বাংলাদেশ রেলওয়ের “সহকারী লোকোমোটিভ মাস্টার” পদের ভাইভার তারিখ চলতি মাসের শেষের দিকে অথবা
আগামী মাসের প্রথম দিকে ডেট দেওয়ার সম্ভাবনা প্রবল।
BCS Target
BCS Target অ্যাপস অথবা ওয়েবসাইটে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করুন।
Operating as usual

লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ।
১৮/০১/২০২৫।
অবশেষে মোবাইল ইন্টারনেটের প্যাকেজের সীমা তুলে দিয়েছে বিটিআরসি!
বাংলাদেশ রেলওয়ের বাতিল হওয়া উপ-সহকারী প্রকৌশলী পদের পরীক্ষা আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে হতে পারে।
█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ-২৬টি ক্যাডার এর পরিবর্তে হতে পারে ৬টি ক্যাডার।
আরও থাকতে পারে স্থায়ী পে-কমিশন, সরকারি চাকরি থেকে অবসরের বয়সসীমা বৃদ্ধি এবং সেবা সংস্থায় কর্মরতদের জবাবদিহি নিশ্চিত করা।
সোর্স: যুগান্তর।
তরুণ এবং চাকরিপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করবে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় এ সভা হওয়ার কথা রয়েছে। সভায় ‘কেমন পিএসসি চান’ তরুণরা সে বিষয়ে মতামত নেবে পিএসসি।
█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
২০২২ ভিত্তিক সমন্বিত ব্যাংক এর সার্কুলার পুনরায় হওয়ার জন্য আদালতে রিট করা হয়েছে !!! এখন রি সার্কুলার হওয়ার সম্ভাবনা খুবই বেশি !!!
ধাঁধা
█▦▬▬▬▦█
আমি যাকে মামা বলি বাবাও বলে তাই,
ছেলে যাকে মামা বলে মাও বলে তাই।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক পদে প্রিলিমিনারির প্রস্তুতির জন্য করণীয়
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন) পদে প্রস্তুতির পরামর্শ দিয়েছেন গত বছর প্রথম স্থান অধিকারী মো. মাজহারুল হাসান নাহিদ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক পদে নিয়োগপ্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শেষ হওয়ায় এই পদে চাকরিপ্রার্থীদের আগ্রহ এখন বেশি। এ পদে প্রিলিমিনারি পরীক্ষা থেকে শুরু করে যোগদান পর্যন্ত সব কার্যক্রম মাত্র এক মাসের মধ্যে হয়ে থাকে। গত নভেম্বরে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যাঁরা আবেদন করেছেন, তাঁদের এখন ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। কারণ, পরীক্ষার সূচি প্রকাশ হলে খুব কম সময়ের মধ্যে সব পরীক্ষা হবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন) পদে প্রস্তুতির পরামর্শ দিয়েছেন গত বছর প্রথম স্থান অধিকারী মো. মাজহারুল হাসান নাহিদ।
সহকারী পরিচালক পদের চাকরি পেতে প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক—তিনটি ধাপ পাস করতে হবে। প্রতিটি ধাপেই প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম। প্রস্তুতির তিন পর্বের পরামর্শের মধ্যে আজ প্রথম পর্বে প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হলো।
প্রিলিমিনারিতে মোট ৮০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। এ জন্য নির্ধারিত সময় ৬০ মিনিট। পরীক্ষায় সাধারণত কোনো নেগেটিভ নম্বর থাকে না। তবে সব সময় যে নেগেটিভ নম্বর থাকবে না, বিষয়টি এমন নয়। তাই পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার আগে ভালোভাবে পরীক্ষার নির্দেশনা পড়তে হবে। প্রিলিমিনারিতে সাতটি অংশ থেকে প্রশ্ন হয়ে থাকে; এগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি এবং বিদ্যুৎ-সংক্রান্ত প্রশ্ন। কোন বিষয়ে কত নম্বরের প্রশ্ন হয়, সেগুলোতে মাঝেমধ্যে কিছুটা ভিন্নতা দেখা যায়।
