
আলহামদুলিল্লাহ
শিক্ষার্থীদের আন্দোলন সফল। শিক্ষকদের বদলির আদেশ প্রত্যাহার করে প্রজ্ঞাপন ঝারি হয়েছে। শিক্ষকদের প্রতি ভালোবাসা থেকে মাঠপর্যায়ে আন্দোলনকারী, সমর্থনকারী সকলকে জানায় শুভেচ্ছা।
আমরা সফল 🤲🏻
স্কুলের শিক্ষকরা স্কুলেই থাকবেন ❤️
Seroil Government High School, Rajshahi is a secondary school in the Seroil suburb of Rajshahi, Bang Shiroil Govt. Its first Principal was Mr. Riaj Uddin Ahmed.
High School is one of the three renowned schools in Rajshahi, Bangladesh. It was established in 1967, in the populated neighbourhood of Shiroil. Since its establishment, the school has been a unique one among the public secondary schools in Bangladesh.
Operating as usual
আলহামদুলিল্লাহ
শিক্ষার্থীদের আন্দোলন সফল। শিক্ষকদের বদলির আদেশ প্রত্যাহার করে প্রজ্ঞাপন ঝারি হয়েছে। শিক্ষকদের প্রতি ভালোবাসা থেকে মাঠপর্যায়ে আন্দোলনকারী, সমর্থনকারী সকলকে জানায় শুভেচ্ছা।
আমরা সফল 🤲🏻
স্কুলের শিক্ষকরা স্কুলেই থাকবেন ❤️
সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২১ ব্যাচের র্যাগ-ডের ভিডিও
ভিডিওটি তৈরি করেছে বিদ্যালয়ের সাবেক ছাত্র Shohanur Akash
https://www.youtube.com/watch?v=2QXJfIMPVRk
Shiroil Government High School, Rajshahi updated their phone number.
সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী থেকে ৯৭ জনের মধ্যে ৮৩ জন জিপিএ-৫ পেয়েছে। সকল ছাত্র ও শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীকে অভিনন্দন ও শুভকামনা।
আগ্রহীরা ইনবক্স করুন
জানামতে স্কুলের এই প্রথম স্কাউটের সর্বোচ্চ আওয়ার্ড , প্রেসিডেন্ট স্কাউট আওয়ার্ড অর্জন করেছে আমাদের স্কুলের স্কাউট লিডার মোঃ রাতুল হাসান সৌরভ (১০ম স্রেনি), রাসিক জিসান জয় (১০ম স্রেনি) এবং মোশারফ হোসেন রিমন (৯ম স্রেনি)। আঞ্চলিক পর্যায়ে বিদ্যালয়ের ৬ জন স্কাউট পরীক্ষা দিয়েছিলো। তাদের ৬ জনই টিকে যায়। জাতীয় পর্যায়ে লিখিততে ৫ জন উত্তীর্ণ হয়। ১জন অসুস্থ থাকার জন্য পরীক্ষা দিতে পারেনি এবং অবশেষে ভাইভা পরীক্ষায় উত্তীর্ন হয় ৩ জন। আর আমাদের স্কুলকে এনে দেয় স্কাউটের সর্বোচ্চ আওয়ার্ড, প্রেসিডেন্ট স্কাউট আওয়ার্ড। অভিনন্দন তাদেরকে।
আসসালামু আলাইকুম সবাইকে।
আমরা কেউ সিরোইল স্কুলে পড়তাম বা এখনো পড়ছি। কত স্মৃতিবিগলিত ঘটনা নিয়েই এই জীবন। স্কুলে কেউ আসে ৩য় শ্রেণিতে,কেউ ৬ষ্ঠ শ্রেণিতে আবার কেউ ৯ম শ্রেণিতে। কিন্তু রেখে যায় হাজার হাজার স্মৃতি। এই স্মৃতি ধরে রাখার জন্য, এই কোয়ারেন্টাইনের দিনগুলো যাতে জীবনের শ্রেষ্ঠ একেকটি দিন গুলোতে পরিণত হয়। তাই আমাদের গ্রুপ, "Seroilian's Sideline"কে আমরা নিবেদিত করছি। গল্প,আড্ডা,গানে মেতে থাকবো আমরা৷ কখনো স্যারদের অনুভূতি শুনবো,না জানা কথাগুলো শুনবো। কখনো প্রাক্তনরা তাদের স্কুল জীবন সবার সাথে শেয়ার করবে। এইজন্য ২৮ জুলাই থেকে কিছু প্রাক্তন এবং বর্তমান সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শুরু হচ্ছে লাইভ অনুষ্ঠান,
