S.S.C exam Routine 💥💥Good Luck
Prepare Yourselves 🤲
Saroyatoli High School
Nearby schools & colleges
Ice Factory Road, Chittagong
চট্টগ্রাম, Chittagong
https://www. google. com. bd/maps/place/Haji+Abdul+Ali+City+Corporation+High+Sch, Chittagong
Pahartali, Chittagong
North Kattali, Chittagong
Lohagara. Ctg, Chittagong
Raozan, Chittagong
Khan Bahadur Bari, Bailchari
Zakir Hossain Road, Chittagong
Jakir Hossain Road, Chittagong
House, Chittagong
Chittagong, Chittagong
Shaheed Saifuddin Khaled Road, Chittagong
Bon Gobeshonagar A/S, Chittagong
Panchlaish R/A, Chittagong
Comments
#বন্ধু
Welcome to Saroyatoli High School's page.
Operating as usual
Elon Musk Become The Richest Man in The World.!!
শিল্পে থাকবে নিজের স্বাক্ষর

"আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পাই ২০১১-২০১২ সেশনে। যদিও ব্যাপারটা এমন না যে আমি ফিজিক্সই পড়তে চেয়েছিলাম, আমার মেধাক্রম অনুযায়ী আমি এই বিভাগে ভর্তির সুযোগ পাই।
আমি সবসময় শুনেছি ইউনিভার্সিটিতে নাকি বিশেষ একটা পড়াশোনা করা লাগেনা, পরীক্ষার আগের রাতে পড়লেই নাকি খুব ভালো রেজাল্ট করা যায়। এইটা যে কত বড় ভুল কথা তার প্রমাণ আমি পেয়েছিলাম ফার্স্ট ইয়ারের মিডটার্মে। মিডটার্মের আগে বিশেষ একটা পড়াশোনা না করার ফলাফল স্বরুপ অনেক বিষয়েই খুব ভালো একটা মার্ক পেলাম না। এখন আমার ক্ষেত্রে ফিজিক্সের কঠিন কঠিন পড়া অল্প চেস্টাতেই বোঝা সম্ভব হয়নি বলে, সবার ক্ষেত্রেই যে তা হবে এমন না। আমার কোনো বন্ধুর যদি কোনো বিষয়ে আগের থেকে খুব ভালো বেসিক থাকে ,ওই বিষয়ের কোনো টপিক ভালোভাবে বোঝার জন্য আমার চেস্টা আর তার চেস্টার পরিমাণ অবশ্যই ভিন্ন হবে। যাই হোক, প্রথম ইনকোর্সের পরে একটা জিনিস বুঝলাম যে এই বিভাগ থেকে ভালোভাবে পাশ করে বের হতে হলে আমার ফাঁকিবাজিটা বাদ দেয়া লাগবে। আমি পরবর্তীতে নিয়মিত ক্লাস/ল্যাব করি এবং ক্লাসের লেকচার তোলায় মন দেই। এমন নয় যে আমি সব পড়া ক্লাসে বসেই বুঝে যেতাম, কিন্তু চেস্টা করতাম মনোযোগ দিয়ে লেকচার শুনতে।
সেকেন্ড ইয়ারে থাকাকালীন সময়ে আমার বায়োমেডিকেল ফিজিক্স সম্পর্কে জানার আগ্রহ জাগে। এ বিষয়ে কানাডায় উচ্চশিক্ষার সম্পর্কে ডিটেইলস জানার চেস্টা করতে থাকি। কানাডায় বেশিরভাগ ভার্সিটিতে বায়োমেডিকেল ফিজিক্স পড়তে যাওয়ার জন্য সিজিপিএ এর রিকোয়ারমেন্টটা একটু বেশি। তার জন্য আমি সবসময় চেস্টা করতাম আমার গ্রেড ভালো রাখতে। এখন রেজাল্ট ভালো রাখার জন্য সব বিষয়ে ভালো মার্ক পাওয়া দরকার কিন্তু সব বিষয়ই যে আমার পড়তে ভালো লাগত তা কিন্তু না। অনার্সে থাকাকালীন সময়ে ম্যাথমেটিকাল ফিজিক্স, সলিড স্টেট ফিজিক্স, কম্পিউটিশনাল ফিজিক্স, স্টাটিস্টিকাল মেকানিক্স এং ইলেকট্রনিক্স- এই বিষয়গুলোর প্রতি আগ্রহী ছিলাম এবং এমনও হয়েছে যে আমি দিনের পর দিন ম্যাথমেটিকাল ফিজিক্স এর একটা প্রব্লেম অথবা কম্পিউটিশনাল ফিজিক্স এর একটা কোড সলভের চেস্টা করে গিয়েছি কোন বিরক্তি ছাড়া। আবার অনেক বিষয় ছিল যেগুলা আমি ভালো ভাবে বুঝতাম না এবং খুব একটা ইন্টারেস্ট ও পেতাম না। আমাদের বিভাগে যেহেতু বিষয় নির্বাচনের কোনো অপশন নাই তাই বলা যায় একপ্রকার জোর করেই এসব বিষয় গুলো পড়তাম।
অনার্সের পরে আমি কানাডায় এপ্লাই শুরু করি। এই এপ্লিকেশন পিরিয়ডটা ছিল এক ভয়াবহ হতাশার সময়। কানাডায় বায়োমেডিকেল ফিজিক্স পড়তে আসার জন্য আগের থেকে সুপারভাইজার ম্যানেজ করা লাগে। ২০১৬ সালে অনার্স ফাইনাল শেষ হবার সাথে সাথেই আমি IELTS এবং GRE এর প্রিপারেশন শুরু করি, সাথে প্রতিদিন বিভিন্ন ভার্সিটির ফ্যাকাল্টিদের মেইল পাঠাতাম। বেশিরভাগ ক্ষেত্রেই রিপ্লাই পেতাম না অথবা রিপ্লাই হত যে তাদের ল্যাবে নতুন কাউকে নিবে না আপাতত/ তারা এমন কাউকে নিবে যার রিসার্চ এক্সপেরিয়েন্স আছে। আমি এর মধ্যে মাস্টার্সে ভর্তি হই এবং ইশতিয়াক এম. সৈয়দ স্যারের সুপারভিশনে থিসিস করার সুযোগ পাই। মাস্টার্সে যেহেতু পছন্দমত সাব্জেক্ট সিলেক্টের সুযোগ ছিল, আমি সেইসব সাব্জেক্টই নেই যেগুলো আমাকে পরবর্তীতে বায়োমেডিকেল ফিজিক্স পড়তে সাহায্য করবে। মাস্টার্সেও আমি যথাসাধ্য চেস্টা করি ভালো রেজাল্ট করার এবং থিসিসের কাজ ভালোভাবে শেষ করার। মাস্টার্সের পড়াশোনার প্রেসারের সাথে মেইলের উত্তর না পাওয়া (২-৩ জনের কাছ থেকে রিপ্লাই পেয়েছিলাম যে, এপ্লাই করে তাদের জানাতে এবং তারপরে তারা আমার এপ্লিকেশন কন্সিডার করতে পারে) মিলিয়ে এক ভয়াবহ সময় ছিল। যাই হোক, সুপারভাইজার ম্যানেজ ছাড়াই ফল-২০১৮ এ মাস্টার্সের জন্য এপ্লাই করলাম ৮ টা ভার্সিটিতে (এপ্লিকেশনের সময় আমার মাস্টার্সের রেজাল্ট এবং কোন পাব্লিকেশন না থাকায় পি এইচ ডি তে এপ্লাই করতে পারিনি)। ২০১৮ এর মার্চ মাসে আমি Ryerson University এবং York University থেকে ইন্টারভিউ এর জন্য মেইল পাই এবং এপ্রিল মাসে এই দুই ইউনিভার্সিটি থেকে আমার ফুল ফান্ডেড মাস্টার্সের অফার আসে। Ryerson University তে আসার ডিশিসন নেয়ার দুইটা কারন ছিল -১) Ryerson University এর মেডিকেল ফিজিক্স কোর্স CAMPEP স্বীকৃতীপ্রাপ্ত, নর্থ আমেরিকায় ক্লিনিকাল মেডিকেল ফিজিসিস্ট হতে হলে এই CAMPEP এর সার্টিফিকেশন আবশ্যক, ২) মোট তিন জন প্রফেসর আমার ইন্টারভিউ নিয়েছিলেন, তাদের মধ্যে আমার এখনকার সুপারভাইজারের রিসার্চ প্রেজেক্ট আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল। পরবর্তিতে এই বছর আগস্টে আমি মাস্টার্স থেকে ডিরেক্ট পি এইচ ডি তে ট্রান্সফার করি।
সত্যি কথা হলো আমি আমার ক্যারিয়ারের মাত্র প্রথম স্টেজে আছি, এখনো বহুপথ পাড়ি দেয়া বাকি। এ পর্যন্ত যা কিছু অর্জন করেছি তার জন্য আমি অনেক কৃতজ্ঞ আমার বাবা-মা সহ পরিবারের সবার প্রতি, আমার ফিজিক্সের অসম্ভব ভালো কয়েকজন বন্ধুবান্ধবের প্রতি এবং আমার কয়েকজন শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি, যাদের অনুপ্রেরনা এবং সাহায্য আমাকে এ পর্যন্ত আসতে সাহায্য করেছে ।
