
আমরা গভীরভাবে শোকাহত।
Manda SC Model Pilot High School and College" is the first institution of Manda Upazila. There was no school other than this school in Manda upazila.
Established: 1938 • Motto: Knowledge, Discipline, Education
★ Academic Affiliation
- Board of Secondary & Higher Education, Rajshahi
- Bangladesh Technical Education Board, Dhaka
★ Certified by University of Calcutta
www.mscs-institutebd.blogspot.com The school is the oldest institution under Manda Upazila. The institution was established in 1910 as a primary school. But in 1938 it was converte
আমরা গভীরভাবে শোকাহত।
বর্ষ বরন ১৪৩২✨
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা🇧🇩❤️
মান্দা শ্যামচাঁদ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে, মান্দা, নওগাঁ। অত্র প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে , দশম শ্রেণির সকল ছাত্র ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৯/৪/২৫ তারিখ বুধবার অবশিষ্ট পাঠ্যবই বিতরণ করা হবে। সবাইকে উপস্থিত হওয়ার জন্য বলা হলো। গোলাম মোস্তফা মোহা নুরুজ্জামান, অধক্ষ (ভারপ্রাপ্ত)।
প্রয়োজনে অফিস সহকারী ০১৭৬১৫১১৯৩৭
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৫ইং উদযাপন, মান্দা শ্যামচাঁদ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, মান্দা, নওগাঁ।
Post by-Shis Mohammod
কারিগরি শাখার শিক্ষক/ কর্মচারীদের ইএফটি তে বেতন নিতে, ১৩/০২/২৫ইং তারিখের মধ্যে তথ্য আপলোড করতে হবে।
নবীন বরন ও বিদায় অনুষ্ঠান ২০২৫
#নবজাগরন-২৫
-25
Today, January 23, 2025
Golam Mostafa Mohammad Nuruzzaman has formally taken charge as the Acting Head Teacher. Wishing him great success and accomplishments in his new responsibilities.
মান্দা এস,সি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ” মান্দা উপজেলার সর্বপ্রথম প্রতিষ্ঠান । মান্দা উপজেলায় তখন এই বিদ্যালয় ছাড়া অন্য কোনো বিদ্যালয় ছিল না । বিদ্যালয়টি মান্দা উপজেলাধীন সবচেয়ে প্রাচীনতম প্রতিষ্ঠান । প্রতিষ্ঠানটি ১৯১০ সালে প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্থাপিত হয় । কিন্তু ১৯৩৮ সালে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয় । প্রতিষ্ঠানটি কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত । তৎকালীন জমিদার ঘাটকৈর নিবাসী শ্যামচাঁদ মহাদয় অত্র এলাকার সাধ্রন জনগণের শিক্ষার আলো প্রসারের প্রত্যয়ে প্রতিষ্ঠানটি স্থাপন করেছিলেন । নিয়মতান্ত্রিক অনুযায়ী প্রতিষ্ঠানটি চলাকালীন সময়ে ১৯৬১ সালে এস.ডি.ও ইয়ার উদ্দিন চৌধুরী বিদ্যালয়টি পরিদর্শন করার জন্য আগমন করেন । পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করেন যে, বিদ্যালয়টি অনেক ভালো । কিন্তু বিদ্যালয়টির প্রতিষ্ঠিত জায়গা একেবারেই ভালো না । কারন এলাকাটিতে প্রবেশ করতে হলে অনেক দুর্গম পথ অতিক্রম করতে হয় । তাই ১৯৬১ সালে বাংলাদেশ পুলিশের মান্দা থানার পাশে স্থানান্তর করা হয় । বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় মান্দা থানার