
১১/০৬/২০২৩
It's a page created to post study content for the studentof Kids Explorer School. Rangamati(sadar),
Operating as usual
১১/০৬/২০২৩
সম্মানিত অভিভাবক বৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১০/০৬/২০২৩ রোজ শনিবারের পরিক্ষাগুলো স্থগিত করা হলো,পরবর্তীতে আবার ১০/০৬/২০২৩ তারিখের পরিক্ষাগুলো কবে নেয়া হবে, তা জানিয়ে দেওয়া হবে।
ধন্যবাদান্তে
অধ্যক্ষ
কিডস এক্সপ্লোরার স্কুল
তৃতীয় শ্রেণী।
বাংলা ১ম পত্রের প্রশ্নের
নমুনা(২০২৩)
নিচের গদ্যাংশটি পড়ে ১,২,৩,৪ নং প্রশ্নের উত্তর দাও।
১. সঠিক উত্তর ৫ টি।
২. শব্দের অর্থ ৫ টি।
৩. শূন্যস্থান পূরণ ৫ টি।
৪. প্রশ্নের উত্তর লিখ।
নিচের কবিতাংশটি পড়ে ৫,৬,
৭,৮ নংপ্রশ্নের উত্তর দাও।
৫. সঠিক উত্তর।
৬. শব্দের অর্থ।
৭.শূন্যস্থান পূরণ।
৮. প্রশ্নের উত্তর লিখ।
৯. যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠন কর।
১০. বিপরীত শব্দ।
১১. সমার্থক শব্দ।
১২. এক কথায় প্রকাশ।
১৩. বিরামচিহ্ন বসিয়ে নিচের অংশটুকু পুণরায় লিখ।
১৪. শ্রেণী পরীক্ষা।
পরীক্ষার জন্য এই চারটি অধ্যায় শিখলে হবে আর শীট - এ যা দেওয়া হয়েছে তা পড়লেই হবে।
১. আমাদের এই বাংলাদেশ।
২. আমার পণ।
৩. কুঁজো বুড়ির গল্প।
৪. ভাষা শহীদদের কথা।
সম্মানিত অভিভাবক বৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৪/০৫/২০২৩ রোজ রবিবার ঘূর্ণিঝড় মোখার কারণে বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
ধন্যবাদান্তে- অধ্যক্ষ
Mobile uploads
Mobile uploads
অদ্য ২/০৫/২০২৩
কিডস পরিবারের ২০১৮ সালের পি.এস.সি ব্যাচের সাথে শিক্ষক-শিক্ষিকা বৃন্দ,অভিনন্দন তোমাদের।
সম্মানিত অভিভাবক বৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২/০৫/২০২৩ রোজ মঙ্গলবার থেকে যথারীতি বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু হবে।
ধন্যবাদান্তে- অধ্যক্ষ
সবাইকে জানাই কিডস পরিবারের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা।
২/০৪/২০২৩
২০/০৩/২০২৩
সম্মানিত অভিভাবক বৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র রমজান,ইস্টার সানডে,চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, শবে কদর,জমাতুল বিদা,ঈদুল ফিতর এবং মে দিবস উপলক্ষে আগামী ৯/০৪/২০২৩ থেকে ১/০৫/২০২৩ পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে।আগামী ২/০৫/২০২৩ থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম চলবে।
বি.দ্র: যে সমস্ত ছাত্র ছাত্রীর এখনো বিদ্যালয়ের বেতন বকেয়া আছে, তাদের বকেয়া ফি, এপ্রিল ২০২৩ পর্যন্ত পরিশোধ করার জন্য দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
ধন্যবাদান্তে
অধ্যক্ষ
০৬/০৩/২০২৩
সম্মানিত অভিভাবক বৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৭ও৮ মার্চ ২০২৩ "দোলযাত্রা এবং শব-ই-বরাত"
উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে।
ধন্যবাদান্তে
অধ্যক্ষ
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
২১ শে ফেব্রুয়ারীর প্রভাতে বিদ্যালয়ের শহীদ বেদীতে ছাত্রছাত্রীদের শ্রদ্ধা নিবেদন।
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।সবাইকে জানাই, কিডস পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
২০/০২/২০২৩
সম্মানিত অভিভাবক বৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২১/০২/২০২৩ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল সকাল ৮:০০ ঘটিকায় বিদ্যালয়ের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হবে,তাই ছাত্রছাত্রীদের সকাল ৮ ঘটিকায় ফুল নিয়ে বিদ্যালয়ে আসার জন্য বলা হলো।
ধন্যবাদান্তে
অধ্যক্ষ
১৪/০২/২০২৩
সম্মানিত অভিভাবক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি
১৩/০২/২০২৩
সম্মানিত অভিভাবক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি
Pleasure & responsibility: -
সম্মানিত অভিভাবকবৃন্দ, সকলকেই সান্ধ্য শুভেচ্ছা। আমাদের এই অঞ্চলের মানুষেরা ঐতিহ্য প্রিয়!
