Hand note - hsc

Hand note - hsc

Share

ALL activities
HSC + admission

Photos from Hand note - hsc's post 18/01/2025

Physics 1st Paper MCQ formula For HSC

⚫ পদার্থবিজ্ঞান ১ম পত্র ( hand note )

Hand note - hsc

18/01/2025
18/01/2025

❤️

বই পাঠকের হাতে পৌছুতে শুরু করেছে। এটা অস্ট্রেলিয়াতে।

18/01/2025

৪ হাজার বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা দিলো গ্রিস

কর্মী সংকট মোকাবিলায় চলতি বছর বাংলাদেশ থেকে ৪ হাজার কর্মী নেবে ইউরোপের দেশ গ্রিস। দু’দেশের মধ্যে পূর্বের চুক্তি অনুযায়ী এ সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা। চলতি বছর কৃষি, নির্মাণ ও পর্যটন খাতসহ বিভিন্ন সেক্টরে এ বছর ৮৯ হাজার ২৯০ জন বিদেশি শ্রমিক নেবে দেশটি।

সম্প্রতি তৃতীয় দেশ থেকে অভিবাসী কর্মী আনার জন্য একটি গেজেট পাস করেছে গ্রিক মন্ত্রিসভা।

প্রকাশিত গেজেটে বলা হয়েছে, ৪৫ হাজার ৬৭০ জন সিজনাল ভিসায়, ২ হাজার জন উচ্চ দক্ষ কর্মসংস্থানের জন্য এবং ৪১ হাজার ৬৭০ জন স্পন্সর ভিসার আওতায় কর্মসংস্থানের সুযোগ পাবেন।

ওই গেজেট থেকে জানা গেছে, বর্তমানে দেশটির বিভিন্ন সেক্টরে প্রায় তিন লাখ কর্মীর ঘাটতি রয়েছে। সবচেয়ে বেশি শ্রমিক সংকটের মুখে কৃষি সেক্টর। দীর্ঘদিন ধরে শ্রমিক সংকটের মুখোমুখি কৃষি খাতের মালিকরা। নতুন গেজেট অনুসারে, আনা কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য অংশ অদক্ষ কৃষি শ্রমিক, নির্মাণকর্মী ও কারখানার শ্রমিক হবেন। এছাড়া ডিশওয়াশার, ওয়েটার, পরিচ্ছন্নতাকর্মী, শেফ, স্পা থেরাপিস্ট, নির্মাণকর্মী ও ভারী যন্ত্রপাতি চালকের মতো পদে প্রচুর কর্মীর চাহিদা দেখা দিয়েছে গ্রিসে।

গ্রিসের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাংলাদেশ এবং মিশর থেকে আসবেন প্রায় ৯ হাজার কর্মী। ২০২২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায়, ৪ হাজার বাংলাদেশি কর্মী কৃষি, বন, মৎস্য ও পর্যটন খাতে নিয়োগ পাবেন। তবে বাংলাদেশে গ্রিসের দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়া নিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভিসাপ্রত্যাশীদের

18/01/2025

🤝

17/01/2025

চট্টগ্রাম বন্দরে নিয়োগ, কর্মী নেবে ৭৯

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রাজস্ব খাতে ১০ ধরনের পদে ৭৯ কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে কোটা পদ্ধতি অনুযায়ী কর্মী বাছাই ও নিয়োগ করা হবে।

নিয়োগ পরীক্ষা: প্রার্থী নির্বাচনে রচনামূলক লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হতে পারে।

তবে বেশ কিছু পদে এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। নিয়োগ পরীক্ষার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত পরীক্ষা পদ্ধতি ও বন্দর কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার বিধিমালা অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা হবে।

পরীক্ষার প্রস্তুতি: ৯ম থেকে ১৬তম গ্রেডের পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদ ও শিক্ষাগত যোগ্যতা অনুসারে প্রশ্নপত্র ও প্রশ্নের ধরনেও ভিন্নতা থাকবে।

