Study Room

no

Operating as usual

25/07/2022

আপডেট তথ্য
১। ভারতের নতুন রাষ্ট্রপতি (১৫তম ) নির্বাচিত হলেন
আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের দ্রৌপদী মুরমু
২।বিশ্বের শক্তিশালী পাসপোর্ট এর তালিকার শীর্ষে - জাপান।✰ বাংলাদেশ - ১০৪তম।
৩। "World Peace Index - 2021"
First - Iceland
Last - Afghanistan
Bangladesh - 91st
৪।
শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
৫।১৯তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে চীনের হাংজু শহরে
(২৩সেপ্টেম্বর - ৮অক্টোবর,২০২৩)
৬। বর্তমানে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭.৫৬%।
সূত্র : বিবিএস
৭।জিডিপি ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ (৩৯৭ বিলিয়ন)।
দক্ষিণ এশিয়ায় ১ম - ভারত; ২য় - বাংলাদেশ।
বিশ্ব অর্থনীতিতে...
১ম - যুক্তরাষ্ট্র (২৫.৩ ট্রিলিয়ন)
২য় - চীন (১৯.৯ ট্রিলিয়ন)
৩য় - জাপান (৪.৯ ট্রিলিয়ন)
৪র্থ - জার্মানি (৪.৩ ট্রিলিয়ন)
৫ম - যুক্তরাজ্য (৩.৪ ট্রিলিয়ন)
সূত্রঃ কানাডাভিত্তিক সংবাদ প্রতিষ্ঠান ভিজুয়াল ক্যাপিটালিস্ট আইএমএফের তথ্যের আলোকে করা জরিপ।
৮। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে
দ্রুততম মানবী হলো - ‘শেলি অ্যান ফ্রেজার’ (জ্যামাইকা)।
দ্রুততম মানব হয়েছেন যুক্তরাষ্ট্রের - ফ্রেড কার্লি।
৯।বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’ পাচ্ছে - পররাষ্ট্র মন্ত্রণালয়।
১০। ‘চাল’ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ অবস্থান তৃতীয়।
✰ শীর্ষ দেশ - চীন।
১১।বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর হিসেবে জনাব আব্দুর র‌উফ তালুকদার এর যোগদান।

29/04/2022

🌹প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ [[[পড়া শেষে ডান লিখুন]]]

★ প্রাথমিক শিক্ষা আইন জারি – ১৯৭৪ সালে।
★প্রাথমিক শিক্ষা জাতীয় করণ – ১৯৭৩ সালে।
★সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রবর্তিত - ১৯৮০ সালে।
★বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ - ১৯৯০ সালে।
★বাধ্যতামূল প্রাথমিক শিক্ষা চালু - ১ জানু. ১৯৯২ সালে।
★দেশব্যাপী বাধ্যতামূলক - ১ জানু. ১৯৯৩ সালে।
★বিনামূল্যে পাঠ্যপুস্তক দেয়ার নির্দেশ - ২০০৯ সালে।
★বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ - ২০১০ সালে।
★সকল শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা হয় -২০১১ সালে।
* জতীয় বই দিবস - ১ জানুয়ারি

12/01/2022

11 January, 2022

27/11/2021
Photos from Study Room's post 30/10/2021

43th bcs question and solution

05/10/2021

নারীর আত্মত্যাগ কোথায় লেখা নেই?

ক। স্মৃতিস্তম্ভে
খ। ইতিহাসে❤️
গ। অভিযানে
ঘ। আবিষ্কারে

04/10/2021

প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে ঘেরা সর্বাপেক্ষা ঘন বস্তুকে কি বলে?

ক। সাইটোপ্লাজম
খ। নিউক্লিয়াস🌹
গ। সেন্ট্রিওল
ঘ। রাইবোজোম

04/10/2021

কোন কোষে সক্রিয় সেন্ট্রিওল থাকে?

ক। উদ্ভিদ
খ। প্রাণি🌹
গ। ব্যাক্টেরিয়া
ঘ। ভাইরাস

04/10/2021

কোন দিন সূর্য মকরক্রান্তিতে লম্বভাবে কিরণ দেয়?

ক। ২১ সেপ্টেম্বর
খ। ২২ ডিসেম্বর🌹
গ। ২১ মার্চ
ঘ। ২১ জুন

04/10/2021

পৃথিবীর নিজ কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করাকে কি বলে?

ক। আহ্নিক গতি
খ। বার্ষিক গতি🌹
গ। আবর্তন গতি
ঘ। রৈখিক গতি

04/10/2021

পৃথিবী কোন রেখার উপর আবর্তন করে?

ক। অক্ষরেখা
খ। নিরক্ষরেখা
গ। মূল মধ্যরেখা
ঘ। মকরক্রান্তি রেখা

04/10/2021

"দ্যা গ্যালিপোলি হিস্টোরিক আন্ডারওয়াটার পার্ক" নামের যাদুঘরটি কোথায় অবস্থিত?