আমি বলতে চাই, সবাইকে যে সব পারতে হবে এমন কোন কথা নাই, ক্যারিয়ার সিলেক্টের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই নিজের ইন্টারেস্টকে প্রাধান্য দেয়া উচিত। সেই ইন্টারেস্ট হতে পারে সরকারী চাকরিজীবী / থিওরেটিকাল ফিজিসিস্ট / এম বি এ করে কর্পোরেট চাকরি অথবা বায়োমেডিকেল ফিজিসিস্ট হওয়ার। আরেকটা কথা হলো, আপনি যে সেক্টরেই ক্যারিয়ার গড়তে চান না কেন, প্রবল ইচ্ছা, ধৈর্য্য এবং শতভাগ চেস্টাই একমাত্র পারে আপনাকে সেইদিকে ধাবিত করতে!
I got the opportunity to get admission in the Physics Department of Dhaka University in the 2011-2012 session. Though it is not like I wanted to study physics, I got the opportunity to get admission in this department on the basis of my merit position.
I had always heard that people do not need to study much and studying the day before the exam can get them a good result in university life. This was proven fully wrong after the midterm of the first year. I did not do a good job on that only because of not studying enough. In my case, it was not easy to understand hardcore physics seamlessly which may not be true for everyone. If one of my friends has a good basic understanding of a matter, the amount of effort that has to be put to understand that problem completely will not be the same for me and that friend. Whatever after the first incourse, I realized if I wanted to pass with flying color I had to let go of my laxness. I started to attend classes and lab regularly and gave proper attention to the class lectures. It is not that I figured everything in the class only, but I used to sit in the class with all my attention.
When I was in my second year, I got interested to know about biomedical physics. I started to collect detailed information about the higher study on this subject in Canada. Most of the universities in Canada have set their CGPA requirement a little too much to study biomedical physics. For this reason, I used to always try to maintain a higher CGPA. To keep my CGPA higher, it was necessary to keep balance in all the courses. But at the same time, it was unlikely to like all of them. When I was doing my honors, I was interested in mathematical physics, solid-state physics, computational physics, statistical mechanics, and electronics. I had passed days only solving a problem of mathematical physics or a code of computational physics not getting annoyed by that. On the other side, there were subjects that I did not have a good understanding of and also not interested in them. As there is no option to choose from the courses in our department, I had to study them unwillingly.
After passing honors, I started to apply for higher study in Canada. But this period of time was terribly frustrating. It is necessary to manage a supervisor before going to Canada to study biomedical physics. I started to take preparation for IELTS and GRE only after the final exam of honors. Also, I used to mail faculties from different varsities. Most of my emails went un replied or negatively replied to as they did not want to take someone in the lab with no research experience. Meanwhile, I started my masters and got the chance to do my thesis under the supervision of Ishtiaque Syed sir. As there was an option to choose subjects in masters, I chose the subjects that would help me to study biomedical physics later. I tried hard and soul to do a good result as well as complete my thesis well. Study pressure in masters and also un replied or ignored mails made this a horrible time period of my life. I got mail for interviews from Ryerson University and York University in 2018 and got an offer for fully-funded masters from both the universities in the month of April. I had two reasons to choose Ryerson University. 1.Medical physics at Ryerson University is CAMPEP recognized. And to be a medical physicist in North America, it is necessary to be CAMPEP certified. 2. My interview was taken by three professors and one of them(now my supervisor) had a research project which interested me. This year I directly got transferred from masters to Ph.D.
To be honest, I am just in the first step of my career, still a long way to go. I am very much grateful to my parents and my full family, to my dearest friends who also love physics, to some of my respected teachers, who are the real motivation for whatever I have achieved till now. I want to tell everyone that, it is not necessary to know everything. You should always prioritize your interest while choosing a career. Your interest can be to become a government service officer or a theoretical physicist or a corporate officer after doing an MBA or a biomedical physicist. Lastly, only strong determination, patience, and full effort can get you success in whatever career path you choose for yourself. "
- ফাতিন বাশারাত প্রসা


#স্বপ্নযাত্রা👣👣
আমরা মাথার মেমোরি নষ্ট করছি কেন?
