একাদশ ভর্তির ৩য় ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে -
English Pack
This is a useful page for learning English on an easy way. Specially for SSC, HSC and Varsity Admiss
Operating as usual

ICT প্রাক্টিক্যাল পরিক্ষা HSC-23
কলেজ: Rcci public school and College
কেন্দ্র: নিজ কলেজ, Rccipsc Rangpur
একাদশ ভর্তি--
২য় পর্যায়ের আবেদনের ফলাফল এবং ১ম পর্যায়ের আবেদনের মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা শিক্ষক ছিলেন- করুনাকনা গুপ্তা
তিনি ১৯৩৫ সালে ইতিহাস বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেন।

New batch of HSC-24 & HSC-25
Sorry to you
https://fb.watch/mSHOA9lwFl/?mibextid=Nif5oz

"Basic Foundation English Course"
আগামীকাল ২ সেপ্টেম্বর সকাল ১১ টায় শুরু হবে। Course Duration: দুই মাস।
Course Fee: 1500/-
-24/25
# English Pack, Rcci clg Road, Rangpur
এটি ১টি অনু গল্প। এখানে কাউকে ছোট করা হয় নাই। 🙏
একজন কেরানী ছিলেন একটা অফিসে। কেরানী সাহেবের সাথে তার ছেলে মাঝে মাঝে অফিসে আসে। ছেলে দেখে যে তার বাবা শুধু লেখে আর তার বস(স্যার) শুধু ১টা সাইন করে দেয়। এটা দেখতে দেখতে কেরানী সাহেবের ছেলে তার বাবাকে জিজ্ঞেস করে আব্বা তুমি এতো খাটাখাটি করে সারাদিন লেখো, আর তোমার স্যার শুধু খচ করে একটা সাইন করে দেয়। ঘটনাটা কি?
তখন কেরানী সাহেব হাসে আর বলে বাবারে ঐ স্যার যখন লিখেছেন তখন আমি লিখি নাই। এখন আমি লিখি ঐ স্যার শুধু সাইন করে। 😁😁😁😁
যা বুঝার বুঝে নিও। কেরানী হবা না সাইন করা স্যার হবা????
এম. শামীম আহমেদ
বিসিএস(সাধারণ শিক্ষা)
প্রভাষক, দর্শন বিভাগ
রংপুর সরকারি কলেজ
নটর ডেম কলেজ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ।!!

Asian University for Women (AUW) announces application open for its Spring 2024 intake, the last date to apply is 20th September 2023.
apply online- http://admission.auwerp.org
For more details call us at +8801958509005 / 01926673016
E-mail us at [email protected]

শুভ বিদায় 2k23
শুভ কামনা নিরন্তর।
#তোমাদের মনের আশানুরূপ সাফল্য অর্জন কর,এই প্রত্যাশা মহান আল্লাহ পাকের দরবারে।
HSC-23 দের বর্ণাঢ্য সংবর্ধনা
আয়োজনে: English Pack
তারিখ: আগামীকাল সকাল ১০ টা।
স্থান : English Pack. Open for all

New Batch from tomorrow

Admission, HSC-23 & 24 ব্যাচের নতুন ব্যাচ আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে।
# রাধাবল্লভ (শনি, সম, বুধ)
# লালবাগ ও আরসিসি মোড় (রবি, মঙ্গল, বৃহঃ)

