Confident Educare

Confident Educare

An honest Commitment of reliance for education. CONFIDENT is a name of that Program which tries to provide a good method of Education system by online .

Operating as usual

04/02/2024

প্রাইমারি ২য় ধাপের প্রশ্ন (গণিত অংশ)
প্রতিটি অঙ্কের বিস্তারিত সমাধান


19/12/2023

ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশের স্বাধীনতা লাভের সাল

18/12/2023

সমার্থক শব্দ মনে রাখার জাদুকরি টেকনিক: মেগা পোস্ট
আমিনুল স্যার, বাংলা
পৃথিবীকে ধরে রাখে পর্বত। তাই পৃথিবীর সমার্থক শব্দের সাথে 'ধর' যোগ করে দিলেই তা পর্বতের সমার্থক শব্দ হয়ে যাবে। যেমন:
পৃথিবী - ভূ, অবনী, ধরণী, ধরা, মহী, মেদিনী, ক্ষিতি, পৃথ্বী
পর্বত - ভূধর, অবনীধর, ধরণীধর, ধরাধর, মহীধর, মেদিনীধর, ক্ষিতিধর, পৃথ্বীধর

আবার মেঘ জল দান করে তাই পানির সমার্থক শব্দের সাথে দ বা 'ধর' যোগ করে দিলেই তা মেঘের সমার্থক শব্দ হয়ে যাবে। যেমন:
পানি - জল, নীর, অম্বু, বারি, পয়ো, তোয়
মেঘ: জলদ, নীরদ,অম্বুদ,বারিদ,পয়োদ,তোয়দ
মেঘ ২- জলধর, নীরধর, অম্বুধর, বারিধর, পয়োধর, তোয়ধর

আবার 'নিধি' শব্দের অনেকগুলো অর্থের মধ্যে একটি হচ্ছে আধার বা স্থান। তাহলে 'পানি'র সমার্থক শব্দের সাথে 'নিধি' যোগ করে দিলেই তা পানির মূল আধার বা স্থান সমুদ্রকে বুঝাবে। যেমন:
পানি - জল, নীর, অম্বু, বারি, পয়, তোয়
সমুদ্র- জলনিধি, নীরনিধি, অম্বুনিধি, বারিনিধি, পয়নিধি, তোয়নিধি

আবার সমুদ্র পানিকে ধরে রাখে তাই জলধি মানে সমুদ্র।আবার পানি শব্দের সমার্থক শব্দের সাথে ধি যুক্ত করলেও তা সমুদ্র শব্দের সমার্থক শব্দ হবে।
যেমন: জলধি, বারিধি , পয়োধি , তোয়ধি , অম্বুধি , নীরধি

সমার্থক শব্দ মনে রাখার আরও কিছু জাদুকরী কৌশল:

সূর্য:
রবি বার আফতাব,অর্ক ও অরুণের ছোট ভাই আদিত্যের সাথে দিনমণি,দিননাথের ছোট বোন সবিতার বিয়ের তারিখ ঠিক হয় ৷ বরের পক্ষে বিশেষ ৬ অতিথি হবে ভাস্কর, দিবাকর,দিবাবসু,বিভাকর,বিভাবসু ও প্রভাকর এবং কনের ৬ অতিথি হবে অংশুমালী, কিরণমালী, ময়ূখমালী,অর্ঘমা,পুষা ও মার্তণ্ড ৷ বিয়ের সকল দায়িত্বে থাকবে তপন, দিনেশ ও ভানু এবং বিবস্বান সুর বাজাবেন মিহির আলি ৷

সূর্যের সমার্থক শব্দ
(রবি,আফতাব,অর্ক, অরুণ, আদিত্য, দিনমণি,দিননাথ,সবিতা,ভাস্কর, দিবাকর,দিবাবসু,বিভাকর,বিভাবসু,প্রভাকর,অংশুমালী, কিরণমালী, ময়ূখমালী,অর্ঘমা,পুষা,মার্তণ্ড ,তপন, দিনেশ, ভানু,বিবস্বান ,সুর, মিহির)

অশ্ব:
তুরাগ তীরে তুরঙ্গে অশ্ববাজী খেলা হয় ৷ তুরঙ্গমের খেলা দেখতে ঘোড়ার হ্রেষায় চড়ে ঘোটক যেতে রাজি নয় ৷
অশ্ব সমার্থক শব্দ
(তুরাগ,তুরঙ্গ, অশ্ববাজী, হয়, তুরঙ্গম,ঘোড়ার, হ্রেষা, ঘোটক)

পর্বত:
অদ্রি,নগ ও নগেন্দ নীলগিরি পাহাড়ে উঠে শৈল প্রভাবে অচল হয়ে পড়ল ৷ ভুধর, মহীধর ও শূঙ্খধর শূঙ্খের (শূঙ্খী) শিখরে (শিখরী) উঠে তাদের উদ্বার করল ৷

পর্বত এর সমার্থক শব্দ:
(অদ্রি,নগ, নগেন্দ, নীলগিরি, পাহাড়, শৈল, অচল, ভুধর, মহীধর, শূঙ্খধর, শূঙ্খী, শিখরী)