"সিরোইলিয়ানস মজলিশ"। আপনারা আমাদের পাশে থাকবেন এটাই আমাদের কাম্য।তাই ২৮ জুলাই,২০২০ তারিখ হতে আমরা পাশে থাকবো আপনাদের।
গ্রুপ লিঙ্কঃ https://www.facebook.com/groups/2917604848365546/
ঘরে থাকুন,সুস্থ থাকুন।ধন্যবাদ
প্রাক্তন কোনো ছাত্র স্কুল জীবনের গল্প সবার সাথে ভাগ করতে আগ্রহী হলে জানাবেন।
চাকরি জীবনে দেখা অতি নম্র ভদ্র অমায়িক অভিজ্ঞ এক সিনিয়র সহকর্মী ও প্রধান শিক্ষক (ভাঃপ্রাঃ) দেওয়ান মোঃ এমাজউদ্দীন স্যার। আজ তাঁর চাকরি জীবনের শেষ কর্ম দিবস।তবুও কর্ম চাঞ্চল্য মুখর।এ ভাবে আর কখনই আমাদের মাঝে ব্যস্ত সময় কাটাবেন না।অপেক্ষা করবেন না তাঁর প্রমোশনের জন্য। জাতি গড়ার শ্রম সাধনা শেষ করে আমাদের ছেড়ে পরিবারের সাথে থাকবেন।দোয়া করি,আজীবন তিনি যেন সুস্থ সুন্দর ভাবে দিন কাটাতে পারেন।আমিন।
-Syed Anwar Sadat
স্কুলের মাধ্যমিক পরীক্ষার ফলাফল।অভিনন্দন সবাইকে
করোনা ভাইরাসের আক্রমণ জনিত ক্রমবর্ধমান বৈশ্বয়িক মহামারি সামাল দিতে রাষ্ট্রের পাশাপাশি স্থানীয় জেলা প্রশাসন গুলোও বাড়তি দায়িত্ব নিয়েছে জনগণের সহায়তায়। তারই ধারাবাহিকতায় সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় পরিবারও সবার সাথে যোগ দিতে চাই।সিরোইল সরঃবিদ্যালয় পরিবারের এই চাওয়াকে সার্থক করতে অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র,বর্তমান ছাত্র,অভিভাবকগণের আর্থিক সহযোগিতা কামনা করছি।যারা এই দুর্যোগ মোকাবেলায় স্কুলের মাধ্যমে অংশ গ্রহণ করতে চান/চাও, তাদের সম্মানীত প্রধান শিক্ষক স্যারের সাথে যোগাযোগ করে অফিসে আর্থিক সাহায্য জমা দিতে বিশেষ ভাবে অনুরোধ করা হল। প্রঃ শিঃ নম্বর +8801716799745
প্রধান শিক্ষক স্যারের পরামর্শ ক্রমে
সৈয়দ আনোয়ার সাদাৎ
সহকারী শিক্ষক
সিরোইল সরঃউচ্চ বিদ্যালয়,রাজশাহী।
Photos from বিলুপ্ত হাসির সন্ধানে's post
Astronomy & Science Society of RUET
some snaps of the annual feast
2020
Capture : Ñ F Tønmøy
Color Grade : Mohammad Mujtabir Israil Kaif
পিইসির রেজাল্ট। সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়,রাজশাহী।১১২ জনে ৮৫জন A+,২৫জনA,০২ জন A-। সবার সফলতা কামনা করি।।
2019 এর জেএসসি পরীক্ষায় সিরোইল সরকারী উচ্চ বিদ্যালয়ের ফলাফল। ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৩ জন A+,৩৪ জন A, ০২ জন A-। সবার মঙ্গল কামনা করি।
Alhamdulillah বিলুপ্ত হাসির সন্ধানে again managed to do a 'very' successful volunteer event, this group is lead by our former and few current students.