বাংলা
সাধারণত ৮-১০টি প্রশ্ন হয়ে থাকে। বাংলা সাহিত্য থেকে ১-২টি প্রশ্ন করা হয়। বাকি প্রশ্নগুলো বাংলা ব্যাকরণ থেকে করা হয়ে থাকে। বাংলা ব্যাকরণের মধ্যে এককথায় প্রকাশ, সমাস, উপসর্গ,বাক্য, শব্দার্থ, পরিভাষা—এসব বিষয় থেকে বেশি প্রশ্ন আসে। এ ছাড়া প্রয়োগ-অপ্রয়োগ, বাক্য শুদ্ধি, প্রত্যয়—এগুলোও পড়তে হবে। বাংলা সাহিত্য অংশ থেকে বিখ্যাত সাহিত্যিক যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত ও শামসুর রাহমান প্রমুখ সাহিত্যিক নিয়ে পড়তে হবে।
ইংরেজি
১০-১২টি প্রশ্ন হয়। এর মধ্যে একটি বা দুটি প্রশ্ন হয় ইংরেজি সাহিত্য থেকে এবং বাকি প্রশ্নগুলো ইংরেজি ব্যাকরণ থেকে হয়ে থাকে। ইংরেজি ব্যাকরণের মধ্যে টেন্স, ভোকাবুলারি, রাইট ফর্মস অব ভার্ব, পার্টস অব স্পিচ, ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ইত্যাদি অংশ থেকে প্রশ্ন হয়। আর সাহিত্য অংশ থেকে শেক্সপিয়ার ও বাংলাদেশের মুক্তিযোদ্ধা-সম্পর্কিত ইংরেজি সাহিত্য থেকে এক-দুটি প্রশ্ন হয়ে থাকে।
গণিত
গণিত অংশে সাধারণত ১২-১৪টি প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। গণিত অংশের প্রশ্নগুলোর মধ্যে পাটিগণিত থেকেই অধিকাংশ প্রশ্ন হয়। বীজগণিত, পরিমিতি থেকে দু-তিনটি প্রশ্ন হয়ে থাকে। পাটিগণিতের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন হয় ধারা, লাভ-ক্ষতি, সরল-যৌগিক মুনাফা, লসাগু, গসাগু ইত্যাদি। বীজগণিত থেকে মান নির্ণয়, সূত্র ইত্যাদি থেকে প্রশ্ন হয়। আর পরিমিতি অংশ থেকে এক-দুটি প্রশ্ন হয়ে থাকে।
বাংলাদেশ বিষয়াবলি
প্রিলিমিনারি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় বাংলাদেশ বিষয়াবলি থেকে। এ অংশে ১৮-২০টি প্রশ্ন করা হয়ে থাকে। এসব প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন হয় বাংলার ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান এবং সাম্প্রতিক বিষয়াবলি থেকে। পরীক্ষার্থীকে অবশ্যই জুলাই বিপ্লব, তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে বিস্তারিত, সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করে পরীক্ষার হলে যেতে হবে। পাশাপাশি বাংলাদেশের শিল্প-বাণিজ্য, সরকারব্যবস্থা ও অর্থনীতি অংশও পড়তে হবে।
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলিতে ৮-১০টি প্রশ্ন হয়ে থাকে। এ অংশে আন্তর্জাতিক দিবস, এসডিজি, আন্তর্জাতিক আন্দোলন, আন্তর্জাতিক সম্মেলন, পরিবেশগত ইস্যু ইত্যাদি বিষয় থেকেই প্রশ্ন হয়ে থাকে।
বিদ্যুৎ-সংক্রান্ত প্রশ্ন
যেহেতু বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরীক্ষা, সে ক্ষেত্রে বিদ্যুৎ-সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। বিগত বছরের প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে বিদ্যুৎ-সংক্রান্ত প্রশ্ন প্রতিবারই ১২-১৫টি পরীক্ষায় এসেছে। এ অংশে বিদ্যুৎ খাতে বাংলাদেশের সফলতা, এসডিজি, বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের কার্যক্রম, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন বিতরণ সংস্থাসমূহ, নবায়নযোগ্য বিদ্যুৎ-ব্যবস্থা, বিদ্যুৎ সেক্টরের ক্ষমতা—এসব নিয়ে প্রশ্ন করা হয়।
কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তি
কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তি থেকে ৬-৭ নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে। অপারেটিং সিস্টেম, সফটওয়্যার, হার্ডওয়্যার, ইন্টারনেট ও প্রোগ্রামিং অংশ বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে।
বিজ্ঞান
প্রতিবছর বিজ্ঞান থেকে ৩-৪টি প্রশ্ন করা হয়। সাধারণত পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞানের একদম বেসিক বিষয়গুলো ভালোভাবে জানলে এসব প্রশ্নের সঠিক উত্তর দেওয়া যায়।
প্রকাশ প্রথম আলো
২২ সাল ভিত্তিক প্রায় ৩০০০+ পোস্টের পরীক্ষা পেন্ডিং। এই বছরে অলরেডি ২০০০+ পোস্টের সার্কুলার চলে এসেছে, সামনে আরো আসবে। এত এত পোস্টের জন্য প্রিপারেশন না নিলে পরে পস্তাতে হবে। তাই এখন থেকে স্ট্র্যাটেজি মেইনটেইন করে প্রিপারেশন শুরু করে দেন।
বিগত পোস্টে আমি বাংলা আর ইংরেজির ব্যাপারে একটু বলেছিলাম, আজকে বাকি পার্ট নিয়ে কিছু কথা বলব।
✅ গণিতঃ
ব্যাংক জবের ক্ষেত্রে বেশিরভাগ পরিক্ষার্থীর ভয় থাকে ম্যাথ নিয়ে। ইংরেজি টার্ম, সেন্টেন্স এর অর্থ বুঝতে পারা, হিসেব নিকেশ করা সহ নানান ভয় থাকে।
তবে অল্প কিছুদিনের প্র্যাকটিসে এই ভয় কাটানো সম্ভব।
গণিতের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে কমন কিছু টার্ম জানা, Addition, Multiply, Area, Cube ইত্যাদি টাইপের ছোট ছোট জিনিসের মানে জানা।
এরপর বিভিন্ন লাইনের বাংলা অনুবাদ প্র্যাকটিস করা, লাইনের মানে বুঝে অংকের সলুশন করা। এটার জন্য এমন বই সিলেক্ট করা উচিত যেটায় বাংলা এবং ইংরেজি পাশাপাশি দেওয়া থাকে। সে বইটা নিয়ে কিছুদিন প্র্যাকটিস করলে দেখবেন গণিতের ভয় কেটে যেতে শুরু করেছে।
অল্প সময়ে ভাল প্রিপারেশন নিতে চাইলে প্রথম কাজ হবে বিগত সালের প্রশ্ন ভালভাবে কমপ্লিট করা।
BIBM এর এক্সামে ম্যাথের প্যাটার্ন প্রায় সেইমই থাকে, অনেক ম্যাথ হুবহু রিপিটও হয়। তাই বিগত সালের প্রশ্ন ভালভাবে শেষ করবেন। এরপর কিছু সিলেক্টিভ চ্যাপ্টার ধরে আগাবেন।যেমন ইন্টারেস্ট, পার্সেন্টেজ, এভারেজ, বয়স, নাম্বার সিস্টেম, পরিমিতি ইত্যাদি।
অনেক সময় দেখা যায় কিছু কিছু চ্যাপ্টারের অংক কঠিন লাগে, বুঝতে কষ্ট হয়। এরকম যেগুলা মনে হবে সেগুলা স্কিপ করবেন। ১/২ মার্ক ধরতে গিয়ে অন্যদিকে ৪/৫ মার্ক ছাড়তে হলে লস। তাই সিলেক্টিভ চ্যাপ্টার করবেন, কিন্তু ভাল করে করবেন যেন সেখান থেকে অংক আসলে মিস না হয়।
✅ জিকেঃ
ব্যাংকের জিকে পার্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ রিটেন এবং প্রিলির জিকে অংশ প্রায় কাছাকাছি। প্রিলিতে যেটা পড়বেন রিটেনেও প্রায় একই জিনিস পড়তে হয়। তাই জিকের প্রিপারেশনটা ভালভাবে নিতে হবে।
ব্যাংকের পরীক্ষায় অনেক আগের দিনের ইতিহাস, ঐতিহাসিক বিভিন্ন বিষয় এগুলা থেকে তুলনামূলক কম আসে। মুক্তিযুদ্ধ, দেশের অর্থনীতি,সংবিধান, খেলাধুলা, বিভিন্ন পুরষ্কার, বাজেট ইত্যাদি থেকে ভালই প্রশ্ন আসে। আন্তর্জাতিক এর ক্ষেত্রেও একই ব্যাপার, সমসাময়িক গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রশ্ন আসে, জলবায়ু সম্পর্কিত জিনিসও ভালই আসে।
