Daokandi Degree College

Daokandi Degree College

Comments

Assalamualaikum.... Hon's 1st year Management Department er keu thakle knock diben please
█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
** এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৬ নভেম্বর: শিক্ষা বোর্ড
Daokandi Degree College computer a kaj kore Nahid vai ar facebook id othoba phone number taaa keo bolte parbe amar khub dorkar.
Accounting Department 1st year এর কেউ আছেন
সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
pc iphone 6+
Daokandi Govt. degree College Online Class. Chemistry 2nd Paper 3rd Chapter Quantitative Chemistry.
Md. Akkas Ali, Lecturer Chemistry Department.
Daokandi Govt. Degre College Online Class. Chemistry 2nd Paper 3rd Chapter Quantitative Chemistry.
Md. Akkas Ali Lecture Chemistry Department
Daokandi Govt. Degree College Online Class. Chemistry 2nd Paper 3rd Chapter Quantitative Chemistry.
Md. Akkas Ali Lecturer Chemistry Department
Daokandi Govt. Degre College Online Class. Chemistry 2nd Paper 3rd Chapter Quantitative Chemistry.
Md. Akkas Ali Lecture Chemistry Department
Daokandi Govt. Degree College Online Class. Chemistry 2nd Paper 3rd Chapter Quantitative Chemistry.
Md. Akkas Ali Lecturer Chemistry Department
ay celeta kob beyman o amar jibon niye kelce ami or 1st bou ami or 2 biyer kotha jante paray or baba ma bon o amar jibon niye joya kelcce

Daokandi Govt. Degree College is a famous college in our Durgapur area..........

This is a college where all kinds of student , teacher , people gained their basic knowledge .......................দাওকান্দি বিশ্ব বিদ্যালয় কলেজ,
বারনই নদীর দক্ষিণ তীরে
রাজশাহী বিভাগীয় শহরের
প্রধান রাস্তার পার্শ্বে
প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত।
কলেজটিতে ৪ টি ৩ তলা ভবন,
২টি ছাত্রাবাস,
১ টি লাইব্রেরী,
১টি কম্পিউটার ল্যাব ও
পৃথক পৃথক ৬ টি বিজ্ঞান
গবেষণাগার আছে।
কলেজে উচ্চ মাধ্যমিক ও
ডিগ্রী (পাস)

Operating as usual

25/05/2022
Photos from Advance Coaching Center's post 14/12/2021

Photos from Advance Coaching Center's post

19/11/2021
21/09/2021

২০২৩ সাল থেকে শুরু হবে সম্পূর্ণরূপে নতুন শিক্ষা পদ্ধতি, যাহা সকলের জানা প্রয়োজন।
নতুন শিক্ষা পদ্ধতি:
১. সাপ্তাহিক ছুটি ২ দিন।
২. দশম শ্রেণীর আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
৩. তৃতীয় শ্রেণীর আগে কোনো পরীক্ষাই নেই।
৪. এস.এস.সি তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স।
মাত্র ৫ দিনেই পরীক্ষা শেষ।
৫. নবম-দশম শ্রেণীতে কোন গ্রুপ ভাগ থাকবে না। সবাই পড়বে দশটি বই। সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে এইচ.এস.সি.তে।
মাধ্যমিক পর্যন্ত থাকবে দশটি বই: ১. বাংলা
২. ইংরেজি
৩.গণিত
৪ জীবন ও জীবিকা
৫.বিজ্ঞান
৬ . সামাজিক বিজ্ঞান
৭. ডিজিটাল প্রযুক্তি
৮. ধর্মশিক্ষা
৯.ভালো থাকা।
১০. শিল্প ও সংস্কৃতি।

09/07/2021

আপনি কি ওয়েবসাইট ডিজাইনার?
আপনি কি HTML, CSS, JAVA,
Bootstrap ব্যবহার করে ডিজাইন করতে পারেন?
আপনি কি একটি ওয়েব ডিজাইন করতে আগ্রহী?
মাত্র একটি পেজ (শুধুমাত্র ফ্রন্ট পেজ) কাস্টমাইজ করে ডিজাইন করে দিতে হবে।
অন্য কোন কিছু করতে হবে না।
মাত্র ৫০০ টাকা সম্মানিতে করে দিতে হবে।
তাহলে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ: [email protected]

26/03/2020

৪৯তম স্বাধীনতা দিবসের সংগ্রামী শুভেচ্ছা সকল শিক্ষার্থীদের

17/03/2020

পঙ্গপাল কি????