প্রযুক্তির সঠিক ব্যবহার আমরা করব

এভাবেই তারা স্বপ্নগুলোকে ছুঁয় ❤
একটি ছবি একটি ছোটগল্প
© হিমেল

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা।
BOARD OF INTERMEDIATE & SECONDARY EDUCATION, CHITTAGONG
RESULT OF HSC EXAMINATION, 2019
Institution: SHIJAK COLLEGE (EIIN: 107686)
Centre: BAGHAICHARI - 2, Thana/Upazilla: BAGHAICHHARI, Zilla: RANGAMATI
No. of Students: { Appeared: 275, Passed: 196, Percentage of Pass: 71.27, GPA 5: 0 }
BUSINESS STUDIES
427714[2.50] 427715[3.50] 427716[2.50] 427717[2.83] 427718[3.00] 427719[2.50] 427720[2.58] 427721[4.00] 427722[3.08] 427723[4.08] 427724[2.67] 427725[2.67] 427726[3.58] 427727[2.33] 427728[2.83] 427729[2.67] 427730[2.50] 427731[2.75] 427732[2.75] 427733[2.42] 427734[2.83] 427735[2.75] 427736[2.50] 758568[3.08] 758569[2.33] 758570[1.67] 758571[2.33] 758572[2.33] 758573[2.83] 758574[2.67] 758575[2.08] 758576[1.83] 758577[2.25] 758578[1.83] 758579[2.58] 758580[2.58] 758581[2.50] 758582[2.25] 758583[2.58] =39
758584[F1 ] =1
HUMANITIES
222383[3.42] 222384[2.92] 222385[3.67] 222387[2.00] 222388[3.17] 222389[3.75] 222390[3.00] 222393[2.92] 222394[3.42] 222395[3.17] 222396[2.75] 222397[3.92] 222398[2.42] 222399[2.08] 222400[2.42] 222401[3.50] 222404[4.25] 222405[3.17] 222406[3.33] 222409[3.50] 222410[2.92] 222411[3.08] 222412[2.75] 222413[3.25] 222414[2.17] 222417[3.33] 222419[3.75] 222422[2.42] 222424[2.92] 222426[4.50] 222427[2.92] 222428[2.50] 222431[2.83] 222433[3.33] 222434[2.75] 222442[2.00] 222448[2.42] 222449[2.83] 222450[3.58] 222451[3.17] 222452[3.17] 222457[2.75] 222460[2.17] 222463[3.08] 222464[3.58] 222466[2.58] 659817[3.92] 659818[2.17] 659819[1.92] 659820[2.17] 659822[2.67] 659823[2.42] 659824[2.42] 659825[2.92] 659826[3.08] 659827[1.67] 659828[2.50] 659832[2.00] 659834[2.17] 659835[2.17] 659836[2.42] 659837[2.92] 659838[2.58] 659839[3.00] 659840[2.83] 659841[2.58] 659842[2.50] 659843[2.00] 659844[2.00] 659845[2.42] 659846[2.33] 659848[2.08] 659849[2.00] 659850[2.58] 659851[2.50] 659853[2.42] 659854[3.50] 659855[1.92] 659859[2.17] 659860[2.33] 659862[2.42] 659863[2.08] 659865[2.00] 659866[2.17] 659867[2.50] 659868[2.17] 659869[2.25] 659870[2.17] 659871[2.50] 659872[2.83] 659873[3.00] 659874[2.67] 659875[2.00] 659876[1.92] 659877[2.00] 659878[3.00] 659879[2.75] 659880[2.50] 659881[2.75] 659882[2.67] 659883[2.75] 659884[2.58] 659887[2.58] 659891[2.17] 659892[2.17] 659893[2.00] 659894[2.00] 659896[2.58] 659899[2.08] 659900[2.25] 659905[2.00] 659906[3.25] 659909[2.33] 659910[2.33] 659911[2.33] 659914[2.17] 659917[2.42] 659918[2.42] 659919[3.25] 659920[2.75] =120
222386[F2 ] 222391[FAIL] 222392[F1 ] 222402[F2 ] 222403[F2 ] 222407[F1 ] 222408[F1 ] 222415[F2 ] 222416[F1 ] 222418[F1 ] 222420[F1 ] 222421[F1 ] 222423[F1 ] 222425[F1 ] 222429[F1 ] 222430[F1 ] 222432[FAIL] 222435[F1 ] 222436[FAIL] 222437[F2 ] 222438[F2 ] 222439[FAIL] 222440[FAIL] 222441[F1 ] 222443[F1 ] 222444[F1 ] 222445[F2 ] 222446[F1 ] 222447[F1 ] 222453[F1 ] 222454[F2 ] 222455[F2 ] 222456[F1 ] 222458[F1 ] 222459[F1 ] 222461[F1 ] 222462[F1 ] 222465[F1 ] 222467[F1 ] 222468[F1 ] 659813[F2 ] 659814[F1 ] 659815[F1 ] 659816[F2 ] 659821[F2 ] 659829[F1 ] 659830[F1 ] 659831[F1 ] 659833[F1 ] 659847[F2 ] 659852[F1 ] 659856[F1 ] 659857[F1 ] 659858[F1 ] 659861[F1 ] 659864[F1 ] 659885[F1 ] 659886[F1 ] 659888[F1 ] 659889[F1 ] 659890[F1 ] 659895[F1 ] 659897[F1 ] 659898[F1 ] 659901[F1 ] 659902[F1 ] 659903[F2 ] 659904[F1 ] 659907[F1 ] 659908[F1 ] 659912[F1 ] 659913[F1 ] 659915[F1 ] 659916[F1 ] =74
SCIENCE
115481[3.67] 115482[3.50] 115483[3.33] 115484[3.50] 115485[3.50] 115486[3.08] 115487[3.67] 115488[3.33] 115489[2.50] 115490[3.42] 115492[3.17] 115493[3.42] 115494[3.50] 115495[3.33] 115496[3.00] 115497[2.83] 115498[3.00] 115499[3.33] 115500[3.25] 115501[3.17] 115502[3.67] 115503[3.08] 605763[2.00] 605764[2.25] 605765[2.50] 605766[2.17] 605767[2.92] 605768[2.58] 605769[2.33] 605770[2.33] 605771[2.67] 605772[2.58] 605773[2.17] 605774[2.67] 605775[2.50] 605777[2.33] 605778[2.17] =37
115491[F1 ] 605762[F1 ] 605776[F1 ] 605779[F1 ] =4

ভারতের চাকমা ভাষা ও সাহিত্যের ক্রমবিকাশ: সংক্ষিপ্ত পর্যালোচনা - জুমজার্নাল
ভারতের চাকমা ভাষা ও সাহিত্যের ক্রমবিকাশ: সংক্ষিপ্ত পর্যালোচনা - জুমজার্নাল চাকমাদের ধর্মগ্রন্থ আগর তারা, গোজেন লামা, তাল্লিক শাস্ত্র চাকমা লিপিতে লিখিত হয়েছে। কালিন্দী রাণীর উদ্যেগে ১৮৪৪-...
বিদেশে পড়তে যাওয়ার অ–আ–ক–খ
https://m.facebook.com/story.php?story_fbid=2306926126011103&id=279787305391672
শুভ জন্মদিন,প্রকৌশলী👷
ভিডিও ক্রেডিটঃ Youth Carnival

There are five luminaries from our Saroyatoli high school.
Rupali Chakma
University of Chittagong
Kohi Chakma
University of Chittagong
Plato Khisa (Chakma)
University of Chittagong
Miyel Chakma
Jahangirnagar University
Lipen Chakma
University of Dhaka
They are our pieces of Pearl, We feel proud of them. This page congratulate them on the behalf of all students of Saroyatoli High school and existing all teachers.

ঢা.বি. জুম লিটারেচার এন্ড কালচারাল সোসাইটি'র আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত | | Indigenous Peop
ঢাকা বিশ্ববিদ্যালয় জুম লিটারেচার এন্ড কালচারাল সোসাইটি'র নবনিযুক্ত সভাপতি পদে পরেশ চাকমা'কে অভিনন্দন।
ঢা.বি. জুম লিটারেচার এন্ড কালচারাল সোসাইটি'র আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত | | Indigenous Peop সতেজ চাকমা: পার্বত্য চট্টগ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া জুম্ম শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন "ঢাকা বিশ্ব...
