Tuhin Institute of Training

Tuhin Institute of Training

Comments

সদ্য চান্স প্রাপ্ত রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র মোঃ মারুফ হোসেন। তুহিন আইডি থেকে এইচএসসি আইসিটি কোর্স করেছে। তার জন্য অনেক শুভকামনা।
Digital Marketing ফিউচার এক্সপার্ট বয়েজ..!
তুহিন ইনস্টিটিউট অফ ট্রেনিং (তুহিন আইটি)
For Oxford English Vocabularis Course S.M. Mahriar Hasan(Right) BSC in EEE(IUT). First boy of Collegiate School, Rajshahi from class 3 to 10... Well wishes for his brighter future..! Apply to do the full course www.tuhinit.com/courses
They were at tuhinit...24/02/2022
বিশেষ নোটিশঃ
তুহিন ইন্সটিটিউট অব ট্রেনিং অর্থাৎ তুহিন আই.টির সকল অতীত-বর্তমান-ভবিষৎ প্রশিক্ষণার্থী, পরামর্শদাতা ও শুভাকাঙ্খীদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের প্রতিটি ট্রেনিং কোর্স অত্যান্ত মূল্যবান। কারণ প্রতিটি কোর্স আপনাকে আপনার ব্যাক্তিগত ও কর্মজীবনে অসীম মূল্যমান ও মূনাফা এনে দিবে ইনসাআল্লাহ্ । যা আমাদের পক্ষে কখনও টাকা দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। কিন্তু ট্রেনিং এর নিয়ম অনুযায়ী একটা কোর্স ফি তো একটা নির্ধারণ করতেই হবে। তাই আমাদের প্রতিটি কোর্স এর কোর্স ফি একটা টাইম স্কেলের উপর ভিত্তি করে নির্ধারণ করে থাকি। বলা বাহুল্য গড়ে একজন প্রশিক্ষণার্থীর পেছনে আমাদের নির্দিষ্ট সময়ে যা খরচ হয়। সেটাই আমাদের মূল কোর্স ফি। এর নিচে নিলে আমাদের প্রতিষ্ঠানের লস হয়। তাই প্রশিক্ষণার্থীর মঙ্গলার্থেই আমাদের কোর্স ফি এর উপর সকলকে আস্থা রাখতে ও কোর্স ফি আমাদের রুলস্ অনুযায়ী পরিশোধ করতে বিশেষভাবে নির্দেশ দেয়া হচ্ছে। আপনি একটা কোর্সের ১০০ ভাগ ক্লাসে উপস্থিত থেকেও যদি নিজেকে সে বিষয়ে দক্ষ করে তুলতে না পারেন তাহলে সে রিস্ক আমাদের। আমরা আপনাকে পুনঃ পুনঃ বার সুযোগ দিবো এবং তা ফ্রি অব কস্ট। কোন হোম ওয়ার্ক থাকবে না। শুধুমাত্র ট্রেনিং ক্লাশগুলোই যথেষ্ট আপনার পরিপূর্ণতার জন্য। অত্যান্ত যত্নের সাথে আপনাদের ট্রেনিং ক্লাসগুলো সম্পন্ন করানো হয়। প্রশিক্ষণ সমাপ্ত করলেই থাকছে প্রশিক্ষণ সমাপণী সার্টিফিকেইট এবং তা একেবারেই ফ্রি। তাই আর সময় নষ্ট কেন? ওয়াল্ডক্লাস কোর্সগুলো আমাদের সাথেই সমাপ্ত করুন গ্লোবাল ভিলেজের এ যুগে। যে কোর্সগুলো করে পৃথিবীর যে কোন দেশে গেলেও আপনার দক্ষতার মূল্য অটুট থাকবে। আরো বিস্তারিত জানতে কল করুন: 01711141718
একাডেমিক পড়া পড়ে কে কী করেছেন? কিন্তু রবীন্দ্রনাথ, কাজী নজরুল থেকে শাকিব খান বা শাকিব-আল-হাসান কিনবা বিল গেটস্ বা স্টিভ জবস্ অথবা মার্ক জাকারবার্গ জীবনে অনেক কিছু করেছেন একডেমিক পড়া লেখার বাইরে কিছু করে। শুধু একাডেমিক ভাবে ভালো রেজাল্ট হলেই যে ভাল কিছু করা সম্ভব তা কে বলেছে? নিজে গড়তে পারাটা হচ্ছে মূল বিষয়। তার জন্য আপনাকে কী শিখতে হবে; কী জানতে হবে; কী মানতে হবে; তার সবই করতে হবে। শিক্ষা যদি সফলতার চাবিকাঠি হয়ে থাকে তবে যে ঘরের চাবি সবার কাছেই থাকে তা থাকা আর না থাকা সমান কথা। মসজিদে সবাই সাদা পাঞ্জাবি-পায়জামা পরে গেছে আর আপনি যদি প্যান্ট শার্ট পরে যান অথবা সবাই হাফ প্যান্ট পরে ফুটবল খেলছে আর আপনি যদি ফুল প্যান্ট পরে মাঠে নামেন অথবা ক্লাসরুমে সবাই প্যান্ট-শার্ট পরে ইন করে এসেছে আর আপনি যদি সাদা পাঞ্জাবি-পায়জামা পরে যান তাহলে সবার নজর আপনার ‍উপরই থাকবে। আর তখনই আপনি হাইলাইটেড হবে। একাডেমিক জ্ঞান তো সবারই থাকে আপনার এক্সা কী জ্ঞান আছে? এর উপর ভিত্তি করেই আপনি একটা জব পেতে হাইলাইটেড হবেন। বাজারে যে জিনিসটা এবল-এবল সে জিনিসের দামও কমতে সময় লাগে না। তাই সফল হতে হলে আপনাকে ব্যাতিক্রম কিছু জানতে হবে ব্যাতিক্রম কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। সবাই যে দিকে ছুটছে সেদিকে জ্ঞান-জ্যাম হবেই। পৃথিবীটা অপার সম্ভাবনার ক্ষেত্র। বিজয়ীরা একই কাজ করে কিন্তু ভিন্ন পথে। সবাই যে পথে গিয়ে রুজি-রুটি পাচ্ছে সে পথেই আপনাকে রুজি-রুটির জন্য যেতে হবে কেন? পথের কী শেষ আছে? একটা পথ বন্ধ হয়ে গেলে হাজারটা পথের দরজা খুলে যায়। সততার মাপকাঠি ঠিক রেখে নিজের মত করে সামনে এগিয়ে যান। পথে যা যা বাঁধা আসবে মোকাবেলা করতে থাকুন। আপনি নিশ্চিত সেরা হবেন। আর এ কাজটাই আমরা পারি না। আমরা বুঝেও বুঝি না। শুনেও শুনিনা। গন জোয়ারে শুধু শুধু গা ভাসাতে চাই। একধাপ সামনে এগিয়ে থাকতে হলে আপনাকে পেছনে সবার চেয়ে লক্ষ ধাপ বেশি কাজ করতে হবে। আর পছন্দের কাজটা করতে কোনরুপ ক্লান্তি আসে না তাই পছন্দের কাজ না হলে সারাজীবনে এ পৃথিবীকে আপনি সেরা কিছু দিতে পারবেন না। আর আপনার পথ যে দিকেই হোক আপনার সফলতার অমৃত স্বাদের ভাগিদার হতে, আমরা অক্লান্ত শ্রম। সব-সময় আমাদের সাথেই থাকুন। আপনি যে স্তরেই সফল হতে চান না কেন, আমাদের প্রশস্ত হাত আপনার সফলতার পথে চলার চিরসাথী হতে চায়।

