এতদ্বারা অত্র বিদ্যালয়ের এসএসসি/২৫ পরীক্ষার্থীদের ফরম পূরণ বিষয়ে যাবতীয় তথ্যের জন্য বিদ্যালয়ের নোটিশ বোর্ড দেখে ফরম পূরণ করতে বলা হলো।
প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)
বেগম রোকেয়া উচ্চ বালিকা বিদ্যালয়।
জুম্মাপাড়া, রংপুর।
Begum Rokeya Girls High School, Rangpur
শিক্ষা হোক সবার জন্য উন্মুক্ত 🥰
Operating as usual
ি_২০২৩_সনদ_বিতরণঃ
এতদ্বারা অত্র বিদ্যালয়ের এসএসসি ২০২৩ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, এসএসসি ২০২৩ সনের মূল সনদপত্র ২৪/১১/২০২৪ খ্রিঃ তারিখ হতে বিতরন করা হবে। ্রয়োজনীয়_কাগজ_পত্র_ও_সার্বিক_তথ্যের__জন্য_যোগাযোগঃ01764_812_137

আমাদের বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জনাব, "খালেদা আক্তার খেয়া" ম্যাম এর আজ জন্মদিন। বেগম রোকেয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিবারের পক্ষ হতে ম্যাম এর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো। আল্লাহ পাক আপনার নেক হায়াত দান করুন (আমিন)।
এতদ্বারা অত্র বিদ্যালয়ের এসএসসি ২০২২ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, এসএসসি ২০২২ সনের মূল সনদপত্র অদ্য ২৪/০৯/২০২৪ খ্রিঃ তারিখ হতে আগামী ১৭/১০/২০২৪ খ্রি: তারিখ পর্যন্ত বিতরন করা হবে।
সার্বিক তথ্যের জন্য যোগাযোগঃ 01764-812137

আলহামদুলিল্লাহ।
১২ রবিউল আউয়াল বিশেষ দিনে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাঃ এর জীবন থেকে আলোচনা।

আলহামদুলিল্লাহ।
অদ্য NTRCA হতে সুপারিশ প্রাপ্ত ৩ জন শিক্ষক"কে বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়োগ পত্র প্রদান করেন।
৩ জন শিক্ষকের জন্য অভিনন্দন, শুভেচ্ছা এবং দোয়া রইলো।
প্রিয় এসএসসি/২৪ এর পাসকৃত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এসএসসি/২৪ এর মূল নম্বর পত্র এসেছে। নম্বর পত্র উত্তোলন বিষয় জানতে 01764-812137
অত্র বিদ্যালয়ের এসএসসি ২০২২ সালের উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল নম্বর পত্র এবং এসএসসি ২০১৯ সালের উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদপত্র বিদ্যালয় হতে সংগ্রহ করার জন্য জরুরী ভাবে বলা হলো। সংগ্রহের সময় অবশ্যই পরীক্ষার মূল প্রবেশ পত্র এবং মূল রেজিষ্ট্রেশন সঙ্গে আনতে হবে।
প্রয়োজনে 01764-812137
শোক সংবাদঃ
অত্র বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর আলফিস শাহরিন জয়ী এর মাতা গত শুক্রবার ৯ আগস্ট ২০২৪ আনুমানিক বিকাল ৫ ঘটিকায় ঢাকা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউট'এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার দাফনকাজ গ্রামের বাড়িতে সম্পন্ন করা হয়েছে।
আল্লাহ পাক মরহুমা'কে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন (আমিন)।
এসএসসি/২০২১ উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদপত্র বিদ্যালয়ের অফিস কক্ষ হতে সংগ্রহ করার জন্য বিশেষ ভাবে বলা হলো।

মনের মিনারে আজ শোনা যায় আনন্দের আহ্বান
ঈদুল ফিতর এসেছে আজ শেষ হয়েছে রমাদান...
বেগম রোকেয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও শুভকামনা
❤️❤️তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম❤️❤️
💙ঈদ মুবারক 💙

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী। আয়োজনে- বেগম রোকেয়া উচ্চ বালিকা বিদ্যালয়, রংপুর।

হে আল্লাহ! আপনি আমাদের যা রিযিক দিয়েছেন, তাতেই আমাদের সন্তুষ্ট বানিয়ে দিন। তাতে বরকত দান করুন। এবং আমরা যা কিছু হারিয়ে ফেলেছি, তার তুলনায় অধিক উত্তম কিছু আমাদের দান করুন।
🤲আল্লাহুম্মা আমিন🤲
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Jummapara
Rangpur
5400