They distributed winter clothes and blankets to almost 30 families.
This overview is courtesy of Mohammad Mujtabir Israil Kaif
SGHS at night
বিদ্যালয়ের শহীদ মিনারে মুক্তিযুদ্ধে মহান শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ প্রাক্বালে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ
if you can then please
আসসালামু আলাইকুম
শীত পড়তে শুরু করেছে তাই না? 🙂
আর এই শীতকে কেন্দ্র করে আমাদের অনেক উদ্দীপনা। কিন্তু এক শ্রেণীর মানুষের কাছে এই শীত অনেক কষ্টের। তাই আমরা আপনাদের সহযোগিতার মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে চাই। তাই আমাদের পরবর্তী কার্যক্রম শীতবস্ত্র বিতরণ। যেটা কিছুদিন পর সম্পন্ন হবে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ রইলো আমাদেরকে সাহায্য করার।আপনার আমাদের অর্থ অথবা পুরাতন শীতের কাপড় চোপড় দিয়ে সাহায্য করতে পারেন। তাই আপনারা চাইলে এখন থেকে আমাদের সাহায্য করতে পারেন পুরাতন শীত পোশাক দিয়ে। আপনাদের একটি ছোট্ট সাহায্য অনেক দরিদ্র মানুষের কষ্ট দূর করবে। কোন ধরনের সাহায্য প্রদানের জন্য কমেন্ট বক্সে জানাতে পারেন।
ধন্যবাদ ❤
Captured by Mohammad Mujtabir Israil Kaif
Recognize that place?
Given by Minhaj Islam:)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব আয়োজিত সায়েন্স ফেস্ট- এ প্রজেক্ট প্রদর্শনিতে "চ্যাম্পিয়ন" সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় রাজশাহী।
তাদের প্রজেক্টের নাম ছিল 'Li-Fi & Future UrbanLife Prototype'. তাদের এই অর্জনের স্কুল গর্বিত। গর্বিত এই দলের সদস্যরা হল (নিচের ডান থেকে) মোহাম্মাদ মুযতাবির ইসরাইল কাইফ (Mohammad Mujtabir Israil Kaif), মুহাম্মাদ তাহমিদুর রহমান (Muhammad Tahmeedur Rahman) এবং মাহিনুর রহমান (벌금벌금)।
আজ আঞ্চলিক পর্যায়ে প্রেসিডেন্ট অ্যাওয়াড এর রেজাল্ট প্রকাশ করা হলো। সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ থেকে মোট ৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেএবং ৬ জনই উত্তীর্ণ হয়।
স্কুল ও শ্রেণি পরিদর্শনে জনাব মোঃ লুৎফর রহমান স্যার,বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,রাজশাহী অঞ্চল।স্যার আমাদের প্রধান শিক্ষক ছিলেন।
সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী এর অষ্টম শ্রেনির "খ" শাখার শিক্ষার্থী মো: আবির হোসেন গত ১২ই আগস্ট সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে ICU তে ভর্তি আছে।তার চিকিৎসার জন্য বিপুল পরিমান অর্থের প্রয়োজন।যা তার বাবা-মার পক্ষে একা বহন করা সম্ভব নয়।তাই এই শিশু শিক্ষার্থীর সুচিকিৎসার জন্য দেশের বিত্তবান, দাতা ব্যক্তি,বিভিন্ন স্কুলের ছাত্র ও অভিভাবক,সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্রগণের সহযোগিতা কামনা করছি।
চিকিৎসাধীন ছাত্রের বাবা মোঃ আলমগীর কবির।তার বিকাশ নম্বর 01725954394 এবং
আমাদের সহকারী শিক্ষক সৈয়দ আনোয়ার সাদাত নম্বর 01717865471.সাহায্য পাঠানোর আগে অবশ্যই কল দিয়ে নিশ্চিত হয়ে নিবেন,প্লিজ!
