
"জাহানারা-কামাল" শিক্ষাবৃত্তি পরীক্ষায় অনুষ্ঠিত অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করার কিছু স্থিরচিত্র।
Rajshahi Pre-Cadet Academy
From Play to Class Ten
Shiroil , Rajshahi - 6100
আদর্শবান , নিষ্ঠা , নিয়মানুবর্তী করে গড়ে তোলায় RPCA-এর মূল লক্ষ্য
আপনি কি আপনার সন্তানকে ক্যাডেট কলেজের নিয়ম-কানুন ও আদর্শে বড় করতে চান ?
আপনার সন্তানকে একজন আদর্শবান ও সফল মানুষ হিসেবে গড়ে তুলতে “রাজশাহী প্রি-ক্যাডেট একাডেমী” দৃড় প্রতিজ্ঞাবদ্ধ
রাজশাহী প্রি-ক্যাডেট একাডেমী – ক্যাডেট কলেজ এর- নিয়মানুযায়ী মেধাবী , উচ্চ শিক্ষিত ও বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা সৃজনশীল পদ্ধতিতে পাঠদান করিয়ে থা
Operating as usual
"জাহানারা-কামাল" শিক্ষাবৃত্তি পরীক্ষায় অনুষ্ঠিত অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করার কিছু স্থিরচিত্র।
৬ ই জানুয়ারি ২০২৩ "জাহানারা-কামাল" শিক্ষাবৃত্তি পরীক্ষার সনদ বিতরণী অনুষ্ঠানে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে তাদের সনদ ও পুরষ্কার বিতরণ করার সময়কালীন কিছু স্থিরচিত্র।
" জাহানারা-কামাল " শিক্ষাবৃত্তির পুরষ্কার ও সনদ প্রদান করা হলো অদ্য শুক্রবার ০৬,জানুয়ারি ২০২৩ ইং তারিখে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মোঃ আনোয়ারুল আমিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপদেষ্টাদ্বয়, রাজশাহী প্রি-ক্যাডেট একাডেমির এস.এম.শফিকুল ইসলাম শিপলু(এ্যাডভোকেট,বাংলাদেশ সুপ্রিম কোর্ট) ও অসিত কুমার প্রামাণিক (প্রভাষক,দাসপাড়া ডিগ্রী কলেজ), চেয়ারম্যান-রাজশাহী প্রি-ক্যাডেট একাডেমী,কানিজ ফাতেমা(এ্যাডভোকেট,বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
ব্যবস্থাপনা পরিচালক- রাজশাহী প্রি-ক্যাডেট একাডেমী কানিজ জোহরা এবং সভাপতিত্বে ছিলেন, আমাদের প্রধান শিক্ষিকা মোসাঃ তানজিলা খাতুন উনাদের মূল্যবান বক্তব্য প্রদান করছেন এবং শিক্ষার্থীরা উনাদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন।
আসসালামুআলাইকুম সম্মানিত অভিভাবকগণ।
আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে জাহানারা-কামাল শিক্ষাবৃত্তি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে এবং আজকেই আমরা ফলাফল ঘোষণা করছি।
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেনঃ ৪জন
মোঃ আজমাইন ইকতিদার, রোল-০০১
জারিন তাসনিম, রোল-০০৯
তাসফিয়া ইসলাম, রোল-০১৩
মুবাশশিরা মাহজাবিন, রোল-০১০
এবং
সাধারণ বৃত্তি পেয়েছেন- ৭জন
সন্দীপ সিল,রোল-০৩১
দূর্জয় সাহা, রোল-০২৫
সাদিয়া আফরিন, রোল-০২৯
সানজিদা মেহজাবিন সারা, রোল-০১৪
তানভীর আহম্মেদ সিদ্দীকি, রোল-০২৩
কাফিউল ইসলাম আকাশ, রোল-০২০
লাবন্য শেখ, রোল-০০৫
এছাড়াও আমরা আমাদের রাজশাহী প্রি-ক্যাডেট একাডেমির বাহিরের দেওয়ালে উক্ত ফলাফল দেওয়া হয়েছে।
[ বিঃদ্রঃ সনদ প্রদানের তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে।]
রাজশাহী প্রি-ক্যাডেট একাডেমীর আয়োজনে আয়োজিত " জাহানারা-কামাল " শিক্ষাবৃত্তির পরীক্ষা চলাকালীন কিছু স্থিরচিত্র পরিদর্শনে আমাদের প্রধান শিক্ষিকা এবং এমডি ম্যাডাম।
যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাহার মূল্যবান বক্তব্য।
শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার ছবি।
বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে স্থান লাভকারীদের পুরষ্কার ও সনদ বিতরণ।
বিজয় দিবস ও বার্ষিক পরীক্ষার ফলাফল উপলক্ষে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ এবং তাদের অভিভাবকগন।
জঙ্গলের রাজা বাঘ মশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিলো - "কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না।। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে।।"
সব ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে।। পড়াশুনা শেষ হলে,, সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে।।
সব বাচ্ছারা স্কুলে এ্যডমিশন হয়ে গেলো।। রাজামশাইয়ের পার্সোনাল স্কুল ,, সবাইকে যথাযথ শিক্ষা দেওয়া হবে।।
শুরু হলো সর্ব শিক্ষা অভিযান!!
হাতির বাচ্চা স্কুলে এলো।। বাঁদর,, মাছ,, কচ্ছপ,, বিড়াল,,উঁট ,, জিরাফ,, সবার বাচ্ছা স্কুলে পৌঁছে গেলো।।
শুরু হলো ধুমধাম করে পড়াশোনা।।
"ফাষ্ট ইউনিট টেষ্ট" হলো।। হাতির বাচ্ছা ফেল।।
- "কোন সাবজেক্টে ফেল ??" হাতি এসে প্রশ্ন করে।।
-- "গাছে ওঠা" সাবজেক্টে ফেল করেছে।।"
হাতি পড়লো মহা চিন্তায়।। তার ছেলে ফেল ?? এটা কোনো ভাবেই মেনে নেওয়া যাবে না।।
শুরু হলো খোঁজাখুঁজি,, ভালো টিউটর পেতেই হবে।। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না।।
হাতির এখন একটাই টেনশন,, যেভাবেই হোক,, ছেলেকে গাছে চড়া শেখাতে হবে !! "গাছে ওঠা' সাবজেক্টে টপার করে তুলতে হবে।।
ফাষ্ট সেশন অতিক্রান্ত।। ফাইনাল রেজাল্ট আউট হলো।। দেখা গেলো - হাতি,, উঁট,, জিরাফ,, মাছ,, সবার বাচ্ছা ফেল।। বাঁদরের বাচ্ছা টপার হয়ে গেছে।।
প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেষ্টদের আমন্ত্রিত করে,, বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো।। সেখানে টপার হিসাবে বাঁদরের বাচ্ছার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো।।
বাঁদর আনন্দে আত্মহারা।। তার ছেলে টপার হয়েছে।। এ গাছ থেকে সে গাছে,, কি ভীষণ লাফালাফি করে চলেছে।।
চুড়ান্ত অপমানিত হয়ে হাতি,, উঁট,, জিরাফ,, নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিলো।। এতো টিউশন,, এতো খরচ,, এর পরেও চূড়ান্ত অসম্মান!!
তারা মেনে নিতে পারলো না।।
-- "ফাঁকিবাজ,, এতো চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না ?? নিকম্মা কোথাকার।। শেখ,, বাঁদরের বাচ্ছার কাছে শিক্ষা নে,, কিভাবে গাছে চড়তে হয়।।"
ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে।। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল,, কেবলমাত্র "সাঁতার" কাটা ছাড়া।।
প্রিন্সিপাল বললো -- "আপনার সন্তানের এ্যটেন্ডেন্স প্রবলেম।। পাঁচ মিনিটের বেশী ক্লাসে থাকতে পারে না।।"
মাছ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইলো।।
বাচ্ছা বলে --" মা-গো,, দম নিতে পারি না,, ভীষণ কষ্ট হয়।। আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না ??"