ম্যানেজিং ডিরেক্টর,
মি. তুহিন আহমেদ
তুহিন ইন্সটিটিউট অব টেনিং (তুহিন আই.টি)
করোনার কারণে সবার কোর্স ফি বাড়লে ও বাড়েনি আমাদের। তিন মাসের ইংরেজি ভোকাবুলারিজ কোর্স মাত্র ৭২০০/= টাকা। নিচের লিংকে গিয়ে ভর্তির জন্য আবেদন করুন।
https://tuhinit.com/courses/
৬ থেকে ৯ মাসের আই.সি.টি কোর্স মাত্র ৯০০০/= টাকা।
সাহেব বাজার, বড় মসজিদ, রাজশাহী...
Tuhin Ahmed(ICT) & Romen Chakma(English) Sir Meet Together on the way today..!
SmartPhone = Show Room
Computer = Factory
ইংলিশের দক্ষতা মানেই কি কম্পিউটারে দক্ষতা?

কিছু কিছু লোকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে, ইংলিশ শিখলেই কম্পিউটার শেখাটা হয়ে যাবে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। তা না হলে ইংলিশ শিখলেই কি ম্যাথ শেখা হয়ে যায়? ইংলিশ শিখলেই কি হিস্ট্রি শেখা হয়ে যায়? ইংলিশ শিখলেই কি জিয়োগ্রাফি শেখা হয়ে যায়? ইংলিশ শিখলেই কি বায়োলজি শেখা হয়ে যায়? ইংলিশ শিখলেই কি বিজ্ঞান শেখা হয়ে যায়? ইংলিশ শিখলেই কি টেকনোলজি শেখা হয়ে যায়? ইংলিশ একটা ভাষা আর কম্পিউটার একটা টেকনোলজি। আপনি যদি মনে করেন ইংলিশ শিখলেই আপনার কম্পিউটার শেখা হয়ে যাবে, তাহলে আপনি এখনও বোকার স্বর্গে বসবাস করছেন। এটা ঠিক যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার সাথে কোন না কোন ভাবে সম্পর্কিত, তাই একটা জিনিস শিখলে আরেকটা শেখা সহজ হয়। তবে কম্পিউটার শিখতেও আলাদা ভাবে সময় দিতে হবে এটাই সত্য। সজীবের দাদার নাম যে স্বপন তা অন্তত একবার আপনাকে শুনতে হবে। নইলে ড. জাকির নায়েক বা আইনস্টাইনের পক্ষেও সম্ভব না ‍সজীবের দাদার নাম কী সে প্রশ্নের উত্তর দেয়া। কম্পিউটারের মধ্যে অনেক টেকনিক আছে, অনেক অ্যালগোরিদম আছে, অনেক ফাংশন আছে যা না জানলে না প্রাকটিস করলে সে সব টেকনোলজির ব্যবহার সম্পর্কে আপনি কোনদিনও জানতে পারবেন না আর কর্মক্ষেত্রে গিয়ে অদক্ষ-অযোগ্য বলে বিবেচিত হবেন। সবাই যখন পারে তখন চেষ্টা করলে আপনিও পারবেন। আপনি যে সাব্জেক্টেই পড়েন না কেন আপনার সিলেবাস এর সাথে কর্ম ক্ষেত্রের সিলেবাস সম্পূর্ণ ভিন্ন। একাডেমিক সিলেবাস আর কর্মক্ষেত্রের সিলেবাস যদি ভিন্ন হয় তাহলে কর্মক্ষেত্রে গিয়ে কি আপনি বিড়ম্বনার স্বীকার হবেন না? না ভাইভা বোর্ড থেকেই আপনি বাদ পড়ে যেতে চান? আপনি যে প্রতিষ্ঠানেই চাকুরী করেন না কেন আপনার টেবিলে একটা কম্পিউটার ঠেলে দিয়ে যখন আপনাকে সেটা দিয়েই সকল কাজ করতে বলা হবে, তখন আপনি কী করবেন? তাই কম্পিউটার না জানলে আপনি বর্তমান যুগে বেশি দুর এগোতে পারবেন না। কম্পিউটারের বিভিন্ন অফিসিয়াল বিষয়ে যে যত বেশি দক্ষ হবেন, বর্তমানে তার কদর ততো বেশি। সে সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠান যেটাই হোক না কেন! তাই দেরি না করে নিয়মিত কম্পিউটার প্রশিক্ষণ নেয়ার মাধ্যমে নিজের দক্ষতার লেভেলকে উর্ধ্বমূখী করুন। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

Makes Learning Easy..! অদক্ষ জনগন দেশের বোঝা;
সুদক্ষ জনগন দেশের সম্পত্তি!