মোড় নামক এক জায়গায় । এরপর ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা বিদ্যালয়টি দখল করে , এলাকার সকল জনগণ ভয়ে পেয়ে কিছু করতে পারেনি কারন পাকিস্তানিদের ছিল বন্দুক সহ আরও কিছু হাতিয়ার । হানাদার বাহিনীরা বিদ্যালয়টিকে ক্যাম্প হিসেবে ব্যবহার করে । কিছুদিন পর হানাদার বাহিনীরা বিদ্যালয়টির সকল আসবাব পত্র সহ অনেক গুরুত্বপূর্ণ নথি পত্র ,কাগজ ইত্যাদি জ্বালিয়ে ,পুড়িয়ে দেয় । বর্তমান সময়ে জানা যায় যে, এই বিদ্যালয়টির খেলার মাঠে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , তিনি এই বিদ্যালয়টির মাঠেও তার মূল্যবান ঘোষণা করে গেছেন । ।মহান মুক্তিযুদ্ধের পর বিদ্যালয়টি আবারও চালু করা হয় । কিছু বছর পর- ১৯৭৮ সালে (যখন বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান) বিদ্যালয়টি পাইলট উচ্চ বিদ্যালয় হিসেবে পরিণত হয় এবং এর নাম দেওয়া হয় “মান্দা এস,সি পাইলট উচ্চ বিদ্যালয়” । আরও কিছু বছর পর জানা যায় যে, বিদ্যালয়টি সরকারী হবে কিন্তু হয়নি । এরপর ২০১১ সালে সরকারের মডেল প্রকল্পের আয়তায় বিদ্যালয়টি মডেল হিসেবে পরিণত হয় পায় এবং বিদ্যালয়টিতে একটি মডেল/একাডেমী ভবন প্রতিষ্ঠিত হয় । ২০১১-১২ সালের মধ্যে সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয় মডেল/একাডেমী ভবনটি । একাডেমী ভবন নির্মাণের পর ভবনটির উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রী জনাব ইমাজ উদ্দিন প্রামানিক । মডেল/একাডেমী ভবনের ৩য় তালায় রয়েছে একটি কম্পিউটার ল্যাব , ১টি সায়েন্স ল্যাব , ১টি লাইব্রেরী । এই বিদ্যালয়টিতে রয়েছে একটি নির্দিষ্ট অফিস ভবন । অফিস ভবনে ৪টি অফিস কক্ষ রয়েছে । আরও রয়েছে ১৯৬১ সালের সেই ভবনটি । ১৯৬১ সালের ভবনটিতে রয়েছে ১০টি শ্রেণি কক্ষ । এছাড়াও রয়েছে কারিগরি ভবন (৯ম ও ১০ম শ্রেণি) । এছাড়াও রয়েছে একটি আধা পাকা ভবন । বিদ্যালয়টিতে রয়েছে অনেক ধরনের বৃক্ষ (ফুল,ফল ইত্যাদি)। বিদ্যালয়টির প্রত্যেক ভবনেই রয়েছে বিদ্যুৎ ব্যবস্থা । বিদ্যালয়টির রয়েছে একটি অনেক বড় খেলার মাঠ । বিদ্যালয়টির খেলার মাঠ নওগাঁ জেলার মধ্যে ৪র্থ তম বড় মাঠ । এই বিদ্যালয়টি জে,এস,সি ও এস,এস,সি (JSC & SSC) পরীক্ষার কেন্দ্র । বিদ্যালয়টিতে প্রতি বছরেই সাংস্কৃতিক অনুষ্ঠান , স্কাউট , বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সহ ইত্যাদি কর্মকাণ্ড করা হয় । ২০১৩-২০১৪ সাল থেকে বিদ্যালয়টি কলেজে রুপান্তর করা হয় । প্রতিষ্ঠানটিতে কলেজ স্থাপন করা হয় । এখন বিদ্যালয়টিতে ক্লাস সিক্স থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা দান করা হয় । এবং বর্তমানে এই প্রতিষ্ঠানের নাম “মান্দা এস,সি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ” । মান্দা উপজেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয় । এটি ১৯১০ সালে স্থাপিত হয়েছিল কিন্তু উচ্চ বিদ্যালয়ে পরিণত হয় ১৯৩৮ সালে তাই নিয়ম অনুযায়ী বিদ্যালয়টির স্থাপিত সাল ১৯৩৮ । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী এর অধীনে এই প্রতিষ্ঠানটি । সেই ১৯১০ অথবা ১৯৩৮ সাল থেকে বিদ্যালয়টি মাথা উচু করে আজও দাঁড়িয়ে আছে ও ভবিষ্যতেও থাকবে ।