03/03/2023
#ঢাকা_বিশ্ববিদ্যালয়
#রেজিস্টার্ড_গ্রাজুয়েট
#সিনেট_নির্বাচন২০২৩
(ছ) #ভোটার_কার্ড: ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ হতে ভোটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের https://reggrad.du.ac.bd ওয়েব সাইট থেকে তার ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন।
#ঢাকার_বাইরের_কেন্দ্রে_ভোট
(জ) ঢাকার বাইরের ২৯টি কেন্দ্রের ভোট গ্রহণ: ঢাকার বাইরের নিম্নোক্ত কেন্দ্রগুলোতে ৪ মার্চ ২০২৩ তারিখ শনিবার স কাল ১০:০০টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং অপরাহ্ন ২:০০টায় ভোট কেন্দ্রের প্রবেশদ্বার বন্ধ করা হবে। ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার ব্যবহৃত ভোটদানপত্র প্যাকেটে সীল-গালা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণনার জন্য নিয়ে আসবেন।
◾কেন্দ্রসমূহ:
(১) শেরপুর সরকারী কলেজ, শেরপুর (২) নেত্রকোনা সরকারী কলেজ, নেত্রকোনা (৩) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারী কলেজ, শরিয়তপুর (৪) সরকারী বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ (৫) শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল (৬) সরকারী সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর (৭) বরগুনা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ, বরগুনা (৮) ঝালকাঠি সরকারী কলেজ, ঝালকাঠি (৯) পটুয়াখালী সরকারী কলেজ, পটুয়াখালী (১০) সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা (১১) ভোলা সরকারী কলেজ, ভোলা (১২) লক্ষীপুর সরকারী মহিলা কলেজ, লক্ষীপুর (১৩) চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম (১৪) ভিক্টোরিয়া সরকারী কলেজ, কুমিল্লা (১৫) ব্রাম্মণবাড়ীয়া সরকারী কলেজ, ব্রাম্মণবাড়ীয়া (১৬) চাঁদপুর সরকারী কলেজ, চাঁদপুর (১৭) চৌমুহনী সরকারী এস এ কলেজ, নোয়াখালী (১৮) এম সি কলেজ, সিলেট (১৯) আযম খান সরকারী কমার্স কলেজ, খুলনা (২০) সাতক্ষীরা সরকারী মহিলা কলেজ, সাতক্ষীরা (২১) সরকারী মাইকেল মধুসুধন কলেজ, যশোর (২২) সরকারী কে সি কলেজ, ঝিনাইদহ (২৩) কুষ্টিয়া সরকারী কলেজ, কুষ্টিয়া (২৪) রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী (২৫) সরকারী আযিযুল হক কলেজ, বগুড়া (২৬) সরকারী কারমাইকেল কলেজ, রংপুর (২৭) সরকারী এডওয়ার্ড কলেজ, পাবনা (২৮) সিরাজগঞ্জ সরকারী কলেজ, সিরাজগঞ্জ এবং (২৯) বাগেরহাট সরকারী পি. সি. কলেজ, বাগেরহাট।
---------
(ঝ) ঢাকার বাইরের ১৩টি কেন্দ্রের ভোট গ্রহণ: ঢাকার বাইরের নিম্নোক্ত কেন্দ্রগুলোতে ১১ মার্চ ২০২৩ তারিখ শনিবার সকাল ১০:০০টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং অপরাহ্ন ২:০০টায় ভোট কেন্দ্রের প্রবেশদ্বার বন্ধ করা হবে। ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার ব্যবহৃত ভোটদানপত্র প্যাকেটে সীল-গালা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণনার জন্য নিয়ে আসবেন।
◾কেন্দ্রসমূহ:
(১) গাজীপুর সরকারী মহিলা কলেজ, গাজীপুর (২) নরসিংদী সরকারী কলেজ, নরসিংদী (৩) সরকারী তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ (৪) সরকারী দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ (৫) সরকারী হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ (৬) আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ (৭) গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ, ময়মনসিংহ (৮) কুমুদিনী সরকারী কলেজ, টাঙ্গাইল (৯) গুরুদয়াল সরকারী কলেজ, কিশোরগঞ্জ (১০) সরকারী আশেক মাহমুদ কলেজ, জামালপুর (১১) সরকারী রাজেন্দ্র কলেজ, ফরিদপুর (১২) রাজবাড়ী সরকারী কলেজ, রাজবাড়ী (১৩) মাদারীপুর সরকারী কলেজ, মাদারীপুর।
#ঢাকা_কেন্দ্রে_ভোট_১৮মার্চ
(ঞ) ঢাকার ৪টি কেন্দ্রের ভোট গ্রহণ: ঢাকার নিম্নোক্ত কেন্দ্রগুলোতে ১৮ মার্চ ২০২৩ তারিখ শনিবার সকাল ৯:০০টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং বিকাল ৫:০০টায় ভোট কেন্দ্রের প্রবেশদ্বার বন্ধ করা হবে। ভোট গ্রহণ শেষে ব্যবহৃত ভোটদানপত্র সীল-গালা প্যাকেটে গণনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের হেফাজতে থাকবে।
কেন্দ্রের নাম ভোটার নম্বর
◾নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়- ১ থেকে ১৬,০০০ পর্যন্ত।
◾ছাত্র-শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়- ১৬,০০১ থেকে ৩২,০০০ পর্যন্ত।
◾ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়- ৩২,০০১ থেকে ৪৮,০০০ পর্যন্ত।
◾শারীরিক শিক্ষা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়- ৪৮,০০১ থেকে ৫৯,৩২০ পর্যন্ত।
(ট) ভোট গণনা ও ফলাফল ঘোষণা: সকল কেন্দ্রের ভোট গ্রহণ শেষে ১৯ মার্চ, ২০২৩ তারিখ রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল ১০:০০টা থেকে Optical Counting Systems (OCS) পদ্ধতিতে ভোট গণনা শুরু হবে এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করে হবে।
বি: দ্র: (১) নির্বাচন উপলক্ষে প্রার্থী/ভোটারকে কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।
Registered Graduate | University of Dhaka
Registered Graduate | University of Dhaka