২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি চলমান রয়েছে....
সল্প খরচে নিজ এলাকায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়তে পারলে দূরে যেতে হবে কেন!... আসন সীমিত
Rangamati CHT Polytechnic Institute
Nearby schools & colleges
Ander Manik
You may also like
Est: 2014. Beside Rani Doyamoyee High School, Rajbari Road, Rangamati, Bangladesh. cell:01819844753/01855468330
Operating as usual
📛নিউজ📛
আজকে প্রকাশিত হয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের পর্ব সমাপনী পরীক্ষার ফলাফল।
ডিপ্লোমা পর্যায়ের ফলাফল
Diploma in Engineering, Diploma in Tourism & Hospitality and Certificate in Marine Trade Examination, 2023 Result (Held in May-June, 2024)
প্রকাশের তারিখ:
২০২৪-০৯-০১
রেজাল্ট ডাউনলোড লিংক:
https://drive.google.com/drive/folders/1Se29E7tJSXLhTW3GpMwhaBYMyEuh3-yY?usp=sharing
**পর্বমধ্য পরীক্ষা ২০২৪ এর বিজ্ঞপ্তি! সকল শিক্ষার্থীদের স্ব-স্ব ক্লাসে নিয়মিত উপস্থিত হওয়ার অনুরোধ রইলো! ক্লাসে উপস্থিতির উপর টিসি/পিসি নির্ভর করবে, তাই কেউ ক্লাস মিস করবেনা!**
এরকম লেখা খুব কম পেয়েছি। জাস্ট ভাবা যায় না! সবাইকে পড়ার জন্য অনুরোধ রইলো-
অংকের শিক্ষক একটি অংক দিয়ে বলল - তোমাদের মধ্যে যে অংকটি পারবে তাকে আমি এক জোড়া জুতো
গিফট করব।
সকল ছাত্র অংকটি সঠিক উত্তর দিল।
শিক্ষক: আমি তো একজনকে জুতো দিতে পারব। একটা কাজ কর, লটারি করি। বাক্সের মধ্যে তোমরা তোমাদের নাম আর রোল নম্বর লিখে দিও।
ছাত্ররা নাম আর রোল নম্বর লিখে বাক্সে রাখল। শিক্ষক বাক্স একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুললেন।
শিক্ষকঃ আমি কি নামটি পড়ব?
ছাত্ররা একত্রে বলল, পড়েন স্যার। পুরো ক্লাস Pin drop silence। শুধু শ্বাস-প্রশ্বাসের শব্দ।
শিক্ষক পড়লেন, আব্দুল। রোল নম্বর ১।
ছাত্ররা হাত তালি দিয়ে ফার্স্ট বয়কে অভিনন্দন জানাল।
শিক্ষক পরের দিন এক জোড়া জুতো নিয়ে এসে বললেন, তোমরা সকলে মিলে জুতা ওকে পড়িয়ে দাও।
টিচার্স রুমে ঐ শিক্ষকের চোখে জল দেখে সহকারী শিক্ষক জিজ্ঞাসা করলেন। স্যার, আপনার চোখে জল কেন?
শিক্ষক জুতোর ঘটনা খুলে বলে, বলল - আব্দুল ক্লাসে একমাত্র ছাত্র যে কিনা খালি পায় ক্লাসে আসে। আমি ওর কথা চিন্তা করে কঠিন অংক দিলাম। সবাই অংকটি সঠিক উত্তর দিল। সবচেয়ে অবাক লাগল, লটারির বাক্স খুলে দেখি - সকল ছাত্রই তাদের স্ব স্ব নাম না লিখে, লিখেছিল - আব্দুল, রোল ১, যাতে করে জুতো জোড়া আব্দুল পায়।
Collected
ছবিটির দিকে তাকিয়ে দেখুন, শেখার আছে অনেক কিছু।বেইজিং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে গত পরশু সমাবর্তন অনুষ্ঠানে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন ছাত্রী বক্তব্য দিচ্ছিলেন, ওই ছাত্রীর বক্তব্য চলাকালীন হটাৎ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে পাশে থাকা একজন প্রফেসর দৌঁড়ে গিয়ে একটা ছাতা নিয়ে এসে সে ছাত্রীর মাথার উপর ধরেন। পুরো বক্তব্য চলাকালীন তিনি ছাতাটা ছাত্রীর মাথার উপর ধরে রেখেছিলেন। ইন্টারেস্টিং বিষয় হলো, ওই প্রফেসর একইসাথে ডিপার্টমেন্টের প্রধান এবং শিক্ষকদের লিডারও।
আপনি কল্পনা করতে পারেন, বাংলাদেশের কোনো ভার্সিটি কনভোকেশন অনুষ্ঠানে এমন দৃশ্য?