The Best Birthday Gift
Actually what these three things..?
Watch the video❤
https://www.facebook.com/DalaiLama/videos/2292493117629146/
Institution: SAROYATOLI HIGH SCHOOL (EIIN: 107674)
Centre: BAGHAICHHARI-2, Thana/Upazilla: BAGHAICHHARI, Zilla: RANGAMATI
No. of Students: { Appeared: 101, Passed: 68, Percentage of Pass: 67.33, GPA 5: 0 }
BUSINESS STUDIES
549648[3.28] 549649[3.44] 549650[3.61] 549651[3.78] 549652[3.22] 549653[3.89] 549655[3.39] 549656[3.33] 549657[2.83] 549658[2.83] 549659[2.94] 549660[3.33] 717753[2.56] 717754[2.94] 717755[3.17] 717756[3.00] 717757[2.28] 717758[3.11] =18
549654[F1 ] 717759[F1 ] 717760[F1 ] 717761[F1 ] 717762[F1 ] =5
HUMANITIES
331457[4.39] 331458[4.06] 331459[3.33] 331460[3.28] 331461[2.94] 331462[3.22] 331463[2.89] 331464[3.33] 331465[3.28] 331466[3.11] 331467[3.44] 331469[2.89] 717717[2.44] 717718[2.50] 717719[2.59] 717720[2.82] 717721[3.23] 717722[3.00] 717727[2.86] 717728[2.91] 717729[3.05] 717731[2.50] 717732[2.67] 717733[2.72] 717744[2.77] 717747[2.41] 717748[2.50] 717750[2.23] 717751[2.86] 717752[2.68] =30
331468[F1 ] 331470[F1 ] 331471[F1 ] 331472[F1 ] 331473[F1 ] 331474[F1 ] 331475[F1 ] 717723[F1 ] 717724[F1 ] 717725[F1 ] 717726[F1 ] 717730[F1 ] 717734[F1 ] 717735[F1 ] 717736[F1 ] 717737[F1 ] 717738[F1 ] 717739[F1 ] 717740[F1 ] 717741[F1 ] 717742[F1 ] 717743[F1 ] 717745[F1 ] 717746[F1 ] 717749[F1 ] =25
SCIENCE
126813[3.56] 126814[3.78] 126815[3.94] 126816[3.72] 126817[4.06] 126818[3.56] 126821[3.39] 717704[3.28] 717705[3.14] 717706[3.41] 717707[2.56] 717708[2.44] 717709[2.78] 717710[2.50] 717711[3.23] 717712[2.95] 717713[3.45] 717714[3.09] 717715[3.23] 717716[3.09] =20
126819[F1 ] 126820[F2 ] 126822[F1 ] =3
ভুটানের প্রধানমন্ত্রী Dr. Lotay Tshering এর পুরো ভাষণঃ
সম্মানিত অধ্যক্ষ, ভূটান এবং বাংলাদেশের সকল প্রতিনিধি, কলেজের সকল স্টাফ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, শুভ সকাল।
একটা সমস্যা হয়ে গেল। দুটো কারণে আমি আজ বেশি কথা বলতে পারব না। প্রথম কারণ হলো, যদি বেশি কথা বলি তাহলে তোমরা বলবে আমি পলিটিশিয়ানের মত করে কথা বলছি।
আর দ্বিতীয় কারণ হচ্ছে, আমার স্ত্রীর সামনে বেশি কথা যাবে না, কারণ সে একজন সাইকিয়াট্রিস্ট এবং সে তার ব্যাগে সবসময় ১০ টা অ্যামিট্রিপটিলিন রেখে দেয়।
যাই হোক, আজকে এখানে আসতে পেরে আমি অনেক খুশি। এই শহরে আমার জীবনের প্রায় দশ বছর কেটেছে। আর সাথে আজকে তো আপনাদের পহেলা বৈশাখ।
আমি এই মেডিকেলে প্রথম আসি ১৯৯১ এর শেষে ২৫/২৬ নভেম্বরের দিকে। আমি আমার সেশনে প্রায় চার-পাঁচ মাস পর ভর্তি হয়েছিলাম। ওই চার-পাঁচ মাসের সিলেবাস গোছানোর জন্যে জন্য আমাকে পরে বেশ পরিশ্রম করতে হয়েছে। আমি একটা স্ট্র্যাটেজি ফলো করতাম। যেমন ধরুন আগামীকাল আমাদের এনাটমির কোন একটা টপিক পড়ানো হবে, আমি সেটা আজকে রাতে একবার পড়ে রাখতাম। এরপর পরদিন যখন স্যার পড়ানো শেষ করতেন, আমি আমার বন্ধুদের ক্লাসের পরপরই নিয়ে যেতাম ডিসেকশন হলে। যা-ই পারতাম যেটুকু পারতাম, ওদের কাছে বারবার ডেমো দিতাম ভুল হোক আর যা হোক। তাতে আমার আরেকবার জিনিসটা পড়া হয়ে যেত। এভাবে আমার অন্য ব্যাচমেটদের কোন টপিক একবার পড়া হতে হতে আমার সেটা কয়েকবার পড়া হয়ে যেত। যেকোন জিনিস ভাল করে বুঝতে হলে পড়ার পাশাপাশি ডিসকাশনের উপর জোর দিতে হবে। জীবনে এর বিকল্প নেই।
