
শোক সংবাদ:
দামকুড়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক শ্রদ্ধাভাজন সাবদার স্যার আজ বিকাল ৫টায় মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। জানাযার নামাজ আগামীকাল সোমবার সকাল ৯ টায় শিতলাই ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
The aim of our school is to encourage each and every child to develop an inner self-discipline founder on respect for other people. School.
High standards from all member of the school community. We accept our child to be bound following the school rules. We are pleased to welcome you to Riverdale Int. It has a proper and charming atmosphere to serve proper guidance and quality education which is important to our educational system.We promise to water the sleeping talent in your child to build a nation ant it is true " proper guidance can give an enlightened generation."
শোক সংবাদ:
দামকুড়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক শ্রদ্ধাভাজন সাবদার স্যার আজ বিকাল ৫টায় মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। জানাযার নামাজ আগামীকাল সোমবার সকাল ৯ টায় শিতলাই ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক ক্লাসের জ্ঞান একজন শিক্ষার্থীকে সংশ্লিষ্ট বিষয়গুলো ভালো ভাবে বুঝতে ব্যাপক ভূমিকা রাখে। তাই আমাদের শিক্ষাব্যবস্থায় নবম শ্রেণী থেকে রসায়ন, পদার্থ বিজ্ঞান জীব বিজ্ঞান, উচ্চতর গণিত ও অন্যান্য কয়েকটি বিষয়ে ১০০ নম্বরের মধ্যে ব্যবহারিক অংশের জন্য ২৫ নম্বর বরাদ্দ থাকে। সম্প্রতি আরও কয়েকটি বিষয়ে যেমন আইসিটি ক্যারিয়ার শিক্ষায় ব্যবহারিক যুক্ত হয়েছে। এসএসসি, এইচএসসি পরীক্ষার আগে প্র্যাকটিক্যাল খাতায় সব আইটেম লিখতে ও ছবি আঁকতে হয়। প্রতিটি আইটেমে সংশ্লিষ্ট শিক্ষকের স্বাক্ষর নিয়ে ফাইনাল পরীক্ষার দিন জমা দিতে হয়। এই পদ্ধতি আগেও ছিল এবং বর্তমানেও আছে। প্র্যাকটিক্যাল ক্লাসের মূল উদ্দেশ্য- শিক্ষার্থীরা তত্ত্বীয় ক্লাসে যে বিষয়গুলো পড়ছে, সেগুলো আরও নিবিড়ভাবে বোঝা, হৃদয়ঙ্গম করা ও হাতে-কলমে শেখা। বিভিন্ন বিষয়ের প্র্যাকটিক্যাল অংশ একজন শিক্ষার্থী বা পরীক্ষার্থীর শিক্ষাজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিভারডেল ইন্টারন্যাশনাল স্কুল প্রতিটি বিষয়ে অত্যন্ত গুরুত্বের সাথে শিক্ষার্থীদের নিয়মিত ব্যবহারিক ক্লাস করিয়ে আসছে।।
ব্যবহারিক ক্লাস: আরশোলার বিভিন্ন উপাঙ্গ পর্যবেক্ষণ
দশম শ্রেণি, জীববিজ্ঞান।
বৃক্ষ বিতরণ কর্মসূচী, সহযোগীতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব।
গাছ লাগাও পরিবেশ বাঁচাও। ধন্যবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব।
রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব এর উদ্যোগে,রিভারডেল ইন্টারন্যাশনাল স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের বৃক্ষ বিতরণ কর্মসূচী।
আলহামদুলিল্লাহ, আমাদের সাফিনা করিম নাতিয়া (SSC- ২০২২) রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ পেযেছে।
রাজশাহী বিভাগীয় কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ্যাড. শফিকুল হক মিলন এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: আলতাফ হোসেন। মোট ১৭২জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।