Neuron Special Coaching

business

Operating as usual

13/12/2022

ভর্তি চলছে ভর্তি চলছে
নিউরন স্পেশাল নার্সিং ভর্তি কোচিং
১৬ই ডিসেম্বর উপলক্ষে ৩ হাজার টাকা ছাড় ভর্তি চলছে সীমিত সময়ের জন্য
আমাদের বৈশিষ্ট্য
১..সপ্তাহে ছয় দিন ক্লাস ছয় দিনই পরীক্ষা
২..আবাসিক সুব্যবস্থা
৩.. সর্বক্ষণ সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত ওএসি রুমে ক্লাস
৪.. ঐমার্ক মেশিনে খাতা মূল্যায়ন
৫..সাপ্তাহিক পরীক্ষা মাসিক টেস্ট পরীক্ষা ও ফাইনাল মডেল টেস্ট
৬.. ছেলে ও মেয়েদের পৃথক পৃথক ব্যাচ‌।
আমাদের ঠিকানা... আমেনা হাসপাতাল ঝাউতলা লক্ষ্মীপুর রাজশাহী.
মোবাইল:01766882903

12/12/2022

নিউরন স্পেশাল নার্সিং ভর্তি কোচিং।

15/11/2022

নিউরন স্পেশাল নার্সিং কোচিং এ বিশেষ ছাড় এ ভর্তি চলছে,,,অফিসঃ ঝাউতলা মোড় আমানা হাসপাতালের সামনে,,,01766882903

05/11/2022

রাত পোহালে এইচএসসি পরিক্ষা ২০২২....

প্রিয় পরিক্ষার্থীরা,
শিক্ষাজীবনের উচ্চমাধ্যমিক স্তর শেষ হবে তোমাদের। জীবনের দৌড়ে আরেকধাপ এগিয়ে যাবে তোমরা। জীবনে চড়াই উতরাই পার হয়ে তোমাদেরই এগিয়ে যেতে হবে। মনে রাখবে, একটা পরিক্ষা আশানুরূপ না হলে ভেঙ্গে পড়লে চলবে না। বাকি পরিক্ষাগুলো যত্নের সহিত ধৈর্য সহকারে দিতে হবে।

পরিক্ষার আগে ও পরে করণীয় কিছু বিষয়ঃ

১. কলেজ থেকে পাওয়া প্রবেশপত্র অবশ্যই ভাল করে পড়ে নিবে।
২. কলম, পেন্সিল, ক্যালকুলেটর, স্কেল, পানির বোতলসহ প্রয়োজনীয় সকল জিনিসপত্র সঙ্গে নিয়ে নিবে।
৩. পরিক্ষার হলে নির্ধারিত সময়ের ৩০মিনিট আগে পৌঁছাবে।
৪. খাতা পাওয়ার সাথে সাথে রোল, রেজিষ্ট্রেশন নম্বর নির্ভুলভাবে ফিলাপ করবে।
৫. প্রশ্নপত্র পাওয়ার পরে নৈর্ব্যক্তিক অংশ আগে প্রশ্নের গায়ে ছোট ছোট ফোঁটা চিহ্ন দিবে। এরপর ওএমআর শীটে গোলভরাট করবে।
৬. লিখিত অংশে যে প্রশ্ন ভাল পারবে সেটাই আগে লিখবে কারণ টিচারের মন জয় করার হাতিয়ার এটা।
৭. সর্বোপরি সময়ের দিকে খেয়াল রেখে পরিক্ষা দিবে।
৮. কোনভাবে পরিক্ষার গার্ডে থাকা স্যারের সাথে বেয়াদবি বা তর্কে জড়াবে না।
৯. পরিক্ষায় অসদুপায় অবলম্বন করার ইচ্ছা আছে এমন থাকলে মাথা থেকে ঝেড়ে ফেল।

তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল ও সর্বাত্মক সফলতা কামনা করছি। আল্লাহ তোমাদের পরিশ্রম অনুযায়ী সফলতা দান করুন, আমিন।