তখন ১৯৯৬ সাল, দিন তারিখটা ঠিক সঠিক মনে নেই আমার আমি তখন ফোর্থ ইয়ারে। হঠাৎ আমার পেটে ব্যাথা শুরু হল আচমকা। প্রচন্ড ব্যাথায় কাতর,রাত নয়টার দিকে একবার বমিও করেছি। সারারাত ঘুমাতে পারিনি। রাতে আরও বেশ কয়েকবার বমি হলো। পরদিন খুব ভোরে আমার এক বন্ধু আর বড় ভাই তানজিং দর্জি (ম-২৪) আমাকে নিয়ে যান আউটডোরে। ওখানকার চিকিৎসকের কাছে আমি আগে কখনো যাই নি। স্টুডেন্ট হিসাবে তো নই রোগী হিসাবেও না৷ উনি আমার কাছ থেকে জানলো আমার পেপটিক সমস্যার জন্য আমি অনেকদিন ধরে রেনিটিডিন ওমিপ্রাজল এগুলো খাই। এটুকু শুনেই আমাকে আর হিস্টোরি না নিয়ে ওমিপ্রাজল সহ আরও কিছু ওষুধ লিখে দেন। আমি চলে আসলাম হলে। ওষুধ খেয়ে আমার কোন ইম্প্রুভমেন্ট হলোনা। ব্যাথা আগের মতই রয়ে গেল । বিকালে আবার গেলাম ঐ স্যারের কাছে। তিনি আমার অবস্থা দেখে স্টুডেন্ট কেবিনে ভর্তি হতে বললেন। আমি ভর্তি হয়ে গেলাম। পরের দিন মেডিসিনের বেশ কয়েকজন স্যাররা মিলে আমাকে রাউন্ডে দেখতে আসলো৷ তাদের পরামর্শ মত ট্রিটমেন্ট চললো। আমার কোন উন্নতি নেই এরও কয়েকদিন পর অন্য একজন স্যার আসলেন দেখতে স্টুডেন্ট কেবিনে । আমার মনে হলে উনি সার্জারী ডিপার্টমেন্টের কেউ। কিছুক্ষণ আমাকে দেখে বললেন এটা তো এপেন্ডিসাইটিস এর কেস৷ এতদিন ধরে সে এভাবে রেখে দিয়েছে, এটা তো এখন বাস্ট এপেন্ডিক্সের দিকে এগুচ্ছে। আমাকে আশ্বস্ত করলেন। বললেন এটা খুবই সহজ অপারেশন। আমি তিনশো-চারশো এপেন্ডিসাইটিস অপারেশন করেছি। বাবা তোমার ভয় নেই। তোমার বাবা মা দূরদেশে থাকে। তোমাকে এখানে পাঠিয়েছে আমাদের কাছে। তুমি পুরোপুরি নিরাপদ আমাদের হাতে। স্যারের এই কথাগুলো এখনও আমার স্পষ্ট মনে পড়ে। সেদিন রাত নয়টার দিকে আমি অপারেশন টেবিলে আমার অপারেশন হলো, এপেন্ডিক্স বের করা হলো। গ্যাংগ্রিনাস এপেন্ডিক্স। কিছুদিন পর আমি সুস্থ হয়ে উঠি। সেদিনের ঐ মানুষটি ছিলেন প্রফেসর খাদেমুল ইসলাম স্যার।
তখন আমি ফোরথ ইয়ারের স্টুডেন্ট, এপেন্ডিসাইটিস সম্বন্ধে আমার ভালো ধারণ ছিল এবং আমি এটাও জানতাম এটা খুবই ছোট্ট অপারেশন, রেসিডেন্টরাই চাইলে করতে পারে। কিন্তু স্যার তারপরেও বারবার আমাকে সাহস দিচ্ছিলেন, পরিবারের থেকে দূরে একটা ছেলেকে মনোবল যোগাচ্ছিলেন। ওই অপারেশনটার পর থেকে স্যার আমার কাছে আমার ভগবানের মত হয়ে গেলেন।
আমাদের এই যে পেশাটা, খুব সহজেই আমরা মানুষ থেকে ভগবান হতে পারি। আমরা ডাক্তাররা সকাল থেকে সন্ধ্যা হাসপাতালে রোগী নিয়ে কাজ করতে করতে আমাদের কাছে রোগী দেখাটা অনেকটা রুটিনমত হয়ে যায়। এতে করে অনেক সময়ই মিসডায়াগনোসিস করে ফেলি আমরা। একটা কথা মনে রাখবেন, আমরা রোগীদের সাথেই সারাটাদিন থাকলেও রোগীরা কিন্তু সবসময় আমাদের সাথে থাকেন না। তারা তাদের জীবনে একবার কি দুইবার আমাদের কাছে চিকিৎসা নিতে আসেন এবং ওই এক দুইবারের আমাদের প্রতি যে ধারণা জন্মে সেটাই আজীবন মনে রাখেন। তাই আমাদের উচিত প্রতিটি রোগীকেই আমাদের সর্বোচ্চটা দেয়া।
আমি অন্তর থেকে স্যারকে সবসময় স্মরন করি । আমি এমবিবিএস শেষ করার পর এফসিপিএস করি বাংলাদেশেই।পার্ট টু পরীক্ষার ফলাফল যখন হবে বিকালের দিকে আমরা সবাই বসে আছি নিচ তলায় রেজাল্টের অপেক্ষায়। হঠাৎ স্যার আসলেন,আমাকে ডেকে নিয়ে বললেন," You have done it boy".
সেদিনকার পর ২০০২ সালে জুন মাসের দিকে আমি ফিরে যাই আমার নিজ দেশ ভুটানে। সেখানে একটা হাসপাতালে কাজ শুরু করি জেনারেল সার্জন হিসাবে।প্রথমদিনই আমি ছুটে গিয়েছিলাম মন্দিরে দোয়া নিতে। এর পরদিন, আমাদের হসপিটালে এপেন্ডিসাইটিসের একজন রোগী আসল। আমি আমার জুনিয়র কলিগকে বললাম তুমি এটা করে ফেল,খুবই সহজ কাজ। না পারলে তো আমি আছিই। প্রায় ১০ মিনিট পর ও আমাকে ডাকল। আমাকে যেতেই হবে। আমি যাওয়ার সময় অপারেশন থিয়েটারের সামনে বসা একজন সুন্দরী মহিলা এসে আমার সাথে পরিচিত হয়ে বলতেছেন,আমি এই হাসপাতালেরই একজন নতুন ডাক্তার। কয়েকদিন আগেই কাজ শুরু করেছি। আমি তাকে আশ্বস্ত করলাম। আমার স্যারের মত করেই। সেদিনের সেই মহিলাটিই হলেন আমার স্ত্রী। যিনি আজ আমার সাথে উপস্থিত । আর ঐ এপেন্ডিসাইটিসের রোগী ছিলেন ওর চাচা। এভাবেই আমাদের প্রথম পরিচয় হয়েছিল। এপেন্ডিক্সকে আপনারা বলেন ভেস্টিজিয়াল অরগান, কোন কাজ নাই। কিন্তু আমার জীবনে এর অনেক গুরুত্ব। বুঝতেই পারছেন, কেন!