একদিকে করোনা আর অন্যদিকে পঙ্গপাল।পঙ্গপালের তীব্র আক্রমণে বিপাকে পড়েছে পাকিস্তান।জারি করা হয়েছে জরুরি অবস্থা।ভারতেও ঢুকে পড়েছে পতঙ্গটি। এছাড়া সোমালিয়াতেও সম্প্রতি এ নিয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। জাতিসংঘের এক সতর্কবার্তায় বলা হয়েছে, ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়াসহ পূর্ব আফ্রিকায় পঙ্গপালের আক্রমণে মানবিক সংকট তৈরি হতে পারে। জিবুতি ও ইরিত্রিয়ায় ৩৬ হাজার কোটি পতঙ্গের আক্রমণে খাদ্য নিরাপত্তায় ভয়াবহ হুমকি তৈরি হয়েছে।কেনিয়ার ৮০ হাজার হেক্টর জমির ফসল সাবার করে দিয়েছে এই পঙ্গপাল।

ভারত-পাকিস্তানের বাইরে সৌদি আরবও পঙ্গপালের আক্রমণের মুখে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, পতঙ্গটির আক্রমণ দেশটির কৃষি খাতের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে।

আফ্রিকায় পরিস্থিতি সামাল দিতে ৭ কোটি ডলারের অনুদান চেয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। সংস্থাটির প্রধান মার্ক লোকক বলেন, আফ্রিকায় এই ভয়াবহ পঙ্গপাল উদ্বেগজনক হারে ফসল ধ্বংস করছে। ইতোমধ্যেই খাদ্য স্বল্পতায় থাকা পরিবারগুলো তাই আরও বিপাকে পড়েছে।

পঙ্গপাল মূলত এক প্রকার পতঙ্গ। এটি আর্কিডিডি পরিবারে ছোট শিংয়ের বিশেষ প্রজাতি যাদের জীবন চক্রে দল বা ঝাঁক বাঁধার পর্যায় থাকে। এই পতঙ্গগুলো সাধারণত একা থাকে। তবে বিশেষ অবস্থায় তারা একত্রে জড়ো হয়। তখন তাদের আচরণ ও অভ্যাস পরিবর্তিত হয়ে সঙ্গলিপ্সু হয়ে পড়ে। পঙ্গপাল ও ঘাস ফড়িংয়ের মধ্যে কোন পার্থক্যগত শ্রেণীবিন্যাস নেই। বিশেষ অবস্থায় তাদের প্রজাতিগুলোর একত্রিত হওয়ার যে স্বতন্ত্র প্রবণতা দেখা যায় সেটাই মূল পার্থক্য।

নতুন ধরনের পঙ্গপালের ১০ লাখ পতঙ্গের একটি ঝাঁক একদিনে ৩৫ হাজার মানুষের খাবার খেয়ে ফেলতে পারে। এদের একটি ঝাক প্রায় ১ বর্গ কিলোমিটার এলাকার সমান জায়গা দখল করে।আগামী এপ্রিলে এই পঙ্গপাল নতুন করে বংশবৃদ্ধি করতে পারে। এ সময়টিকে পঙ্গপালের বংশবৃদ্ধির সময় বলে বিবেচনা করা হয়।এরা যে পঙ্গপালের ঝাক যে এলাকা দিয়ে যায় সেই এলাকা একেবারে তছনছ করে ফেলে।