আগামী ১ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে।

Welcome to your Easy way of English

শুভ কামনা নিরন্তর
শুধু বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য।
♦কাতার বিশ্বকাপ ♦
আসর - ২২তম
সময় - ২০ নভেম্বর -১৮ ডিসেম্বর, ২০২২
আয়োজক দেশ - কাতার
মাস্কাট ছিল - লা'য়েব
মোট দল - ৩২ টি
মোট ম্যাচ -৬৪ টি
গোল সংখ্যা -১৭২ টি
চ্যাম্পিয়ন - আর্জেন্টিনা ( ৩য় শিরোপা জয়)
রানার্স আপ- ফ্রান্স
তৃতীয় স্থান - ক্রোয়েশিয়া
চতুর্থ স্থান - মরক্কো
সর্বোচ্চ গোলদাতা ( গোল্ডেন বুট বিজয়ী) - কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্স ( ৮ টি গোল)
সেরা খেলোয়াড় (গোল্ডেন বল বিজয়ী) - লিওনেল মেসি ( আর্জেন্টিনা)
সেরা যুব খেলোয়াড় - এনসো ফার্নান্দেস ( আর্জেন্টিনা)
সেরা গোলরক্ষক ( গোল্ডেন গ্লাভস বিজয়ী) - এমিলিয়ানো মার্তিনেস ( আর্জেন্টিনা)
ফেয়ার প্লে পুরস্কার লাভ - ইংল্যান্ড
🥀🌷
🔰ঢাকা বিশ্ববিদ্যালয় A-Z 🔰
🎓 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার সকল তথ্য, নতুন মানবন্টন কেমন হবে, আবেদন করতে কত পয়েন্ট লাগবে, রেজাল্ট, কত মার্কস যোগ হবে ও কিভাবে প্রিপারেশন নিলে চান্স পাবা তার বিস্তারিতঃ-
🔰 আসনসংখ্যাঃ-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট আসনসংখ্যা ৬১৫৫ টি।
⛔ক ইউনিটে ( বিজ্ঞান বিভাগে) আছে 1851 সিট
⛔গ ইউনিটে আছে 930 সিট
⛔চ ইউনিটে আছে 130 সিট।
⛔আইবিএ তে আছে 120 সিট।
⛔খ ইউনিটে - মানবিক বিভাগের - আছে ১৭৮৮ সিট
⛔B ইউনিটে আবার আরো ১৩৩৬ টা সিট আছে বিভাগ পরিবর্তন এর। ৩ ভাগে ভাগ করে দেওয়া হয়।
⛔বিজ্ঞান বিভাগের স্টুডেন্টসদের জন্য ৯০৫ টা।
⛔মানবিক বিভাগের স্টুডেন্টসদের জন্য মাত্র ২৫ টা।
⛔ব্যবসা শিক্ষা বিভাগের স্টুডেন্টসদের জন্য ২৬৫ টা সিট।
★ কোটায় সিট ১৪১ টি৷
🤔 বিজ্ঞান বিভাগের স্টুডেন্টস যদি B ইউনিটে চান্স পায় তাহলে তারা কমার্সের ও আর্টসের সবগুলো সাবজেক্ট পাবে। ৯০৫ টা সিট। মানবিক বিভাগের স্টুডেন্টস যদি বিভাগ পরিবর্তন করে চান্স পায় তাহলে তারা কমার্সের সবগুলো সাবজেক্ট এবং সাইন্সের - পরিসংখ্যান সাবজেক্ট পাবে। ২৫ টা সিট।
🤔 ব্যবসা শিক্ষা বিভাগের স্টুডেন্টস যদি B ইউনিটে চান্স পায় তাহলে তারা আর্টসের সবগুলো সাবজেক্ট ও সাইন্সের - মনোবিজ্ঞান ও ভূগোল সাবজেক্ট পাবে। ২৬৫ টা তাদের সিট।
🎓 আবেদন যোগ্যতাঃ-
🟠 ক ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান অথবা কৃষিবিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৮.০০ (৪র্থ বিষয়সহ)। আলাদাভাবে SSC, HSC তে ৩.৫ করে।
🟠 গ ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.৫০ (৪র্থ বিষয়সহ)। আলাদাভাবে SSC, HSC তে ৩.০ করে।
🟠 খ ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান অথবা কৃষিবিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৮.০০ (৪র্থ বিষয়সহ)। আলাদাভাবে SSC, HSC তে ৩.৫ করে।