কখনো নয়। এ ধরনের মানবিক এবং নৈতিক চর্চা আমাদের দেশের শিক্ষকদের মধ্যে গড়ে উঠেনি এবং উঠবেও না। এর অন্যতম কারণ, ইগো। কোনো শিক্ষক এমন মহৎ কাজ করতে যাবে না তার ভেতর প্রচন্ড ইগোর কারণে, তার মধ্যে
সবসময় এই চিন্তা কাজ করে যে, আমি শিক্ষক হয়ে কেন শিক্ষার্থীদের মাথায় ছাতা ধরতে যাব। হোক না বৃষ্টি, তাতে কী!
অথচ দেখেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বের অন্যতম সেরা ভার্সিটিগুলির একটি ভার্সিটির প্রফেসর তার ইগো ঠেলে কনভোকেশনে বক্তব্য দেওয়া কালে বৃষ্টি আসলে অনায়সে একজন ছাত্রীী মাথায় ছাতা ধরে রেখে মানবিকতার পরিচয় দিয়েছেন, একইসাথে অন্যদের নৈতিকতাও শিক্ষা দিলেন।
শিক্ষকতা হলো ঠিক এমনই মহৎ পেশা। শ্রেষ্ঠ মানুষজনই এই পেশায় আসবেন, এটাই স্বাভাবিক রীতি। এই শিক্ষকের কর্মেই তার প্রমাণ মেলে। যে শিক্ষক পাবলিকলি মানুষ হিসেবে ভালো মনের অধিকারী এবং অনুকরণীয় হওয়ার পরিচয় দিয়েছেন মানবিক কর্মের মাধ্যমে, নিশ্চয়ই সেই শিক্ষক ক্লাসরুমেও শিক্ষার্থীদের কাছে সেরা হবেন। তার জন্য সম্মান এবং শ্রদ্ধা।
আক্ষেপের বিষয় হলো, বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় এমন শিক্ষকতার চর্চা নেই। অনুকরণীয় তো পরের বিষয়, মহৎ হৃদয়ের মানুষ এই পেশায় নেই বললেই চলে। আমাদের দেশে ছাত্র-শিক্ষক সম্পর্ক হয়ে গেছে কমার্শিয়াল৷ অথচ ইউরোপ-আমেরিকায় ছাত্র-শিক্ষক সম্পর্ক হলো বন্ধুত্বের, সহযোগিতা, সম্মান এবং ভালোবাসার।
(Collected)
ক্লাস রুটিণ ২য়, ৪র্থ এবং ৬ষ্ট সেমিষ্টার। ক্লাস শুরু ২৩শে জুন ২০২৪। সংশ্লিষ্ঠ সেমিষ্টারের সকল শিক্ষার্থীবৃন্দকে তাদের স্ব-স্ব ক্লাসে সময়মতো এবং নিয়মিত উপস্থিত থাকার অনুরোধ করা হলো।
🌿নোটিশ🌿
ব্যবহারিক পরীক্ষার রুটিন ২০২৪।
সিভিল টেকনোলজি :
রূটিন ভালো করে পড়ে ও বুঝে সময়মতো পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে।
ব্যবহারিক পরীক্ষার রুটিন ২০২৪।
ইলেকট্রিক্যাল টেকনোলজি :
রূটিন ভালো করে পড়ে ও বুঝে সময়মতো পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে।
স্বল্প সময়ে ৪বছর মেয়াদী ডিপ্লোমা শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জীবন গড়তে রাঙ্গামাটি সি এইচ টি পলিটেকনিকেলে ভর্তির জন্য এখনই যোগাযোগ করো 💖 চলতি শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলমান রয়েছে...
Amazing 3D Illusions!!!!!!!
🌿🌹সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা!! 🌺🌿 ঈদ মোবারক!! 🌻🌿
'Iftar Mahfil 2024' held on yesterday(3rd April) at Institute's Campus. Organised By Rangamati CHT Polytechnic Institute......