' খেজুরের রস !' - ' Nipa Virous!"
🆕 নতুন আশঙ্কার উন্মেষ!
অনুগ্রহ পূর্বক, সন্তানদের অবহিত করুন!
SMAK
★★★ বিজ্ঞপ্তি ★★★
সম্মানিত অভিভাবক এবং সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ০৫/০২/২০২৩ রোজ রবিবার "মাঘী পূর্ণিমা" উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে।
ধন্যবাদান্তে
অধ্যক্ষ
★★আজ ৩০/০১/২০২৩ ছাত্রছাত্রীদের "কোভিড ১৯" টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন,আর যেসব ছাত্র ছাত্রী আজ প্রথম ডোজের টিকা গ্রহণ করেছে, তাদের টিকার রেজিষ্ট্রেশন কপি আগামীকাল স্ব স্ব শ্রেণি শিক্ষকের নিকট জমা দিবেন।
★★★★ বিজ্ঞপ্তি ★★★★
সম্মানিত অভিভাবক বৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সকল ছাত্র ছাত্রী ''কোভিড ১৯" এর ১ম ডোজের টিকা এখনো দেননি, আগামীকাল ১ম ডোজের টিকা দিতে পারবে,সে ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের জন্মনিবন্ধনের এককপি ফটোকপি নিয়ে আসলে হবে।
ধন্যবাদান্তে
অধ্যক্ষ
কিডস পরিবারের পক্ষ থেকে 🙏বিদ্যার দেবী সরস্বতী🙏 পূজার শুভেচ্ছা।
সম্মানিত অভিভাবক বৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩০/০১/২০২৩ কোভিড ১৯ এর ২য় ডোজের টিকা প্রদান করা হবে।
সকলকে সকাল ৮ঃ৩০ ঘঃ মধ্যে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অবহিত করা হলো।
বিঃদ্র - অত্র দিবসে শ্রেণি পাঠদান বন্ধ থাকবে।
আগামী ২৬/০১/২০২৩ রোজ বৃহস্পতিবার সরস্বতী পূজা উপলক্ষে বিদ্যালয় বন্ধ থকবে।
ধন্যবাদান্তে
অধ্যক্ষ
বিজ্ঞপ্তি
*** আগামী ২২/০১/২০২৩ ইং (রবিবার)
হতে নার্সারি ও কেজি শ্রেণির রুটিন অনুযায়ী শ্রেণি কার্যক্রম চলবে। শিক্ষার্থীরা ডায়েরি নিয়ে আসবে।
*** ব্লাড গ্রুপ ও ১ কপি স্ট্যাম্প সাইজ ছবি ( ইউনিফর্ম পরিহিত ) স্ব স্ব শ্রেণি শিক্ষিকাকে জমা দিবেন।
১৭/০১/২০২৩
(কেজি - পঞ্চম) শ্রেণির পুরানো শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব্লাড গ্রুপ এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি, স্ব স্ব শ্রেণি শিক্ষকের নিকট জমা দেওয়ার জন্য বলা হলো।
ধন্যবাদান্তে
অধ্যক্ষ
আনন্দ অপার!
অদ্য ১৫/০১/২০২৩ সম্মানিত পরিচালক মহোদয়দের ফুল দিয়ে বরণ করা হয়।
আজ ১৫/০১/২০২৩ রোজ রবিবার প্রথমদিন ক্লাসে ছাত্র ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
Photos from Kids Explorer School's post
রণেশ দাশগুপ্ত পাঠ প্রতিযোগিতায়,'ক'বিভাগে আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ১ম,২য়,এবং ৩য় স্থান অধিকার করেছে,❤️অভিনন্দন❤️ তোমাদের।
সম্মানিত অভিভাবক বৃন্দ প্লে গ্রুপের রুটিন দেওয়া হলো।
09:00 - 17:00 |
its a institute of secendary level school educational institution
সবার প্রিয় ও সাধ্যের মধ্যে উপযুক্ত ও স
Hi welcome my Educational Page. Freelancing Academy Coures provide. our Courses 1. Digital Marketin
Rangamati Government High School (RGHS) is the first high school in the Chittagong Hill Tracts in
Moanoghar has set up a technical and vocational school called Moanoghar Institute of Technology (MIT
This is a Technical School where there can study Technical education.
Official