ব্যাংকের জিকে পার্টে ভাল করতে হলে অবশ্যই প্রতি মাসে কারেন্ট এফেয়ার্স পড়তে হবে। যদি কেউ না পড়তে চান তাহলে ৩ মাস পরপর বিভিন্ন প্রকাশনী যে রিসেন্ট জিকের বই বের করে সেটাও পড়তে পারেন। একটা গাইড বইএর পাশাপাশি রিসেন্ট নিউজে দক্ষতা থাকতে হবে। যারা রেগুলার পত্রিকা পড়েন তারা এ ব্যাপারে অটোমেটিক ভাবেই এগিয়ে থাকবেন।
✅ আইসিটিঃ
যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের আরেকটা আতংকের নাম আইসিটি। এই অংশের ১০ মার্কের মধ্যে অনেকেই ৩/৪ এই আটকে যান।
এই অংশে ভাল করতে হলে আপনাকে অবশ্যই বিগত সালের প্রশ্ন ভালভাবে পড়তে হবে।
খেয়াল করলে দেখবেন বিগত সালে যেই যেই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, সেই চ্যাপ্টার থেকেই আরো প্রশ্ন আসে। তাই বিগত প্রশ্ন পড়লে আপনি বুঝতে পারবেন কোথায় থেকে বেশি প্রশ্ন আসে। এছাড়াও ১/২ মার্ক রিপিট হয়। ইনপুট আউটপুট যন্ত্র, বাইনারি অংক, ব্যাংকিং টার্ম যেমন NPSB, BEFTN, RTGS ইত্যাদি, কম্পিউটারের ইতিহাস, পঞ্চম প্রজন্ম নিয়ে কিছু তথ্য, AI, CHAT GPT ইত্যাদি সমসাময়িক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভাল ধারণা নিতে পারলে এই অংশে ৬/৭ মার্ক উঠানো অনেক ইজি।
এসকল আলোচনা করা বিষয়গুলো আমার নিজস্ব মতামত। যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে অনেক ভাল লাগবে। এই মতামতের বাইরেও অনেকেরই নিজের মতো স্ট্র্যাটেজি থাকে, আপনারা আপনাদের মত করে প্রিপারেশন নিবেন। যেভাবে সফলতা আসবে সেভাবেই আগাবেন। দিনশেষে সফল হওয়াটাই বড় ব্যাপার।
আপনাদের জন্য শুভকামনা রইল।
শুভেচ্ছান্তে
মোঃ খালেদ মাসুদ
সুপারিশপ্রাপ্ত
সহকারী পরিচালক (মেধাক্রম-৩২)
বাংলাদেশ ব্যাংক
সিনিয়র অফিয়ার
সোনালী ব্যাংক পিএলসি
‘তথ্য আপা’ প্রকল্পে ৫ মাস ধরে বেতন নেই, এখন অফিস ছাড়ার নোটিশ
★অর্থনীতি★
কর- জিডিপি হার- ৮.২%
ঋণ-জিডিপি হার- ৩৬.৩০%
আপনার পা-ধরে request করে,কেউ আপনাকে চাকরি দিবে না..😱
-পরীক্ষা দিয়ে অর্জন করতে হবে..!
So ধানাই-পানাই ছাড়ুন! কাজে নেম পড়ুন 😁
এক কথায় প্রকাশ
আকাশে চরে যে-
প্রাচীন বাংলার ১৬ টি জনপদের অন্যতম একটি পুন্ড্র জনপদ।
পুন্ড্র জনপদ করতোয়া নদীর তীরে অবস্থিত।
এটি বগুড়া,রাজশাহী রংপুর ও দিনাজপুর অঞ্চলকে নিয়ে গঠিত।
পড়া শেষে Done লিখুন।
সামনে যাদের #ভূমি_জরিপ এ পরীক্ষা আছে....
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ৪ পদের
পরীক্ষা আগামী ২৪ জানুয়ারি রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পদের নাম: ড্রাইভার, সার্ভেয়ার, ট্রাভার্স সার্ভেয়ার এবং কম্পিউটার, নাজির কাম ক্যাশিয়ার।
অ্যাডমিট কার্ড ১৫ জানুয়ারির মধ্য ডাউনলোড করতে হবে। প্রার্থীদের রঙিন কপি প্রিন্ট করে রঙিন প্রবেশপত্রসহ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
মহার্ঘ ভাতাঃ
সর্বনিম্ন ৪০০০/-, সর্বোচ্চ ৭৮০০/-
বাদ যাবে পূর্বের বিশেষ প্রনোদনা ৫%
তা বলেন ঠাকুরগাঁও জেলায় “ইত্যাদি“ ম্যাগাজিন অনুষ্ঠান কেমন হলো ?
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Website
Address
Rangpur
5470