বায়ু:
অনিল সমিরকে নিয়ে মরুর (মরুৎ) বুকে বাতাস অনুভব করতে গেল ৷ হঠ্যাৎ প্রবল (পবন) বাতাসের সাথে তারা গন্ধবহ প্রভঞ্জন পেল ৷ মারুফ (মারুত) বাতি (বাত) জ্বালিয়ে গন্ধের সমীকরণ খুজতে লাগল ৷

(অনিল, সমির, মরুৎ, বাতাস, পবন ,গন্ধবহ, প্রভঞ্জন ,মারুত, বাত, সমীকরণ)

হাতির:
হাতির নাগ মাথা (মাতঙ্গ) ঐরাবতকে সঙ্গে নিয়ে হস্তীর উপর করে (করী) বারণ করা সত্ত্বেও গজ দ্বিপ কুঞ্জে চলে গেল ৷ সাথে দন্তী ও দ্বিরদ কে নিয়ে গেল ৷
হাতির সমার্থক শব্দ:
( হাতি,নাগ,মাতঙ্গ, ঐরাবত, হস্তী, করী, বারণ, গজ, দ্বিপ, কুঞ্জে, দন্তী, দ্বিরদ )

কোকিল:
বসন্তদূত কোকিল কাকপুষ্ট, অন্যপুষ্ট, পরভৃত দূত হয়ে মধুস্বর, মধুসখা কে নিয়ে কলকণ্ঠ পত্রিকায় পিক দিল ৷

(বসন্তদূত, কোকিল, কাকপুষ্ট, অন্যপুষ্ট, পরভৃত, দূত, মধুস্বর, মধুসখা, কলকণ্ঠ, পিক) ৷

চোখ:
আঁখি নয়ন কে নিয়ে সবার চোখ লোচন দিয়ে নেত্রকোণায় গিয়ে দর্শন বিষয়ে ভর্তী হল
চোখ:
(আঁখি, নয়ন, চোখ,লোচন, নেত্র, দর্শন)

পৃথিবী:
অখিল বসুমতি নদীর তীরে বসুধার ক্ষিতি জমি কিনে মহা (মহী) খুশিতে ৩ বোন অবণী,অদিতি ও মেদিনী কে নিয়ে বসুন্ধরায় শপিং করতে যায় ৷ অখিলের সাবেক প্রেমিকা উর্বী,ধরিত্রী ও পৃত্বী তাদের দেখে ভুল বুঝল ৷ এ শোকে অখিল দুনিয়া থেকে চলে যায় ৷যাওয়ার আগে ফেসবুকে স্টাটাস দেয় বিদায় পিতিবি (পৃথিবী)৷ আসলে এ ভুবনে জগৎ সংসার রচনা করাই বোকামি ৷ কেননা একদিন সবাইকে এ ভূ,ভূলোক,ভুমন্ডল ও বিশ্ব হ্মামন্ডের ছেড়ে সবাইকে মরলোক মর্তলোকে যেতে হবে ৷ এবং আখিরাতে ধরণীর পাপ পূন্যের হিসাব ধরা হবে ৷

(অখিল, বসুমতি, বসুধা,ক্ষিতি,জমি, মহী, অবণী,অদিতি, মেদিনী, বসুন্ধরা,উর্বী,ধরিত্রী,পৃত্বী, দুনিয়া, পিতিবি, ভুবন,জগৎ, সংসার,ভূ,ভূলোক,ভুমন্ডল, বিশ্ব , হ্মামন্ড, মরলোক,মর্তলোক, ধরণী,ধরা)

সমুদ্র:
অর্ণব ও রত্নাকর সিন্ধু তীরে বসে সাগরে কত গুলো ধি (ধার) আছে তা নিয়ে ঝগড়া লাগল ৷ তারা বারীশ ও বারীন্দ্রকে সাক্ষী রেখে ধি গণনা শুরু করল ৷ অর্ণব ঠিক মত বলতে না পারলেও রত্নাকর ১০টি ধি এর নাম বলল ৷ তা হল জলধি, উদধি, পয়োধি, বারিধি, অম্বুধি, অম্বুনিধি, জলনিধি, পয়োনিধি,তোয়নিধি, বারিনিধি ৷ ফলাফলে রত্নাকর জয়ী হলে অর্ণব পাথার রাগে জলধর পার হয়ে (পারাবার) নীলাম্বু চলে গেল ৷

সমুদ্রের সমার্থক শব্দ:
(অর্ণব, রত্নাকর,সিন্ধু, সাগর,বারীশ, বারীন্দ্র জলধি, উদধি, পয়োধি, বারিধি, অম্বুধি, অম্বুনিধি, জলনিধি, পয়োনিধি,তোয়নিধি, বারিনিধি ,পাথার, জলধর, নীলাম্বু)

আকাশ:
অম্বর,নভঃ ও নভোমন্ডলে শূন্য ছায়ালোকে অনন্ত দুপুরে দ্যু র আসমানের দিকে তাকিয়ে আছে ৷ হঠ্যাৎ গগণ থেকে দ্যুলোক বিমান খ নামক একটি ব্যোম ফেলল ৷

