
Happy New Year 2022🌹
This is the official page of Stars of Success club (SOS),RMSTU. Welcome to our page.The Purposes of The Purposes of this SOS Club are as follows:
1.
Stars of Success club is a club to help youths with the skills they need for becoming successful in 21st century. To enhance the prospect of employment for the participants by helping them develop various skills.
2. To practise and enhance the positive skills.
3. To develop life skills such as leadership skills, communication skills, emotional Intelligence skills, study skills, problem solving
Operating as usual
Happy New Year 2022🌹
একটি শোক সংবাদ।
স্টারস অব সাকসেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট পাবলিক রিলেশন (VPPR) এর মায়ের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।
#ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ ওনার সব দোষ ক্ষমা করে দিয়ে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন ।
#আমিন
মানবিক সহায়তায় #মায়ের #চিকিৎসা করাতে চায় তাসনিয়া
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfGKISidc2Q--Lhj8cGsZBut-H5XXJPaiG51pij7B-Pr6ynCg/viewform
SOS Club RMSTU In this form, we are collecting your thoughts and ideas so that we can reach more people by our club. Who knows your thoughts might be better...
https://docs.google.com/spreadsheets/d/1CuyQTA0vJ71ZsGq__K26fLNefhqytL0kKRfg0x8oiuU/edit?usp=sharing
Google Sheets - create and edit spreadsheets online, for free. Create a new spreadsheet and edit with others at the same time -- from your computer, phone or tablet. Get stuff done with or without an internet connection. Use Sheets to edit Excel files. Free from Google.
أهلاً سهلان ماهي رمضان
May the holy month of Ramadan and the first Baishakh bring endless joy in everyone's life. Let all suffering and filth be erased with the touch of holiness.
Happy Ramadan Mubarak and Pohela Boishakh.❤️
©Tahmina Ahmad Tasnia
VP of Public Relations,
Stars of Success Club, RMSTU
Rangamati Science & Technology University
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা স্যার।🎉🎉🎂🎈
Happy Birthday to you..
Many many happy returns of the day..
সবসময় এভাবে হাসিখুশি থাকুন এবং সুস্থ থাকুন এবং আমাদের পাশে থেকে সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে যান এ কামনা করি।❤️
It's time to show your awesomeness in programing.
RMSTU BANGABANDHU Online Divisional Programming Contest 2021
Registration now at https://bdpc.rmstu.edu.bd
Let the spirit of freedom spread in everyone's life. Let this be our pledge in these fifty years of independence.
"Happy Independence Day" everyone.💗
💥সুবর্ণ সুযোগ💥
Stars দের জন্য এক বিরাট সুখবর!
আমাদের Stars of Success Club নিয়ে এলো এক নতুন সংযোজন। যাদের দেশের বাহিরে গিয়ে পড়ার ইচ্ছা আছে বা যারা সম্পূর্ণ স্কলারশিপ পেয়ে বিদেশে পড়ার সুযোগ লুফে নিতে চান,তাদের জন্য এই গ্রুপ।
যেখান থেকে বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়া হবে।
Don't be late. Please join this group🔥
https://www.youthop.com/scholarships/fully-funded-commonwealth-shared-scholarships-2021-22-in-uk?ref=home_latest-additions
Fully Funded Commonwealth Shared Scholarships 2021-22 in UK A Commonwealth Shared Scholarship covers fees, fares, and personal maintenance.
করোনার দীর্ঘ ছুটিতে একঘেয়েমি মনোভাব, মানসিক বিপর্যস্ততা ও হতাশাগ্রস্থ হয়ে পড়ছেন দেশের ৮৬.৪ শতাংশ শিক্ষার্থী।
মানসিক অবসাদ ও বিষন্নতা দূর করতে আগামী মিটিং এ থাকবে বিশেষ কিছু মেডিটেশনের উপরে আলোচনা।
শুধু শিক্ষা নয় প্রকৃত সুখী হতে গেলে স্বাস্থ্যের উপরেও গুরুত্ব দিতে হবে।😄
"মাগো, ওরা বলে,
সবার কথা কেড়ে নেবে
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না।
বলো, মা, তাই কি হয়?
তাইতো আমার দেরী হচ্ছে।
তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে
তবেই না বাড়ী ফিরবো।
লক্ষ্মী মা রাগ ক’রো না,
মাত্রতো আর কটা দিন।"
~আবু জাফর ওবায়দুল্লাহ
অনেক আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই ভাষা,আমাদের প্রাণের বাংলা ভাষা। আজকের এই দিন টি হোক,বাংলা কে ঘিরে,বাংলা ভাষাকে ঘিরে।🇧🇩
সবাইকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের শুভেচ্ছা💚🇧🇩
Stars of Success Club.
