Din Islam

Din Islam

Share

এটি একটি ইসলামি পেজ জার মাধ্যমে সঠিক ই

16/06/2022
03/03/2022

নিখোঁজ সংবাদ*!
মানবতার সেবায় শেয়ার করুন?
ছবির ব্যক্তিটির নাম মো. রেজাউল করীম.
পিতা : মো. সিরাজুল ইসলাম, মাতা : রেজিনা বেগম) গত কয়েক মাস যাবৎ নিখোঁজ রয়েছেন।
তার স্থায়ী ঠিকানা : গ্রাম- পশ্চিম বোড়াগাড়ি (চান্দিনাপাড়া), ইউনিয়ন- বোড়াগাড়ি, উপজেলা- ডোমার, জেলা- নীলফামারী।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বা তার কোন বন্ধু বান্ধপ মো. রেজাউল করীমের খোঁজ পেয়ে থাকেন অবশ্যই জানাবেন। যোগাযোগ : +8801796905551 +01750727228
01723-321623.

13/02/2022

কাতারে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলানো।

وَقَالَ النُّعْمَانُ بْنُ بَشِيرٍ رَأَيْتُ الرَّجُلَ مِنَّا يُلْزِقُ كَعْبَهُ بِكَعْبِ صَاحِبِهِ.

নু‘মান ইবনু বশীর (রহ.) বলেন, আমাদের কাউকে দেখেছি পার্শ্ববর্তী ব্যক্তির টাখ্নুর সাথে টাখ্নু মিলাতে।

৭২৫. আনাস (রাযি.) হতে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তোমাদের কাতার সোজা করে নাও। কেননা, আমি আমার পিছন হতেও তোমাদের দেখতে পাই। আনাস (রাযি.) বলেন আমাদের প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম। (৭১৮) (আধুনিক প্রকাশনীঃ ৬৮১, ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৮৯)

হাদিসের মানঃ সহিহ (Sahih)

সহীহ বুখারী (তাওহীদ), আযান অধ্যায়,
হাদিস নম্বর ৭২৫

গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ১০/ আযান (كتاب الأذان)
হাদিস নম্বরঃ ৭১৭


১০/৭১. ইক্বামাতের সময় এবং এর পরে কাতার সোজা করা।

৭১৭. নু‘মান ইবনু বশীর (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা অবশ্যই কাতার সোজা করে নিবে, তা না হলে আল্লাহ্ তা‘আলা তোমাদের মাঝে মতভেদ সৃষ্টি করে দিবেন। (মুসলিম ৪/২৮, হাঃ ৪৩৬, আহমাদ ১৮৪১৭) (আধুনিক প্রকাশনীঃ ৬৭৪, ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৮২)

হাদিসের মানঃ সহিহ (Sahih)

গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ১০/ আযান (كتاب الأذان)
হাদিস নম্বরঃ ৭১৮


১০/৭১. ইক্বামাতের সময় এবং এর পরে কাতার সোজা করা।

৭১৮. আনাস (রাযি.) হতে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা কাতার সোজা করে নিবে। কেননা, আমি আমার পিছনে তোমাদেরকে দেখতে পাই। (৭১৯, ৭২৫; মুসলিম ৪/২৮, হাঃ ৪৩৪ ১২৩৫৩) (আধুনিক প্রকাশনীঃ ৬৭৫, ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৮৩)

হাদিসের মানঃ সহিহ (Sahih)

গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ১০/ আযান (كتاب الأذان)
হাদিস নম্বরঃ ৭১৯


১০/৭২. কাতার সোজা করার সময় মুক্তাদীগণের প্রতি ইমামের ফিরে দেখা।

৭১৯. আনাস ইবনু মালিক (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, সালাতের ইক্বামাত(ইকামত/একামত) হচ্ছে, এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করে তাকালেন এবং বললেনঃ তোমাদের কাতারগুলো সোজা করে নাও আর মিলে দাঁড়াও। কেননা, আমি আমার পিছনে তোমাদেরকে দেখতে পাই। (৭১৮) (আধুনিক প্রকাশনীঃ ৬৭৬, ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৮৪)

হাদিসের মানঃ সহিহ (Sahih)
গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)
অধ্য

Photos from Beauty of Bangladesh's post 18/11/2021
18/11/2021

যে দুবাই থেকে টাইগাররা ৫ টি ম্যাচ হেরে বাংলাদেশে এসেছে,সে দুবাই থেকে হাফেজ তরিকুল ইসলাম একাই বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১০৩ টি দেশকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ।

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Nilphamari
আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কন্ঠে শুনুন এক অসাধারণ ওয়াজ
#ফজরের সালাতের গুরুত্য ও ফজিলত শায়েখ মাসুদ
রমজানের এক অসাধারণ সংগীত ইনশাল্লাহ ভালোই লাগবে অনেক ফায়দা হবে
রোজাথেকে হস্তমিথুন করা জায়েজ আছে কি না?পবিত্র কুরআন ও হাদিসের আলোকে দেখুন মাসুদ বিন আব্দুল্লাহ
যারা করোনায় আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত মহান আল্লাহ তাদের জন্য যে পুরুষ্কার রাখেছেন
কুরআন অনুযায়ী পারিবারিক ও রাষ্ট্রীয় জীবন গঠন আলোচক আব্দুল হান্নান
কে বড় বেভিছারানি শুনুন আ.রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ
অসাধারণ পদ্ধতিতে হাদিস তিলাওয়াত
#শায়ীখ আমানুল্লাহ মাদানি
তুমি এখনো নামাজ পরোনা এখনো আল্লাহর ভয় তোমার মাঝে ঢুকেনা

Location

Telephone

Website

Address

Rangpur
5350