আমি পলিটিকস করা শুরু করি হেলথ সেক্টরের প্রতি আমার প্যাশন থেকে৷ ময়মনসিংহ মেডিকেলে আমার রুমমেট ছিল আমার বন্ধু তানজিং দর্জি। যিনি এখানে উপস্থিত আছেন, আমার রুমমেট, আমার বড় ভাই, ম-২৪ ব্যাচের । তিনি এখন বর্তমানে ফরেন মিনিস্টার। আমি ফার্স্ট ইয়ার থেকেই তার সাথে ঘুরতাম। ক্যান্টিনে একসাথে চা খেতে খেতে আড্ডা দিতাম। এমবিবিএস শেষে ভুটানে আমরা এক হসপিটালে কাজ শুরু করি। পরে ভোটে জয় লাভ করে আমরা সরকার গঠন করি। এই যে এখন আমি আজ প্রাইম মিনিস্টার, উনি, আমার সিনিয়র বড়ভাই ই আমাকে প্রাইম মিনিস্টার বানিয়েছেন। উনি ফরেন মিনিস্টার হলে কি হবে, আমাদের পার্টির ফাউন্ডার কিন্তু উনিই। বাগমারার ওয়েস্ট বিল্ডিং এর ২০ নাম্বার রুমে থাকার সময়ে আমরা আমাদের দেশ নিয়ে আলোচনা করতাম। কী কী সমস্যা আছে হেলথ সেক্টরে কিভাবে সেগুলো সমাধান করা যায় আলাপ করতাম। তারপরে পড়াশুনা শেষ করে ভূটানে এলাম, তারপর পার্টি ফর্ম করার কথা তিনিই প্রথম বলেন। এই যে এত বছর ধরে আমরা একসাথে আছি কিন্তু এর ভিতরে একবারো আমাদের ভিতরে কখনো কোন আর্গুমেন্ট হয়নি। কখনো কোন ভুল বোঝাবুঝি তৈরী হয়নি। কারন আমরা একটা মিউচুয়াল স্ট্যান্ডার্ড ফলো করতাম। নিজেদের সেই অনুযায়ী তৈরী করেছি। সবসময় অপরজনের মতামত কে গুরুত্ব দিয়েছি। তার কাছে যা অফ হোয়াইট আমার কাছে তা সাদা, তো কি হয়েছে৷ আমরা দুইজনই সঠিক নিজের জায়গা থেকে। একজন কখনো মতামত চাপিয়ে দেয়ার চেষ্টা করিনি। দুটো মতামত কে পাশাপাশি রেখে চলেছি৷ এটাই আমাদের সফলতার মূলমন্ত্র। নিজেদের দেশের জন্য কিছু করার চিন্তাভাবনা আমাদের তখন থেকেই ছিল। আমরা যখন দল গঠন করি নির্বাচনের জন্য তখন আমাদের সমসাময়িক আরও চারটি দল ছিল। শেষপর্যন্ত আমরাই জয়লাভ করি। কারন আমাদের নির্বাচনী ইশতেহারে হেলথ সেক্টর নিয়ে পয়েন্টগুলো ছিল বেশ স্ট্রং৷ সাধারন মানুষ এই জন্যেই আমাদের পার্টিকে বেছে নিয়েছে। আমি কিংবা উনি পলিটিকস করি বলে কিন্তু ডাক্তারি পেশা ছেড়ে দেইনি। আমরা অফ ডে তে এখনো হসপিটালে ডাক্তার হিসাবেই বসি। চেষ্টা করি নিজের সর্বোচ্চ টুকু দেয়ার।
আপনারা সবাই একদিন ডাক্তার হবেন। আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন, You have to be a good human being first to be a good surgeon. I hope this hall is filled with good human beings. You will be a surgeon for sure someday. I have no doubt.But you have to be a good surgeon with a good heart.
Don't Be Ambitious, Do Your Best. Be A Good Human Being. আগে আপনি একজন ভালো মানুষ হন,আপনি এমনিতেই একজন ভালো ডাক্তার হয়ে যাবেন। আর ওই যে বলে না, আল্লাহ যা করে ভালোর জন্যেই করে- এটা সবাই মনে রাখবেন।
His Excellency Dr. Lotay Tshering
M-28
Honourable Prime Minister
Kingdom of Bhutan.

তুমি জিতলে জিতে যায় দেশ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫.৫০ শতাংশ
এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৫০ শতাংশ।
মোট জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৯৪ জন।
প্রসঙ্গত, গত বছর চট্টগ্রাম বোর্ডে পাসের হার ছিল ৮৩ দশমিক ৯৯ শতাংশ।
#প্রথম_আলো

পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ
দেশের ১০ শিক্ষাবোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। গত বারের চেয়ে এবার পাসের হার কমেছে। গতবার পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ।
তবে এবার গতবারের চেয়ে জিপিএ ৫ বেড়েছে। এবার মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। গতবার পেয়েছিল ১ লাখ চার হাজার ৭৬১ জন।
আজ রোববার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন। সেখানে শিক্ষামন্ত্রী ফলাফলের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরেন। তিনি জানান, ১০ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন। এর মধ্যে পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন। এবার মোট ২৮ হাজার ৫৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে এক হাজার ৫৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শত ভাগ শিক্ষার্থী পাস করেছে।
এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন শুধু এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৭৯ দশমিক ৪০। গতবারের চেয়ে পাসের হার কিছুটা কম। গতবার এসএসসিতে পাসের হার ছিল ৮১ দশমিক ২১ শতাংশ। তবে এসএসসিতে জিপিএ ৫ গতবারের চেয়ে বেড়েছে। এবার জিপিএ ৫ পেয়েছে এক লাখ ২ হাজার ৮৪৫ জন। যা গতবারের চেয়ে চার হাজার ৮৮১ জন বেশি।
অন্যদিকে এবার পাসের হার মাদ্রাসায় ৭০ দশমিক ৮৯ শতাংশ এবং কারিগরীতে ৭১ দশমিক ৯৬ শতাংশ।
আজ বেলা দুইটা থেকে ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। ফল প্রকাশ নিয়ে বেলা একটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী।
গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় গত ৮ মার্চ।
এ বছর এসএসসি পরীক্ষায় একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ যাচাই-বাছাইয়ে গঠিত আন্তমন্ত্রণালয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, এসএসসি পরীক্ষায় ১৭টি বিষয়ের মধ্যে ১২ টিতেই নৈর্ব্যক্তিক (এমসিকিউ) অংশের ‘খ’ সেট প্রশ্নপত্র ফাঁস হয়েছে।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মোবাইলে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। এ ছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।
পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ দেশের ১০ শিক্ষাবোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। মোট জিপিএ ৫ পেয়েছে এক লাখ ১০ হাজার...


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ থেক ডিনস এওয়ার্ড পেলো প্রকট কার্বারি
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ থেকে ডিনস এওয়ার্ড পেয়েছেন রাঙামাটির চাকমা জাতিগোষ্ঠীর প্রকট কার্বারি। বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ২০১১-১২ সেশনের ছাত্র প্রকট ‘ডিনস মেরিট লিস্ট অফ একাডেমিক রিকগনিশন’ ক্যাটাগরিতে এ সন্মাননা লাভ করে। আজ নওয়াব আলী সিনেট ভবনে কলা অনুষদের সন্মাননা অনুষ্ঠানে ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের কাছ থেকে এই সন্মাননা গ্রহন করেন।
প্রকট কার্বারির বাড়ি রাঙামাটির নানিয়ারচর থানার গোলসাছড়ি গ্রামে। বাবা গ্রাম প্রধান শুদ্ধোধন চাকমা,মা সুনিতা চাকমা। গ্রামেই প্রাথমিক শিক্ষার ধাপ শেষ করে নানিয়ারচর মডেল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। পরে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগে ২০১১-১২ সেশনে ভর্তি হন। এখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। প্রকট কার্বারি স্নাতকোত্তরে সর্বোচ্চ সিজিপিএ ও প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এই সন্মাননার জন্য মনোনীত হন। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ প্রতিবছর তিনটি ক্যাটাগরিতে ডিনস এওয়ার্ড দিয়ে থাকে। প্রথম ক্যাটাগরিতে সিজিপি ৪ এর মধ্যে ৪ পাওয়াদের ‘ডিনস মেরিট লিস্ট অফ এক্সিলেন্স’, দ্বিতীয় ক্যাটাগরিতে সিজিপিএ ৩.৮৫ থেকে ৪ পর্যন্ত ‘ডিনস মেরিট লিস্ট অফ অনার’ আর তৃতীয় ক্যাটাগরিতে সিজিপিএ ৩.৬০ থেকে ৩.৮৫ পর্যন্ত ‘ডিনস মেরিট লিস্ট অফ একাডেমিক রিকগনিশন’ সন্মাননা দেয়া হয়।
এ সন্মাননা লাভে অনেক উচ্ছাস প্রকাশ করেন প্রকট কার্বারি। মুঠোফোনে আমাদের জানান ‘আমি আনন্দিত, তবে আমাকে আরো বহুদূর যেতে হবে। পালি ও বুদ্ধিস্ট বিভাগে পড়তে গিয়ে চাকরি মিলবে না এমন নানান কথা শুনতে হয়েছে । তবু আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি যেন ভাল কিছু হয়। সামনের দিনে আরো ভাল করবার ইচ্ছে রয়েছে। আমি দেশ,জাতি,মানুষের মঙ্গলের জন্য কাজ করে যেতে চাই।’ ভবিষ্যত পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের অঞ্চলে বৌদ্ধ ধর্মকে নানানভাবে কলুষিত করা হচ্ছে। পার্বত্য অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রকৃত মূল্যবোধ নিয়ে কাজ করার এবং ভবিষ্যতে বৌদ্ধ ধর্ম ও ইতিহাস নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে।’বর্তমানে প্রকট কার্বারি বিভাগের সহকারী অধ্যাপক ড. নীরু বড়ুয়ার তত্ত্বাবধানে ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বুদ্ধের শিক্ষাদর্শন’ বিষয়ে এমফিল করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ থেক ডিনস এওয়ার্ড পেলো প্রকট কার্বারি ঢাবি প্রতিনিধিঃ এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ থেকে ডিনস এওয়ার্ড পেয়েছেন রাঙামাটির চাকমা জাতিগোষ্ঠীর প্র....