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে জেলা পর্যায়ে বাংলা আবৃত্তি প্রতিযোগিতায় গ্রুপ [ক]প্রথম হয় সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র অরূপ রঞ্জন দাস। তাকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান শিক্ষক দেওয়ান মোহাম্মদ এমাজউদ্দিন স্যার।
প্রতিবছর রোজার মাস আসলে একসাথে ইফতার!
এতিহ্য হয়ে চলে আসছে আমাদের ❤
ছবি ক্রেডিট:ব্যাচ ১৫
আমাদের ছাত্রদের উদ্যোগে ঈদ বিতরন আয়োজনকে খুব অল্প পরিসরে তুলে ধরা হল। বিলুপ্ত হাসির সন্ধানে
"ঈদ বস্ত্র বিতরন"
সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমাদের স্কুলেরই কিছু উদ্যমী ছাত্রদের তৈরি সংস্থা 'বিলুপ্ত হাসির সন্ধানে'।সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই তাদের লক্ষ্য। ইতিমধ্যে পহেলা বৈশাখে তারা ১২৫ জন সুবিধাবঞ্চিত শিশুর জন্য খাবারের ব্যবস্থা করেছিল। কিন্তু তারা এখানেই থেমে থাকতে চায় না, সামনে ঈদে তারা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন জামার ব্যবস্থা করতে চায়।
যেখানে ঈদের দিন নতুন জামা পরে আনন্দ উল্লাসে মেতে উঠে সমাজের এক প্রান্তের সকল শিশু, সেখানে কেন অন্য প্রান্তের সকলে পুরোনো জামা পরে মন খারাপ করে থাকবে?
এই ঈদে সকল শিশুরই হোক নতুন জামা, সকলেই ঈদ উদযাপন করুক হাসিমুখে।
আর সকলের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে আগামী ঈদে তারা ঈদ বস্ত্র বিতরণ করতে চায়। আপনারা যদি এই কর্মকাণ্ডে তাদের পাশে থাকেন তাহলে তা একান্ত সহজ হয়ে উঠবে৷
তাই যারা যারা এই কর্মকাণ্ডে তাদের সাহায্য করতে চান তারা আগামী '২০ মে,২০১৯' এর আগে নিজের সাধ্যমতো অর্থ দিয়ে সাহায্যে এগিয়ে আসুন।
BKash:- 01622964940
রাজশাহী মহানগরীর সরকারী স্কুল গুলোর ফলাফলের সংক্ষিপ্ত বিবরণী;
রাজশাহীতে এবার সরকারী ৬টি স্কুল থেকে সর্বমোট ৮৭৯জন অংশগ্রহণ করেন মাধ্যমিক পরীক্ষায়। উক্ত সকল ছাত্র ই পরীক্ষায় কৃতকার্য হন।সুতরাং সরকারী স্কুল সমৃহে পাশের হার এবার শতভাগ।৮৭৯জন শিক্ষার্থীর মাঝে ৮৭০জন বিজ্ঞান বিভাগের।এবং সরকারী মাদরাসা থেকে ৭জন ব্যাবসায় শিক্ষা এবং হেলেনাবাদ থেকে ২জন মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহন করেন।
অপর দিকে ৮৭৯জন শিক্ষার্থীর মাঝে ৭৪১জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে কৃতকার্য হয়।
এর মাঝে হেলেনাবাদ সরকারী স্কুল থেকে শতকরায় ৯১.৪৪,কলেজিয়েট থেকে ৮৬.২৩, সরকারী পিএন থেকে ৮৪.৩০,ল্যাবটোরি থেকে ৮২.৩৫, শিরইল থেকে ৮১.৮২ এবং মাদরাসা থেকে ৬৩.০৪ জন জিপিএ৫ পেয়ে কৃতকার্য হন।
সকল শিক্ষার্থী জন্য রইল আন্তরিক শুভকামনা।
(নিজস্ব প্রতিবেদক SGHSR)
শিরোইল সরকারী উচ্চ বিদ্যালয় এর ২০১৯ সালের SSC পরীক্ষার ফলাফল
পরীক্ষার্থী ১২১
পাশ ১২১
জিপিএ ৫: ৯৯
শুভকামনা সবার জন্য ✌
আগামীদিনের পথচলা শুভ হোক ❤
পহেলা বৈশাখ তো অনেকেই পালন করে।
অন্যের মুখে হাসি ফোটাতে পারে কয়জন?