Operating as usual

11/12/2022

২০২২ এ যারা SSC তে কৃতকার্য হয়েছো, তাদের সবাইকে জানাই প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

HSC এর পর যারা Computer বা IT নিয়ে ক্যারিয়ার গড়তে চাও। তাদের জন্য tuhinit এর HSC-ICT কোর্সটি হতে পারে তোমার জীবনের সেরা Foundation Course. কারণ ৬ মাসের এ কোর্সটিতে তোমরা পাচ্ছো মনোরম পরিবেশে, এক যুগের ও বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট Corporate IT Trainer তুহিন আহমেদ স্যার এর সরাসরি সহযোগিতায়, সম্পূর্ণ হাতে কলমে C++ কোডিং শেখার সুযোগ, বেসিক আই.টি, লজিক গেইট শিখে নিজেকে স্টিভ জবস্ এর মতো দক্ষ করে গড়ে তোলার সুযোগ, বুলিয়ান অ্যালজেবরার মতো জটিল অঙ্কগুলো চোখের পলকে সমাধান করার দক্ষতা, মুখে মুখে নাম্বার সিস্টেম এর কনভারসন ও ক্যালকুলেশন এর দক্ষতা, ডাটাবেইজ ম্যানেজমেন্টে দক্ষতা, এটু জেড একটি ওয়েবসাইট তৈরি করার দক্ষতা সহ হাজারো কিছু। নো হোম ওয়ার্ক, ক্লাসেই ক্লাসের পড়া শেষ করানো হয়, সো; অন্যান্য সাব্জেক্ট এ সময় দেয়ার বেশি সুুযোগ পাবে। আর কোর্স শেষে ইন্সটিটিউট এর পক্ষ থেকে স্পেশাল সার্টিফিকেইট তো থাকছেই। মহামূল্যবান ৬ মাসের এ কোর্সটির কোর্স ফি মাত্র ১০৮০০/= টাকা। ডিসেম্বর মাস জুড়ে থাকছে ৫০% ছাড়ে অর্থাৎ মাত্র ৫৪০০/= টাকায় ভর্তি হওয়ার বিশাল সুযোগ। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করো। আমাদের সাথে যোগযোগের ঠিকানাঃ তুহিন আই.টি., ৮ম তলা(লিফট্ এর সাত), শেফালী টাওয়ার (বিন্দু হোটেলের পাশে), রেলগেট, রাজশাহী।
মোবাইল নম্বরঃ ০১৭১১১৪১৭১৮

05/12/2022
20/11/2022
19/11/2022
19/11/2022
19/11/2022
13/11/2022
13/11/2022

আমাদের প্রশিক্ষণ নিন, আর দ্রুততর সমযে দক্ষ হয়ে যান..!

13/11/2022
07/11/2022

believe it or not..!

05/11/2022

Dear Trainees,
We are very sorry to say that, this week classes will not be held due to the reason of the decoration and upgradation of Computer Lab & Classroom. From next Saturday everything will be continued as usual.
Enjoy Vacation.
Thanks you..!