মাছ বলে -- "চুপ কর বেয়াদব।। এতো ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না।। পড়াশোনায় মন দে,, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না।।"
হাতি,, উঁট,, জিরাফ,, নিজের নিজের ফেলিওর বাচ্ছাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে।। পথিমধ্যে বুড়ো খেঁকশিয়ালের সঙ্গে দেখা।।
শিয়াল বলে -- "আহা,, তোমরা মারো কেনো,, ছোট ছোট বাচ্ছাদের ??"
উঁট বলে - "মেরেই ফেলবো একে।। আমার মানসম্মান কিছু বজায় রাখলো না।।"
শিয়াল বলে -- "কি হয়েছে সেটা তো বলো ??"
হাতি বলে -- "এত বড়ো শরীর নিয়ে,, গাছে চড়তে পারলো না।। বাঁদরের ছেলে টপার হলো,, মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না।।"
শিয়াল অট্টহাসিতে ফেটে পড়ে।।
-- "আচ্ছা,, তোমরা গাছে চড়তে পারো?? "
জিরাফ বলে -- "আমরা তো নিরক্ষর।। তখন এসব স্কুল-টুল ছিলো না।। থাকলে শিখে নিতাম,, অবশ্যই গাছে চড়তে পারতাম।।"
শিয়াল বলো -- "তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই বুঝতে পারলাম না।। শোনো হাতি,, তুমি নিজের বিশালাকার শুঁড় উঠিয়ে ধরো,, গাছের সবচেয়ে বড়ো ফলটি পেড়ে ভক্ষণ করো।। তোমার গাছে ওঠা লাগবে না।।"
-- "উঁট ভাই,, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে।। ঘাড় বাড়িয়ে দাও,, গাছের সর্বশ্রেষ্ঠ ফল,, পাতা পেড়ে খাও।।"
-- "বোন মাছ,, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও।। ওকে মনভরে সাঁতার কাটতে শেখাও।। দেখবে,, একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে।। সাত সমুদ্র পার করে,, তোমার নাম উজ্জ্বল করে দেবো।। ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না।। ও মারা যাবে।।"
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
মনে রাখতে হবে,, *শিক্ষা আপনার সন্তানের জন্য,, শিক্ষার জন্য আপনার সন্তান নয়*
প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে ।
আমাদের দায়িত্ব হলো, সেটা খুঁজে বের করা। তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই দেখবেন,, সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে।
হাতির বাচ্ছাকে জোর করে গাছে চড়াতে যাবেন না। মনে রাখবেন , মাছের বাচ্ছা জল বিহীন স্কুলে গেলে দম ফেটে মারা যাবে।
শিক্ষা-দীক্ষা , খেলা-ধুলা, নাচ-গান, শিল্প-কলা, অভিনয়, ব্যাবসা,যে কোনো ক্ষেত্রেই হোক, সন্তানের প্রতিভার মূল্যায়ন করে নিন। ওদের ইচ্ছেগুলো চিনে নিন, ওদের প্রতিভার মূল্য দিন।
আপনার দায়িত্ব শুধু একটাই, *সন্তানকে সদাচারণ, নৈতিকতা, মূল্যবোধ ও মানবতার শিক্ষা দিয়ে যাওয়া।*