***শিক্ষাসফর আপডেট***
প্রিয় শিক্ষার্থীবৃন্দসহ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নির্ধারিত ২৮শে ফেব্রুয়ারীর শিক্ষাসফরের জন্য স্থান : GEMCO Plant এবং Baizid Steel Industries Ltd. ২টা স্থানই কনফার্ম হয়েছে।
তাই আমরা অত্যান্ত আনন্দের সাথে ২০২৪ সালের এই শিক্ষাসফর সম্পন্ন করবো বলে আশারাখি।
আমাদের ২ টি বাস কনফার্ম। যারা ৫-৬ জনের মতো টাকা বকেয়া রেখেছো তারা অনতিবিলম্বে টাকা জমা করে ফেলবে!
যারা কমিটিতে রয়েছি তারা সবাই যার যার দ্বায়িত্ব সঠিকভাবে পালন করবে বলে আশাকরি।
টি-শার্টের অর্ডার আমরা আজকে-কালকের মধ্যে করে দিব।
সকলের সহযোগিতায় আমরা আমাদের প্রিয় ইনষ্টিটিউটের ২০২৪ সালের বার্ষিক শিক্ষাসফরকে স্বার্থকরুপ দান করতে বদ্ধপরিকর।
ধন্যবাদ সবাইকে।
***নোটিশ***
_______________________________________________
প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ, সবাইকে মহান আন্তর্জাতিক ভাষা দিবসের শুভেচ্ছা!!!!!!
আমাদের শিক্ষা সফরের নতুন তারিখ ২২শে ফেব্রুয়ারীর পরিবর্তে ২৮শে ফেব্রুয়ারী নির্ধারণ করা হয়েছে। তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত ম্যানেজম্যান্ট থেকে এসেছে। যাই হোক, আমরা আরো ৫-৬ দিন বেশি সময় পাচ্ছি। ইতিমধ্যে যারা না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে ব্যাস্ততা ও বিভিন্ন কারণে, আশাকরি তারাও এবার যোগ হতে পারবে।
ম্যানেজম্যান্ট থেকে আরেকটি সিদ্ধান্ত জানিয়ে দিতে বলা হয়েছে, তা হলো-
কোন ছাত্র-ছাত্রী ইচ্ছাকৃত শিক্ষা সফরে না গেলে তার সেশান ফি'র সাথে ৫০০/=টাকা এড করে আদায় করা হবে।
তাই অনুরোধ থাকবে সকলের প্রতি, যারা শিক্ষাসফরের সংবাদ এখনো পায়নি তাদেরকে খবরটি জানানো এবং ২৫ তারিখের মধ্যে শুভেচ্ছা ফি ৫০০/=টাকা জমা করে দেয়ার জন্য।
ধন্যবাদ।
প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ, আনন্দের সাথে জানাচ্ছি যে, এবার আমাদের প্রতিষ্ঠাণের বার্ষিক শিক্ষাসফর/পিকনিক হচ্ছে! অধ্যয়নরত সকল ছাত্র-ছাত্রীদের চাঁদার পরিমাণ : ৫০০ টাকা করে মাত্র! তাই আশাকরি, একজন ছাত্ত-ছাত্রী ও অংশগ্রহণ ছাড়া থাকবে না! যার যার ক্লাসের সবাইকে জানিয়ে দিবে এবং স্ব স্ব ক্লাসে উপস্থিত হতে বলবে।
স্হান : ড্রাই ডক+বংগবন্ধু টানেল চট্টগ্রাম+ সী-বীচ
তারিখ : ২২/২৪ শে ফেব্রুয়ারী ২০২৪
ধন্যবাদ।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Baside Rani Dayamoyee High School
Rangamati
4500
Durchari , Baghaichari
Rangamati, 4580
It is an educational page. We publish articles of about potentiality of the students and help them d
Baraichari, Kaptai Road
Rangamati, 4530
This is the only official page of Karnafuli Govt. College. For the publishing of any other p
Rangamati
This is an Educational group for University students from Banduk Bhanga.
Langadu
Rangamati, 4580
The page can be geared towards students,Education,travelling and professional in the life style
Rangamati, 4500
Obhai ebook is an online marketplace for books. Obhai ebook page from 20 of booksellers around the whole Rangamati.