ওপরের পদগুলোতে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর চাওয়া হয়েছে। এসব পদের পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে ১ম বা ২য় শ্রেণির সরকারি চাকরির পরীক্ষার মতোই। অর্থাৎ প্রস্তুতি নিতে হবে এসএসসি থেকে স্নাতক পর্যায়ের বই থেকে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চাওয়া পদের ক্ষেত্রে ৯ম থেকে দ্বাদশ শ্রেণি ও নির্ধারিত ডিপ্লোমার পাঠ্যবই থেকে প্রস্তুতি নিতে হবে।

এইচএসসি যোগ্যতার পদের বেলায় ৯ম-১০ম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত পাঠ্যবই অনুসারে প্রস্তুতি নিতে হবে। ড্রাইভার পদের প্রস্তুতি নিতে হবে ৫ম থেকে ৮ম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বই থেকে। সবগুলো পদের ক্ষেত্রেই সাধারণ জ্ঞান ও পদসংশ্লিষ্ট বিষয় সম্পর্কে জানাশোনা থাকতে হবে। বিগত পরীক্ষার প্রশ্নপত্র দেখলে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

পদ, যোগ্যতা ও বয়সসীমা: প্রকিউরমেন্ট অফিসার/স্টোর অফিসার ২ জন।

১ম শ্রেণির স্নাতকোত্তর/২য় শ্রেণির স্নাতকসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর। হাইড্রোগ্রাফার ১ জন। সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণির স্নাতকোত্তর/২য় শ্রেণির স্নাতকসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর। উপসহকারী প্রকৌশলী ১০ জন। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। নৌযান পরিদর্শক ১ জন। সংশ্লিষ্ট ডিপ্লোমা বা সমমান যোগ্যতা। ভিটিএসএস অপারেটর ১ জন। সংশ্লিষ্ট কাজের দক্ষতাসহ বিজ্ঞানে এইচএসসি পাস। আর ড্রাইভার ১ জন। অষ্টম পাস। সহকারী স্যানিটারি পরিদর্শক ১ জন। এইচএসসি পাস। টিকাদানকারী ১ জন। এইচএসসি পাস। জুনিয়র স্টোরম্যান ৪ জন। এইচএসসি পাস। নিম্নমান বহিঃসহকারী ৫৭ জন। ২য় বিভাগে এইচএসসি পাস।

নিয়োগ বিজ্ঞপ্তি: www.cpa.gov.bd

আবেদনের শেষ সময়: তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৫।

আবেদন লিংক: cpadigital.gov.bd/jobs

Photos from Hand note - hsc's post 16/01/2025
16/01/2025

বাংলাদেশে অঞ্চল পরিচিতি মনে রাখার ছন্দ

16/01/2025

আলহামদুলিল্লাহ, গাজা যুদ্ধের সমাপ্তি! 🤍👇

15/01/2025

আন্তর্জাতিক অপরাধ নেতা নিহুর গ্রেফতারি পরোনা জারি করেছিল এখন আর কোনো আলোচনা শুনি না অবৈধ দখালদার ইহুদি সন্ত্রাসী গোষ্ঠী নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করল বিশ্ব মানবতা শুধু চুপ করে দেখলো

Photos from Hand note - hsc's post 14/01/2025

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের গনবিজ্ঞপ্তি প্রকাশিত

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

🤝
@hsc
একটি জেলায় কার পাওয়ার কেমন...
We are really proud of Bangladesh🇧🇩🇧🇩🇧🇩 Army..❤United Nations Human Rights Bangladesh Army
C71
Bangladesh Army Pakistan Army China’s Got Talent قيادة طيران الجيش  Iraqi Army Avaiatoin Command Turkey Army
আয়নাঘরে সাবেক রাষ্ট্রদূত যেভাবে জানতে পেরেছিলেন এর পেছনে কারা.....
সাবেক বিচারপতি মানিক আটক!আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সীমান্ত থেকে আটক করেছে বিজিবি।
সাবেক বিচারপতি মানিক আটক!আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সীমান্ত থেকে আটক করেছে বিজিবি।

Location

Website

Address

Rangpur