29/10/2022

যেসব ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং শিখাবেন বলে আগ্রহী তাদের কাছে ১৫ টি প্রশ্নঃ
১) আপনি যদি আপনার পেশা ফ্রিল্যান্সিং নিয়েই বেশি হ্যাপি থাকেন তো আবার প্রশিক্ষকতা কেন করতে আসছেন?
২) যে পেশা নিয়ে আপনি হ্যাপি না, সে পেশায় মানুষকে কেন ডাকছেন? না ফ্রিল্যান্সিং করতে গিয়ে নিজের দক্ষতার ঘাটতি অনুভব করে অন্যকে শিখিয়ে তা মেকাপ করার ব্যর্থ চেষ্টা করছেন?
৩) তারপরও যখন আপনি প্রশিক্ষক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করছেন, তখন আপনার প্রশিক্ষণ কার্যক্রমে কতটুকু সময় দিচ্ছেন? দুই রকম প্রফেশন এ থেকে কি দুই নৌকায় পা দেয়ার কাজটা করছেন না?
৪) শুধু ভিডিও বানিয়ে বিক্রি করে রাতা রাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন, না হাতে কলমে একজন দক্ষ না হওয়া পর্যন্ত তার পেছনে সময় দিচ্ছেন।
৫) দৌঁড়াতে তো সবাই পারে, কিন্তু সেরা প্রাইজ পায় কিন্তু একজনই। আপনি কি শুধু দৌঁড়ানো শিখাচ্ছেন না সবচেয়ে দ্রুত কিভাবে সেরাটা দৌঁড়াতে হয় তা শেখাচ্ছেন?
৬) একসঙ্গে হাজার হাজার লোককে যে কৌশলটা শেখাচ্ছেন তা কি আর কৌশল থাকছে? যে কৌশল সবাই জানে তা কি আর কৌশল বলা যায় না মার্কেটে তা দিয়ে বেশি অর্থ উপার্জন করা যায়?
৭) আপনি কি প্রত্যেককে পুর্ণাঙ্গ বিদ্যান বানাচ্ছেন না অল্প বিদ্যান বানাচ্ছেন। অল্প বিদ্যা ভয়ংকরী। আর আপনার অল্প বিদ্যা নিয়ে বেশির ভাগই কী ব্যর্থ হচ্ছে না?
৮) আপনি ভিডিও আকারে প্রশিক্ষণ বলে যা দিচ্ছেন লোকদের তা কি আসলেই প্রশিক্ষণ না ভিডিও কন্টেন্ট বা বই?
৯) আপনার কাছে শিখতে যেয়ে একবার যে ঠকছে সে কি দ্বিতীয়বার আর সে বিষয়টি কারো কাছে শিখতে যাবে? চুন খেয়ে যার মুখ পুঁড়ে সে কি দই দেখে ভয় পায় না?
১০) যে কোন বিষয় শেখানোটা শিক্ষক এর কাজ আর প্রশিক্ষণ দেয়াটা প্রশিক্ষকের কাজ ফ্রিল্যান্সারের কাজ কি?
১১) কিভাবে বললে একটা বিষয় অন্তরে গেঁথে যায়? কিভাবে প্রশিক্ষণ দিলে একটা বিষয়ে দ্রুততম সময়ে দক্ষতা লাভ করা যায় এগুলো কি একজন ফ্রিল্যান্সারের সাধনার বিষয় না একজন প্রশিক্ষকের সাধনার বিষয়? তাহলে এজন ফ্রিল্যান্সার থেকে আপনি রাতা রাতি কিভাবে একজন প্রশিক্ষক হয়ে যাচ্ছেন? সবাই তো গান গায় কিন্তু মানুষ কার গানটা পয়সা দিয়ে শুনবে? নিশ্চয় একজন গায়কের? না ফ্রিল্যান্সারের? একজন ফ্রিল্যান্সার যদি হঠাৎ করে গান গাওয়া শুরু করেন তাহলে কি রাতারাতি তিনি ভাল গায়ক হয়ে যাবেন? না একটা প্রফেশনে ভাল করতে হলে বছরের পর বছর সাধনা লাগে? আপনার অশ্রাব্য গান শুনে শ্রতারা যে গানের প্রতি বিতৃষ্ণা হয়ে যাচ্ছেন এবং গায়কের গান শুনতে ও অনীহা জানাচ্ছেন এ দোষ কার?
১২) ভাই আপনার এতো লোভ কেন? ফ্রিল্যান্সিং করলে ভালভাবে ফ্রিল্যান্সিং করুন অথবা প্রশিক্ষকতা করলে প্রশিক্ষকতা করুন, দুই নৌকায় কেন পা দিচ্ছেন?
১৩) আপনার কাছে মানুষ শিখতে চাইবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি তো ফ্রিল্যান্সিং করতে পারদর্শী আপনি তো শেখাতে পারদর্শী না। তাহলে তাদের কেন শিক্ষক বা প্রশিক্ষক এর কাছে যেতে বলছেন না?
১৪) আপনি যদি একজন সতিকারের উচ্চমানের ফ্রিল্যান্সার ই হয়ে থাকেন তো আপনার শেখানোর সময় কই আর যদি আপনি একজন সত্যিকারের উচ্চমানের প্রশিক্ষক ই হয়ে থাকেন তো আপনার ফ্রিল্যান্সিং করার সময় কই?
১৫) আপনি তো একজন ফ্রিল্যান্সার প্রশিক্ষক নন, তাহলে কেন যেন তেন প্রশিক্ষণ দিয়ে সেখান থেকে অর্থ দাবি করেন? যারা গয়ক নন তারা যদি দুই একটা গান গেয়ে শোনান তাতে কি তারা পয়সা দাবি করেন?

28/10/2022
22/10/2022

You are welcome...

12/10/2022
24/09/2022

অফার!
অফার!!
অফার!!!

10% অফ!!!

TUH10

এই কোডটি দিয়ে;

বিকাল 06:00;
24-SEP, 2022ইং
পর্যন্ত;

# HSC ICT
# OXFORD ENGLISH VOCABULARIES
# MICROSOFT OFFICE APPLICATION
# GRAPHIC DESIGNING & OUTSOURCING
# WEBSITE DESIGNING & OUTSOURCING
# AutoCAD 2D & 3D
# DIGITAL MARKETING

প্রভৃতি,
আন্তর্জাতিক মানের
অনলাইন-অফলাইন
অ্যাডভান্স লেভেলের
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স
তুহিন আই.টি তে

(রেলগেট; রাজশাহী)

ভর্তি হলেই থাকছে
অতিরিক্ত 10% ছাড়।

এ সুযোগ
আসনসংখ্যা
ফাঁকা থাকা
পর্যন্ত প্রযোজ্য।

বিস্তারিত:
01711141718

আবেদন করতে
নিচের লিংকে
ক্লিক করুন;
www.tuhinit.com/courses

17/09/2022

জরুরী নোটিশ: ১৭/০৯/২০২২ইং
তুহিন ইন্সটিটিউট অব ট্রেনিং এর সম্মাণিত সকল প্রশিক্ষণার্থীদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিয়মিত প্রশিক্ষণ ক্লাসে উপস্থিত হওয়ার পূর্বে রিসিপশনে থাকা হাজিরা বই এ হাজিরা দিতে হবে। দুই দিন বা ৪৮ ঘন্টা পূর্বে কোনরুপ লিখিত আবেদন না করে প্রতিটি ক্লাশে অনুপস্থিতির জন্য প্রশিক্ষণার্থীকে ১০০০ টাকা করে জরিমানা দিতে হবে। এছাড়া বিনা আবেদনে:
১) টানা পরপর ৩ টি ক্লাশে না আসলে
২) টানা ৭ টি ক্লাশের মধ্যে মোট ৪ টি ক্লাশে অনুপস্থিত থাকলে
৩) টানা ১২ টি ক্লাশের মধ্যে মোট ৭ টি ক্লাশ অনুপস্থিত থাকলে
প্রশিক্ষণার্থীর অসদ ভর্তি বাতিল বলে গন্য হবে এবং পরবর্তীতে আর ক্লাশ করতে সুযোগ দেয়া হবে না। পুনঃরায় ক্লাশ করতে চাইলে ভর্তি নবায়ন করতে হবে। সে ক্ষেত্রে আবার কর্তৃপক্ষের সুপারিশে কোর্সের সম্পূর্ণ ভর্তি ফি পরিশোধ সাপেক্ষে নতুন করে আবার কোর্সটি করার সুযোগ পাওয়া যেতে পারে।

