Comments
সদ্য চান্স প্রাপ্ত রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র মোঃ মারুফ হোসেন। তুহিন আইডি থেকে এইচএসসি আইসিটি কোর্স করেছে। তার জন্য অনেক শুভকামনা।
Digital Marketing ফিউচার এক্সপার্ট বয়েজ..!
তুহিন ইনস্টিটিউট অফ ট্রেনিং (তুহিন আইটি)
For Oxford English Vocabularis Course S.M. Mahriar Hasan(Right) BSC in EEE(IUT). First boy of Collegiate School, Rajshahi from class 3 to 10... Well wishes for his brighter future..! Apply to do the full course
www.tuhinit.com/courses
They were at tuhinit...24/02/2022
বিশেষ নোটিশঃ
তুহিন ইন্সটিটিউট অব ট্রেনিং অর্থাৎ তুহিন আই.টির সকল অতীত-বর্তমান-ভবিষৎ প্রশিক্ষণার্থী, পরামর্শদাতা ও শুভাকাঙ্খীদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের প্রতিটি ট্রেনিং কোর্স অত্যান্ত মূল্যবান। কারণ প্রতিটি কোর্স আপনাকে আপনার ব্যাক্তিগত ও কর্মজীবনে অসীম মূল্যমান ও মূনাফা এনে দিবে ইনসাআল্লাহ্ । যা আমাদের পক্ষে কখনও টাকা দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। কিন্তু ট্রেনিং এর নিয়ম অনুযায়ী একটা কোর্স ফি তো একটা নির্ধারণ করতেই হবে। তাই আমাদের প্রতিটি কোর্স এর কোর্স ফি একটা টাইম স্কেলের উপর ভিত্তি করে নির্ধারণ করে থাকি। বলা বাহুল্য গড়ে একজন প্রশিক্ষণার্থীর পেছনে আমাদের নির্দিষ্ট সময়ে যা খরচ হয়। সেটাই আমাদের মূল কোর্স ফি। এর নিচে নিলে আমাদের প্রতিষ্ঠানের লস হয়। তাই প্রশিক্ষণার্থীর মঙ্গলার্থেই আমাদের কোর্স ফি এর উপর সকলকে আস্থা রাখতে ও কোর্স ফি আমাদের রুলস্ অনুযায়ী পরিশোধ করতে বিশেষভাবে নির্দেশ দেয়া হচ্ছে। আপনি একটা কোর্সের ১০০ ভাগ ক্লাসে উপস্থিত থেকেও যদি নিজেকে সে বিষয়ে দক্ষ করে তুলতে না পারেন তাহলে সে রিস্ক আমাদের। আমরা আপনাকে পুনঃ পুনঃ বার সুযোগ দিবো এবং তা ফ্রি অব কস্ট। কোন হোম ওয়ার্ক থাকবে না। শুধুমাত্র ট্রেনিং ক্লাশগুলোই যথেষ্ট আপনার পরিপূর্ণতার জন্য। অত্যান্ত যত্নের সাথে আপনাদের ট্রেনিং ক্লাসগুলো সম্পন্ন করানো হয়। প্রশিক্ষণ সমাপ্ত করলেই থাকছে প্রশিক্ষণ সমাপণী সার্টিফিকেইট এবং তা একেবারেই ফ্রি। তাই আর সময় নষ্ট কেন? ওয়াল্ডক্লাস কোর্সগুলো আমাদের সাথেই সমাপ্ত করুন গ্লোবাল ভিলেজের এ যুগে। যে কোর্সগুলো করে পৃথিবীর যে কোন দেশে গেলেও আপনার দক্ষতার মূল্য অটুট থাকবে। আরো বিস্তারিত জানতে কল করুন: 01711141718