🎓 দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে মানবিক বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.৫০ (৪র্থ বিষয়সহ)। আলাদাভাবে SSC, HSC তে ৩.০ করে।
🎓 দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.৫০ (৪র্থ বিষয়/অপশনাল সহ)
আলাদাভাবে SSC, HSC তে ৩.০ করে।
🎓 চ ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে যেকোন বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৬.৫০ (৪র্থ বিষয়/অপশনাল সহ)। আলাদাভাবে SSC,HSC তে কমপক্ষে ৩.০০ করে থাকতে হবে ।
🎓 আবেদনের নিয়মাবলীঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট থেকে নির্দিষ্ট সময়ে ''লগইন'' বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
🔴 অনুষদ ও বিভাগ সমূহঃ
🔰 ক ইউনিটঃ-
বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আর্থ এন্ড এনভারমেন্টাল সায়েন্সস অনুষদ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ, ফার্মেসি অনুষদ, পরিসংখ্যান অনুষদ, পুষ্ট ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউট এর অধীনে নিম্মোক্ত বিভাগ সমূহ-
⛔ জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি
⛔ ফার্মেসী
⛔পরিসংখ্যান, ও তথ্য পরিসংখ্যান
⛔ফলিত গনিত
⛔ মৃত্তিকা পানি ও পরিবেশ
⛔উদ্ভিদ বিজ্ঞান
⛔ প্রাণি বিজ্ঞান
⛔প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান
⛔মনোবিজ্ঞান
⛔ অনুজীব বিজ্ঞান
⛔ মৎস্যবিজ্ঞান
⛔ পদার্থ
⛔ গনিত
⛔ ভূগোল ও পরিবেশ
⛔ভূতত্ত্
⛔দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা
⛔ ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং
⛔ ফলিত রসায়ন
⛔ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল
⛔ ফলিত পরিসংখ্যান
⛔পুষ্টি ও খাদ্যবিজ্ঞান
⛔ রসায়ন
⛔ লেদার ইঞ্জিনিয়ারিং
⛔ ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং
⛔লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং
⛔ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং
⛔ সমুদ্র বিজ্ঞান
⛔ মৃত্তিকা, পানি ও পরিবেশ
⛔ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
⛔ফুডওয়্যার ইঞ্জিনিয়ারি
⛔রোবটিক্স এন্ড ম্যাকট্রুনিক্স ইঞ্জিনিয়ারিং
🔰 খ ইউনিটঃ
কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, সমাজকল্যান ও গবেষণা ও ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (বি.এড), আধুনিক ভাষা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনেরাবিলিটি স্টাডিজ এর অধীনে-
⛔বাংলা
⛔ইংরেজী
⛔আরবি
⛔ ফারসি ভাষা ও সাহিত্য
⛔ উর্দু
⛔ সংস্কৃত
⛔পালি এন্ড বুদ্ধিষ্ট স্টাডিজ
⛔ ইতিহাস
⛔দর্শন
⛔ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
⛔ ইসলামি স্টাডিজ
⛔ তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা
⛔ ভাষাবিজ্ঞান
⛔ নাট্য কলা ও সংগীত
⛔ বিশ্ব ধর্মতত্ত্ব
⛔ অর্থনীতি