প্রতিকারমূলক ব্যবস্থা

পঙ্গপাল নিয়ন্ত্রণে বাতাসে বা মাটিতে কীটনাশক ব্যবহারের প্রচলন রয়েছে। তবে আফ্রিকায় পঙ্গপালের যে ভয়াবহতা তাতে শুধু কীটনাশক ব্যবহারে ফল মিলবে না বলে মনে করছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। তাই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিশ্লেষকরা পঙ্গপালের আক্রমণে সৃষ্ট এই পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন। জাতিসংঘের পঙ্গপাল পূর্বাভাস বিষয়ক কর্মকর্তা কিথ ক্রিসম্যান বলেন, ওমানের মরুভূমিতে ঘূর্ণিঝড়ের কারণে অনেক বৃষ্টি হওয়ায় এই পঙ্গপালগুলো আফ্রিকায় চলে গেছে। তিনি বলেন, আমরা জানি ঘূর্ণিঝড় থেকেই্ এই পতঙ্গের আগমন ঘটে। বিগত ১০ বছরে ভারত সাগরে ঘূর্ণিঝড়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

09/12/2019

শুরু হয়ে গেল গণিত উৎসব ২০২০

যোগাযোগ 01723205916
ইমেইল [email protected]

03/12/2019
Timeline photos 03/12/2019

Timeline photos

আসুন সংখ্যার শেষে ৫ আছে এমন যেকোন সংখ্যার বর্গ করি মাত্র ৫ সেকেন্ডে।
কেমন হয় যদি আপনি ৫ সেকেন্ডেই নির্নয় করতে পারেন, ৫, ১৫, ২৫, ৩৫, ৪৫, ৯৫ ...... ইত্যাদি সংখ্যার বর্গ।
তাহলে শুরু করি চলুন,

অনেক সহজেই আমরা এককের ঘরে ৫ সম্বলিত যে কোন সংখ্যার বর্গ নির্ণয় করতে পারব।
যে সংখ্যার এককের ঘরে ৫ আছে সে সংখ্যার বর্গ নির্ণয় করার জন্য বর্গ ফলের একক এবং দশকের দুই ঘরে ৫-এর বর্গ ২৫ লিখতে হবে । তারপর ৫ বাদে ঐ সংখ্যাটির যা থাকে তার সাথে এর পরবর্তী ক্রমিক সংখ্যার গুণফল ২৫ এর বাঁদিকে লিখলেই উক্ত সংখ্যার বর্গ পাওয়া যাবে ।

যেমন আমরা ৭৫ এর বর্গ নির্ণয় করব । সেজন্য বর্গ ফলের একক এবং দশকের দুই ঘরে ৫-এর বর্গ ২৫ লিখতে হবে । তারপর ৭৫ থেকে ৫ বাদ দিলে থাকে ৭ । ৭ এর পরবর্তী ক্রমিক সংখ্যা হল ৮ । এখন ৭×৮=৫৬ ।এবার ৫৬ কে ২৫ এর বাঁদিকে লিখলেই ৭৫-এর বর্গ পাওয়া যাবে । সুতরাং ৭৫ এর বর্গ হল ৫৬২৫ ।

একই ভাবে :
২৫ এর বর্গ = ৬২৫ (চিত্রে দেয়া আছে)
৩৫ এর বর্গ = ১২২৫
৮৫ এর বর্গ = ৭২২৫

৯৫ এর বর্গ = ৯০২৫

১০৫ এর বর্গ = ১১০২৫

এই রকমের সংখ্যাকে (10a+5) আকারেও লেখা যায়। (এখানে 'a' যেকোন অঋণাত্মক পূ্র্ণসংখ্যা)।
সুতরাং (10a+5)^2 =100a^2+100a+25

=100a(a+1)+25

সুতরাং, a(a+1) এর গুণফল বসবে একক ও দশক বাদ দিয়ে শতকের ঘর থেকে। একক ও দশকে 25 বসবে।