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
Poster credit: Tahmina Tasnia
💥 Hello Stars💥
How is your day going now?
The time for our next meeting has come closer. We will have our next meeting on Friday,12 February. The topic of our next meeting is "Self-discipline".
What is Self-Discipline? Self-discipline is the ability to do what you should be doing. Self-discipline often means putting off your immediate comfort or wishes in favor of longterm success.
Come to the next meeting to be the star of success. Show your hidden talent!🔥
On behalf of,
Tahmina Ahmad Tasnia
Vice president of Public Relations
Thank you😊
অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা রইলো। আশা করি আমাদের সকল স্টার অনেক ভালো ভাবে নিরাপদে দিন পার করছেন। আপনাদের উৎসাহ ও সার্পোট পেয়ে আমরা সত্যি আনন্দিত। আপনাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ।
নতুন বছর উপলক্ষে বছরের প্রথম দিন সবাইকে সাথে নিয়ে জুম মিটিংয়ে লাইভ একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে স্টারস্ অব সাকসেস ক্লাব। আমরা আশাবাদি আপনারা সবাই আমাদের অনুষ্ঠানে যোগদান করবেন।
আপনাদের সুসাস্থ্য ও সুন্দর জীবন কামনা করি।
New Year 2021
Warmest congratulations for all the best performers of previous meeting. These are the certificates for your achievements.🎉🎉
The best performers of previous meeting were:
Best Ice breaking speaker: Mohammad Rakib
Best Table topic speaker: Ummey Habiba Saima.
Best Evaluator: Khoai Tripura Puja.
Best performer: Chaiti Ghosh
We believe you have the creativity and determination to do whatever you can dream.😊 Please,share your experience with us. How do you feeling after receiving this wonderful certificate?
We hope you feel proud and confident in your ability to rise to your next challenge.💞
Those who have not been able to win, go ahead without being upset. Give yourself your best later. Prove that you are also a bright star.💫
🌟 Everyone be ready to be star 🌟
🌟Hello stars🌟
It’s just a few hours for the meeting🥳 .The rising stars will play roles . A great session is waiting for us 🍁.
It’s essential knowing English to communicate with the world . Speaking English is not a theoretical issue . It’s a practical issue . Being able to speak English is a valuable skill.🌺
✨Join us to improve your skills . Join us to become a star .✨
💥We hope you will join us.💥
স্বাধীনতার ৪৯ বছরে পদার্পণের শুরুতে অসীম শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালবাসার সাথে স্মরণ করছি লক্ষ শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো মা-বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ।🇧🇩🇧🇩🇧🇩
💥Good morning Stars💥
You will be happy to know that the topics of our next meeting have been scheduled for Victory Day.
Our upcoming meetings topic is "VICTORIES & ACHIEVEMENT OF OUR LIFE"
You are also welcome to our next meeting.😊
Thank you.
Poster credit: Gobinda
16th December is a red letter day for the people of Bangladesh. A day that deserves to be celebrated.
Let's celebration 🎉
Happy Victory day of Bangladesh ❣️❣️
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
At a glance ☺️
One year celebration 🎉🎂🎈
Video credit:Tasnia
Vice president of PR
Stars of success CLUB
শুভ জন্মদিন স্টারস্ অব সাকসেস ক্লাব। 🎂🎂🎂
ঠিক এক বছর আগেই এই দিনেই একটি নির্বাচনের মাধ্যমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছোট ক্যাম্পাসে এক ঝাঁক শিক্ষার্থী ও শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলীর হাত ধরেই জন্ম নিয়েছিলো স্টারস্ অব সাকসেস ক্লাব। দেখতে দেখতে আজ এক বছর। সময়ের চাকার সাথে বেড়েছে ক্লাবের গতি। ক্লাবের নতুন চিন্তা ভাবনার সাথে যুক্ত হয়েছে দেশ বিদেশের নামকরা গুণীজন,সম্ভ্রান্ত ব্যাক্তিবর্গ ও নতুন নতুন সদস্য।
ক্লাবের পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা। আপনাদের অনুপ্রেরণায় আমাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি❤️
#আহসান হাবীব (প্রেসিডেন্ট স্টারস্ অব সাকসেস ক্লাব)
💥Hello Stars💥
We just ended our today's meeting!