⛔ রাষ্ট্রবিজ্ঞান
⛔নৃবিজ্ঞান
⛔ গনযোগাযোগ ও সাংবাদিকত
⛔সমাজবিজ্ঞান
⛔ লোক-প্রশাসন
⛔ আন্তর্জাতিক সম্পর্ক
⛔ শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন
⛔ উইমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ
⛔ উন্নয়ন অধয়ন
⛔ আইন
⛔ ভূগোল ও পরিবেশ
⛔মনোবিজ্ঞান
⛔সমাজকল্যান
⛔শিক্ষা (বি.এড)
⛔ স্বাস্থ্য অর্থনীতি
⛔ডিজাস্টার ম্যানেজমেন্ট
⛔টেলিভিশন এন্ড চলচ্চিত্র
⛔ভাষাবিজ্ঞান
⛔প্রশাসন
⛔ ক্রিমিনোলজি
⛔যোগাযোগ বৈকল্
⛔English for Speakers of Other Languages (ESOL)
⛔ French as a Foreign Language (FFL)
🔰 গ ইউনিটঃ
বিজনেস স্টাডিজ (BBA) অনুষদের অধীনে-
⛔ ব্যাবস্থাপনা
⛔ একাউনটিং এন্ড ইনফরমেশন সিস্টেম
⛔মার্কেটিং
⛔ ফিন্যান্স
⛔ ব্যাংকিং এন্ড ইনসিওরেন্স
⛔ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম
⛔ ট্যুরিজ্ম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
⛔ ইন্টারন্যাশনাল বিজনে
⛔অর্গানাইজেশন স্ট্রেটেজি এন্ড লিডারশীপ
🔰 চ ইউনিটঃ
চারুকলা অনুষদের অধীনে-
⛔ অংকণ ও চিত্রায়ন
⛔গ্রাফিক্স ও ডিজাইন
⛔ প্রিন্ট মেকিং
⛔প্রাচ্যকলা
⛔মৃৎশিল্প
⛔ভাস্কর্য
⛔ কারুশিল্প
⛔ শিল্পকলার ইতিহাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের মানবন্টন :
ঢাবি ক ইউনিটের ভর্তি পরীক্ষার মানবণ্টন : -
ক ইউনিটঃ
🎓 ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে।
🎓 কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসেঃ-
MCQ অংশ
পদার্থ - ১৫
রসায়ন - ১৫
জীববিজ্ঞান - ১৫
গণিত -১৫
রিটেন ( লিখিত) অংশ
পদার্থ - ১০
রসায়ন - ১০
জীববিজ্ঞান - ১০
গণিত -১০
প্রতি বিষয় হতে ২-৫ মার্কের করে কয়েকটি প্রশ্ন থাকবে ।
অর্থাৎ রিটেন প্রশ্নগুলোর কোনোটার মার্কস হবে ২, কোনোটার ৩, আবার কোনোটার ৪/৫।
🎓 বাংলা/ইংরেজী- (ঐচ্ছিক)
[৪র্থ বিষয় (জীববিজ্ঞান/গণিত) এর পরিবর্তে "বাংলা/ইংরেজী" অংশ উত্তর করা যাবে। মোট ৪ টি অংশের উত্তর করতে হবে।]
প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা যাবে।
ক্যালকুলেটর ব্যবহার করা যাবেনা।
জিপিএ তে ২০ নাম্বার থাকছে।
মোট ১২০ নাম্বারে রেজাল্ট তৈরি করা হবে।
আবেদনের যোগ্যতা - ৮.০
পাশ মার্কঃ ৪০
(MCQ থেকে কমপক্ষে ২৪ এবং Written থেকে কমপক্ষে ১২ পেতে হবে)
ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট বিস্তারিত -
গ ইউনিটঃ ( বিজনেস স্টাডিজ অনুষদ)
আবেদনের যোগ্যতাঃSSC আর HSC থেকে ৩.০০ সহ যোগফল ৭.৫০ হতে হবে
মানবন্টনঃ
MCQ:বাংলা,ইংরেজী,হিসাববিজ্ঞান,ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে ১২ টি করে প্রশ্ন থাকবে সবগুলোর উত্তর করতে হবে এবং মার্কেটিং/ফিনান্স ও ব্যংকিং থেকে ১২ টি করে প্রশ্ন থাকবে।যেকোন একটির উত্তর করতে হবে।প্রতিটি প্রশ্নের মান ১, প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা যাবে।
গ ইউনিট-
MCQ
বাংলা-(১২*১)= ১২
ইংরেজী-(১২*১)= ১২
হিসাববিজ্ঞান-(১২*১)= ১২