এই মাত্র পাওয়া খবর:
বিজ্ঞানী স্টিফেন হকিং আজকে ১৪ই মার্চ ২০১৮ সালে ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।
একবার সাহিত্যিক সৈয়দ মুজতবা আলি একটি স্টেশনারি দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন, ‘ডায়মন্ড বল পেন আছে?’
সেলসম্যান মুখের উপর বলে দিল, “নেই” ।
সৈয়দ মুজতবা আলি চলে যাচ্ছেন । নিজেই ফিরলেন ।জিজ্ঞেস করলেন, ‘অন্য কী বল পেন আছে?’
সেলসম্যান বলল, “অনেক আছে ।পাওয়ার, সুলেখা, ব্রাইট ............।”
সৈয়দ মুজতবা আলি তাঁদের বুঝালেন, সেলসম্যানশীপ কী।
যখন তিনি জিজ্ঞেস করেছিলেন, ‘ডায়মন্ড বল পেন আছে কি, তাদের বলা উচিত ছিল ডায়মন্ড নেই তবে পাওয়ার, সুলেখা, ব্রাইট ...........ইত্যাদি আছে ।
ক্রেতাকে বিকল্প না দেখিয়ে বিদায় করাটা ঠিক না ।সেলসম্যানরা লজ্জিত হল কিন্তু শিখল ।
কিছুক্ষন পর সাহিত্যিক অন্নদাশঙ্কর রায় এসেছেন । জিজ্ঞেস করলেন, “টয়লেট পেপার আছে ?”
সৈয়দ মুজতবা আলির দীক্ষিত সেলসম্যান উত্তর দিল,“টয়লেট পেপার একটু আগে শেষ হয়েছে ।তবে শিরীষ কাগজ আছে ।
দেব ?”
#সংগৃহীত

বিশ্বের সকল ভাষাশহীদদের প্রতি রইল
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা
#২১শে_ফেব্রুয়ারি

২০১৮ সালের SSC পরীক্ষার রুটিন। পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল।

পাহাড়ের বাতিঘর পাড়া কেন্দ্র | banglatribune.com
পাহাড়ি দুর্গম জনপদগুলোয় রাষ্ট্রের মৌলিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো শুধু কঠিনই নয়, অনেক সময় প্রায় অসম্ভবও। প্রত্যন্ত এলাকার প্রান্তিক পর্যায়ের মানুষগুলোর জন্য স্বাস্থ্যসেবার প্রাপ্যতা; শিক্ষা, বিশেষত নারী শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা বিবেচনায় তিন পার্বত্য জেলার অবস্থান নিচের দিকে। এ কারণে পার্বত্য চট্টগ্রাম এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বাংলাদেশ সরকার ও ইউনিসেফ যৌথভাবে পাড়া কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করে। এরই মধ্যে পাহাড়ের বাতিঘর হিসেবে পরিচিত হয়ে উঠেছে পাড়া কেন্দ্রগুলো।
A
পাড়া কেন্দ্রগুলোকে এক কথায় বলা যায় দুর্গম এলাকার সার্ভিস সেন্টার। পাড়া কেন্দ্রের মাধ্যমে পাহাড়ে বসবাসরত মানুষ, বিশেষ করে শিশু, কিশোরী ও নারীদের সেবা দেওয়া হয়। সাধারণত একই ধর্ম ও সম্প্রদায়ের এবং একই ভাষাভাষী ৪০-৫০টি পরিবারকে সেবা দেওয়া হয় একটি কেন্দ্র থেকে। ক্ষেত্র বিশেষে একাধিক সম্প্রদায়ের জন্যও একটি পাড়া কেন্দ্র থাকতে পারে।
A
এসব কেন্দ্রের মাধ্যমে ৩ থেকে ৬ বছর বয়সী শিশুদের যত্ন ও প্রাক-প্রাথমিক শিক্ষাদান, গর্ভবতী ও নবজাতকের স্বাস্থ্যসেবা ও পরামর্শ দেওয়া, প্রত্যক্ষ পুষ্টি কার্যক্রম পরিচালনা, স্বল্পব্যয়ে যথোপযুক্ত পদ্ধতি প্রদর্শন ও প্রশিক্ষণ দেওয়া, শিশু সুরক্ষা, শিশু ও নারীর অধিকার নিয়ে ধারণা দেওয়ার মতো কাজগুলো পরিচালনা করা হয়ে থাকে। এছাড়া, কমিউনিটি সদস্যদের আচরণগত পরিবর্তন করা, কমিউনিটির হালনাগাদ তথ্য সংরক্ষণ করা, কমিউনিটি সভা করা, প্রশিক্ষণ ও অন্যান্য সামাজিক কাজও চালানো হয় এসব কেন্দ্র থেকে। স্থানীয় একজন প্রশিক্ষণপ্রাপ্ত নারীকর্মী কেন্দ্রটি পরিচালনা করেন।
A
এই পাড়া কেন্দ্রগুলোর অর্থায়নে রয়েছে বাংলাদেশ সরকার ও ইউনিসেফ। আর এগুলো পরিচালনার দায়িত্বে আছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীন সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প।
A
পার্বত্য চট্টগ্রামের চার হাজার ৭৩৪টি পাড়ার মধ্যে তিন হাজার ৫১৯টি পাড়ায় গড়ে তোলা হয়েছে পাড়া কেন্দ্র। এর মাধ্যমে এক লাখ ৬৫ হাজার ৩৪৩ পরিবারের আট লাখ ৫৯ হাজার ৭৮৪ জনকে বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে।
A
সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প পার্বত্য এলাকার বসিন্দাদের জীবনমান উন্নয়নে মূল্যবান অবদান রেখেছে। জন্ম নিবন্ধন, স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়ন, পানি ও পয়ঃব্যবস্থার উন্নয়ন ও শিক্ষা ক্ষেত্রে পার্বত্যাঞ্চলে দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়েছে। পাড়াকর্মীদের জ্ঞান ও দক্ষতা, প্রকল্প বাস্তবায়নে কমিউনিটির অংশগ্রহণ এবং সেবা বিতরণে বিভিন্ন সংস্থার সম্পৃক্ততা পাড়া কেন্দ্রকে তৃণমূল পর্যায়ে সত্যিকার অর্থে সেবা বিতরণের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।
A
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিটিংগাছড়ি গ্রামের বাসিন্দা রোজিনা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের বাড়ি থেকে স্কুল অনেক দূরে। আমার মেয়ে এই পাড়া কেন্দ্র থেকেই লেখাপড়া করেছে। এ বছর তাকে হাইস্কুলে ভর্তি করেছি। এর পুরো অবদানই পাড়া কেন্দ্রের। স্বাস্থ্যগত সমস্যাতেও আমরা পাড়া কেন্দ্র থেকে অনেক সেবা পেয়েছি।’