Warm wishes for everyone.💞
We were enjoyed a lot. Our jokes master shared a joke with everyone and that was awesome . Our President shared his thaughtfull speech to us. He wished us warmly.
Then Master of ceremony performed his performance through meeting.
The Table Topic master had performed her table topic sessions very well.
After that's, Our mentor sir throughout a speech for us on the topic Passion VS Profession. He advised us and couraged us for performing well.
✨Finally,result of our today's meeting✨
Best Performer : Shihabul kobir
Best Ice Breaking Speaker : Noor Sayed Faisal
Best Evaluator : Tahmina Ahmad Tasnia
Best Table Topic Speaker : Khoai Tripura Puja
Congratulations everyone ❤️
Speech given by Rana Sir...
What are the benefits of joining a SoS Club?
One of the main reasons is that you can improve your communication skills without spending any money. As you all know, communication skills is the number one skill that all employers look for in candidates. You need it for your oral defense, job interviews, BCS oral, and at every minute during your work.
I recently received a message from a student who requested me to advise him on how he can improve his communications skills. I quote his message below:
Quote
" Dear Sir,
Hope you are doing great.
From the very beginning of my career journey, I had an aim to improve my public speaking skill. I have heard of a Toastmasters Club which helps its member to practice and improve public speaking skill.
You are a very prominent public speaker and Toastmasters Club awardee.
Could you please let me know how can I join?
Thank you.
" unquote
What did I do?
I sent a link to Toastmasters International from which he can find a suitable club. Unfortunately, he may not join the club due to huge membership fees. I told him that, we started our Stars of Success(SoS) club to overcome the challenge of higher cost and allow to get the same benefits of Toastmasters Club without paying expensive membership fees.
I think those who have joined SoS Club and are regularly participating in club activities are definitely lucky and wise.
Tomorrow (Friday, 20th Nov 2020 at 7.30 pm) you have a golden opportunity to see what a SoS club is about. Let us know if you are joining it for the first time.
©Rana Chakma
Chairman of CSE department
Rangamati Science & Technology University
Poster:Tasnia
Hello stars ✨. New meeting of Stars of Success Club are going to be held tomorrow .🌹The topic of our meeting is Passion vs Profession 🌹. Passion is a compelling tendency to put more energy into or an express enthusiasm towards what one loves or dislikes. When passion describes 'grit' it denotes perseverance for long-time goals . Profession is a large trade-oriented set of skills that players incrementally learn from a trainer by individuals regardless of divisions of race, or class."🌟
You all are welcome to the meeting . The meeting will held tomorrow (Friday) at 7:30 pm.
Join us to experience something awesome. ✨✨
আমেরিকার বিখ্যাত ভার্সিটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির তালিকায় পৃথিবীর টপ ২% সায়েন্টিস্টদের মধ্যে একজন হিসেবে মনোনীত হওয়ার গৌরব অর্জন করেছেন রাবিপ্রবির সি এস ই বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাঈদ আসাদুজ্জামান স্যার।
of Success Club এর পক্ষ থেকে স্যারকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন।
💥Hello Stars💥
Legend says,
"Keep your eyes on the stars and your feet on the ground"
If you want to be successful, you have to dream first. If you want to touch the dream, you have to have the desire to succeed. Let's find out, that experience of Dream towards Success.
Our next meeting is held on tommorow at 7:30 pm.
Please join upcoming meeting and show your hidden talent & Bring out the best in you.🙂
Poster Credit: Gobinda Bhattacharje
Happy Birthday Mithun Dutta Sir.🎂🎂🎂
Many many happy returns of the day❤️
Warmest congratulations ✨🌟 for all the best performers of previous meeting. These are the certificates for your achievements .