অনেকে তো অনেক কিছুই করে।
অথচ আমাদের আশপাশেই অনেক হতদরিদ্র শিশু আছে যাদের প্রতিটাদিনই কষ্টের।
তাদের জন্য আজকের এই উদ্যোগ নিয়েছে স্কুলেরই কিছু শিক্ষার্থী নিজের হাতে গড়া স্বেচ্ছাসেবামূলক সংগঠন বিলুপ্ত হাসির সন্ধানে ।
ধন্যবাদ তোমাদের ❤
Shiroil Govt. High School is one of the three renowned schools in Rajshahi, Bangladesh. It was established in 1967, located in Seroil, the heart of Rajshahi city and just near to Central Bus terminal and Railway Station, Seroil Govt. High School is a renowned educational institution. The school itself has undoubtedly an extraordinary profile and has been one of the government institutions since it started its journey in 1967. from its establishment, the school has been a unique one among the public secondary schools in Bangladesh. Its first Principal was Mr. Riaj Uddin Ahmed. From then on it has been playing a significant role in the area of all-round education as well as in the field of extra-curricular activities and in making leadership. Following to the declaration of the honorable Prime Minister for building up “Digital Bangladesh”, we have been making sincere, genuine and cordial efforts and in this regard, we are firm in determination to be successful. Due to some unavoidable reasons, sometimes the school might have deviated from its glorious past but now all associated with its continuous growth of fame and fortune are trying to make every sustained effort to stand against all odds, and hopefully, in this regard, success is sure to be achieved. It is hoped and believed that united endeavor from reverend guardians and well-wishers, dedicated teachers and dear students, more and more development as well as to reach our cherished goal/target is possible in the days to come. Sincere and careful advice from all, adhering to the overall development of the school, will be received cordially.
Thanks a lot.
Monday | 08:00 - 16:00 |
Tuesday | 08:00 - 16:00 |
Wednesday | 08:00 - 16:00 |
Thursday | 08:00 - 16:00 |
Saturday | 08:00 - 16:00 |
Sunday | 08:00 - 16:00 |
The Best school pagla boalia high school in boalia bazer. There teachers are heat sir , Md Mijanur R
PREMTALI SUKBASIA HIGH SCHOOL is an well known Secondary School situated at RAJSHAHI. Its institute
The school life of a leaf life cycle in very good, it’s was established in 1995 and built in 1998
আসসালামু আলাইকুম.. এইটা স্কুলের একটা অফিসিয়াল পেজ.. সবাই সকল আপডেট পেতে লাইক দিয়ে পাশে থাকুন 🥰
আসসালামু আলাইকুম ওয়ারহ মাতুল্লাহ।
শিক্ষায় আলো, অঙ্গতাই অন্ধকার। শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও...
Gona High School is a top educational secondary school of Bangladesh established in 1995
We are an Information and Communications Technology company. EKRA is one of major project of our com