=>> তুরস্কে। এতে ১৯১৫ সালের প্রথম বিশ্বযুদ্ধের ১৪ টি জাহাজের ধ্বংসাবশেষ স্থান পেয়েছে।

এটি সম্প্রতি উদ্বোধন করা হয়।

29/09/2021

মুক্তিযুদ্ধের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর-79
1. বাংলাদেশের পতাকা প্রথম কত তারিখে উত্তোলন করা হয ?
উত্তর: ০২ ই মার্চ, ১৯৭১।
2. বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?
উত্তর: আ স ম আব্দুর রব।
3. কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
উত্তর: ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।
4. স্বাধীনতার ইশতেহার কে প্রথম পাঠ করেন?
উত্তর: শাজাহান সিরাজ
5. মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংগঠিত হয়?
উত্তর: ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
6. মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
উত্তর: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
7. সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?
উত্তর: ১০ এপ্রিল, ১৯৭১।
8. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?
উত্তর: ১০ এপ্রিল, ১৯৭১।
9. বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল?
উত্তর: ১৭ এপ্রিল, ১৯৭১।
10. বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর: ৬ জন।
11. মুক্তিযুদ্ধে কত লোক শহীদ হয়?
উত্তর: ৩০ লক্ষ
12. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
উত্তর: ৭.৫ কোটি
13. মুক্তিযুদ্ধের সময় ধর্ষিত নারীর (মা-বোনের ) সংখ্যা কত?
উত্তর: ৩ লক্ষ নারী (মা-বোন্ )
14. পাকিস্তানি সৈন্য সংখা কত ছিল?
উত্তর: তিরানব্বই হাজার
15. মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নিয়েছিল কত লোক?
উত্তর: ১ কোটি (শরণার্থী)
16. ১৫ অগাস্ট কতজন নিহত হয় ?
উত্তর: ১৬ জন
17. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সর্বদলীয় উপদেষ্টা কমিটি এর মেম্বার সংখ্য কত?
উত্তর: ৩ জন
18. বাংলাদেশের অস্থায়ী সরকারের বা মুজিবনগর সরকারের মন্ত্রনালয় ছিল –
উত্তর: ১২ জন।
19. বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
উত্তর: মেহেরপুর জেলার মুজিবনগরে।
20. মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
উত্তর: বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
21. কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
উত্তর: তাজউদ্দিন আহম্মেদ।
22. মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন?
উত্তর: অধ্যাপক ইউসুফ আলী।
23. মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?
উত্তর: মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)
24. জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
উত্তর: ১৮ এপ্রিল, ১৯৭১।
25. প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
উত্তর: এম হোসেন আলী।
26. কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?
উত্তর: বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
27. প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?
উত্তর: বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
28. বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্য বরণ কে করেন?
উত্তর: মোস্তফা কামাল (৮ এপ্রিল, ১৯৭১)।
29. বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্য বরণ কে করেন?
উত্তর: মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর, ১৯৭১)।
30. সমপ্রতি কোন বীর শ্রেষ্ঠের কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে?
উত্তর: বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।

Photos from Study Room's post 19/09/2021

সম অর্থের বাগধারা

05/09/2021

💕 লিখিত পরিক্ষা 💕
মডেল টেস্ট নং ১৯৮
পরিক্ষকঃ হারুন অর রশিদ
মানঃ ২০ সময়ঃ ২৫ মিনিট

বিঃদ্রঃ ভুল উত্তরের জন্য কোনো কাট মার্ক নেই।

প্রশ্নঃ

1. NUMBER

A. What is the plural form of tge word ' Madam '?

ANS. Mesdames /Ladies

B. What is the plural form of ' Mr. '?

ANS. Messrs

C. The plural form of 'Apex' is-

ANS. Apexes/ Apices

D. The plural form of 'Dogma' is -

ANS. dogmata

E. The plural form of ' radius' is-

ANS. radiuses/ radii

F. The plural form of ' Genus' is-

ANS. Genera

G. The plural form of synopsis is-

ANS. synopses

H. Criterion এর বাংলা কি?

ANS. মানদণ্ড

I. Only one (agenda) was discussed.

ANS. agendum

J. The plural form of ' symposium' is-

ANS. symposia

K. Agendum শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ANS. Latin

L. ' Synopsis ' is a-

ANS. plural number

2. RANDOM QUESTION

A. ১ কেবি =?

ANS. ১০২৪ বাইট

B. হিমোগ্লোবিন কি জাতীয় পদার্থ?

ANS. আমিষ

C. বাড়িবাড়ি কোন ধরনের শব্দ?

ANS. দ্বিরুক্ত শব্দ

D. এজেন্ট কোন ভাষার শব্দ?

ANS. ইংরেজি

E. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?