The best performers 🌹 of previous meeting were….:
Best Ice breaking speaker was Ahmed Tasnia
Best Table topic speaker was Mahmud Zayeef
Best Evaluator was Ghosh
Best performer was *ta Chakma
We believe you have the creativity and determination to do whatever you can dream 🌹. We hope you feel proud and confident in your ability to rise to your next challenge.♥️♥️♥️
শুভ সকাল,
প্রতিটা সকাল শুরু হয় আমাদের নতুন কোনো স্বপ্ন নিয়ে। আর এই স্বপ্ন কে কেন্দ্র করেই আমাদের পথচলা। আর এই স্বপ্ন কে বাস্তবায়ন করতে SoS-Stars of Success ক্লাবের পথচলা। জীবনে সফল হতে হলে আগে একটি লক্ষ্য নির্ধারন করতে হয় । এই লক্ষ্য পূরন করার জন্য স্বপ্ন দেখতে হয় । অধিকাংশ মানুষই সফলতা অর্জনে ব্যর্থ হয় । কারণ তারা জানেনা স্বপ্ন কভাবে দেখতে হয় । যে কোনো সাফল্য বা অর্জনের মূলেই থাকে একটি স্বপ্ন । এটাই মানুষকে পরিশ্রম করায় , অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করতে উৎসাহ দেয় । একজন মানুষের জীবনের ছোট বড় যে কোনো অর্জনের পেছনে থাকে একটি স্বপ্ন । এটা মানুষকে প্রতিদিন , প্রতিমুহুর্তে অনুপ্রেরণা দেয় , যার মাঝে স্বপ্ন নেই তার মাঝে আশা বা উৎসাহ নেই।
স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না। - এ পি জে আব্দুল কালাম.
আসুন আমরা একতাবদ্ধ হয়ে স্বপ্ন পূরনের প্রত্যাশায় ক্লাবের সাথে দৃঢ় প্রতিজ্ঞ হই। এটাই সবার পক্ষ থেকে আমার একান্ত কামনা। SoS-Stars of Success ক্লাব সবসময় নতুন নতুন মুখ দেখতে আগ্রহী।
So, Chase your dreams.
Show your hidden talent.
Bring out the best in you.
Thank you all...🙂
Written by :
Acs Robiul Islam
VP of Public Relations
SoS-Stars of Success club
6th Batch,Dept. of CSE
Special Credit goes to :
Tahmina Ahmed Tasnia
VP of Public Relations
SoS-Stars of Success club
6th Batch,Dept. of CSE
💥বই পড়ার অভিজ্ঞতা -২💥
“নেভার স্টপ লার্নিং"
-আইমান সাদিক
আমাদের অধিকাংশই বই বলতে মূলত দুরকমের বইকে বুঝি! একটা পাঠ্যবই অন্যটা গল্পের বই। হাজারাে ফিকশনের ভীড়ে আমরা আজকাল অন্য কোনও বিষয় নিয়েও যে লেখা যেতে পারে তা ভুলতেই বসেছি।বই পড়ে আমরা আমাদের কল্পনাশক্তি সৃজনশীলতা ইত্যাদি গুণাবলির বিকাশ ঘটাতে পারি। কেমন হতাে যদি বই পড়ে বদলে ফেলা যেত নিজেকে? শেখা যেতাে হতাশা থেকে মুক্তি পাওয়ার, অপরিচিত কারও সাথে প্রথমবারের মতাে ফোনে কথা বলার কিংবা সময়কে সঠিকভাবে কাজে লাগানাের মতাে দারুণ কার্যকর অভিজ্ঞতা এবং বাস্তব জীবনে অত্যন্ত প্রয়ােজনীয় কিছু কৌশল।
এ বিষয়ে 'Never Stop Learning' বইটিতে সংক্ষেপে কিছু কৌশল বর্ণিত আছে।
পড়ে ফেলুন এই মূল্যবান বইটি,আর প্রসারিত করুন আপনার জ্ঞান।🙂
ধন্যবাদ😇
অভিজ্ঞতায়,
তাহমিনা আহমদ তাসনিয়া
Dept. Of CSE, 6th Batch
RMSTU.
On the last meeting during 16 October, we had a wonderful time 😊
Let's share with you.
The jokes master Gobinda
Shared with us a beautiful jokes.
Here it is:
👉A Little Girl Asked Her Mother: “How Did The Human Race Start?”
The Mother Answered: “God Made Adam And Eve And They Had Children, And So All Mankind Was Made”
Two Days Later The Girl Asked Her Father The Same Question.
The Father Answered: “Many Years Ago There Were Monkeys From Which The Human Race Evolved”
The Confused Girl Returned To Her Mother And Said: “Mom, How Is It Possible That You Told Me The Human Race Was Created By God, And Dad Said They Developed From Monkeys?”
The Mother Answered: “Well Dear, It Is Very Simple. I Told You About My Side Of The Family, And Your Father Told You About His“.
😄😄😄😄
The word Master Arpi shared an important word with us.
Here It is:
👉Deferential
Deferential is an adjective.
Meaning: Showing respect
Example: if you ever have the chance to meet the president,stand up and be deferential.
Thank you.🙂
Stay with us & learn more.
