্যের কিভাবে অর্থ করতে হয় ।
চলো জেনে নেই,
Present perfect continuous Tense সম্পর্কে বিস্তারিত।
Present Indefinite Tense - এর Extra আরও ২ টি Structure সহ Sentence গঠনের বিস্তারিত আলোচনা জেনে নিন।
Struc 1. Sub + am,is,are+ object/ compliment / extension.
Struc 2. Sub + have/ has+ object.
Example.
a. I am a student.
b. I have a book.
c. He is a student.
d. She has a student.
চলো জেনে নেই,
Right form of the verb chapter টি কিভাবে শুরু করবো।
Present Perfect Tense সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
Do/ Does/ Did কখন Sentence - এ ব্যবহার হয় চলো জেনে নেই।
চলো জেনে নেই,
কোন Tenseএর ক্ষেত্রে সাধারণত
প্রশ্নবোধক( Interrogative) করার সময় Sub এর পূর্বে Did বসে ।
*** যাদুরমত জেনে নিন খুব অল্পসময়ে "Number of Noun" বিষয়ে বিস্তারিত তথ্য যাহা ইংরেজী বাক্য গঠন করতে মূখ্য-ভূমিকা পালন করবে। ***
1. Singular Number : যে word দ্বারা শুধু মাএ একজন ব্যাক্তি, বস্তু, সংখ্যা ও প্রানিকে বুঝায় তাকে Singular বলে।
যেমন:
i,me,my,mine,he,she,it,any name, a pen, etc.
2. Plural Number : যে word দ্বারা একের অধিক ব্যাক্তি,বস্তু,সংখ্যা ও প্রানিকে বুঝায় তাকে Plural number বলে।
example.
They,we,its,our, women, people etc.
Rule -1
যে সকল Verb শেষে ss,ch,sh,o,x,z ইত্যাদি letter থাকে এবং বাক্যটি যদি Ptesent Indefinite Tense হয় ও বাক্যটির subject যদি 3rd person singular number হয়। সেক্ষেত্রে Verb শেষে es যুক্ত হবে।
Example.
a. He go+es to College লeveryday.
b.He teach+es us English
Rule- 2
যে সকল Verb এর শেষে Y থাকে কিন্তু Y পূর্বের letterটি যদি Consonant হয় সেক্ষেত্রে Verb এর শেষে ies বসে। তবে Sentence টি অবশ্যই Present indefinite tense ও Sentence টির subject 3rd person singular হতে হবে।
Example.
He (study)
= He studies.
Rule- 3
1 ও 2 নাম্বার Rules বাদে বাকি সকল Verb এর শেষে শুধু মাএ S বসবে । তবে, Sentence টির subject 3rd person singular number ও Sentence টি Present indefinite tense হতে হবে।
Example.
a. He plays football.
Thanks by.
MD Nur Nabi Alom Sir
Rangpur City MATS & IHT
Extraordinary Drama