02/12/2019

গণিতে ছোট্ট চিকা'র নতুন উদ্ভাবন

সম্প্রতি 12 বছরের এই বালক চমকে দেবার মতো গণিতের একটি নতুন বিষয় উদ্ভাবন করে ফেলেছে। উদ্ভাবনের বিষয়টি নতুন না হলেও পদ্ধতিটি একেবারেই নতুন। আমরা যখন ছোটবেলায় বিভাজ্যতার নিয়ম শিখেছি বা এখনো যারা শিশুদের এই বিষয়টি শেখানোর দায়িত্ব পালন করেন তারা একটু খেয়াল করে দেখবেন বইগুলোতে 2, 3, 4, 5, 6, 8, 9, 11 এদের দ্বারা বিভাজ্যতার নিয়ম থাকলেও 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম থাকে না। চিকা এই 7 দ্বারা বিভাজ্যতার নিয়মটি অন্য ভাবে আবিষ্কার করেছে। তবে 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম যে আগে আবিষ্কৃত হয়নি এমনটা নয়। কিন্তু চিকার পদ্ধতিটি একেবারে নতুন ও অভিনব। চিকার এই উদ্ভাবনী ইতিমধ্যে TruLittle Hero Award জিতে ফেলেছে। পদ্ধতিটি জানার আগে চলুন জেনে নিই উদ্ভাবনের পেছনে লুকিয়ে থাকা গল্প ....………

নাইজেরিয়ার এই বালক পড়াশোনা করে লন্ডনের Westminster Under School বিদ্যালয়ে। সেই স্কুলের গণিতের শিক্ষিকা হলেন Miss Mary Ellis. যিনি 'The Aliens Have Landed and 174 other problems' নামে একটি বইও লিখেছেন।
বিদ্যালয়ের দীর্ঘকালীন ছুটির সময় তিনি একটি assignment দেন। যেখানে ছিল, ভাগ না করে কোন সংখ্যার বিভাজ্যতা যাচাই করা। সেই বইতে 7 দ্বারা বিভাজ্যতার কোন নিয়ম ছিল না কারণ এমনিতে 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম খুব সহজও নয় এবং মনে রাখার মতনও নয়। আর এখানেই ভাবতে শুরু করে চিকা।
শিক্ষিকা Miss Mary Ellis জানাচ্ছেন 'গত শুক্রবার ক্লাসে চিকা জানায় সে নতুন কিছু বলতে চায় এবং তা সকলের সামনে উপস্থাপিত করে এবং আমি চমকে উঠি। এমন কোন সংখ্যা পাওয়া যায়নি যার ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হয় না।'
চলুন দেখি এবার কি সেই পদ্ধতি।

● যে কোনো সংখ্যার এককের অংকের সাথে 5 গুন করে বাকি সংখ্যার সাথে যোগ দিতে হবে। যোগফল 7 দ্বারা বিভাজ্য হলেই মূল সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে।
● যদি দেখা যায় সংখ্যাটিকে ওই পদ্ধতি একবার প্রয়োগ করার পর প্রাপ্ত যোগফল বড় সংখ্যা আসে, তাহলে তাকে আবার একই ভাবে ওই প্রক্রিয়ায় এগিয়ে যেতে হবে।

উদাহরণঃ

1567 ~156+7×5=191
191 ~19+1×5=24
24, 7 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 1567 ,7 দ্বারা বিভাজ্য নয়।

অন্যদিকে হিসাব করে দেখুন 9065 , 7 দ্বারা বিভাজ্য। বিষয়টি খুব সামান্য হলেও তার চিন্তা কে কুর্নিশ জানাতেই হয়।

কি ভাবছেন আমাদের এখানে চিকা দের পাচ্ছি না কেন? পাবো কি করে? ছোটো থেকেই শিশু মনের মধ্যে গণিতের প্রতি একটা কৃত্রিম ভীতি তৈরি করে দেওয়া হয়। তারপর স্কুলের শিক্ষকমশাইদের দেওয়া হোম টাস্ক ছাত্রের হাত দিয়ে পৌঁছে যাচ্ছে গৃহ শিক্ষকের হাতে বা অভিভাবকের কাছে। আবার বিপরীত পথে উত্তর চলে আসছে স্কুলের মাস্টার মশাই কাছে। এই তো অবস্থা। স্বাধীন মুক্ত চিন্তার বিকাশের সুযোগ কই? বাধা ধরা গতের হোম টাস্ক ও নির্ধারিত সময়ে সিলেবাস সমাপ্ত করা। এসবই শেষ করে দিচ্ছে আমাদের প্রতিটি ছাত্রদের "চিকা" হবার সম্ভাবনা কে।

লেখা : Anup Ghosal

01/12/2019

সঠিক উত্তর কি হবে?