বি:দ্র:
১) জরিমানার টাকা পরিশোধ না করে পরবর্তী প্রশিক্ষণ ক্লাস করার সুযোগ দেয়া হবে না।
২) নিয়মিত যারা প্রশিক্ষণ ক্লাশ করবে তাদের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনরুপ প্রতিবন্ধকতা থাকবে না।

05/09/2022

কোর্স এবং কারেন্ট কোর্স ফি..!

15/08/2022
14/08/2022
03/08/2022

ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং আসলে কী?
ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দের অবসান কোথায়? দেশের বিখ্যাত শিক্ষাবিদরা পর্যন্ত সঠিক ভাবে বলতে পারেন না যে ফ্রিল্যান্সিং কী জিনিসি? আর, আউটসোর্সিং ই বা কী জিনিস? দেশের বিখ্যাত বিখ্যাত রাইটার রা ও তাদের বই এ ডাহা ভুল ভাবে বিষয়টা উপস্থাপন করে থাকে। আই.টি প্রশিক্ষণ তথা ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদানকারী বড় বড় প্রতিষ্ঠানের হর্তাকর্তারাও সঠিকভাবে বলতে পারেন না যে কোনটার আসলে কী জিনিস। বলতে হলে তো আগে জানতে হবে বুঝতে হবে। বুঝতে হলে তো আগে বিবেকের জোর থাকতে হবে। ভুলভাল বুঝে ভুলভাল বুঝিয়ে দুটো পয়সা পেটের পুরতে পারলে তাতে দেশ ও দশের ক্ষতি ছাড়া আর কী? যাহোক ছোট্ট করে বলে আজ আমি ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কী জিনিস তা পরিস্কার করতে চাই।

ফ্রিল্যান্সিংঃ
প্রথমেই দুটো জিনিস বুঝতে যাওয়ার দরকার নাই। আগে ভালভাবে ফ্রিল্যান্সিং টা কি জিনিস তা বুঝতে হবে। একটা ইংরেজি শব্দ। Freelancing । Free = স্বাধীন । Lancing = যুদ্ধ করা/ কর্ম করা (Lancer মানে বল্লমধারী অশ্বারোহী সৈন্য যে মূলত যুদ্ধের জন্য প্রস্তুত)। তার মানে স্বাধীনযোদ্ধা বা স্বাধীনকর্মী বা মুক্তপেশা। সেটা হতে পারে দেশের কাজ করে দেয়া বা বিদেশের কাজ করে দেয়া। আমি একজন ছাত্র আমার পড়ালেখের পাশাপাশি অনেক সময় পড়ে থাকে আমি ইচ্ছা করলে সে সময়গুলো কাজ করে স্বাধীনভাবে যদি কিছু পয়সা উপার্জন করতে পারি তবে আমার পরিবারকে অর্থিকভাবে সাহায্য করা যায়। তবে পরীক্ষার দিনগুলোতে আমি পড়ালেখা নিয়ে এতোটাই ব্যাস্ত থাকতে চাই যে, অন্য কোন দিকে সময় দেয়ার মত আমার সময় নাই। এ অবস্থায় কোন প্রতিষ্ঠানে আমার পক্ষে ফুলটাইম চাকুরী করা সম্ভব না। আবার যে আমি এমন একটা কাজ চাই যে কাজ করলে পয়সা আছে না করলে নাই। তবে ইমপ্লয়ার বা কাজ দাতার সাথে আমার লাইফস্টাইল এর সময় নিয়ে কোনরুপ টানা হেঁচড়া বা মন কষাকষি করতে চায় না। আমি স্বাধীন কর্মী ইচ্ছা হলে কাজ করবো না হলে নাই। কাজ করলে পয়সা আসবে না হলে না। যেখানে চাকুরী চলে যাবার কোন ভয় নেই। কাজ করলাম কি করলাম না এ ব্যাপারে ইমপ্লয়ারকে কখনো জবাবদিহিতারও প্রয়োজন নেই। এরুপ ধাঁচের পেশাকে ফ্রিল্যান্সিং বলে। যারা এ পেশার সাথে যুক্ত তাদের ফ্রিল্যান্সার বলে। একজন ফ্রিল্যান্সার দেশে বা দেশের বাইরে অথবা দেশে বাসে দেশের বাইরে যে কোন ভাবেই কাজ করতে পারবে। তবে সময়ের ব্যপারে সে স্বাধীন। মুক্তপেশাজীবি। ফুলটাইমার না। ফুলটাইমার মানে যে একটা মাসিক বেতনের জন্য তার সমস্ত সময় কর্মদাতার কাছে বিক্রয় করে দেয়।

আউটসোর্সিংঃ
এবার আসা যাক আউটসোর্সিং এর দিকে। Outsourcing এর মাধ্যেও দুইটা জিনিস আমরা পাই। প্রথমত Out মানে বাইরে আর Sourcing কথাটা এসেছে Resourcing থেকে। Resourcing কথাটা এসেছে Resource থেকে। Resource মানে অর্থ-সম্পত্তি তা আমরা সবাই জানি। Re কথাটার অর্থ হচ্ছে পুনরায়। আর Source এর অর্থ হচ্ছে উৎস। তার মানে যে উৎস থেকে পুনঃ পুনঃ বার অর্থ উপার্জিত হয় তাকে Resource বলে। যেমন Human Resource, Infrastructure Resource প্রভৃতি। একথাই Resource কথাটার অর্থ হচ্ছে যেখান থেকে বার বার অর্থ উপার্জিত হয়। তাহলে Source কথাটার অর্থ হচ্ছে যেখান থেকে একবার হলেও অর্থ উপার্জিত হয়। সুতরাং আউটসোর্সিং কথাটার অর্থ হচ্ছে বাইরে থেকে একবার হলেও অর্থ উপার্জন করা। আর বাইরে মানে দেশের বাইরে। অর্থাৎ দেশে বাসে দেশের বাইরে থেকে অর্থ উপার্জন করার পদ্ধতিকে আউটসোর্সিং বলা হয়। সেটা ফ্রিল্যান্সিং স্টাইলেও হতে পারে আবার আবার ফুলটাইম বা পার্টটাইম স্টাইলেও হতে পারে।