লেখাটি সংগৃহীত
এসএসসি পরীক্ষা -২০২২ এর রুটিন।
#২১ ফেব্রুয়ারি # মাতৃ ভাষা দিবস উপলক্ষে # চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।
রাজশাহী প্রি-ক্যাডেট একাডেমীর আয়োজনে
প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী প্রি-ক্যাডেট একাডেমীর স্কুল ভবনে।
#রাজশাহী শহরের সকল স্কুলের শিক্ষার্থীদের উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আহবান করা হচ্ছে।
*** প্রতিযোগিতায় অংশগ্রহন ফি- সম্পূর্ণ ফ্রি
*** প্রতিযোগিতায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে।
*** এছাড়াও রয়েছে সান্ত্বনা পুরষ্কার
রাজশাহী প্রি ক্যাডেট একাডেমী
ভর্তি ফি ফ্রি !! সেশন চার্জে থাকছে ৮০% ডিস্কাউন্ট
## শিক্ষা হল সেবা। আমরা শিক্ষার সার্বিক মান বজায় রেখে এই করনাকালিন দুর্যোগে সকল ধরনের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছি।
## ২.৫ থেকে ৩ বছরের বাচ্চাদের জন্য রেখেছি মনোরম পরিবেশ যেখানে শিশুরা খেলার মাধ্যমে অক্ষর জ্ঞান লাভ করবে।
আজই চলে আসুন প্রি ক্যডেট এর প্রাঙ্গনে
মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী প্রি ক্যাডেট একাডেমী তে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার ছাত্র-ছাত্রীদের একটি অংশ।
মহান বিজয় দিবস উপলক্ষে #রাজশাহি প্রি ক্যাডেট একাডেমী চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। যেখানে উপস্থিত হতে পারবে ২.৫ থেকে ১২ বছর এর বাচ্চারা। বিজয়ীদের জন্য রয়েছে পুরস্কারের ব্যবস্থা
আয়জনের দিন ও সময়ঃ ১৬ই ডিসেম্বর সকাল ১০ টা রাজশাহি প্রি ক্যাডেট একাডেমী প্রাঙ্গনে.
রাজশাহী প্রি-ক্যাডেট একাডেমি
বিজয় মাসের বিশেষ আকর্ষণ !!!
১৬ই ডিসেম্বর-এর মধ্যে ভর্তি হলে ভর্তি ফি-এ ৫০% ডিসকাউন্ট প্রদান করা হবে
আমরা যা করছিঃ
#৩-৪ বছরের বাচ্চাদের জন্য রয়েছে আনন্দমুখর পরিবেশ যেখানে বাচ্চারা খেলারছলে শিখবে নতুন নতুন শিক্ষনীয় বিষয়বস্তু।
# আমরা শিশুদের মৌলিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে বিশ্বাসী। এই প্রতিযোগিতার দিনে মৌলিক শিক্ষা ভীষণ প্রয়োজন।
# শিশুর সৃজনশীল জ্ঞান বৃদ্ধি করতে আমরা বিজ্ঞান এবং অংকে দেই বিশেষ গুরুত্ব
# আগামী ২০ ডিসেম্বর এর মধ্যে ভর্তি হলে ( ভর্তি ফি এ 20% স্কলারশীপ প্রদান করা হবে ।)
যোগাযোগঃ
৭৫/৬৬ , শিরোইল কেন্দ্রীয় জামে মসজীদ সংলগ্ন , শিরোইল , রাজশাহী
মোবাইল – ০১৭ ৬৪০১২০৯০, ০১৭ ৫০৯ ০৭ ৫০৯ ,এবং ০১৫ ১১১ ২২২ ৩৪
রাজশাহী প্রি-ক্যাডেট একাডেমি
বিজয় মাসের বিশেষ আকর্ষণ !!!