(অম্বর,নভঃ,নভোমন্ডল, শূন্য, ছায়ালোক,অনন্ত, দ্যু, আসমান,গগণ,দ্যুলোক,খ, ব্যোম)

কেশ:
অলক তাঁর স্ত্রী কবরী র চুল চিবুক দিয়ে বেধে দেয় ৷

(অলক,কবরী, চুল, চিবুক,কেশপাশ,কেশদাম)

কিরণ:
চোখের আলো আনার জন্য প্রভা ও দীপ্তি আলোক রশ্নি দিয়ে অংশু ও বিভা র চোখের জ্যোতি পরীক্ষা করল

(আলো, প্রভা, দীপ্তি ,আলোক, রশ্নি, অংশু, বিভা, জ্যোতি, কর )

রাত:
নিশি, শর্বরী ও যামিনী গভীর রাতে রজনী কে নিয়ে ক্ষণদার বাড়িতে গেল ৷ সেখানে ত্রিযামা ও নিশীথিনী সহ সবাই মিলে বিভাবরীর গল্প শুনল ৷

(নিশি, শর্বরী,যামিনী, রাত, রজনী, ক্ষণদা, ত্রিযামা, নিশীথিনী, বিভাবরী)

উর্মি:
উর্মি সাগর বীচে (বীচি) বসে তরঙ্গের সাথে ঢেউ খেলল ৷

(উর্মি,বীচি, তরঙ্গ,টেউ)

বন:
কানন বনানীর অটবি শোরুম থেকে অরণ্যের উপবন ও বিপিন জঙ্গলের বন কেটে কুঞ্জ কে দিয়ে বাগানের মধ্যে ঘর (গহন) বানালেন ৷

(কানন, অটবি, বনানী, অরণ্য,উপবন,বিপিন, জঙ্গল, বন, কুঞ্জ, বাগান, ,গহন)

গৃহ:
আলয় ও নিলয় দুই ভাইয়ের নামে ঢাকা আগারগাঁও ২ কক্ষ বিশিষ্ট ৫ তলা ভবনের দুইটি বাড়ি আছে ৷ কিন্তু তারা বন্ধু সদনের কথা মত বেশি দাম (ধাম) পেয়ে ঘর বাড়ি (বাটী) বেচে দিয়ে নিকেতনের নিকেতে আবাস ও নিবাস গড়ে তুলে এবং সদন কে আশ্রয় দেয় ৷

(আলয়, নিলয়,আগার, কক্ষ,ভবন, বাড়ি ,সদন,ধাম, ঘর,বাটী,নিকেতন, নিকেত,আবাস,নিবাস, আশ্রয়)

( সংগৃহীত ও পরিমার্জিত)

14/12/2023

▪️▪️বাংলাদেশের কতিপয় গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র.....
👇
✬তাঁত গবেষণা বোর্ড — নরসিংদী।
✬পাট গবেষণা কেন্দ্র —মানিকগঞ্জ ।
✬ পাট গবেষণা ইনস্টিটিউট—মানিক মিয়া এভিনিউ।
✬তুলা গবেষণা ইনস্টিটিউট — যশোর।
✬মসলা গবেষণা কেন্দ্র — বগুড়া।
✬নদী গবেষণা কেন্দ্র — ফরিদপুর।
✬রাবার গবেষণা বোর্ড — কক্সবাজার।
✬ডাল গবেষণা কেন্দ্র — ঈশ্বরদী, পাবনা।
✬রেশম গবেষণা কেন্দ্র — রাজশাহী।
✬ছাগল গবেষণা ইনস্টিটিউট — সিলেট।
✬হাঁস-মুরগী গবেষণা ইনস্টিটিউট — নারায়ণগঞ্জ।
✬মৎস্য গবেষণা কেন্দ্র — ময়মনসিংহ।
✬আলু গবেষণা ইনস্টিটিউট — রংপুর।
✬কলা গবেষণা ইনস্টিটিউট — রামপাল, বাগেরহাট।
✬চামড়া গবেষণা ইনস্টিটিউট — হাজারীবাগ, ঢাকা।
✬বন গবেষণা কেন্দ্র — চট্টগ্রাম।
✬পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র — খাগড়াছড়ি।
✬ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র — চাঁদপুর।
✬ধান গবেষণা ইনস্টিটিউট — জয়দেবপুর, গাজীপুর।
✬চা গবেষণা কেন্দ্র — শ্রীমঙ্গল, সিলেট।
✬তামাক গবেষণা ইনস্টিটিউট — রংপুর।
✬গম গবেষণা কেন্দ্র — দিনাজপুর।
✬আম গবেষণা কেন্দ্র — চাঁপাইনবাবগঞ্জ।
✬গরু গবেষণা ইনস্টিটিউট — সাভার।
✬মহিষ গবেষণা ইনস্টিটিউট — বাগেরহাট।
✬ইক্ষু গবেষণা কেন্দ্র — ঈশ্বরদী, পাবনা।
✬পুষ্টি গবেষণা ইনস্টিটিউট — ঢাকা বিশ্ববিদ্যালয়।
✬হরিণ গবেষণা ইনস্টিটিউট — শরণখোলা, বাগেরহাট।
✬কুমির (মিঠা পানি) গবেষণা ইনস্টিটিউট — ভালুকা, ময়মনসিংহ।
✬কুমির (লোনা পানি) গবেষণা ইনস্টিটিউট — ডুলাহাজারা, কক্সবাজার।