Rmstu Sos Club
⏳
"Time is an illusion." - Albert Einstein
The nature of time is a complex thing. It's impossible for someone to control or influence the flow of time. But it's possible for someone to become the master of "Time Management"! Being the master of your time means getting more done, staying energized, and doing more things you enjoy. But unfortunately,time is limited! No matter how hard we try to slice it,we get only 24 hours a day. Within this short period of time,we are to do a lot of things. Our ultimate goal is to gain success! But the way to success is not very easy.
"If you really look closely, most overnight successes took a long time." -Steve Jobs
Managing time effectively is the most important key to success. One can accomplish more with less effort, ability to make decision in difficult situation improves, and finally become more successful in life. But it's not so easy as it sounds. There are some certain principles in this regard, which includes-
1. Commitment: One has to be committed to devote time to a specific task, otherwise the task shouldn't be put in the schedule. Be brutally realistic,not idealistic while making the schedule.
2. Pursue fun with a vengeance: One has to make time for enjoyable and satisfying activities like sports, organisations, entertainment or other interests.
3. One thing at a time: The word "Multitasking" is nothing but a myth. Actually, we only switch several tasks back and forth which consumes more time,more cost, more power and also the tasks are not properly done. So stick to one task,finish it in due time and then start another one.
4. Focus on task: Time is a valuable thing,but if we rush to do several works in a limited time, it becomes worse. So determination and focus are must to a specific task is a must.
5. Routine: One can make routine on daily work basis,but following it is very difficult. So it has to become a habit, and good habits make life easier.
6. Flexibility: Make some free time slots in the schedule, so that whenever we cannot finish the fixed task in due time,then it can be done in this free time. This free time is called "make-up time".
7. Making proper environment: This requires both physical and mental support. Minimisation of distraction and maximisation of focus can lead one to success.
Finally I can say that, choosing your goal is your own choice. It is you and only you who can decide to become successful in life or not. If you choose the right path, success is not so far from you.
Thank you. ☺️
🌟 Hello Stars 🌟
Welcome our next zoom meeting..
Tommorow at 7:30 pm.
Please join on just time.
Thank you.🙂
Share with your friend and invite them🙂
Poster credit: Tasnia
Vice President of PR,
Rmstu Sos Club
আমরা সবাই কম বেশি বই পড়ি। আর যখন প্রচণ্ড হতাশা আমাদের ঘিরে রাখে তখন মোটিভেশনাল বই পড়তে কার না ভালো লাগে!
একঘেয়েমি পাঠ্য বই থেকে বের হয়ে নিজেকে আরেকটু ঝালিয়ে নেওয়ার জন্য হলেও কিছু অনুপ্রেরণা মূলক বই পড়া প্রয়োজন।
তেমনই একটা বই বরেণ্য লেখক আনিসুল হকের "সফল যদি হতে চাও"।
বইয়ের শুরুতে লেখক নাটকীয়ভাবে নিজেকে ব্যর্থ বলে গণ্য করেছেন। আর সফলতার পরামর্শ দানের বেলায় ব্যর্থরা সফলদের চেয়ে সফল। আমাদের পথ চলার মধ্যে আমরা সবাই কোনো না কোনো ভাবে ব্যর্থ হই,আর ব্যর্থতা আমাদের এভাবে নিজেকে হতাশাগ্রস্ত করে দেয় আমরা পুনরায় স্বপ্ন দেখার কথা ভুলেই যায়। কিন্তু এ ব্যর্থতাকে আশীর্বাদ হিসেবে নিয়ে ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা সফলতার কেন্দ্রে পৌঁছে যেতে পারি।