১৬ই ডিসেম্বর-এর মধ্যে ভর্তি হলে ভর্তি ফি-এ ১০০% ডিসকাউন্ট প্রদান করা হবে
এছাড়া , ১৭-২২ ডিসেম্বর এর মধ্যে ভর্তি হলে {ভর্তি ফি-এ ৭০%} ডিসকাউন্ট প্রদান করা হবে।
আমরা যা করছিঃ
#৩-৪ বছরের বাচ্চাদের জন্য রয়েছে আনন্দমুখর পরিবেশ যেখানে বাচ্চারা খেলারছলে শিখবে নতুন নতুন শিক্ষনীয় বিষয়বস্তু।
# আমরা শিশুদের মৌলিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে বিশ্বাসী। এই প্রতিযোগিতার দিনে মৌলিক শিক্ষা ভীষণ প্রয়োজন।
# শিশুর সৃজনশীল জ্ঞান বৃদ্ধি করতে আমরা বিজ্ঞান এবং অংকে দেই বিশেষ গুরুত্ব
# আগামী ২০ ডিসেম্বর এর মধ্যে ভর্তি হলে ( ভর্তি ফি এ 20% স্কলারশীপ প্রদান করা হবে ।)
যোগাযোগঃ
৭৫/৬৬ , শিরোইল কেন্দ্রীয় জামে মসজীদ সংলগ্ন , শিরোইল , রাজশাহী
মোবাইল – ০১৭ ৬৪০১২০৯০, ০১৭ ৫০৯ ০৭ ৫০৯ ,এবং ০১৫ ১১১ ২২২ ৩৪
আপনি কি আপনার সন্তানকে ক্যাডেট কলেজের নিয়ম-কানুন ও আদর্শে বড় করতে চান ?
তাহলে চলে আসুন রাজশাহী প্রি- ক্যাডেট একাডেমীতে।
#৩-৪ বছরের বাচ্চাদের জন্য রয়েছে আনন্দমুখর পরিবেশ যেখানে বাচ্চারা খেলারছলে শিখবে নতুন নতুন শিক্ষনীয় বিষয়বস্তু।
# আমরা শিশুদের মৌলিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে বিশ্বাসী। এই প্রতিযোগিতার দিনে মৌলিক শিক্ষা ভীষণ প্রয়োজন।
# শিশুর সৃজনশীল জ্ঞান বৃদ্ধি করতে আমরা বিজ্ঞান এবং অংকে দেই বিশেষ গুরুত্ব
# আগামী ২০ ডিসেম্বর এর মধ্যে ভর্তি হলে ( ভর্তি ফি এ 20% স্কলারশীপ প্রদান করা হবে ।)
বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের লক্ষে আজই যোগাযোগ করুন নিচের ঠিকানায়-
৭৫/৬৬, শিরইল জামে মসজিদ সংলগ্ন , শিরইল, ঘোড়ামারা,বোয়ালিয়া
মোবাইলঃ ০১৫ ১১১ ২২২৩৪
০১৭ ১৮৮ ৯০৩৪৩
আপনি কি আপনার সন্তানকে ক্যাডেট কলেজের নিয়ম-কানুন ও আদর্শে বড় করতে চান ?
তাহলে চলে আসুন রাজশাহী প্রি- ক্যাডেট একাডেমীতে।
# আগামী ২০ ডিসেম্বর এর মধ্যে ভর্তি হলে ( ভর্তি ফি এ 20% স্কলারশীপ প্রদান করা হবে ।)
# ভর্তি ফরম সংগ্রহ করুন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ।
# সীমিত সংখ্যাক আসনে ভর্তি চলছে ।
The third day of the 10-day long 'Bangabandhu-Bapu (Mahatma Gandhi) Digital Exhibition saw many visitors interacting with 35 large-size touch screen panels showing different life related inspirational stories of these two great leaders in three languages - Bangla, Hindi and English.
Assistant High Commissioner of India in Rajshahi, Mr. Sanjeev Kumar Bhati was also present to exchange views with the Visitors and answer their queries.