ব্যাবসায় ব্যবস্থাপনা -(১২*১)= ১২
মার্কেটিং বা ফিন্যান্স-(১২*১)= ১২
মোট - ৬০
লিখিত-
অনুবাদ বাংলা টু ইংরেজী-৫
অনুবাদ ইংরেজী টু বাংলা-৫
ভুল সংশোধনী ( বাংলা) - ৫
ভুল সংশোধনী ( ইংরেজি ) - ৫
হিসাববিজ্ঞান = ৭
ব্যাবসায় ব্যবস্থাপনা = ৭
মার্কেটিং বা ফিন্যান্স = ৬
মোট - ৪০
জিপিএ - ২০
টোটাল - ১২০
পাশ মার্কঃ৪০.
(MCQ থেকে কমপক্ষে ২৪ এবং Written থেকে কমপক্ষে ১১ পেতে হবে)
ইংরেজী mcq থেকে কমপক্ষে ০৫ পেতে হবে..
সিট - ৯৩০
পরীক্ষার মোট সময় - ১ ঘন্টা ৩০ মিনিট।
খ ইউনিটঃ ( মানবিক বিভাগ ও বিভাগ পরিবর্তন ইউনিট)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের B ইউনিটের মানবন্টন , পাশ- ফেল ও বিস্তারিত তথ্য -
B ইউনিটঃ
মানবিকঃ SSC এবং HSC GPA এর যোগফল ৭.৫০ হতে হবে.
ব্যবসায় শিক্ষাঃ SSC এবং HSC থেকে ৩.০ সহ যোগফল ৭.৫০ হতে হবে
বিজ্ঞানঃ SSC এবং HSC GPA যোগফল ৮.০০ হতে হবে
মানবন্টনঃ
MCQ: ৬০ নাম্বার
বাংলা ও ইংরেজী থেকে ১৫ টি করে এবং ( সাধারন জ্ঞান+ ICT) থেকে ৩০ টি প্রশ্ন আসবে।প্রতিটি প্রশ্নের মান ১
MCQ
বাংলা- ১৫*১= ১৫
ইংরেজী-১৫*১= ১৫
সাধারণ জ্ঞান + ICT - ৩০*১=৩০
লিখিত-
বাংলা-১৫
ইংরেজী-১৫
সাধারণ জ্ঞান (বিশ্লেষনধর্মী)-১০
পাশ মার্কঃ৪০( Written থেকে ১২ পেতে হবে, MCQ থেকে কমপক্ষে ২৪)
MCQ আলাদা আলাদা পাশ মার্ক আছে
বাংলাঃ ৬
ইংরেজিঃ ৬
সাধারন জ্ঞানঃ ১২
রিটেনেও আলাদা পাশ মার্কস আছে -
বাংলা - ৫
ইংরেজি - ৫
জিপিএ - ২০
মোট ১২০ নাম্বারে রেজাল্ট হবে।
চ ইউনিট : ( চারুকলা অনুষদ)
শিক্ষাগত যোগ্যতাঃ
পরীক্ষার্থীকে অবশ্যই চতুর্থ বিষয় সহ এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে ৩.০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ৩.০ এবং দুটায় মিলিয়ে কমপক্ষে ৬.৫০ পেতে হবে।
ভর্তি পরীক্ষার বিষয় সমূহঃ
ভর্তি পরীক্ষা দুইটি ধাপে অনুষ্ঠিত হবে
১। সাধারণ জ্ঞান ৪০ নম্বর
২। অঙ্কন (ফিগার ড্র্যয়িং) ৬০ নম্বর
মানবন্টনঃ
ভর্তি পরীক্ষা - ১০০ মার্ক। এই ইউনিটে/ 'চ' ইউনিটে জিপিএ এর উপর ২০ মার্কস থাকবে। মোট ১২০। ভর্তি পরীক্ষা দুইটি অংশে অনুষ্ঠিত হবে।
প্রথম অংশ ভর্তি পরীক্ষায় ৪০ টি MCQ প্রশ্ন থাকবে। যার প্রতিটির মান ১ । অর্থাৎ ৪০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মোট সময় ৩০ মিনিট । প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা যায়।
প্রথমাংশের ফলাফলের ভিত্তিতে প্রথম ১৫০০ জনকে অঙ্কন পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়া হবে। এই পরীক্ষার নম্বর ৬০ অর্থাৎ অঙ্কন (ফিগার ড্র্যয়িং) ৬০ নম্বর। এবং সময় মাত্র ১ ঘন্টা
*মোট ১০০ মার্ক হতে ৪০ পেলেই কেবল মাত্র পরীক্ষার্থী পাশ করেছে বলে গন্য করা হবে।
★***********************************★
সকল ইউনিটের জন্য কমন কিছু তথ্য :
SSC 2017/18/19/20 সালে পাশকৃত এবং HSC 2022 সালে পাশকৃত শিক্ষার্থীরাই কেবল আবেদন করতে পারবে।
