আজ ১/৯/২০২২ তারিখের সাংস্কৃতিক ক্লাস এর চিত্র
Jamia Darul Aman Madrasha
ইসলামী শিক্ষার সাথে জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান
Operating as usual

আজ ২০/৮/২০২২ তারিখে আরো দুইজন ছাত্রকে আমপারা নতুন সবক প্রদান করলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল, হাফেজ মাওলানা মুফতি মনিরুল ইসলাম।
খতিব, দারুস সালাম কামিল মাদরাসা জামে মাসজিদ। উপস্থিত ছিলেন দুইজন ছাত্রের মাতা।
সকলে তাদের জন্য দুয়া করবেন।

আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের
ক্বিরাত/হিফজ/হাতের লেখা প্রতিযোতা-২০২২ইং এ
জামিয়া দারুল আমান মাদরাসার ৮ জন ছাত্র ক্বিরাত, হিফজ, ও হাতের লিখায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে। তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলেই কাছে দোয়ার দরখাস্ত থাকলো।

আজ ১৮/৮/২০২২ তারিখের সাংস্কৃতিক ক্লাসের চিত্র।

আলহামদুলিল্লাহ, জামিয়া দারুল আমান মাদরাসার ১৫ জন ছাত্র নতুন সবক গ্রহণ করলো। তাদের জন্য সকলের কাছে দোয়ার দরখাস্ত থাকলো।

জামিয়া দারুল আমান মাদ্রাসার পক্ষ থেকে সকলকে ১৪৪৪ হিজরি নববর্ষের শুভেচ্ছা।

বৃহস্পতিবার বাদ আসর থেকে মাগরিব ইসলামি সাংস্কৃতিক ক্লাসের কিছু অংশ।

আসসালামু আলাইকুম,
সম্মানিত অভিভাবকবৃন্দ।
ঈদুল আযহার ছুটির পর ১৯/৭/২০২২ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০ টায় জামিয়া দারুল আমান মাদরাসার খোলা হবে। মাগরিবের পূর্বে সময়মত সকল ছাত্রকে মাদ্রাসায় পৌঁছে দেওয়ার জন্য অভিভাবকদের অনুরোধ করা হলো।
প্রিন্সিপাল,
হাফেজ মাওলানা মুফতি মনিরুল ইসলাম
০১৭৫৩৭৭২৫৬৭

আলহামদুলিল্লাহ, জামিয়া দারুল আমান মাদরাসার ২০২২ এর অর্ধ বার্ষিক পরিক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার মাধ্যমে আজ ৭-৭-২০২২ তারিখ থেকে ১৯-৭-২০২২ তারিখ পর্যন্ত ঈদুল আযহার ছুটি ঘোষণা করা হলো।
সময়মত সকল ছাত্রকে উপস্থিত হওয়ার জন্য বলা হল।
প্রিন্সিপাল,
হাফেজ মাওলানা মুফতি মনিরুল ইসলাম
০১৭৫৩৭৭২৫৬৭

আলহামদুলিল্লাহ, আজ ২৯/৬/২০২২ তারিখ থেকে জামিয়া দারুল আমান মাদরাসার অর্ধ বার্ষিক পরীক্ষা শুরু হল। ছাত্রদের জন্য দোয়া চাই।

আলহামদুলিল্লাহ, আজ সুন্দরভাবে ইসলামি সাংস্কৃতিক ক্লাস সম্পন্ন হল।
তিলাওয়াত করছে অত্র মাদরাসার ছাত্র নাইম ইসলাম।
তিলাওয়াত করছে অত্র মাদরাসার ছাত্র নাইম ইসলাম।

আজ ৯-০৬-২০২২ তারিখ সকাল ৮ টা থেকে ১১ -৬- ২০২২ তারিখ রোজ শনিবার বিকাল ৪ টা পর্যন্ত মাসিক ছুটি ঘোষনা করা হলো। আগামী ১১ তারিখ শনিবার সকল ছাত্রকে মাগরিবের পূর্বেই উপস্থিত হওয়ার ঘোষণা দেওয়া হল ।