)
) , )
দুই দেশের দুই মহান ব্যক্তিত্ব কে নিয়ে আয়োজিত ডিজিটাল প্রদর্শনী যেখানে উপস্থিত হয়েছিল রাজশাহী প্রি-ক্যাডেট একাডেমীর ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের একটি অংশ।
# আপনি কি আপনার সন্তানকে ক্যাডেট কলেজের নিয়ম কানুন ও আদর্শে বড় করতে চান
# সীমিত সংখ্যক আসনে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ফি ফ্রি
# চাকুরীজীবী অভিভাবকদের জন্য রয়েছে ডে কেয়ার এর ব্যবস্থা যা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত
সকল দূর্দশা শেষে ২০২২ এর প্রস্তুতি চলছে।
২০১৫ থেকে এখন অবধি আমরা আছি,
ইনশাআল্লাহ আগামীতেও থাকবো।
নতুন রূপে সাজতে ব্যস্ত #রাজশাহী_প্রি_ক্যাডেট_একাডেমি
কম্পিউটার কি বোর্ডে যেভাবে হাতের আঙুল রেখে লিখবেন ⌨️🖥️
Introduction to Computer keyboard 💻🖱️
কম্পিউটার কি বোর্ডে যেভাবে হাতের আঙুল রেখে লিখবেন ⌨️🖥️
Introduction to Computer keyboard 💻🖱️
ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত অ্যাসাইনমেন্ট প্রদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিতকরণ সংক্রান্ত।
করোনা ভাইরাসের সংক্রমন থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ২২/০৫/২০২১ খ্রি: তারিখ পর্যন্ত সকল ধরনের সরকার/বেসরকারি প্রাথমিক বিদ্যারয় ও কিল্ডারগার্টেন বন্ধ রাখা প্রসঙ্গে।
বাচ্চাদের জন্য পরিবারই তার প্রথম স্কুল। তাই তাকে দায়িত্ববান হিসেবে গড়ে তুলতে, নিজের কাজ নিজে করতে শেখাই। জাতীয় শিশু দিবসে শপথ হোক, পরিবারের মাঝে বড় হয়ে উঠুক প্রতিটি সোনামণি!
30 শে মার্চ 2021 থেকে বিদ্যালয় খোলার নির্দেশনা।
সপ্তাহে একদিন প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম চলবে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহের ছয়দিন কার্যক্রম চলবে।
প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি পাঠদান কার্যক্রম সংক্রান্ত নির্দেশনামূলক চিঠি (০৯/০৩/২১)।
৩০/০৩/২০২১ ইং তারিখে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশঃ
👉১৯৪০ সালের শিশু শ্রেণীর প্রশ্নঃ
লেখার ধরন খেয়াল করঃ-
★আমরা বলি/লেখি- "কতটি"।
অথচ তখন লেখা হয়েছিল "কতটী"❗আবার....
★আমরা বলি/লেখি- "৩টি, ৫টি, ২৯টি"।
অথচ তখন লেখা হয়েছিল "৩টী, ৫টী, ২৯টী"❗
#দ্রষ্টব্য_যেঃ "শিশু শ্রেণীর" প্রশ্ন'টি দেখলে ষ্পষ্ট বুঝা যায় যে, প্রশ্নগুলো কতটা কঠিন ছিল❗
জন্ম নিবন্ধন ছাড়া আর শিক্ষার্থী ভর্তি করা যাবে না।
বার্ষিক পরীক্ষা - ২০২০ ইং
সনদ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান
শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের নির্দেশ আসন্ন শীত মৌসুমে কোভিড-১৯ মোকাবিলায় শিক্ষার্থী-অভিভাবকদের সঙ্গে অনলাইনে যোগাযোগসহ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলে...
Monday | 09:00 - 14:00 |
Tuesday | 09:00 - 14:00 |
Wednesday | 09:00 - 14:00 |
Thursday | 09:00 - 14:00 |
Saturday | 09:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |
One of the best school in this subcontinent since 1898.
Suffix Pre-Cadet and Kinder Garden- বাগমারা, রাজশাহী Primary and High School
জামিয়া ক্বওমিয়া মহিলা মাদ্রাসা রাজশা
আসসালামু আলাইকুম আমাদের স্কুলের পেইজে আপনাদের স্বাগতম
Located in Rajshahi, Bangladesh, this school provides an opportunity for Bengalis to learn Western m
As salamu alaikum, Thank you for visiting my Channel. Mainly it is an educational channel. educat
This is a Hifz Madrasah. We have Nurani, Nazera, Hifz Group. Besides Hifz We have General Division f