ঢাবিতে এপ্লাই এর জন্য সাব্জেক্ট ভিত্তিক কোন শর্ত নেই।
ঢাবিতে MCQ - ৬০ নাম্বার, রিটেন ৪০ নাম্বার। মোট ১০০ নাম্বারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
MCQ - ৬০ টি। ৬০ নাম্বার৷ প্রতি প্রশ্নের মান ১। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা যাবে৷ সময় - ৪৫ মিনিট।
রিটেন - ৪০ নাম্বার। সময় - ৪৫ মিনিট।
অর্থাৎ পরীক্ষার মোট সময় ১ ঘন্টা ৩০ মিনিট।
ঢাবির ভর্তি পরীক্ষায় ফুটবলের মত মোট সময় - ৯০ মিনিট! তবে পার্থক্য একটাই - ফুটবলে এক্সট্রা টাইম, ইন্জুরি টাইম, টাইব্রেকার আছে যা ঢাবির ভর্তি পরীক্ষায় নেই 🤭
তোমাকে যা খেলার ঐ ৯০ মিনিটেই খেলতে হবে 😎
মোট ১০০ নম্বরের পরীক্ষার সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে ২০ যোগ করে সর্বমোট ১২০ নম্বরের ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হবে। অর্থাৎ জিপিএতে থাকবে ২০ নাম্বার৷ এসএসসি রেজাল্ট কে গুণ করবে ২ দিয়ে। HSC রেজাল্ট কে গুণ করবে ২ দিয়ে।
কোন সিলেকশন হবেনা। যারা আবেদন করবে তারা সবাই পরীক্ষা দিতে পারবে।
ভর্তি পরীক্ষা হবে ৮ টি বিভাগীয় শহরগুলোতে। যেকোনো বিভাগ চয়েজ দেয়া যাবে। নিজের বিভাগ ই চয়েজ দিতে হবে এমনটা না।
ভর্তি পরীক্ষার আবেদন এর টাকা বিকাশেও পেমেন্ট করা যাবে।
কেউ কেউ জানতে চেয়েছো ঢাবির IBA এর ভর্তি পরীক্ষা কবে? আবেদন কবে? - সবার পরে। এটা স্বতন্ত্রভাবে সার্কুলার দিবে। ঢাবির সকল ইউনিটের পরীক্ষার শেষে হবে ঢাবির IBA এর পরীক্ষা। IBA এর ব্যাপারে ডিটেইলস জানতে চাও কারা কারা? কমেন্টে জানাও। আগ্রহী বেশি হলে ঢাবি IBA নিয়ে আলাদা পোস্ট করবো।
বিদ্র : ভর্তি পরীক্ষায় মোবাইল, ক্যালকুলেটর সহ সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ।
আর হ্যা, সকলের কাছে পোষ্টটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাও এবং তোমাদের বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও। যাতে তারাও তথ্যগুলি পেয়ে যায়। আর হ্যাঁ পোস্ট টি শেয়ার করে টাইমলাইনে রাখো। 🥰
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের A 2 Z দিলাম৷ পরবর্তীতে কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিস্তারিত চাও?
১) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়?
২) মেডিকেল?
৩) রাজশাহী বিশ্ববিদ্যালয়?
৪) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়?
৫) BUP?
৬) ২০ টি গুচ্ছ বিশ্ববিদ্যালয়?
৭) কৃষি গুচ্ছ?
৮) ঢাবি অধিভুক্ত ৭ কলেজ?
৯) ইন্জিনিয়ারিং গুচ্ছ?
১০) বুয়েট?
১১) BUTEX?
১২) DU IBA?
█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
** প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর ফল প্রকাশ; ৩৭ হাজার ৫৭৪ জন নির্বাচিত
!
আগামী বছরের MBBS ভর্তি পরীক্ষা মার্চের ১ম/২য় সপ্তাহে অনুষ্ঠিত হবে।
-----স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ। (মেডিভয়েস)