13/12/2023

কিছু আপডেট তথ্য
🗨️ বর্তমানে শিক্ষা বোর্ড- ১১ টি।
💭 বর্তমানে দেশে সিটি কর্পোরেশনের সংখ্যা - ১২ টি।
🗨️ বর্তমানে উপজেলা- ৪৯৫ টি।
💭 বর্তমানে পৌরসভার সংখ্যা -৩৩০ টি (সর্বশেষ শ্যামনগর সাতক্ষীরা)।
🗨️ বর্তমানে দেশে গ্যাসক্ষেত্রের সংখ্যা - ২৯ টি ( সর্বশেষ ইলিশা-১, ভোলা)।
💭 বর্তমানে দেশে নদীবন্দর আছে- ৪৩ টি ( সর্বশেষ নাজিরগঞ্জ, পাবনা)।
🗨️ বাংলাদেশ সাবমেরিনের যুগে পদার্পণ করে বিশ্বের- ৪১তম দেশ হিসেবে।
💭 রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে বিশ্বের ৩৩তম পারমানবিক শক্তি ব্যবহারকারী দেশ হতে যাচ্ছে- বাংলাদেশ।
🗨️ বাংলাদেশ স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ- ৫৭তম।
💭 বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা - ৪৪৮ জন।
🗨️ বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর - আবদুর রউফ তালুকদার (১২ তম)।
💭 বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার- কাজী হাবিবুল আউয়াল (১৩তম)।

12/12/2023

▪️▪️বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
►সবচেয়ে হালকা ধাতু - লিথিয়াম
►সবচেয়ে হালকা মৌল/গ্যাস - হাইড্রোজেন
►সবচেয়ে সক্রিয় ধাতু - ফ্রানসিয়াম
►সর্বাধিক ব্যবহৃত ধাতু - লোহা
►সবচেয়ে ভারি তরল পদার্থ - পারদ
►তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয় - দস্তা
► সবচেয়ে সক্রিয় অধাতু - ফ্লোরিন
►তরল অধাতু - ব্রোমিন
►শক্ত পদার্থ - হীরক
►প্রাচীন মৌল - কার্বন
►নিউট্রন বিহীন মৌল -হাইড্রোজেন
►একক পরমানু বিশিষ্ট মৌল -হিলিয়াম
►শৈবালে পাওয়া যায় -আয়োডিন
►অগ্নি নির্বাপক গ্যাস - কার্বন ডাইঅক্সাইড
►কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয় - ফসফরাস
►King of Chemicals' বলা হয় - সালফিউরিক
এসিডকে
►ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় - জিংক অক্সাইড
►ভূত্বকে বেশি পাওয়া যায় - এলুমিনিয়াম
►তরল সোনা বলা হয় - প্রাকৃতিক গ্যাসকে
প্রশ্ন: সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত ?
উ: ৩৬.৯ ডিগ্রী
প্রশ্ন: স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত ?
উ: ১৫ পাউন্ড
প্রশ্ন: সিস্টোলিক চাপ বলতে কী বুঝায় ?
উ: হৃদপিন্ডের সংকোচন চাপ
প্রশ্ন: ডায়োস্টোল চাপ বলতে কী বুঝায় ?
উ: হৃদপিন্ডের প্রসারণ
প্রশ্ন: রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায় ?
উ: লোহিত রক্তকনিকায়
প্রশ্ন: রক্তের লোহিত রক্ত কনিকা তৈরী হয় ?
উ: অস্থিমজ্জায়
প্রশ্ন: মানব দেহে মোট কশেরুকার সংখ্যা কতো ?
উ: ৩৩ টি
প্রশ্ন: মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কতো ?
উ: ৮ টি
প্রশ্ন: রক্ত কতো প্রকার ?
উ: ২ প্রকার
প্রশ্ন: হিমোগ্লোবিনের কাজ কী ?
উ: অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা
প্রশ্ন: পালমোনারী (ফুসফুসীয়) শিরা কী বহন করে ?
উ: অক্সিজেন বাহী রক্ত
প্রশ্ন: মানব দেহের হৃত্পিণ্ড কতো প্রকোষ্ট বিশিষ্ট ?
উ: চার প্রকোষ্ট বিশিষ্ট
প্রশ্ন: লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কতো দিন ?
উ: 120দিন
প্রশ্ন: অনুচক্রিকার গড় আয়ু কতো দিন ?
উ: ১০ দিন
প্রশ্ন: রক্ত শুন্যতা বলতে বুঝায় ?
উ: রক্তে হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়া
প্রশ্ন: রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে ?
উ: ল্যান্ড ষ্টিনার
প্রশ্ন: বিলিরুবিন কোথায় তৈরী হয় ?
উ: যকৃত
প্রশ্ন: বক্ষ গহ্বর ও উদর পৃথক রাখে কে ?
উ:ডায়াফ্রাম
প্রশ্ন: কিডনীর কার্যকরী একক কী ?
উ: নেফ্রন
প্রশ্ন: মুত্রের ঝাঝালো গন্ধের দায়ী পদার্থের নাম কী ?
উ: অ্যামোনিয়া
প্রশ্ন: মুত্র হলুদ দেখায় কেন ?
উঃ ইউরোক্রমের জন্য
প্রশ্ন: অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিনত হয় কোথায় ?
উ: যকৃত এ
প্রশ্ন: মানব দেহে রাসায়নিক দূত হিসাবে কাজ করে কী ?
উ: হরমোন