ভুল সংজ্ঞাঃ দেশে বসে দেশের বাইরের কাজ করে দেয়া মানে ফ্রিল্যান্সিং করা আর যে কাজ দিলো সে আউটসোর্সিং করা। এরুপ সংজ্ঞা ডাহা ভুল। (ভুল সংজ্ঞার উৎস “ফ্রিল্যান্সার নাসিম” নামক বই/ টেন মিনিটস্ স্কুল)

31/07/2022

১ম ১৫ দিন ক্লাস একদম ফ্রি..!!!
তুহিন ইন্সটিটিউট অব ট্রেনিং (তুহিন আই.টি)
বিন্দুর মোড়, রেলগেট, রাজশাহী
০১৭১১১৪১৭১৮

Our Courses – TUHIN INSTITUTE OF TRAINING 23/07/2022

Our Courses – TUHIN INSTITUTE OF TRAINING

আফার!
আফার!!
আফার!!!

10% অফ!!!

TUH1810250722

এই কোডটি দিয়ে;

বিকাল 06:00;
২৫-জুল, 2022ইং
পর্যন্ত;

# HSC ICT
# OXFORD ENGLISH VOCABULARIES
# MICROSOFT OFFICE APPLICATION
# GRAPHIC DESIGNING & OUTSOURCING
# WEBSITE DESIGNING & OUTSOURCING
# AutoCAD 2D & 3D
# DIGITAL MARKETING

প্রভৃতি,
আন্তর্জাতিক মানের
অনলাইন-অফলাইন
অ্যাডভান্স লেভেলের
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স
তুহিন আই.টি তে

(রেলগেট; রাজশাহী)

ভর্তি হলেই থাকছে
অতিরিক্ত 10% ছাড়।

এ সুযোগ
আসনসংখ্যা
ফাঁকা থাকা
পর্যন্ত প্রযোজ্য।

বিস্তারিত:
01711141718

আবেদন করতে
নিচের লিংকে
ক্লিক করুন;

tuhinit.com/our-courses

Our Courses – TUHIN INSTITUTE OF TRAINING

22/07/2022
14/07/2022
14/07/2022

বিশেষ বিজ্ঞপ্তি: (নতুন স্থান সংক্রান্ত)
তুহিন ইন্সটিটিউট অব ট্রেনিং এর সকল প্রশিক্ষণার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শুভাকাঙ্খীদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতিষ্ঠানের পূর্ববর্তী স্থানে শ্রেণীকক্ষ ছোট হওয়ার কারণে প্রশিক্ষণার্থীদের দীর্ঘদিন থেকে অসুবিধা পোহাতে হচ্ছিলো। বসার জায়গা পেলেও লিখার জায়গা ছিলো না। কম্পিউটার ল্যাব ও থিউরি ক্লাস ছিলো একটাই। প্রশিক্ষণার্থীদের দীর্ঘদিনের আবেদন ক্রমে প্রতিষ্ঠান পূর্বের চেয়ে প্রায় তিনগুন জায়গা বিশিষ্ট একটি স্পেস ভাড়া নিতে মে, ২০২২ইং এর শেষের দিকে এ প্রতিষ্ঠান একটি ‍চুক্তিবদ্ধ হয়। স্পেসটি ৮ম তলা(লিফট্ এর ৭) শেফালী টাওয়ার, বিন্দুর মোড়, রেলগেট, রাজশাহী। আরো উলেখ্য যে, শহরের বিভিন্ন স্থান যেমন, জিরো পয়েন্ট, তালাইমারি, কাজলা, বিনোদপুর, কাটাখালি, ভদ্রার মোড়, লক্ষীপুর, কোর্ট, কাশিয়াডাঙ্গা, নওদাপাড়া আম চত্বর, নওহাটা সহ প্রায় থেকে সরাসরি যাওয়া আসার অটো পাওয়া যায় রেলগেটে। ফলে প্রশিক্ষণার্থীদের যাতায়াত আরো সহজ হবে বলে আশা করা যায়। তাছাড়া প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ মোহনীয় ও আরো স্বাস্থ্যসম্মত ও আরো উন্নতমানের। ম্যারাথন প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের রিফ্রেসমেন্টের জন্য রয়েছে ইউনিক পরিবেশ। নতুন শাখা আকারে নতুন জায়গাটি নেয়া হলেও সময় ও ব্যবস্থাপনা ত্রুটি সম্পন্ন হতে পারে ভেবে পূর্বের শাখাটি বন্ধ ঘোষণা করা হয় জুন এর ৩১ তারিখে। তাই এখন প্রতিষ্ঠানের সকল কার্যক্রম শুধুমাত্র নতুন শাখাতেই পরিচালিত হবে। আনুষ্ঠানিক ভাবে নতুন শাখার উদ্বোধন এর সময় এখন ঘোষণা করা হয় নি। তবে প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম যেমন প্রশিক্ষণার্থীদের ভর্তি প্রক্রিয়া, প্রশিক্ষণ প্রদান প্রভৃতি যথারীতি চলমান রয়েছে। পবিত্র ঈদুল আযহার ছুটির পর ১৬ তারিখ রোজ শনিবার থেকে পূর্বের ন্যায় প্রশিক্ষণ ক্লাস নতুন স্থানেই শুরু হবে। সম্মাণিত সকল প্রশিক্ষণার্থীদের পূর্বের ক্লাস টাইম অনুযায়ী ১৬ তারিখ রোজ শনিবার থেকে ক্লাসে আসার জন্য জানানো যাচ্ছে।
ধন্যবাদান্তে
কর্তৃপক্ষ
তুহিন ইন্সটিটিউট অব ট্রেনিং
রেলগেট, রাজশাহী