বইটি লেখক শুরু করেছেন স্বপ্ন দিয়ে। স্বপ্ন কী? স্বপ্ন দেখলে তা পূর্ণ হওয়া কতটা জরুরী? শুরুর দিকে আছে এ. পি. জে আবদুল কালামের ব্যর্থতার গল্প। তিনি হতে চেয়েছিলেন বিমানবাহিনীর পাইলট। দেরাদুন গিয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন। আটজনকে নেওয়া হয়, আর তিনি পরীক্ষায় হলেন নবম।এ. পি. জে আব্দুল কালামের মতো হুমায়ূন আহমেদ, অধ্যাপক এম জাহিদ হাসান, বিল গেটস ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের আইনস্টাইন এফ. আর. খান ছাড়াও আরো অনেক সফল ব্যক্তিদের সফলতার গল্প এখানে উঠে এসেছে।
সবকিছুর সারমর্ম হিসেবে বলা যায়, লেখক বলতে চেয়েছেন আমাদের শুধু পরীক্ষার ফলের উপর গুরুত্ব না দিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে আবৃত্তি, সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিতে হবে। মনে রাখতে হবে, ২০ জন শীর্ষ ধনীর মধ্য ১ জনও ক্লাসের ফার্স্ট বয় নেই।
বইয়ের মতে সফল হওয়ার সূত্র আসলে এই-
১. যা ভালো লাগে তা-ই করো;
২. কাজকে ভালোবাসো, ফলকে নয়। কাজ উপভোগ করে ফলের আশা করে কাজ করো না;
৩. প্রচুর পড়ো;
৪. শিল্প, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, সমাজসেবা, মানুষের সেবার চর্চা করো;
৫. নৈতিক মূল্যবোধ বজায় রাখো;
৬. স্বাস্থ্য ভালো রাখো;
৭. অন্যের সাফল্যে খুশি হও;
৮. যােগাযােগ বাড়াও। নিজেকে প্রকাশ করতে শেখাে;
৯. প্রচণ্ড সাধনা করো;
১০. ব্যর্থতায় ভেঙে পড়ে না।
সফলতা বলতে শুধু যে নিজের লক্ষ্যে পৌঁছানো বা লেখাপড়া করে গাড়ি চড়া তা নয়। সফলতা হলো জীবনকে সুন্দর করা, নিজের দক্ষতা ও যোগ্যতার সীমাকে প্রসারিত করা। জীবন ও জগৎ সম্পর্কে কৌতূহল ও সচেতন করে তোলা। মানবতার উপকারে আসা।
বইটি আমার গত বছরের পড়া,যখন ভর্তি পরীক্ষা নামক হতাশা জর্জরিত করে দিচ্ছিলো তখন একটু শান্তির আশায় আমি বাতিঘরে গিয়ে বইটি পড়ি।
তাই নিজে কে মোটিভেটেড করা এ বইয়ের অভিজ্ঞতা আমি সবার সাথে শেয়ার করলাম।🙂
বিদ্র: আমরা সবাই বই পড়ি,আমাদের ভালো লাগার বই গুলো নিজে পড়ার পাশাপাশি আমরা এভাবে সবার সাথে শেয়ার করে সবার অজানা দুয়ার টাকে উন্মোচিত করে দিতে পারি। নিজে পড়ুন এবং অন্যকেও জানান।
ধন্যবাদ🙂
এটা আমাদের সস ক্লাবের নতুন উদ্যোগ😇নিজেকে ঝালিয়ে নিতে সস ক্লাব আপনাকে আরেকটা সুযোগ করে দিচ্ছে। Be proud☺️
লেখা: তাহমিনা আহমদ তাসনিয়া
Dept of CSE,
6th batch, RMSTU
🌟 Hello Stars 🌟
How are you all? I hope you are well by the grace of Almighty.🙂
On the last meeting, we decided that the theme of our next meeting is "Life & Success".🔥
The table topic session is open for all.
So,join our next club meeting & show your hidden talent. We are eagerly wanted to accept new member & wanted to see their beautiful performance.😇
N:B_The winners will be given attractive certificates on behalf of the club.
So don't hesitate, join our upcoming meeting.
Thank you.
On behalf,
Tahmina Ahmad Tasnia
Vice President of PR
SOS club, Rmstu Sos Club
This beautiful poster credit:
Gobinda Bhattacharjee
Vice President of Education
RMSTU sos club.
🌟Hello Stars🌟
Good morning.♥️
How are you all? I hope you are well..☺️
আর মাত্র কয়েক ঘন্টা বাকী! সন্ধ্যে সাড়ে সাত টা বাজে আমাদের কাঙ্ক্ষিত মিটিং আরম্ভ হতে যাচ্ছে।
আশা রাখছি,সবাই যার যার মূল্যবান সময় নিয়ে আজ সঠিক সময়ে মিটিং এ যোগদান করবেন। মিটিং শুরু হাওয়ার অন্তত ১০মিনিট আগে লিংকে প্রবেশ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হলো।
আমাদের সম্মানিত রানা স্যার এর উপদেশ নিয়ে আমি সাদরে আমন্ত্রণ জানাচ্ছি যারা এতো দিন যাবত আমাদের এই ক্লাব এর সাথে যুক্ত থেকে অক্লান্ত পরিশ্রম করে গেছেন তাদের..😊
আজ আপনাদের মুল্যবান সময় টুকু আমাদের দিলে আমরা কৃতজ্ঞ থাকবো।
আর বাকি নতুন পুরাতন সকল মেম্বার কে আমন্ত্রণ জানাচ্ছি আজ বিশেষ সুযোগ সবার জন্য নিজের লিডারশিপ বেছে নেওয়ার। আশা রাখবো সবাই যার যার পছনদানুযায়ী লিডারশিপ নিতে মিটিং এ সঠিক সময়ে যোগদান করবেন।
আজ আমাদের সাথে মিটিং এ থাকছেন তো? অবশ্যই কমেন্ট বক্সে জানান!😃
অনুরোধক্রমে,
তাহমিনা আহমদ তাসনিয়া,
Vice President of PR,
SOS club, RMSTU.