11/12/2023

🔷 মসলার ইংরেজি নাম ও শুদ্ধ উচ্চারণ! ⤵

▶ গুড় - JAGGERY (জাগারি)
▶ জায়ফল - NUTMEG (নাট-মেগ)
▶ জয়িত্রি - MACE (মেইস)
▶ এলাচ - CARDAMOM (খাডামাম)
▶ দারচিনি - CINNAMON (সিনামাম)
▶ লবঙ্গ - CLOVES (ক্লৌভস)
▶ ধনিয়া / ধনে - CORIANDER (খরি-আনডা)
▶ গোলাপ জল - ROSE WATER (রোউয-ওঠা)
▶ জিরা - CUMIN SEED (খিউমিন-সিড)
▶ কাজু বাদাম - CASHEW NUT (খ্যাশু-নাট)
▶ বিট লবন - BLACK SALT (ব্ল্যাক -সোল্ট)
▶ গোল মরিচ - BLACK PEPPER (ব্ল্যাক-ফেপা)
▶ কালো জিরা - NIGELLA SEED (নাইজেলা-সিড)
▶ জাফরান - SAFFRON (সাফ-রান)
▶ পোস্ত -POPPY SEED (ফপি-সিড)
▶ পেঁয়াজ পাতা - SCALLION (স্ক্যালি-য়ান)
▶ সরিষা - MUSTARD SEED (মাসটাড-সিড)
▶ মৌরি - FENNEL SEED (ফেনল-সিড)
▶ তেজ পাতা - BAY LEAF (বেই-লিফ)
▶ তিল - SESAME SEED (সেসামি -সিড)
▶ হলুদ - TURMERIC (ঠামারিক)

10/12/2023

🔰 ইংরেজি

>> প্রশ্ন : A person who believes that laws and government are not necessary is known as----
ক) a militant
খ) an anarchist
গ) a terrorist
ঘ) an extremist



সঠিক উত্তর : (খ)


07/12/2023

🔰 বাংলা
🔷 প্রশ্ন : ‘বিশ্ব পরিবেশ দিবস’ কবে পালন করা হয়?
ক) ৫ এপ্রিল
খ) ৫ মে
গ) ৫ জুন
ঘ) ৫ জুলাই



সঠিক উত্তর : (গ)


05/12/2023

বিগত বছরের প্রশ্নাবলী
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২২ (২য় ধাপ)
পরীক্ষার তারিখ : ২০ মে ২০২২
বিষয় : সাধারণ জ্ঞান


03/12/2023

🔰 ইংরেজি
🔷 প্রশ্ন : What is the meaning of musk?
ক) a form of drama
খ) a face cover
গ) a substance used in making perfume
ঘ) a disguise



সঠিক উত্তর : (গ)


03/12/2023

🔰 বাংলা

▶️ প্রশ্ন : ‘নায়েব’ কোন ভাষার শব্দ?
ক) ফারসি
খ) ফরাসি
গ) আরবি
ঘ) তুর্কি



সঠিক উত্তর : (ক)

26/11/2023

🔰 সাধারণ জ্ঞান

▶️ প্রশ্ন : ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া এ পর্যন্ত কত বার ফাইনাল খেলেছে ?
(ক) ৭
(খ) ৮
(গ) ৯
(ঘ) ১০


24/11/2023

৪৫তম বিসিএস লিখিত স্থগিত।

সূত্র : কমেন্টে

24/11/2023

🔰 বাংলা

প্রশ্ন : বিদ্রোহী কবির প্রথম কাব্যগ্রন্হ কতো সালে সংকলিত হয়েছে?
ক) ১৯৫০
খ) ১৯৪৫
গ) ১৯২০
ঘ) ১৯২২



সঠিক উত্তর : (ঘ)

24/11/2023

🔰 একটা মজার গল্প ও Parts of Speech

Noun আর তার ভাইয়েরা মোট ৮ জন । তাদের বাড়ির নাম হল Sentence ভিলা । সমাজের মানুষ তাদের Parts of speech বলে ডাকে । এক বাড়িতেই (Sentence) তারা ৮ ভাই থাকে । তবে তাদের কাজকর্ম এক না।

১ম ভাইয়ের নাম হল Noun । তার কাজ হল সব কিছুর নাম বলা । বাড়িতে যা যা দরকার শাকসবজি, গোশত, মাছ সবকিছুর নাম বলা।

২য় ভাইয়ের নাম হল Pronoun । Noun বাড়িতে না থাকলে সে noun এর কাজ করে দেয় । Noun এর অনুপস্থিতিতে Noun এর সব কাজ Pronoun ই করে ।