01/12/2019
30/11/2019

দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মহাঃমানিকুল ইসলাম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

28/11/2019

নবীনবরণ-২০১৯
দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজ।

27/11/2019

নবীনবরণ-২০১৯
দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজ।

16/04/2017

পাঞ্জেরি
ফররুখ আহমেদ

রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
এখনো তোমার আসমান ভরা মেঘে?
সেতারা, হেলার এখনো ওঠেনি জেগে?
তুমি মাস্তলে, আমি দাঁড় টানি ভুলে;
অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি।

রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
দীঘল রাতের শ্রান্তসফর শেষে
কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে?
এ কী ঘন-সিয়া জিন্দেগানীর বা’ব
তোলে মর্সিয়া ব্যথিত দিলের তুফান-শ্রান্ত খা’ব
অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরী।
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে;
সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি।

রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
বন্দরে বসে যাত্রীরা দিন গোনে,
বুঝি মৌসুমী হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে,
বুঝি কুয়াশায়, জোছনা- মায়ায় জাহাজের পাল দেখে।
আহা, পেরেশান মুসাফির দল।
দরিয়া কিনারে জাগে তক্দিরে
নিরাশায় ছবি এঁকে!
পথহারা এই দরিয়া- সোঁতারা ঘুরে
চলেছি কোথায়? কোন সীমাহীন দূরে?
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে;
একাকী রাতের গান জুলমাত হেরি!