A
মিটিংগাছড়ির ইউপি মেম্বার আশীষ কুমার তঞ্চঙ্গা বলেন, ‘এই পাড়া কেন্দ্রগুলোর মাধ্যমে প্রত্যন্ত ও দুর্গম এলাকার শিশুদের স্কুলে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। খেলার মাধ্যমে লেখাপড়ার বিষয়টি তারা কাজে লাগাচ্ছে। তিন পার্বত্য জেলায় এই পাড়া কেন্দ্রের প্রকল্প অত্যন্ত ফলপ্রসু।’
A
প্রকল্প ব্যবস্থাপক জানে আলম বলেন, ‘বর্তমানে তিন পার্বত্য জেলার ২৬টি উপজেলায় চার হাজার পাড়া কেন্দ্র স্থাপন করা হয়েছে। চার হাজারতম পাড়া কেন্দ্রটি রবিবার প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন।’
A
সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ সচিব) মোহাম্মদ ইয়াছিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাহাড়ের বাতি ঘর হিসেবে পরিচিত হয়ে উঠেছে পাড়া কেন্দ্রগুলো। আগামী মার্চে এ প্রকল্পের মেয়াদ শেষ হলেও টেকসই সামাজিক সেবা নামে আগামী ১ এপ্রিল থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত আরেকটি প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। আশা করছি, সেটি এ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই পাস হবে।’
https://lm.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.banglatribune.com%2Fcountry%2Fnews%2F285167%2F%25E0%25A6%25AA%25E0%25A6%25BE%25E0%25A6%25B9%25E0%25A6%25BE%25E0%25A7%259C%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25A4%25E0%25A6%25BF%25E0%25A6%2598%25E0%25A6%25B0-%25E0%25A6%25AA%25E0%25A6%25BE%25E0%25A7%259C%25E0%25A6%25BE-%25E0%25A6%2595%25E0%25A7%2587%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A6%25E0%25A7%258D%25E0%25A6%25B0&h=ATPb_ywTRSQU_fwdqhM_964n6xHJktkkvvyWzwhB55UqJ4dBNxhx8z-YyfQPuAY88POO0HhJojCOo1I5wkuqmJzwryolcKbmykXdlOs8AUbYFuPDccTit-jseODFrJN-8LAJvrxpLQZDOKQ&enc=AZM5uNln1wilyyeUW_0Orcg4mw8kQIyJQ8ad71mqmwoFwAg-5iLfxoVcBq46No-0t8CGOS2-tRo0DATfnAcA2Wvi3XCfOfBhvoMDevBZX12WdTe1q7r2NQvhYquc9ocGqIcMjnklY4ZxHyG7o5ZT_2YOD7BUupIVybJEONcAxq7pDFBm-bxzYPCbKm-1lgk3isRCLHKoktyrVe1WBlBVUPT8mA9Df0NkUgs2FLYVhAtEaSmRzo6kIBJv6h6g3ot8jXrMrUMGjRDyk8RSTI2MUT5u4gQHq2TI8hCnqQjE9Tbxbnjyp1MieSjut4pskomFKqZWXxtyz__-VtxwW1jy1hOCIDf-lJ3SNbY1gybmBrNm7UafpT8mExGOUEAZq6L5MVz7EAWmiq3pOClQ60p581m6jSd88pZHcOp53BZSWoLJhqa4xd2gQFwI4_dgJheZfSWDlhw68mtK7_F71CELjzWFm1fEms8C3TQnekvUKLXUEYYu1dMZoHjvtYPtj_CiRQl-UBywv3pg67s5chh-Jlq53lKpy3fmRd0mdH8Ea6qcUWYqWTRQGzJYrunkHqXwKGPgQ256t-VSrXcM5aHTh0AaFDrJrBMJ554r8mezYeUbxLpReToCeHKuWJOTiE_diqGnlcvjtoGJ9-2WmYsCQK61cZNs6s8HML24LgYzP8Pymt_pvd9dn0ZPkERcpb1PxekxQPocBcEBHKALoyT8UF__Zh6WPg5E43n0UIgb7t7vFfPuubegYvb74kzv2G_mwSYJoCqvYTvFQc2jYwkeO6fH9wj6MbZq1FEmqIXR6LKXKZLlGKyuoiDhoQ8tzloa2zu6lSFg-dvoRNshqFNsfi9OQjP-Pkw0KV4_Py2ypqjwdg5SFe62-EynOO1NkGTTJsJIbg5xHbWRmT1tFneYvI9VLei2ZVMOxfnVwmwxxBC-ZhnEU4B9AT7T9sn7ObpLkj4&s=1
পাহাড়ের বাতিঘর পাড়া কেন্দ্র | banglatribune.com পাহাড়ি দুর্গম জনপদগুলোয় রাষ্ট্রের মৌলিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো শুধু কঠিনই নয়, অনেক সময় প্রায় অসম্ভবও। প্র....
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Website
Address
Baghaichari, Rangamati Hill District
Rangamati
Tabal Chari
Rangamati, 4500
Rangamati International Residential School is a Kindergarten school in Tabalchari, Rangamati. It was
মাঝের বস্তি
Rangamati, 4500
Its Situated At Majher Bosti, Tabalchari Rangamati. Chittagong, Bangladesh, 4500.
Chandraghona, Kaptai
Rangamati
Narangiri Govt. High School located at Chandraghona, Kaptai, Rangamati.THOWAI PRUE CHOWDHURY" alias
Rangamati, 4500
Rangamati Ideal School, campus 1: Kathaltali,campus 2: College gate, Rangamati
Rangamati
Rangamati, 4580
Maini Mukh Model High School, Langadu, Rangamati.
Rangamati
Rangamati, 4500
The only missionary and old kindergarten school of Rangamati. Established in 1959.
Kaptai
Rangamati, 4532
PDB Secondary School is situated in Kaptai, Rangamati. It is established at 1954 when Karnaphuli Hyd
Amtali, Baghaichari
Rangamati, PABLAKHALI-4500
অামতলী উচ্চ বিদ্যালয় বাঘাইছড়ি উপজেলা