৩য় ভাইয়ের নাম হল Adjective । Noun ও Pronoun এর পিছনে গোয়েন্দাগিরি করা । তাদের দোষ-গুণ লিখে রাখাই হল Adjective এর কাজ ।

৪র্থ ভাইয়ের নাম হল Verb । তার কাজ হল সবার কাজ বলে দেওয়া । খাওয়া-দাওয়া, ঘুম, গোসল সব কাজ বলে দেওয়া ।

৫ম ভাইয়ের নাম হলো Adverb । তার কাজ হল ৩য় ও ৪র্থ ভাই (Verb, Adjective) এর নজরদারি করা । তাদের অবস্থা পর্যবেক্ষণ করা । মাঝেমধ্যে সে নিজের অবস্থাও পর্যবেক্ষণ করে ।

৬ষ্ঠ ভাইয়ের নাম হল Preposition । ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করাই তার কাজ ।
(Noun ‌+ Verb+Pronoun, Noun+ Noun)

৭ম ভাইয়ের নাম হল Conjunction । তার কাজ Preposition এর কাজের চেয়ে বড় । সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে এবং তারা সবাই মিলে সেই বাড়িতে দাওয়াত খায় ।
(Sentence + Sentence)

৮ম ভাইয়ের কাজটা খুবই দারুণ ! তার নাম Interjection । সে আনন্দে-দুঃখে সব সময় সবার পাশে থাকে । সবার আবেগ প্রকাশ করাই তার একমাত্র কাজ।

23/11/2023

🔰 সাধারণ জ্ঞান || চাকরির প্রস্তুতি

🔹 প্রশ্ন : 'নিশীত সূর্যের দেশ’ বলা হয়-কোন দেশকে?
🔸 উত্তর : নরওয়ে-কে।

🔹 প্রশ্ন : পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি ভাগ হয় কত সালে?
🔸 উত্তর : ১৯৬১ সালে।

🔹 প্রশ্ন : পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হয় কত সালে?
🔸 উত্তর : ৩ অক্টোবর ১৯৯০ সালে।

🔹 প্রশ্ন : মাওরি কোন দেশের অধিবাসী?
🔸 উত্তর : নিউজিল্যান্ড।

🔹 প্রশ্ন : ইতালির রাজধানী কোন শহরে অবস্থিত?
🔸 উত্তর : রোম।

🔹 প্রশ্ন : চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী?
🔸 উত্তর : ফেবো।

🔹 প্রশ্ন : ঢাকা বিশ্বের কততম মেগা সিটি?
🔸 উত্তর : ১১তম।

🔹 প্রশ্ন : ফ্রান্সের প্রেসিডেন্ট এর বাসভবনের নাম কি?
🔸 উত্তর : এলিসি প্রাসাদ।

🔹 প্রশ্ন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে নূন্যতম কতটি ইলেকট্ররাল ভোটের প্রয়োজন হয়?
🔸 উত্তর : ২৭০ টি।

🔹 প্রশ্ন : বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে পৃথক করেছে কোন নদী?
🔸 উত্তর : হাড়িয়াভাঙ্গা নদী।

🔹 প্রশ্ন : ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে?
🔸 উত্তর : ১৮৮৫ সালে।

🔹 প্রশ্ন : কোন দেশের সরকার প্রধানকে “চ্যান্সেলর” বলা হয়?
🔸 উত্তর : জার্মানি ও অস্ট্রিয়া।

🔹 প্রশ্ন : জার্মানির রাজধানীর নাম কি?
🔸 উত্তর : বার্লিন।

🔹 প্রশ্ন : মুসলিম লীগ কত সালে গঠন করা হয়?
🔸 উত্তর : ১৯০৬ সালে।

22/11/2023

চূড়ান্ত প্রস্তুতি | প্রাইমারি শিক্ষক নিয়োগ

বিগত বছরের প্রশ্নাবলী
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২২ (২য় ধাপ)
পরীক্ষার তারিখ : ২০ মে ২০২২
বিষয় : গণিত


