বঙ্গবন্ধু দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়

বঙ্গবন্ধু  দ্বি-মূখী  উচ্চ বিদ্যালয়

Bangabandhu High School (Bengali: বঙ্গবন্ধু দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়) Late Shamsul Haque Chowdhury who was an MP of Awami League was the founder.

This great politician was born in this locality. The school situated in Bangla Sonahat under Bhurungamari upazilla and Kurigram district. This school provide quality education at an affordable cost. Most of the students come from either lower-middle-class family or very poor family.

Operating as usual

19/12/2024

একটি উজ্জ্বল এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যাই।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা!

#বিজয়দিবস
#১৬ইডিসেম্বর
#বাংলাদেশ #বিজয়

14/12/2024

আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের দেশপ্রেমিক বুদ্ধিজীবীদের ত্যাগকে স্মরণ করছি। তাঁদের আলোকিত চিন্তা ও আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।

#১৪ডিসেম্বর #শহীদবুদ্ধিজীবীদিবস

21/06/2024

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শীত, তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে সৃষ্ট শিখন ঘাটতি পূরণ এবং আগামী ৩ জুলাই তারিখ থেকে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি নির্ধারিত থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করে ২ জুলাই তারিখের পরিবর্তে ২৫ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আগামী ২৬ জুন থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম চলমান থাকবে।

এবং গত ২৫ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপন মূলে সাপ্তাহিক শনিবার শ্রেণি কার্যক্রম ও পাঠদান পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে এবং পূর্বের ন্যায় শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে। তবে আগামী ৩ জুলাই তারিখ থেকে অনুষ্ঠিতব্য ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচিতে শনিবার অন্তর্ভুক্ত থাকলে মূল্যায়নসহ অন্যান্য কার্যক্রম চলবে এবং ওইদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

https://bangabandhuschool.edu.bd/notice/summervacation2024/

03/05/2024

আগামীকাল শনিবার, ৪মে ২০২৪ তারিখ বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে এবং ষষ্ঠ শ্রেণির সকল শিক্ষার্থীর অভিভাবকদের আগামী ০৪/০৫/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ রোজ শনিবার দুপুর ০২:০০ ঘটিকার মধ্যে উপবৃত্তি প্রাপ্তির লক্ষ্যে আগ্রহী সকল শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রাদি বিদ্যালয়ে অফিস সহকারীর নিকট জমা দেওয়ার জন্য নির্দেশনাক্রমে অনুরোধ করা হল।

প্রধান শিক্ষক
বঙ্গবন্ধু দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়

03/05/2024

এতদ্দ্বারা বঙ্গবন্ধু দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ০৪ মে, ২০২৪ খ্রিঃ তারিখ রোজ শনিবার থেকে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চলবে। ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা বাইরে বের হবেন না। অতিরিক্ত গরম এড়াতে ছাতা/ টুপি, পানির বোতল সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হলো। সকল অভিভাবকের সহযোগিতা কামনা করছি।

19/04/2024

বঙ্গবন্ধু দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়ক, নৈশ প্রহরী ও আয়া এর শূন্য/সৃষ্ট পদে নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী ২০/০৪/২০২৪ ইং সকাল ১০.০০ ঘটিকা হতে বঙ্গবন্ধু দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

https://bangabandhuschool.edu.bd/notice/

06/03/2024

আজ ঐতিহাসিক ৭ই মার্চ।
১৯৭১ সালের আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ভাষণে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয়েছিল বাঙালি জাতি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।