নিউরন স্পেশাল নার্সিং ভর্তি কোচিং সেন্টার, রাজশাহী শাখা'র পক্ষ থেকে শুভকামনা।

বিস্তারিত জানতে কল করুনঃ
01766882903
01634674161

22/10/2022

দেশের একমাত্র নিউরন স্পেশাল নার্সিং ভর্তি কোচিং এর রাজশাহী শাখায় ভর্তি চলছে ...
মোবাইল:০১৭৬৬৮৮২৯০৩/০১৭১৭৪৭৯৪২২
স্থানঃ ঝাউতলা আমেনা হাসপাতালের সামনে লক্ষ্মীপুর রাজশাহী।

07/09/2022

যারা নার্সিং এ ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা অতি শীঘ্রই ভর্তি হয়ে যাবেন নিউরন স্পেশাল নার্সিং ভর্তি কোচিং রাজশাহী
মোবাইল:০১৭৬৬৮৮২৯০৩

11/05/2019
30/04/2019
22/04/2019

পথ চলায় আলোকিত যারা,,,,,

19/04/2019
13/04/2019

Uniaid

Timeline photos 08/04/2019

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী শাখা Uniaid মনির-মল্লিক-জহির পরিচালিত বিশ্ববিদ্যালয় কোচিং এর ইংলিশ,বাংলা ও হিসাববিজ্ঞান শিক্ষকদের সাথে।

07/04/2019

তুমি যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের, "লাল, সবুজ, সাদা, নীল" বাসের কোন জানালার পাশের সীটে বসে আছো,
👀
বাসটা তখন ব্যস্তময় রাস্তায় এসে থামলো। অনেক লম্বা জ্যাম !! সারি হয়ে দাড়িয়ে আছে প্রাইভেট কার, রিক্সা,পাবলিক বাসসহ অন্যান্য যানবাহন। হাসপাশ করছে গরমে, এই জ্যাম ছাড়ার লক্ষন দেখা যাচ্ছে না।
👀
তখন একটা সময় দেখতে পাবা অচিরেই তোমার বিশ্ববিদ্যালয়ের লেখা বাসটা সব গুলো গাড়িকে বুড়ো আঙুল দেখিয়ে
#সাই_সাই করে টান দেবে।
অসাধারণ শীতল একটা বাতাস এসে তোমার গায়ে পরশ দিয়ে যাবে।
👀 Uniaid Monir Mollik Zahir Rajshahi Branch
তুমি জানালা দিয়ে একটু মাথা বের করে দেখতে পাবা গাড়ি গুলো সসম্মানে তোমাকে সাইড দিয়ে দিচ্ছে, পাশের লাইনের প্রাইভেট কার থেকে কেউ কেউ গলা বের করে একবার দেখে নেবে তোমার বাসটা।
👀
এই বাসেই হয়তোবা বসে আছে ভবিষ্যৎ
ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, অধ্যাপক, ব্যাংকার,
লেখক সহ দেশের শ্রেষ্ঠ সন্তান গুলো।
👀
তুমি ফুটপাতের দিকে তাকিয়ে দেখবে একজন বাবা তার ছোট্ট শিশুটার হাত ধরে হাটছে, আর সন্তানকে ইশারায় তোমার বাস দেখিয়ে দিচ্ছে।
👀
তুমি খুব সহজেই বুঝতে পারবে বাবা বলছে এই বাসে দেশসেরা ছাত্র গুলো যাচ্ছে।।
👀 Uniaid Rajshahi Branch
তখন আনন্দাশ্রুতে তোমার চোখ ভিজে যাবে,
যখন তুমি মনে করবা সেই দিন টার কথা,
যেদিন এমন একটা গাড়ি দেখে তোমার বাবাও স্বপ্ন
দেখেছিলেন। তোমাকে ঠিক এভাবেই চিনিয়ে দিয়েছিলেন।।এটাইতো সেরা পাওয়া ভাইয়া/আপু !!!
এটাই হলো সেরা অর্জন।
👀
তখন তুমি ভুলেই যাবে যে কত রাত না ঘুমিয়ে তুমি আজ এই স্বপ্নের বাসে একটা সিট
পেয়েছো,
সব গুলো কষ্ট ধুয়ে দেবে সেই মৃদু হাওয়া।
👀
আর এই অসাধারণ স্বপ্নকে বাস্তবে রূপদান করতে হলে যেকোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১টি সীট তোমার নিজের করে নিতে হবে।।
👀
আর চান্স পাওয়ার জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ।।
তোমাদের সর্বোচ্চ সফলতার জন্য বিভিন্ন প্রয়োজনীয় গাইডলাইন/পরামর্শ নিয়ে আমরা আছি তোমাদের ই পাশে, ইনশাআল্লাহ।।
👀 Uniaid Mmz Rajshahi Branch
...তাই আমাদের সাথেই থাকো....
👀
#পোস্টটির_কমেন্টে_অবশ্যই_মেনশন_করো_বন্ধুদের,
কেননা তা দেখলে অনেকেরই চান্স পাওয়ার আগ্রহ বেড়ে যাবে বহুগু