Confident Educare

22/11/2023

🔰 এক নজরে ইংরেজি Preposition

1. of- র, এর
2. off- হতে, থেকে, দূরে, বন্ধ
3. to- দিকে, প্রতি, অভিমুখে, বরাবর, কাছে, থেকে, হতে পর্যন্ত, বাকি
4. towards-দিকে
5. in -মধ্যে, ভিতরে, য়, -তে
6. at - এ, তে, য়, দিকে, প্রতি
7. on- উপর
8. over- উপর দিয়ে
9. above- অধিকতর উপরে / উঁচুতে
10. up-উপর, উঁচুতে, উচ্চতর স্থানে অবস্থানরত বুঝাতে
11. under- নিচে, তলে, নিম্নে, অধীনে
12. below -নিচে
13. beneath -অপেক্ষাকৃত নিচে, নিম্নে, ভিতরে
14. underneath -তলাছুয়ে নিচে
15. down -নিচু স্থানে
16. on top of -উপরে, শীর্ষ ঘেষে
17. behind -পিছনে
18. in front of -সম্মুখে, সামনে
19. by -দ্বারা, কর্তৃক, মাধ্যমে, দিয়ে,
উপায়ে, অনুযায়ী, হিসাবে, ধরে।
20. with -সাথে, সহিত, সহ, দিয়ে,
21. without -ব্যতীত, বিনা,
22. for -জন্য, কারণে, দরুন, উদ্দেশ্যে, যাবৎ, ধরে
23. since -হইতে থেকে
24. after -পর পরে
25. before -আগে, পূর্বে, অতীতে
26. but -ব্যতীত, ছাড়া, শুধু
27. except -ব্যতীত, ছাড়া
28. about-সম্পর্কে, বিষয়ে, ব্যাপারে সম্বন্ধে, প্রায়
29. beside -পাশে
30. besides -ছাড়াও
31. between -দুইয়ের মধ্যে -
32. among -অনেকের মধ্যে
33. within -কোন সময়ের মধ্যে / ভিতরে
34. through -কোন স্থানের মধ্য দিয়ে, ভিতর দিয়ে
35. while -সময়
36. from - হইতে, থেকে
37. into -ভিতরের দিকে
38. upto -( পর্যন্ত, অবধি নাগাদ, by until, till
39. upon- (উপর, উপরে, on, upon, over, above, up)
40. around / all around- চার দিকে, চার দিক দিয়ে
41. round- চার দিক দিয়ে, চতুর্দিকে
42. across-এক দিক থেকে দিকে, আড়াআড়িভাবে
43. near -কাছে নিকটে
44. along -বরাবর,
45. beyond -দূরে পেছনে, নাগালের বাইরে, ধারে 46. against- বিরুদ্ধে, বিপক্ষে, প্রতিকুলে
47.during- সময়ে
48. out -(বাইরে, বহির্ভাগে)
49. dut of- বাইরে
50. till / until - পর্যন্ত, সময় পর্যন্ত, নাগাদ, যতক্ষণ পর্যন্ত না
51. past -গত, পাশদিয়ে, পরে
52. inside- ভিতরে, মধ্যে
53. outside বাহির, বাইরের দিকে
54. because of -জন্য, কারণে
55. in spite of / despite সত্ত্বেও
56. instead of / in lieu of -পরিবর্তে
57. by dint of -(দ্বারা, সাহায্যে)
58. on account of -কারণে, জন্য
59. in course of- প্রক্রিয়ায়, চলাকালে
60. by means of -উপায়ে, দিয়ে
61. on behalf of -পক্ষে, বদলে, তরফে, সমর্থনে
62. in order to -উদ্দেশ্য/জন্য
------

22/11/2023

🔰একই শব্দের দুইটা অর্থ

🔸 Date- তারিখ
🔹 Date- খেজুর

🔸 Watch- ঘড়ি
🔹 Watch- দেখা

🔸 Fine - জরিমানা
🔹 Fine ভালো

🔸 Capital- রাজধানী
🔹 Capital- মূলধন

🔸 Kind- দয়ালু
🔹 Kind- রকম

🔸 Like- পছন্দ
🔹 Like- মত

🔸 Live- বাস করা
🔹 Live- সরাসরি

🔸 Light- আলো
🔹 Light- হালকা

21/11/2023

🔰 বিজ্ঞান বিষয়ক প্রশ্ন

১) আলোর বেগ সর্বপ্রথম পরিমাপ করেন কে?
ক. স্নেল
খ. রবার্ট রয়েল
গ. রোমার
ঘ. ভন ওয়েরিক

২) কোনটি বিপাকজনিত রোগ?
ক. ডায়াবেটিস
খ. ডেঙ্গুজ্বর
গ. ম্যালেরিয়া
ঘ. জন্ডিস

৩) মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে কী বলে?
ক. মহাকর্ষ
খ. অভিকর্ষ
গ. মধ্যাকর্ষণ
ঘ. স্থিতিস্থাপকতা
--------
সঠিক উত্তর : ১) গ, ২) ক, ৩) ক।



21/11/2023

🔖 বাংলা ব্যাকরণ (কারক) 🔖

🔸 ছেলেরা বল খেলে। ---- বল একটি উপকরণ তাই --- করণ কারক।
🔸 ছাত্ররা ক্রিকেট খেলে। --- ক্রিকেট খেলার নাম --- কর্ম কারক।
🔸 ছাদে পানি পড়ে। -- ছাদ একটি জায়গা তাই ---- অধিকরণ কারক।
🔸 ছাদ থেকে পানি পড়ে। --- ছাদ থেকে পানি বিচ্যুত হয় তাই ---- অপাদান কারক।
🔸 তিলে তেল হয়। ---- যেহেতু তিল থেকে তেল উৎপন্ন হয় তাই ---- অপাদান কারক।
🔸 তিলে তেল আছে। --- তিলের ভিতর তেল আছে তাই --- অধিকরণ কারক।
🔸 টাকায় টাকা আনে। --- টাকা যেহেতু আরও টাকা উৎপন্ন করে তাই --- অপাদান কারক।
🔸 টাকায় কী না হয়। --- যেহেতু টাকার দ্বারা সব হয় তাই --- করণ কারক।
🔸 টাকায় অসাধ্য সাধন হয়। --- যেহেতু টাকার দ্বারা অসাধ্য সাধন হয়। টাকা একটি উপকরণ তাই --- করণ কারক।
🔸 ডাক্তার ডাক। --- যেহেতু ডাক্তার অন্য জনে ডাকবে তাই ---- কর্ম কারক।
🔸 আমাকে যেতে হবে। ----- যেহেতু আমি নিজে যাবো তাই ---- কর্তৃকারক।