14/05/2015

৭৩টি ভাষায় "আমি তোমাকে ভালবাসি".
১.বাংলা =আমি তোমাকে ভালবাসি।
২.ইংরেজি = আই লাভ ইউ।
৩.ইতালিয়ান = তি আমো।
৪.রাশিয়ান = ইয়া তেবয়া লিউব্লিউ।
৫.কোরিয়ান = তাঙশিনুল সারাঙ হা ইয়ো।
৬.কানাডা = নান্নু নিনান্নু প্রীতিসুথিন।
৭.জার্মান = ইস লিবে দিস।
৮.রাখাইন =অ্যাঁই সাঁইতে।
৯.ক্যাম্বোডিয়া ন=বোন স্রো লানহ্উন।
১০.ফার্সি = দুস্তাত দারাম।
১১.তিউনিশিয়া = হাহে বাক।
১২.ফিলিপিনো = ইনবিগ কিটা।
১৩.লাতিন = তে আমো।
১৪.আইরিশ = তাইম ইনগ্রা লিত।
১৫.ফ্রেঞ্চ = ইয়ে তাইমে।
১৬.ডাচ = ইক হু ভ্যান ইউ।
১৭.অসমিয়া = মুই তোমাকে ভাল্ পাও।
১৮.জুলু = মেনা তান্দা উইনা।
১৯.তুর্কি = সেনি সেভিউর ম।
২০.মহেলি = মহে পেন্দা।
২১.তামিল = নান উন্নাই কাদালিকিরেন।
২২.সহেলি = নাকু পেন্দা।
২৩.ইরানি = মাহ্ন দুস্তাহ্ত দোহ্রাহম।
২৪.হিব্রু = আনি ওহেব ওটচে (মেয়েকে ছেলেকে) আওটচা (ছেলেকে মেয়ে)।
২৫.গুজরাটি = হুঁ তানে পেয়ার কার ছু।
২৬.চেক = মিলুই তে।
২৭.পোলিশ = কোচাম গিয়ে।
২৮.পর্তুগীজ = ইউ আমু তে।
২৯.বসনিয়ান = ভলিম তে।
৩০.তিউনেশিয়ান = হা এহ বাদ।
৩১.হাওয়াই = আলোহা ওয়াউ লা ওই।
৩২.আলবেনিয়া = তে দুয়া।
৩৩.লিথুনিয়ান = তাভ মায়লিউ।
৩৪.চাইনিজ = ওউ আই নি।
৩৫.তাইওয়ান = গাউয়া আই লি।
৩৬.পার্শিয়ান = তোরা ডোস্ট ডারাম।
৩৭.মালয়শিয়ান=সায়া চিনতা কামু।
৩৮.মায়ানমার = মিন কো চিত তাই।
৩৯.ভিয়েতনামিস = আনাহ ইউই এম (ছেলে মেয়েকে) এম ইউই আনাহ (মেয়ে ছেলেকে)।
৪০.থাইল্যান্ড = চান রাক খুন (ছেলে মেয়েকে) ফেম রাক খুন (মেয়ে ছেলেকে)।
৪১.গ্রিক = সাইয়াগাপো।
৪২.চেক = মিলুই তে।
৪৩.বর্মিজ = চিত পা দে।
৪৪.পোলিশ = কোচাম গিয়ে।
৪৫.মালয়ি = আকু চিন্তা কামু।
৪৬.ব্রাজিল = চিতপাদে।
৪৭.হিন্দি = ম্যায় তুমছে পেয়ার করতাহুঁ,।
৪৮.জাপানী = কিমিও আইশিতের।
৪৯.পাকিস্তান = মুজে তুমছে মহব্বত হায়।
৫০.ফার্সি = ইয়ে তাইমে।
৫১.সিংহলিজ = মামা ও বাটা আছরেই।
৫২.পাঞ্জাবী = মেয় তাতনু পেয়ার কারতা।
৫৩.আফ্রিকান = এক ইজ লফি ভির ইউ (ছেলে মেয়েকে) এক হাত যাও লিফ মেয়ে েলেকে)।
৫৪.তামিল = নান উন্নাহ কাদা লিকিরেণ।
৫৫.রোমানিয়া = তে ইউবেস্ক।
৫৬.স্লোভাক = লু বিমতা।
৫৭.নরওয়ে = ইয়েগ এলস্কার দাই।
৫৮.স্প্যানিশ = তে কুইয়েবু।
৫৯.ফিলিপাইন = ইনি বিগকিটা।
৬০.বুলগেরিয়া = অবি চামতে।
৬১.আলবেনিয়া = তে দাসরোজ।
৬২.গ্রীক = সাইয়াগাফু।
৬৩.এস্তোনিয়ান = মিনা আর মাস্তান সিন্দ।
৬৪.ইরান =সাহান দুস্তাহত দোহরাম।
৬৫.লেবানিজ = বহিবাক।
৬৬.ক্যান্টনিজ = মোই ওইয়া নেয়া।
৬৭.ফিনিশ = মিন্যা রাকাস্তান সিনোয়া।
৬৮.গ্রিনল্যান্ড = এগো ফিলো সু।
৬৯.আরবী = আনা বেহিবাক (ছেলে মেয়েকে) আনা বেহিবেক (মেয়ে ছেলেকে)।
৭০.ইরিত্রয়ান = আনা ফাতওকি।
৭১.ইথিওপিয়ান=ইনি ওয়াডিসাল্লেহ।
৭২.তেলেগু = নেনু নিন্নু প্রেমিসতুন্নানু ।
৭৩.সুরিনাম = মি লোবি যোই।

21/01/2015

↪জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু প্রশ্ন↩

১। আমি আমার পছন্দের সাবজেক্ট টি পাইনি, আমি কি আমার সাবজেক্ট পরিবর্তন করতে পারব?