#৭ইমার্চ
#বঙ্গবন্ধু
#বাংলাদেশ

02/02/2024

--------------নিয়োগ বিজ্ঞপ্তি--------------
গত ৩০/০১/২০২৪ইং তারিখে দৈনিক কুড়িগ্রাম ও ভোরের দর্পণ পত্রিকায় বঙ্গবন্ধু দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের পাঁচটি (০৫) শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সরকারি বিধি মোতাবেক বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ইং অনুযায়ী শূন্য/সৃষ্ট পদে (১) সহকারী প্রধান শিক্ষক, (২) কম্পিউটার ল্যাব অপারেটর, (৩) অফিস সহায়ক, (৪) নৈশ প্রহরী ও (৫) আয়া পদে ০১ (এক) জন করে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট আকারের দুই কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র, সোনালী ব্যাংক লিঃ ভূরুঙ্গামারী শাখার অনুকূলে সহকারী প্রধান শিক্ষক পদে ১,৫০০/= (এক হাজার পাঁচশত) ও কম্পিউটার ল্যাব অপারেটর পদে ১,০০০/= (এক হাজার) এবং অন্যান্য পদে ৫০০/= (পাঁচশত) টাকার (অফেরৎযোগ্য) ব্যাংক ড্রাফট/ পে-অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।

visit us: https://bangabandhuschool.edu.bd/

31/01/2024

স্নেহের শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও প্রিয় সহকর্মী শিক্ষকবৃন্দ, সবাই জেনে আনন্দিত হবেন যে, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট চালু হয়েছে। তথ্য-প্রযুক্তির এই যুগের সাথে তাল মিলিয়ে আমরা যুক্ত হতে পেরেছি নতুন একটি শাখায়। ঘুরে আসুন আমাদের ওয়েবসাইট থেকে এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ।

https://bangabandhuschool.edu.bd/

29/01/2024

বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, স্মারক নং-জেশিঅ/কুড়ি/২০২৪/৪৭ এর প্রেক্ষিতে গত ১৮/০১/২০২৪ইং তারিখে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। অতঃপর তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসার কারণে বিদ্যালয়ে আজ ২৯/০১/২০২৪ইং হতে নিয়মিত ক্লাস পরিচালিত হবে। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে উপস্থিত থাকার আহ্বান করা হলো।

প্রধান শিক্ষক
বঙ্গবন্ধু দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়

24/01/2024

২৪ জানুয়ারি, ২০২৪ ইং তারিখে বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা এবং প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সভাপতি মোঃ মায়নুল ইসলাম লিটন এবং কমিটির গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ।

18/01/2024

স্মারক নং-জেশিঅ/কুড়ি/২০২৪/৪৭ এর প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, অদ্য ১৮/০১/২০২৪ খ্রি. কুড়িগ্রাম জেলার তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। এ সময় শিক্ষার্থীদের বাড়ীতে বসে শিক্ষাক্রম চালিয়ে যেতে অনুরোধ করা হলো। সেই সাথে শিক্ষার্থীদের অযথা বাইরে ঘোরাফেরা না করে শীতের প্রকোপ থেকে সুরক্ষার জন্যও বিশেষভাবে অনুরোধ করা হলো।

17/01/2024

উপজেলা পর্যায়ে ৫২তম শীতকালীন খেলাধূলা ২০২৪ প্রতিযোগিতার ক্রিকেট খেলায় বঙ্গবন্ধু দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়কে জানাই শুভকামনা!




01/01/2024

নতুন বছরে নতুন বই হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা । আজ সোমবার সকাল ১১টায় বঙ্গবন্ধু দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্কুলের শিক্ষার্থীদের বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব উদ্বোধন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি জনাব মাইনুল ইসলাম লিটন।

31/12/2023

Happy New Year-2024

Let's Raise a Cheer,
For the Start of a New Year.
We will learn and grow,
And Let our Knowledge Flow!

29/12/2023

বঙ্গবন্ধু দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়-এর সকল ছাত্রছাত্রীকে ১লা জানুয়ারি, ২০২৪ ইং তারিখে, সকাল ১০ টার মধ্যে বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলড্রেস পরিধান করে পাঠ্যপুস্তক উৎসবে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা হলো।

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Bangla Sonahat, Bhurungamari, Kurigram
Rangpur
5670

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00