একাডেমিক পড়া পড়ে কে কী করেছেন? কিন্তু রবীন্দ্রনাথ, কাজী নজরুল থেকে শাকিব খান বা শাকিব-আল-হাসান কিনবা বিল গেটস্ বা স্টিভ জবস্ অথবা মার্ক জাকারবার্গ জীবনে অনেক কিছু করেছেন একডেমিক পড়া লেখার বাইরে কিছু করে। শুধু একাডেমিক ভাবে ভালো রেজাল্ট হলেই যে ভাল কিছু করা সম্ভব তা কে বলেছে? নিজে গড়তে পারাটা হচ্ছে মূল বিষয়। তার জন্য আপনাকে কী শিখতে হবে; কী জানতে হবে; কী মানতে হবে; তার সবই করতে হবে। শিক্ষা যদি সফলতার চাবিকাঠি হয়ে থাকে তবে যে ঘরের চাবি সবার কাছেই থাকে তা থাকা আর না থাকা সমান কথা। মসজিদে সবাই সাদা পাঞ্জাবি-পায়জামা পরে গেছে আর আপনি যদি প্যান্ট শার্ট পরে যান অথবা সবাই হাফ প্যান্ট পরে ফুটবল খেলছে আর আপনি যদি ফুল প্যান্ট পরে মাঠে নামেন অথবা ক্লাসরুমে সবাই প্যান্ট-শার্ট পরে ইন করে এসেছে আর আপনি যদি সাদা পাঞ্জাবি-পায়জামা পরে যান তাহলে সবার নজর আপনার উপরই থাকবে। আর তখনই আপনি হাইলাইটেড হবে। একাডেমিক জ্ঞান তো সবারই থাকে আপনার এক্সা কী জ্ঞান আছে? এর উপর ভিত্তি করেই আপনি একটা জব পেতে হাইলাইটেড হবেন। বাজারে যে জিনিসটা এবল-এবল সে জিনিসের দামও কমতে সময় লাগে না। তাই সফল হতে হলে আপনাকে ব্যাতিক্রম কিছু জানতে হবে ব্যাতিক্রম কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। সবাই যে দিকে ছুটছে সেদিকে জ্ঞান-জ্যাম হবেই। পৃথিবীটা অপার সম্ভাবনার ক্ষেত্র। বিজয়ীরা একই কাজ করে কিন্তু ভিন্ন পথে। সবাই যে পথে গিয়ে রুজি-রুটি পাচ্ছে সে পথেই আপনাকে রুজি-রুটির জন্য যেতে হবে কেন? পথের কী শেষ আছে? একটা পথ বন্ধ হয়ে গেলে হাজারটা পথের দরজা খুলে যায়। সততার মাপকাঠি ঠিক রেখে নিজের মত করে সামনে এগিয়ে যান। পথে যা যা বাঁধা আসবে মোকাবেলা করতে থাকুন। আপনি নিশ্চিত সেরা হবেন। আর এ কাজটাই আমরা পারি না। আমরা বুঝেও বুঝি না। শুনেও শুনিনা। গন জোয়ারে শুধু শুধু গা ভাসাতে চাই। একধাপ সামনে এগিয়ে থাকতে হলে আপনাকে পেছনে সবার চেয়ে লক্ষ ধাপ বেশি কাজ করতে হবে। আর পছন্দের কাজটা করতে কোনরুপ ক্লান্তি আসে না তাই পছন্দের কাজ না হলে সারাজীবনে এ পৃথিবীকে আপনি সেরা কিছু দিতে পারবেন না। আর আপনার পথ যে দিকেই হোক আপনার সফলতার অমৃত স্বাদের ভাগিদার হতে, আমরা অক্লান্ত শ্রম। সব-সময় আমাদের সাথেই থাকুন। আপনি যে স্তরেই সফল হতে চান না কেন, আমাদের প্রশস্ত হাত আপনার সফলতার পথে চলার চিরসাথী হতে চায়।
ম্যানেজিং ডিরেক্টর,
মি. তুহিন আহমেদ
তুহিন ইন্সটিটিউট অব টেনিং (তুহিন আই.টি)
করোনার কারণে সবার কোর্স ফি বাড়লে ও বাড়েনি আমাদের। তিন মাসের ইংরেজি ভোকাবুলারিজ কোর্স মাত্র ৭২০০/= টাকা। নিচের লিংকে গিয়ে ভর্তির জন্য আবেদন করুন।
https://tuhinit.com/courses/
৬ থেকে ৯ মাসের আই.সি.টি কোর্স মাত্র ৯০০০/= টাকা।
সাহেব বাজার, বড় মসজিদ, রাজশাহী...