উত্তর: যে সাবজেক্ট টি তুমি পেয়েছ সেটি যদি 1st চয়েজ এর সাবজেক্ট হয়,তাহলে কোন ভাবেই পরিবর্তন করা যাবে না। আর যদি 1st চয়েজ এর সাবজেক্ট না পেয়ে থাকো তাহলে মাইগ্রেশন করার সুযোগ পাবে। আসন সংখ্যা ফাকা থাকলে মাইগ্রেশন সফল হতে পারে।

২। আমি পরীক্ষায় কতো নম্বর পেয়েছি? বা আমার পজিসন কতো?

উওর: জাতীয় বিশ্ববিদ্যালয়ে মেরিট পজিশন দেয়না, তাই এটা জানা অসম্ভব। আর নম্বর তারাই জানতে পারবে যারা প্রথম মেরিট লিস্টে চান্স পেয়েছ।

৩। 2nd মেরিট লিস্ট কবে দিবে?

উত্তর: প্রথম মেরিট লিস্টের ভর্তি পক্রিয়া শেষ হওয়া মাত্রই 2nd মেরিট লিস্ট প্রকাশ করা হবে যদি সিট ফাকা থাকে।

৪। রিলিজ স্লিপ কি?

উত্তর: রিলিজ স্লিপ হচ্ছে, কেউ যদি পাস করা সত্যেও ভর্তি না হতে পার তাহলে ভর্তি পক্রিয়া শেষ হলে সে ৫ টি কলেজের জন্য আবেদন করতে হবে। আর সেখানে যদি আসন ফাকা থাকে তাহলে তুমি সেই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেতে পার।

Location

Products

Education

Telephone

Website

Address


গ্রাম : দাওকান্দি, ডাকঘর : দাওকা
Rajshahi
6240

General information

This is a college where all kinds of student , teacher , people gained their basic knowledge .......................

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Other Rajshahi schools & colleges (show all)
Shiroil Government High School, Rajshahi Shiroil Government High School, Rajshahi
Seroil
Rajshahi, 6100

Seroil Government High School, Rajshahi is a secondary school in the Seroil suburb of Rajshahi, Bang

IEEE RUET Student Branch IEEE RUET Student Branch
Rajshahi University Of Engineering & Technology
Rajshahi, 6204

IEEE RUET Student Branch is one of the dynamic student branches of IEEE BDS under IEEE Region 10. An

Rajshahi B. B. Hindu Academy Rajshahi B. B. Hindu Academy
Sagorpara, Ghoramara
Rajshahi, 6100

One of the best school in this subcontinent since 1898.

Mission Girls' High School, Rajshahi Mission Girls' High School, Rajshahi
Bulonpur, Rajshahi Court
Rajshahi, 6201

This page of Mission Girls' High School is conducted by Ex-students of this school.

আল মারকাযুল ইসলামী আস সালাফী  আল মারকাযুল ইসলামী আস সালাফী
Nawdapara, Sapura
Rajshahi, 6203

http://www.nawdaparamadrasa.ahlehadeethbd.org/ Islamic education centre based on salafi manhaz. http

English World English World
Rajshahi

This is an English learning platform.

Engineering and Survey Institute, Rajshahi Engineering and Survey Institute, Rajshahi
Rajshahi, SAPURA-6203

Welcome students. Keep touch with us.

Antor oraw Antor oraw
Rajshahi

আমি, -আমার -প্রিয়…ᘛ⁐̤ᕐᐷ

Suffix Pre-Cadet and Kinder Garden- বাগমারা, রাজশাহী Suffix Pre-Cadet and Kinder Garden- বাগমারা, রাজশাহী
Madarigonj Bagmara
Rajshahi, 6440

Suffix Pre-Cadet and Kinder Garden- বাগমারা, রাজশাহী Primary and High School

Rakib's English Care Rakib's English Care
Binodpur Bazar
Rajshahi, 6206

Assalamu Alaikum Warahmatullah. Welcome to Rakib's English Care page. Almost all of us have fear and

Ranihati ML High School Ranihati ML High School
Ranihati, Rajshahi, Rajshahi
Rajshahi, 6300

Ranihati ML High School, Shibganj, Chapainawabganj