13/07/2022

শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল যাই হতে চান না কেন আপনাকে শিক্ষকের কাছে যেতে হবেই। শিক্ষকের কাজ হচ্ছে ছাত্রকে পড়া। ছাত্রের কোন অংশে দূর্বলতা আছে আর কোন অংশে সবলতা আছে তা বুঝার চেষ্টা করা। দূর্বলতার জায়গায় সঠিক চিকিৎসা দেয়া। একটা বই বা ভিডিও কন্টেন্ট যেটা পারে না। একজন ছাত্রকে শিক্ষকের নিবিড় তত্ত্বাবধায়নে আনতে পারলেই ছাত্রটি উক্ত বিষয়ে যথেষ্ট পারকতা অর্জন করবেন। পৃথিবীতে বই আছে হাজার হাজার বছর আগে থেকে। আবার শিক্ষক ও আছেন। বই বা ভিডিও কোর্সগুলো একধরণের কন্টেন্ট এরা একটা বিষয় শিখতে সাহায্য করে ঠিক আছে কিন্ত উক্ত বিষয়ে পরিপূর্ণতা আনতে পারে না। একটা বিষয় শিক্ষায় পরিপূর্ণতা আনতে হলে শিক্ষক এর প্রয়োজন অপরিহার্য। আবার শিক্ষক ও প্রশিক্ষক এর মধ্যে পার্থক্য হচ্ছে ‘প্র’ অর্থাৎ প্রকৃষ্ট। প্রকৃষ্ট শিক্ষক অর্থাৎ শিক্ষকের চেয়েও যিনি ভালো করে শেখান তাকে প্রশিক্ষক বলে। একেবারে হাতে কলমে। যে শিক্ষাটাই মূলত প্রতিযোগিতা মূলক কর্মজীবনে আপনাকে এগিয়ে নিয়ে যাবে সবার সামনে। বেশি বেশি প্রশিক্ষণ নিন উন্নত জীবন গড়ুন।

13/07/2022

HSC ICT সহজ করে শিখতে তুহিন আই.টির কোন বিকল্প নাই। তুহিন আই.টি এখন আপনার আরো কাছে মানে রেলগেট এ। রাজশাহী শহরের যে কোন জায়গা থেকে এক অটো ডিস্টেন্স। বিস্তারিত জানতে কল করুনঃ ০১৭১১-১৪১৭১৮

04/07/2022

তুহিন ইন্সটিটিউট অব ট্রেনিং তথা তুহিন আই.টি এ ২০২২ইং, জুলাই-সেপ্টেম্বর ও জুলাই-ডিসেম্বর সেশনে তিন মাস ও ছয় মাস মেয়াদি উন্নতমানের কারিগরি কম্পিউটার ও ইংলিশ প্রশিক্ষণ কোর্সসমূহে ভর্তি চলছে..!

দক্ষতার পেছনে ছুটুন। জব আপনার পেছনে ছুটবে। জব আপনার পেছনে ছুটা মানে টাকা আপনার পেছনে ছুটবে। আপনি যদি দক্ষ হতে চান তাহলে আপনাকে একজন দক্ষ প্রশিক্ষকের কাছে যেতে হবে।

প্রতিষ্ঠান এর চেয়ে জরুরী বিষয় হচ্ছে প্রশিক্ষক। কে আপনাকে প্রশিক্ষণ দিবে? এবং শুধুমাত্র বিষয়টির উপর নয় বরং প্রশিক্ষণ দেয়ার দক্ষতা কেমন বা অভিজ্ঞতা কত দিনের সে বিষয়টি দেখা বেশি জরুরী।

আপনাকে প্লেন চালানোর সাটিফিকেট দিয়ে দেয়া হলো, কিন্ত আপনি যদি সঠিকভাবে প্লেন চালাতে না পারেন তাহলে কি আপনি কোনদিন পাইলট হতে পারবেন? তাই শুধু সার্টিফিকেট টাই না আরো দরকার বিষয়টার উপর পর্যাপ্ত দক্ষতা।

দক্ষ প্রশিক্ষকের খুবই অভাব। কারণ দক্ষ হয়ে গেলে সবাই জব করতে চলে যায়। তাহলে তাদের আর প্রশিক্ষণ দেয়ার সময় থাকে না। তুহিন ইন্সটিটিউট অব ট্রেনিং আপনাকে দিচ্ছে দেশ সেরা দক্ষ প্রশিক্ষকের নিশ্চয়তা।

আপনি যে বিষয়টি প্রশিক্ষণ নিবেন সে বিষয়ে আপনার পরিপূর্ণতা না আসা পর্যন্ত আমরা আপনাকে দক্ষ করে তোলার জন্য যাবতীয় কর্যক্রম পরিচালনা করে যাবো।

ফলে আপনি নিশ্চিতভাবে একজন দক্ষ মানুষ হিসেবেই গড়ে উঠবেন আমাদের সহযোগিতায়।

আমাদের কারিগরি কম্পিউটর ও অন্যান্য প্রশিক্ষণ কোর্স সমূহঃ
১) মাইক্রোসফট অফিস এপ্লিকেশনস (অডভান্স)
২) ‍গ্রাফিক ডিজাইনিং এন্ড ফ্রিল্যান্সিং
৩) ওয়বসাইট ডিজাইনিং এন্ড ফ্রিল্যান্সিং
৪) অটোক্যাড ২ডি এন্ড ৩ডি
৫) বেসিক আই.টি + এইচ. এস. সি. আই. সি. টি.
৬) ইংলিশ (অডভান্স)
৭) কম্পিটার হার্ডওয়ার প্রভৃতি...