বি দ্রঃ লিংক যথাসময়ে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া হবে। ক্লাব এর প্রাইভেসি রক্ষার্থে এখানে দেওয়া হলো না। যারা মেসেঞ্জার গ্রুপে এড নেই। প্লিজ কমেন্ট বক্সে জানান।
ধন্যবাদ🙂
SoS-Stars of Success . অনেকেই এই ক্লাব এর সাথে পরচিত আছেন । আগামীকাল (০৯/১০/২০২০) রোজ শুক্রবার সন্ধ্যা ৭:৩০ টায় ক্লাব এর অনলাইন সভা অনুষ্ঠিত হবে ।যেখানে উপস্থিত থাকবেন ক্লাব সকল কমিটি মেম্বার সহ সিএসই ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান শ্রদ্ধেয় রানা চাকমা স্যার ।
আমাদের এই সভার মূল উদ্দেশ্য হবে,-
১.Executive committee তে বাকি খালি পদ গুলো পূরণ করা।
২.১৬ই অক্টোবর ২০২০ এ যে আমাদের ক্লাবের নিয়মিত মিটিং অনুষ্ঠিত হবে,তার জন্য মিটিং এজেন্ডা তৈরি করা।
৩.উল্লেখিত মিটিং এ কে কোন দায়িত্ব পালন করবে, তা নির্ধারণ করা।
৪.উল্লেখিত মিটিং এর theme choose করা।
৫.১৬তারিখ যে মিটিং টি হবে,টা প্রচার কার্যের জন্য দায়িত্ব বুঝিয়ে দেয়া।
আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি ।
বি.দ্র. নির্দিষ্ট সময়ে জুম লিংক দিয়ে দেয়া হবে.
সস ক্লাব,RMSTU এর পক্ষ থেকে আয়োজিত মিটিং এ একজন বেস্ট টেবিল টপিক স্পিকারের ক্লাব এ যোগদান করার অভিজ্ঞতা।
অভিজ্ঞতা বর্ণনায়: Adnan Mobarok Ahad
Vice President of Membership
Dept of CSE, 6th batch, RMSTU...
Direct speech:
✍️আমরা সবাই আসলে এটা মনে করি যে "পড়ালেখার চাপে বাঁচি না আবার এইদিকে club এর কাজও করব। এতকিছু সামলাতে পারবা না "। এটা মুলত সবার মাথায় বেশি চলে।
সত্যি বলব মিথ্যা না আমি নিজেও শুরুতে এমনটাই মনে করছিলাম যে আসলেই পারব কি না এতকিছু করতে।
তারপরও সাহস করে join করি।
But join করার পর যা দেখছি আর বুঝছি তা দেখে আমি রীতিমতো অনেক সহজ অনুভব করছি। মানে বিষয়টা যতটা কঠিন মনে হয়ছিল তা একদমি না।
আমি সবাইকে এটা বলতে চাই যে এখানে রানা স্যার আর হাতে গণা কয়েকটা বড় ভাইয়া আর আপু ছাড়া প্রায় আমরা সবাই ভুল English এ কথা বলি। বলতে গেলে যা মনে বা মাথায় আসে তাই বলি একদম freely. এতে আরকিছু লাভ হোক বা না হোক আমাদের একটা বড় লাভ সেদিনই হয় English সবার সমানে কথা বলার সে জড়তাটা ভাঙ্গে। ভুল হলে হোক গা ভাই atlest try তো করছি। এখনো কেউ হাসে না পারলে আরও হাত তালি দেয় মুখ থেকে English word বের করছি just শুধু এর জন্যই আর কিছুর জন্য না। ভুল হলে হোক আস্তে আস্তে ভুল করতে করতে ঠিক হবে এটাই সবাই বিবেচনা করে।
অধিকাংশ সময় আমরা meeting এ চুপচাপ এই থাকি যদি না আমার বলার সময় আসে বা আমাকে কিছু বলতে বলা হয়।তাও আমার বলার সময় আসলে আমাকে 2 min English এ কথা বলতে হয়।যদি তাও না পারি এর আগে শেষ করে দিতে চাই ব্যক্তব তাহলেও সেটাও ঠিক আছে।কোন বকা ঝকা বা লজ্জার কিছুই নাই।
কেউ যদি মনে করে যে 10 min - 12 min english এ কথা বলতে হবে তাহলে আমি তার ভুল ধারণাটাকে ভেঙ্গে দিলাম।
আমাকে যা যা বলতে হবে বা ready করে রাখতে হবে তা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়। অন্তত একটা মিটিং থেকে আরেকটা মিটিং এর মাঝে অনেক লম্বা একটা সময়ের ব্যবধান থাকে। তো মিটিং টাতে বলে দেওয়া হবে যে তোমার পরের মিটিং এ কি করতে হবে..