Tuhin Ahmed(ICT) & Romen Chakma(English) Sir Meet Together on the way today..!
SmartPhone = Show Room
Computer = Factory
ইংলিশের দক্ষতা মানেই কি কম্পিউটারে দক্ষতা?
কিছু কিছু লোকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে, ইংলিশ শিখলেই কম্পিউটার শেখাটা হয়ে যাবে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। তা না হলে ইংলিশ শিখলেই কি ম্যাথ শেখা হয়ে যায়? ইংলিশ শিখলেই কি হিস্ট্রি শেখা হয়ে যায়? ইংলিশ শিখলেই কি জিয়োগ্রাফি শেখা হয়ে যায়? ইংলিশ শিখলেই কি বায়োলজি শেখা হয়ে যায়? ইংলিশ শিখলেই কি বিজ্ঞান শেখা হয়ে যায়? ইংলিশ শিখলেই কি টেকনোলজি শেখা হয়ে যায়? ইংলিশ একটা ভাষা আর কম্পিউটার একটা টেকনোলজি। আপনি যদি মনে করেন ইংলিশ শিখলেই আপনার কম্পিউটার শেখা হয়ে যাবে, তাহলে আপনি এখনও বোকার স্বর্গে বসবাস করছেন। এটা ঠিক যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার সাথে কোন না কোন ভাবে সম্পর্কিত, তাই একটা জিনিস শিখলে আরেকটা শেখা সহজ হয়। তবে কম্পিউটার শিখতেও আলাদা ভাবে সময় দিতে হবে এটাই সত্য। সজীবের দাদার নাম যে স্বপন তা অন্তত একবার আপনাকে শুনতে হবে। নইলে ড. জাকির নায়েক বা আইনস্টাইনের পক্ষেও সম্ভব না সজীবের দাদার নাম কী সে প্রশ্নের উত্তর দেয়া। কম্পিউটারের মধ্যে অনেক টেকনিক আছে, অনেক অ্যালগোরিদম আছে, অনেক ফাংশন আছে যা না জানলে না প্রাকটিস করলে সে সব টেকনোলজির ব্যবহার সম্পর্কে আপনি কোনদিনও জানতে পারবেন না আর কর্মক্ষেত্রে গিয়ে অদক্ষ-অযোগ্য বলে বিবেচিত হবেন। সবাই যখন পারে তখন চেষ্টা করলে আপনিও পারবেন। আপনি যে সাব্জেক্টেই পড়েন না কেন আপনার সিলেবাস এর সাথে কর্ম ক্ষেত্রের সিলেবাস সম্পূর্ণ ভিন্ন। একাডেমিক সিলেবাস আর কর্মক্ষেত্রের সিলেবাস যদি ভিন্ন হয় তাহলে কর্মক্ষেত্রে গিয়ে কি আপনি বিড়ম্বনার স্বীকার হবেন না? না ভাইভা বোর্ড থেকেই আপনি বাদ পড়ে যেতে চান? আপনি যে প্রতিষ্ঠানেই চাকুরী করেন না কেন আপনার টেবিলে একটা কম্পিউটার ঠেলে দিয়ে যখন আপনাকে সেটা দিয়েই সকল কাজ করতে বলা হবে, তখন আপনি কী করবেন? তাই কম্পিউটার না জানলে আপনি বর্তমান যুগে বেশি দুর এগোতে পারবেন না। কম্পিউটারের বিভিন্ন অফিসিয়াল বিষয়ে যে যত বেশি দক্ষ হবেন, বর্তমানে তার কদর ততো বেশি। সে সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠান যেটাই হোক না কেন! তাই দেরি না করে নিয়মিত কম্পিউটার প্রশিক্ষণ নেয়ার মাধ্যমে নিজের দক্ষতার লেভেলকে উর্ধ্বমূখী করুন। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন।