18/10/2024
DUCF এর সাথে শ্রদ্ধেয় সুজেয় শ্যাম এর সম্পর্ক ছিলো খুবই নিবিড়। বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত পরিচালক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সুজেয় শ্যাম! তাঁর ভালবাসা এবং স্নেহে ধন্য DUCF। DUCF পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
29/08/2024
মাননীয় প্রধান উপদেষ্টা, ঢাবি সাবেক ভিসি এসএম ফায়েজ স্যার এবং DUCF এর অভিভাবক আমাদের প্ৰিয় মুস্তাফিজুর রহমান স্যার।
23/06/2023
ফ্রান্সের “নাইটহুড অফ দ্য অর্ডার অফ মেরিট” সম্মাননা পেলেন অধ্যাপক ড. এ.এইচ.এম মুস্তাফিজুর রহমান।
17/06/2023
রবীন্দ্র-নজরুলের গানে মনোমুগ্ধকর সন্ধ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গানে জমে উঠেছিল রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনা.....
16/06/2023
রেওয়াজ এর তৃতীয় নিবেদন
“রবীন্দ্র-নজরুল সংগীতে সম্রাট ও যুবরাজ” শীর্ষক সংগীত সন্ধ্যা।
সময়: ১৬ জুন শুক্রবার সন্ধ্যা ৬টা।
ভেন্যু: বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন।
আপনারা সবাই আমন্ত্রিত।
28/02/2023
একুশে বই মেলার শেষ দিনকে স্মরণীয় করে রাখার জন্য পদ্মা সেতু ভ্রমণ৷ ভ্রমণের শুরু হবে আজ বিকাল ৪ টায় বই মেলা থেকে৷ আগ্রহীদের ভ্রমণে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হল।
Time:
4pm- at doal chattar ( sharp)
5pm- at Padma bridge
6pm - at Bhangga and return.