
বিতর্কঃ "বিজু" নাকি "বিঝু"?
-
অনেকেই "বিজু" লিখেন আবার অনেকে "বিঝু" লিখছেন। ব্যাপারটি অনেকে প্রশ্ন তুলছেন আবার অনেকে যার যার যুক্তি উপস্থাপন করছেন! - চাকমাদের এ গোলমেলে ব্যাপারগুলো আসলেই বিব্রতবোধ হবার যথেষ্ট কারন আছে আর সর্বসম্মতিক্রমে একটা বিহিত সমাধানে আসা দরকার বলে মনে করি।
চাকমাতে বিজু/বিঝু উৎসবটা বহু প্রাচীন আর এ উৎসবটা বহুজাতিক উৎসবের প্রতিনিধিত্ব করে। আর্য,অস্ট্রিক,মঙ্গোলীয় সংস্কৃতির মিশ্রন এ উৎসবটি বিভিন্ন জাতিগোষ্ঠী পালন করে আসছে এবং তা বিভিন্ন নামে,বিভিন্নভাবে পরিবর্তনের সাপেক্ষে। বৈদিক যুগে "বিষুবন" নামের একবছর ব্যাপি একটি উৎসব পালন করা হত। সংস্কৃতিতে এর নাম ছিল "বিষুবত"। অনেকের ধারনা এ বিষুবন/বিষুবত শব্দ হতে আসামের "বিসু"(উচ্চারন বিহু) শব্দটি এসেছে। কাজেই, এর পরিপ্রেক্ষিতে বলা যায় কাছাকাছি বসবাসরত চাকমা,রাজবংশি,ত্রিপুরাদের বিঝু,বিষু,বৈসুকও বিহু'র সমজাতীয় শব্দ। সুতরাং বিষুবন,বিষুবত,বিহু,বিষু,বৈসুক...ইত্যাদি বিভিন্ন নামের ভিত্তি ও উচ্চারন আলোচনার সাপেক্ষে বলা যায় "বিঝু" নামটিই চাকমাদের সঠিক উচ্চারন এবং সঠিক শব্দ।
বিষুবন(বৈদিক) > বিষুবত(সংস্কৃত) > বিষু।
-
ধরি, তঞ্চঙ্গ্যাঁদের বিষু/বিসু, অসমীয়দের বিহু, ত্রিপুরাদের বৈসুক এবং চাকমাদের বিঝু'র সবচে প্রাচীন প্রাকৃত শব্দ হলো "বিষু"। এখন এ "বিষু" শব্দ থেকে আরো বিকৃত হতে পারত বিছু,বৈসু,বেহু,বৈহু,বৈছু,বিসুক,বেসুক,বিঝুক,বেঝুক! এমন কি তিছু,গিসু,পিঝু ও। মূল শব্দ থেকে বিকৃত হলে এভাবেই হয়। কিন্তু কোনদিন বিচু,বৈজু,বিজু,
বিজুক হবে না। যেমন- মারমাদের "সাংগ্রাই" এবং ম্রোদের "সাংক্রান" শব্দ দুটি ভিন্ন হলেও উচ্চারনের ধরন প্রায় মিল। এখানে ক,গ উভয়ে অল্পপ্রানের এবং কোন একটি অপরটির বিকৃত বলে ধরে নেয়া যায়। বিকৃত হলে এভাবেই হবে। কিন্তু চাকমাদের বিজু?? বোঝাই যাচ্ছে উচ্চারনের ধরন মূল শব্দ থেকে অনেক বিকৃত। ধ্বনি বিদ্যায় এ "বর্গীয়-জ"কে বলা হবে অল্পপ্রান। অর্থাৎ চ,ক,ত,ব এর মতো। কিন্তু ষ,স,হ,ঝ,ছ সবই মহাপ্রানের। কাজেই বৈদিক থেকে বর্তমান তঞ্চঙ্গ্যাঁ,ত্রিপুরা এবং অসমে বিকৃত বিসু,বৈসুক,বিহু সবই ঠিক, কিন্তু চাকমাদের বিকৃত "বিজু" একদম অশুদ্ধ এবং তা প্রাচীনতা হানিকরও বটে!
অনেকে আবার "Bizu" লিখেন। ইংরেজি "Bizu" বাংলা "বিজু"(Biju) উচ্চারনের প্রায় সমান। বরং "Bizu" লেখাটা আরো মারাত্মক ভূল। এর বানান সাধারনত বাংলায় "বিযু" কাছাকাছি হয়! সুতরাং আমরা যারা "বিঝু" লিখছি- এর সঠিক ইংরেজীর বানান হবে "Bijhu"।
কেন আমার এ লেখা? কেননা, "বিজু" লিখতে লিখতে এক সময় বলা হবে- আদি চৌদ্দ পুরুষ লিখে লিখে আসতেছে! ঠিক যেমনটি হ"কে "ক" লেখা নিয়ে বলা হয়। কিন্তু ভাবিনা এ ভূলভ্রান্তির প্রতি পদে পদে আমরাও পরোক্ষভাবে জড়িত। কোনদিন বের হতে চেষ্টাও করিনি। কাজেই দয়া করে "বিজু", "Bizu", "Biju" লিখতে যাবেন না।
(Copy post)
Courtesy: Sākyamān Sāṉmā