#প্রাইমারি_চাকরি_প্রস্তুতি_২০২৩

21/11/2023

🔰 এক পলকে ১৬টি সাধারণ জ্ঞান

▶️ ১. স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয়- নাইট্রিক এসিড।
▶️ ২. বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ হিসাব করা হয়- এক কিলোওয়াট ঘন্টায়।
▶️ ৩. ই-মেইলের ঠিকানায়-'@' চিহ্নটি থাকে।
▶️ ৪. 'উইঘুর' মুসলিম সম্প্রদায়- চীনে বসবাস করে।
▶️ ৫. ২০২৩ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়- ভারতে।
▶️ ৬. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল- নৌকা।
▶️ ৭. বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয়- ১২ অক্টোবর ১৯৭২।
▶️ ৮. খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম- Court of Arbitration.
▶️ ৯. বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য - মোদের গরব (অখিল পালের)।
▶️ ১০. বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস- রেডিমেট গার্মেন্টস।
▶️ ১১. বাংলাদেশে প্রথম বিদ্যুৎ সংযোগ চালু হয়- ১৯০১ সালে।
▶️ ১২. বাংলাদেশ প্রথম যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে- Commonwealth এর।
▶️ ১৩. সর্বেশেষ যে বীরশ্রেষ্ট শহীদ হন- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
▶️ ১৪. দেশের কৃষিভিত্তিক ইপিজেট- উত্তরা ইপিজেড,নীলফামারী।
▶️ ১৫. বাংলাদেশের কোন পাহাড়ে 'গরম পানির ঝর্ণা' আছে?- সীতাকুণ্ড পাহাড়ে।
▶️ ১৬. বাংলাদেশের সংবিধান হতে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়- ৫ম সংশোধনীর মাধ্যমে।

িসিএস
#প্রাইমারি_চাকরি_প্রস্তুতি_২০২৩

20/11/2023

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩
খেলা সম্পর্কিত সাধারণ জ্ঞান


20/11/2023

প্রশ্ন : নিচের কোন ব্যক্তি আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি নন?
ক) কর্নেল শওকত আলী
খ) সার্জেন্ট জহুরুল হক
গ) ল্যান্স নায়েক আব্দুর রউফ
ঘ) শফিউর রহমান




সঠিক উত্তর : (ঘ)

20/11/2023

প্রশ্ন : What is the adjective form of the word ‘people’?
ক) populous
খ) popular
গ) popularity
ঘ) popularize




সঠিক উত্তর : (ক)


20/11/2023

প্রশ্ন : ‘যিনি মৃত্যুকে জয় করেন’ তাঁকে কী বলা হয়?
ক) মৃত্যুজয়
খ) মর্ত্যজয়
গ) মৃত্যুঞ্জয়
ঘ) মৃত্যুজিৎ



সঠিক উত্তর : (গ)


19/11/2023

প্রশ্ন : I took a map with me, as I didn’t want to ------my way on the journey.
ক) loose
খ) lose
গ) lost
ঘ) loss



সঠিক উত্তর : (খ)


19/11/2023

প্রশ্ন : ঢাকা বিভাগে কয়টি জেলা?
ক) ১৭টি
খ) ১৫টি
গ) ১৪টি
ঘ) ১৩টি



সঠিক উত্তর : (ঘ)


19/11/2023

প্রশ্ন : ২+৩+৪+৫+..........+৫০=কত?
ক) ১২৭৪
খ) ১২৭৫
গ) ১৩২৫
ঘ) ২৫৪৮



সঠিক উত্তর : (ক)


Want your school to be the top-listed School/college?

Our Story

CONFIDENT is a name of that Program which triesprovide a good method of Education system for online .

Videos (show all)

ইংরেজি #primary #NTRCA #jobpreparation #jobsolutionbd #confidenteducare #English
সাধারণ জ্ঞান#jobpreparation #PrimaryPreparation #gk #NTRCA #confidenteducare
প্রাইমারি শিক্ষক নিয়োগ | বিগত বছরের প্রশ্নাবলী | গণিত
গণিত#math #jobpreparation #NTRCA #Bank #primary #confidenteducare
🔰 বাংলা সাহিত্য#confidenteducare #jobpreaparation #NTRCA #primary #bangla
চূড়ান্ত প্রস্তুতি | প্রাইমারি শিক্ষক নিয়ো
সাধারণ জ্ঞান প্রশ্ন#confidenteducare #jobpreparation
বাবা! মাথার উপর এমন একটি ছাতা, যখন প্রয়োজন কাজে লাগে। আবার প্রয়োজন না হলেও পাশে থাকে। নিজের সমস্ত আবেগ, ভাল লাগা, ইচ্ছাগ...

Telephone

Address


Noadapara, Sopura, Shah Makhdum
Rajshahi