শ্রদ্ধেয় Rana Chakma স্যারের জন্য একটা হাত তালি দেওয়া উচিত।😊কারণ আমার মনে হয় না কোন versity তে এমনভাবে একটা club গঠন করে কোন স্যার এত সুন্দর করে সবার সাথে কথা বলে বিষয়গুলাকে বুঝায় support করে বা এতটা মাথা ঘামায়।তো এটা আমাদের জন্য অনেক বড় একটা + point যে একটা স্যার আমাদের সাথে অনেক ভাল ভাবে connected আর আমাদের ভালোর কথা এতটা চিন্তা করে।
আবার আসি কি কি লাভ হবে সেটা নিয়ে-
তো লাভ এটাই হবে যে আপনি যখন চাকরীর জন্য ভাইবা তে যাবেন তখন সবকিছু আপনার থেকে English এ বলতে হবে আপনি যদি এই Club এর সাথে যুক্ত থাকেন তাহলে আপনি ঐদিনটাই যে সফলতা আসবে সেটার জন্য এই club টাকে এবং রানা স্যারকে ধন্যবাদ দিবেন।
আর অনেক ভাল ভাল বিশ্ববিদ্যালয়ের ভাল ভাল student ভাইবা তে গিয়ে অনেক বড় একটা ভয়ের সম্মুখীন হয়। মুলত English এ কথা বলার skill টা না থাকার ধরুন এমনটা হয়। কারণ আপনি অনেক ভাল programming পরেন বা CSE বিষয়ে একজন ভাল শিক্ষার্থী কিন্তু একটা code English এ বলে কাউকে বুঝাই দিতে পারলেন না তাহলে তো অনেক ভয়ানক একটা বিষয়।😊
এছাড়াও আপনি এখানে উপস্থাপনা করা শিখতেছেন আরও বিভিন্ন দ্বায়িত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করতেছেন যেগুলা একমাত্র আপনি add হলেই বুঝতে পারবেন তা না হলে না।
আমি আমার দ্বায়িত্ব টা পালন করতেছি যাতে আমরা সবাই যারা আগ্রহী তারা একসাথে সমানে এগিয়ে যেতে পারি কেউ যাতে কোন একটা বিষয়ে পিছে পড়ে না থাকেন।
আশা করি আমি সবাইকে club এর গুরুত্ব টা বুঝাইতে পারছি। আর মাত্র দুইটা মিটিং মাসে তাও আবার এক দেড় ঘণ্টার জন্য.
আপনার ভবিষ্যতের শুভ কমনা করছি।😊
Collected &
Poster credit:Tasnia,
Vice President of PR,
SOS club, RMSTU..
Regular coaching of all departments for Government / Private Polytechnic students.
এটি রাঙ্গামাটি কলেজের ছাত্রদের দ্বারা পরিচালিত বিনোদনধর্মী পেজ। এর সাথে কলেজের কোন সম্পর্ক নেই।
আহলে সুন্নাত ওয়াল জামাত -ই একমাত্র জান্নাতি দল। সরল পথে আসুন। সুন্নাহ অনুসারে জীবন গড়ুন। Azan 24
Educational consultancy refers to a service that provides guidance, support, and expertise to educational institutions, professionals, and individuals seeking to improve their educational practices or achieve their educational goals.
সন্তান আপনার, গড়ে তোলার দায়িত্ব আমাদে?
This is an official page of Shortcut Solution. Please follow this page. Stay tuned with me. Thank yo