আমাদের বৈশিষ্ট্যঃ
১) দেশ সেরা প্রশিক্ষকের নিশ্চয়তা
২) উন্নতমানের ক্লাসরুম
৩) হাতে-কলমে প্রশিক্ষণ
৪) নো হোমওয়ার্ক নিয়মিত ক্লাস ই যথেষ্ট
৫) শীততপ নিয়ন্ত্রিত পরিবেশ
৬) সিসিটিভি দিয়ে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণ
৭) কারিগরি বোর্ডের সার্টিফিকেট লাভের সুযোগ
৮) প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট লাভের সুযোগ
৯) চাকুরীর জন্য সুপারিশ
১০) ব্যাংক লোনের জন্য সুপারিশ প্রভৃতি...

নিজের দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ করুন,
আর তা হবে জীবনের শ্রেষ্ট বিনিয়োগ।

(বি.দ্র: আমাদের আসন সংখ্যা নির্ধারিত)

04/07/2022

তুহিন আই.টি এখন বিন্দুরমোড়, রেলগেট এ..!

01/07/2022

তিনমাস ও ছয়মাস মেয়াদি বিভিন্ন উন্নতমানের কারিগরি(Technical) কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে... বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা সরাসরি কল করুন। 01711141718 রেলগেট, রাজশাহী...

28/06/2022
28/06/2022
28/06/2022
26/06/2022

আপনার প্রতিষ্ঠানের সেলস্ বাড়াতে ডিজিটাল মার্কেটিং করুন। ডিজিটাল মার্কেটিং এ দক্ষ হতে সেরা প্রশিক্ষণটি নিন, তুহিন ইন্সটিটিউট অব ট্রেনিং, বিন্দুর মোড়, রেলগেট, রাজশাহী।

Our Story

"A Complete Training Institute Which Provides World Class Training Services"

Videos (show all)

১ম ১৫ দিন ক্লাস একদম ফ্রি..!!!তুহিন ইন্সটিটিউট অব ট্রেনিং (তুহিন আই.টি)বিন্দুর মোড়, রেলগেট, রাজশাহী০১৭১১১৪১৭১৮
HSC ICT সহজ করে শিখতে তুহিন আই.টির কোন বিকল্প নাই। তুহিন আই.টি এখন আপনার আরো কাছে মানে রেলগেট এ। রাজশাহী শহরের যে কোন জা...
তুহিন ইন্সটিটিউট অব ট্রেনিং তথা তুহিন আই.টি এ ২০২২ইং, জুলাই-সেপ্টেম্বর ও জুলাই-ডিসেম্বর সেশনে তিন মাস ও ছয় মাস মেয়াদি উন...
তুহিন আই.টি এখন বিন্দুরমোড়, রেলগেট এ..!
তিনমাস ও ছয়মাস মেয়াদি বিভিন্ন উন্নতমানের কারিগরি(Technical) কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে... বিস্তারিত জানতে ইনব...
Digital Marketing Admission Going On...

Location

Telephone

Address


7th Floor, Shefali Tower, Bindur Mor, Railgate
Rajshahi
6100

Other Computer Training in Rajshahi (show all)
SENSE IT SENSE IT
Sonadighir More
Rajshahi, 6000

Our hard-working, innovative team dedicate themselves to deliver not just with a focus of earning.

Fleet Learning Fleet Learning
55 Nowdapara Airport Road
Rajshahi, 6203

Learning today Leading Tomorrow

Build Your Career It Build Your Career It
Rajshahi, 6203

The online courses here will give you the right guidelines and instructions to build your career as

ITLabRajshahi ITLabRajshahi
Malopara, Ghoramara, Boalia
Rajshahi, 6100

ITLabRajshahi.com is an online service provider institutes. We are providing page boosting,

Nowshin InfoTech Nowshin InfoTech
1308, Vatapara, Apple Decorator Mor
Rajshahi, 6000

Nowshin Infotech is an ICT training Centre for your technical support, what you need tomorrow. So we

Rajshahi GPO Post E-Center Rajshahi GPO Post E-Center
Rajshahi GPO
Rajshahi, 6000

NACTAR NACTAR
Nactar, Fultola Bazar, Shahjahanpur, Bogura
Rajshahi, 5800

National Academy for Computer Training and Research (NACTAR) .

Cloud School Pro: An EdTech Cloud School Pro: An EdTech
44 Golzarbaag Guripara, Rajshahi Court, Rajpara
Rajshahi, 6201

ঘরে বসে আয়, ফ্রিল্যান্সিং-এ করা যায় Web Development Graphic Design & Editing Digital Marketing Content Writing Affiliate Marketing English (Writing and Spoken)

Bangladesh Computer Council -Rajshahi Bangladesh Computer Council -Rajshahi
দৈনিক বার্তা কমপ্লেক্স, আলুপট
Rajshahi, 6100

page of BCC Regional Office, Rajshahi

CCTC CCTC
Uposhohor
Rajshahi, 6203

Information and communications technology. We are providing Basic Computer Training Center in RAJSHAHI.Basic Computer Training Center. Best Basic Computer Training in Bangladesh.

Arodesk Arodesk
Bangabandhu Sheikh Mujib Hi-Tech Park
Rajshahi, 6201

We help to build your professional skill.

ড্রিম আইটিসি-Dreamyitc ড্রিম আইটিসি-Dreamyitc
House No: 64, Road: Central Naodapara, Post Office: Sapura, Shah Makhdum
Rajshahi, 6203

Dreamyitc is a professional IT training institute for learning digital marketing, SEO, and much more