ANS. মেরু অঞ্চলে

F. পেরেশান কোন ভাষার শব্দ?

ANS. ফারসি

G. মার্ক জুকারাবার্গ কোথায় জন্মগ্রহণ করেন?

ANS. আমেরিকা

H. বনফুল কার ছদ্মনাম?

ANS. বালাইচাঁদ মুখোপাধ্যায়

Rules: >>সীন করে পরিক্ষা না দিলে রিমুভ।

05/09/2021

💕 লিখিত পরিক্ষা 💕
মডেল টেস্ট নং ১৯৭
পরিক্ষকঃ হারুন অর রশিদ
মানঃ ২০ সময়ঃ ২৫ মিনিট

বিঃদ্রঃ ভুল উত্তরের জন্য কোনো কাট মার্ক নেই।

প্রশ্নঃ

1. GENDER

A. Judge কোন Gender?

ANS. Masculine Gender

B. Death কোন Noun?

ANS. Masculine noun

C. What is the feminine of ' John ' --

ANS. Jane

D. The feminine from of ' Prosecutor ' is -

ANS. Presecutrix

E. A female ' administrator ' is called--

ANS. an administratrix

F. Calf is a-

ANS. common gender

G. Orphan is a?

ANS. Common gender

H. What is the feminine gender of ' Jew '?

ANS. Jewess

I. ' Spouse ' is a?

ANS. Common gender

J. What is the feminine gender of ' Bull'?

ANS. Cow

K. What does ' Spouse ' mean?

ANS. Husband or Wife

L. What is the feminine gender of ' Duke '?

ANS. Duchess

2. RANDOM QUESTION

A. জাহানাবাদের বর্তমান নাম কি?

ANS. খুলনা

B. হরিপুরে তেলক্ষেত্র আবিষ্কৃত হয় কত সালে?

ANS. ১৯৮৬

C. প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে কোথায়?

ANS. ব্রিটেনে

D. সার্ক ফোয়ারার স্থপতি কে?

ANS. নিতূন কুণ্ডু

E. বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে?

ANS. মাহমুদা হক চৌধুরী

F. কিউবা কোন মহাসাগরে অবস্থিত?

ANS. আটলান্টিক মহাসাগরে

G. বাংলাদেশের নারী মোটরসাইকেল রাইড শেয়ারিং সার্ভিসের নাম কি?

ANS. পিংক স্যাম

H. সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়েছে?

ANS. ২২ নং অনুচ্ছেদ

Rules: >>সীন করে পরিক্ষা না দিলে রিমুভ।

29/08/2021

বাংলাদেশের জি আই পন্য ৯ টি যথাঃ

পন্য স্বীকৃত তাং
১। জামদানি >>>> ২০১৬
২। ইলিশ >>>>>> ২০১৭
৩। খিরশাপাতি আম> ২০১৯
৪। ঢাকাই মসলিন >> ২০২০
৫। রাজশাহী সিল্ক >> ২০২১
৬। রংপুরের শতরঞ্জি> ২০২১
৭। কালোজিরা >>>> ২০২১
৮। কাটারীভোগ >>> ২০২১
৯। বিজয়পুরের সাদামাটি
>> ২০২১

নোটঃ হারুন অর রশিদ

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Nageshwari
Rangpur
Other Education in Rangpur (show all)
Cadet college admission Cadet college admission
Rangpur

The more you read the more you learn.

Zenith Admission Care Zenith Admission Care
Radhabollov
Rangpur

About English Language

Payel Sona Payel Sona
Rangpur, 5600

video creator

Mhs shohag Mhs shohag
Rangpur

Funny

H Sarkar Himu H Sarkar Himu
Lalmonirhath
Rangpur

H Sarkar Himu

Rangpur City MATS & IHT Admission Centre Rangpur City MATS & IHT Admission Centre
Rangpur

নার্সিং, প্যারামেডিকেল, ম্যাটস্ ,আইএইচটি বিভাগসমূহের যে-কোনো ভর্তি সংক্রান্ত তথ্য 01717-202248

Math & IQ Math & IQ
Rangpur

I share Math & IQ Videos

Bangdob High School Bangdob High School
Rangpur

Here I will upload the classes.

Patgram online school Patgram online school
Rangpur, 5540

Greetings from Patgram Online School. We have taken this initiative to take the education system for

Bcs,Bank job And Other Govt job Preparation Bcs,Bank job And Other Govt job Preparation
Rangpur

If you have a dream to do something big, make the goal bigger

Rangpur City BD - রংপুর শহর Rangpur City BD - রংপুর শহর
Rangpur, 5402

This is Our Beautiful Rangpur City. Rangpur Division is one the Divisions in Bangladesh. It was form

Teaching mathe Teaching mathe
Kanthal Bari Road
Rangpur, 5620

B s c & M s c (Mathematics) kurigram at a teacher Hariram jameia dhakhil madrasa