SSC-23

১৯৯৩ সালের সেপ্টেম্বরে ক্রোয়েশিয়ার ফিফা রাংকিং ছিল ১১৬ এবং বাংলাদেশের ফিফা র্যাংকিং ছিল ১১৯
বর্তমানে ক্রোয়েশিয়ার রাংকিং ১২
বর্তমানে বাংলাদেশের রাংকিং ১৮৬
সোনার দেশের সোনার ফুটবলটাকে আমরা অনেক দূরে নিয়ে যেতে পারতাম। কিন্তু এক শ্রেনীর মানুষ সোনার দেশের ফুটবলকে তলানীতে নিয়ে গেছে 💔
খুবই হতাশাজনক 🙆♂️

শুভ কামনা নিরন্তর
ইংলিশ স্পিকিং এর একটি ভালো উপায় এই বক্তব্যটি।
https://fb.watch/hhtHa7iWMn/

𝗠𝗢𝗦𝗧. 𝗠𝗢𝗡𝗔𝗟𝗜𝗦𝗔 𝗠𝗢𝗡𝗜
𝗦𝗵𝗮𝗵𝗲𝗲𝗱 𝗠 𝗠𝗼𝗻𝘀𝘂𝗿 𝗔𝗹𝗶 𝗠𝗲𝗱𝗶𝗰𝗮𝗹 𝗖𝗼𝗹𝗹𝗲𝗴𝗲, 𝗦𝗶𝗿𝗮𝗷𝗴𝗮𝗻𝗷
Ex. Carmicheal College, Rangpur.
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হবে কুড়িগ্রামের নালিয়ার দলায়, ক্যাম্পাসের আয়তন হবে ২৬০ একর। সুন্দর ও গোছানো একটি ক্যাম্পাস পেতে যাচ্ছে উত্তরবঙ্গ।

নটর ডেম

Plscr

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে
EIIN Number 1-274-97
Science: 4.50
Arts: 3.50
Commerce: 3.00
Tuition fee: Science -1375
Arts-1325
Commerce: 1350
Can apply here.
🔴 ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২২
🟥 ডিসেম্বরের শেষ সপ্তাহে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
🟥 পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, বিজ্ঞান ও গণিত এই ৪ বিষয়ে।
🟥 এক দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
🟥 ২ ঘণ্টায় শিক্ষার্থীদের ২০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে।
🟥 যেসব শিক্ষার্থী স্কুলের বার্ষিক মূল্যায়নে ভালো করেছে, সেখান থেকে শীর্ষ ১০ শতাংশ শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।
🟥 সব শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে না।
🟥 কেউ পরীক্ষা দিতে না চাইলেও তাকে বাধ্য করা হবে না।
🟥 ইউনিয়ন-ভিত্তিক এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
🟥 ১৩ বছর পর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা আবারও শুরু হচ্ছে।
🟥 ৫ম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হওয়ার পর বৃত্তি পরীক্ষা নেওয়া বন্ধ ছিলো।
✍️ আর্টিকেলঃ আনিসুর রহমান।
🔴 বাংলাদেশ শিক্ষাক্রম।
⛔ কপিরাইটঃ উক্ত আর্টিকেলটি শেয়ার করা যাবে কিন্তু আর্টিকেলটি অন্যের নামে প্রচার করলে কিংবা কোন পরিবর্তন করলে ডিজিটাল আইনের পরিপন্থি বলে গণ্য হবে।
আর মাত্র আধা ঘণ্টা বাকী!
আজকের Argentina vs Poland এর খেলার রেজাল্ট কী হবে? যার অনুমান মিলে যাবে, তিনি ৫০ টাকা Flexiload পাবেন।*

Get ready
***ব্রেকিং নিউজ***
একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন শুরু ৮ ডিসেম্বর থেকে, ক্লাস শুরু ১ ফেব্রুয়ারি!

Is it u??
SSC পরিক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন ও শুভ কামনা।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Telephone
Website
Address
5400
Rangpur, 5540
Greetings from Patgram Online School. We have taken this initiative to take the education system for
Rangpur
If you have a dream to do something big, make the goal bigger
Rangpur
Rangpur, 5402
This is Our Beautiful Rangpur City. Rangpur Division is one the Divisions in Bangladesh. It was form
1/2 World Road,; Gaibandha
Rangpur, DARIAPUR
It is a group for the rights of the students