26/02/2019
02/02/2019
02/02/2019

Uniaid মনির-মল্লিক-জহিরের রাজশাহী শাখার ছাত্র জনার্দন চন্দ্র উরাঁওকে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উচ্চ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Dept. of International Relations (IR).Ru.
Uniaid অফিসঃ বাটার মোড় (বাটার শোরুমের উত্তর গলি ২য় ভবন)রাণীবাজার,রাজশাহী।
মোবাইল:০১৭২৯৯৭০৭৮৮

13/01/2019

uniaid (মনির-মল্লিক-জহির) কোচিং রাজশাহী বাটার মোড় শাখার ছাত্র-ছাত্রীর Re-Admission ব্যাচে ভর্তি চলছে। Cell: 01729970788

Photos from Uniaid, মনির-মল্লিক-জহির, Rajshahi's post 13/01/2019

uniaid (মনির-মল্লিক-জহির) কোচিং এর B/D unit Model Test পরীক্ষার ছাত্র/ছাত্রীদের একাংশ....

Photos from Uniaid, মনির-মল্লিক-জহির, Rajshahi's post 13/01/2019

২০১৮ সালে uniaid (মনির-মল্লিক-জহির) কোচিং এর B/D unit Model Test পরীক্ষার ছাত্র/ছাত্রীদের একাংশ....রাজশাহী বাটার মোড় শাখার ছাত্র-ছাত্রীর খন্ড চিত্র।Re-Admission ব্যাচে ভর্তি চলছে। Cell: 01759695591

Location

Category

Telephone

Website

Address


Rajshahi
Rajshahi

Other Education in Rajshahi (show all)
IEEE RUET Student Branch IEEE RUET Student Branch
Rajshahi University Of Engineering & Technology
Rajshahi, 6204

IEEE RUET Student Branch is one of the dynamic student branches of IEEE BDS under IEEE Region 10. An

English World English World
Rajshahi

This is an English learning platform.

Engineering and Survey Institute, Rajshahi Engineering and Survey Institute, Rajshahi
Rajshahi, SAPURA-6203

Welcome students. Keep touch with us.

Dharampur College Dharampur College
Rajshahi

Official page for online activities of Dharampur College

Best One Varsity Admission Coaching Best One Varsity Admission Coaching
Rajshahi, 6200

শুধুমাত্র মানবিক বিভাগে (খ+ঘ ইউনিট এ) ব?

IQRA Private Center IQRA Private Center
Kalumar, Khar Khari
Rajshahi, 6204

Dewan Mohammadia Alim online Madrasah, Paba, Rajshahi Dewan Mohammadia Alim online Madrasah, Paba, Rajshahi
Rajshahi, 6201

It's a online school

Digital Marketing Training Center Digital Marketing Training Center
Rajpara
Rajshahi, 6201

Hi there, This is DM Training Center. Here you can find all the important information and Online Cou

Online Tuition Center Online Tuition Center
Rajshahi, 6100

Our goal is to make the life of online tutors and students easier and safer, while helping them to r

Learn English With Anayet Sir Learn English With Anayet Sir
Rajshahi

This is an English learning platform

FMAP - Frequent Medical Admission Preparation FMAP - Frequent Medical Admission Preparation
Rajshahi

This is a page for the MBBS Admission Preparation. we will post update news in information and vario