আজ ছাত্রদের মাসিক সাবিনার চিত্র।
একজন পড়বে আর সবাই শুনবে।

আজ ছাত্রদের ভুল ত্রুটি সংশোধন ও পড়ার প্রতি মনোযোগ বৃদ্ধি করার জন্য নাসিহাত করছেন সম্মানিত প্রিন্সিপাল মহোদয় হাফেজ মাওলানা মুফতি মনিরুল ইসলাম।

বাদ আসর ছাত্রদের খেলাধুলা ও বিনোদনের চিত্র। ফুটবল পেয়ে খুবই আনন্দিত।

হিফজুল কুরআনের জগতে রাজশাহীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান।
আসুন, দেখুন অতঃপর সিদ্ধান্ত নিন !!!

পড়ালেখার প্রতি আগ্রহ বৃদ্ধি ও নিয়ম শৃংখলা বজায় রাখার বিষয়ে ছাত্রদের সচেতন করেন প্রিন্সিপাল মহোদয় হাফেজ মুফতি মনিরুল ইসলাম।

#ইসলামিক #ফাউন্ডেশন কর্তৃক জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ রাজশাহী মহানগরীতে #ক্বিরাত বিভাগের (খ) গ্রুপে ৩য়ঃ স্থান অধিকার করে #রাজশাহী জামিয়া দারুল আমান মাদরাসার ছাত্র মোঃ বেলাল আলী, চাপাই, আলহামদুলিল্লাহ। তার জন্য সকলের কাছে দোয়ার দরখাস্ত থাকলো।

ছুটির পর পড়ালেখার প্রতি ছাত্রদের মনোযোগ বৃদ্ধি , উত্তম আচার- ব্যবহার ও আখলাক চরিত্র গঠনের লক্ষ্যে তারবিয়াতী জালসা এবং মাদরাসার শিক্ষা ও অন্য সকল কার্যক্রম আরো বেগবান করার উদ্দেশ্যে শিক্ষক-
কর্মচারীদের ইন হাউস ট্রেনিং এর চিত্র।

ছাত্রদের কায়দা, আমপারা এবং নাজেরার পরিক্ষা নেওয়া হচ্ছে। পরবর্তী ধাপে উঠানোর জন্য।

আসসালামু আলাইকুম,
জামিয়া দারুল আমান মাদরাসা রাজশাহীর সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক মন্ডলির অবগতীর জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান জামিয়া দারুল আমান মাদরাসা রাজশাহী। ঈদুল-ফিতরের ছুটি শেষে হাফেজে কুরআন তৈরির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আপনার সন্তান যেন এই মহান যাত্রায় পিছিয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখুন. . .
প্রিন্সিপাল,
হাফেজ মাওলানা মুফতি মনিরুল ইসলাম
عيد مبارك. اللهم تقبل منا ومنكم
আসসালামু আলাইকুম। জামিয়া দারুল আমান মাদ্রাসা রাজশাহী এর পক্ষ থেকে সকল ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদুল ফিতর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি।
শুভেচ্ছান্তে,
হাফেজ মুফতি মনিরুল ইসলাম
প্রিন্সিপাল, জামিয়া দারুল আমান মাদ্রাসা রাজশাহী।

সম্মানিত অভিভাবক/অভিভাবিকা,
আসসালামু আলাইকুম।
আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ২৭ এপ্রিল-২০২২, রোজ বুধবার থেকে আগামী ১০ মে-২০২২ রোজ মঙ্গলবার বিকাল ৪ টা পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ে, ১০ মে রোজ মঙ্গলবার সন্ধ্যার আগে আপনার সন্তানকে প্রতিষ্ঠানে পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করা হল।
হাফেজ মাওলানা মুফতি মনিরুল ইসলাম
প্রিন্সিপাল, জামিয়া দারুল আমান মাদরাসা।

পবিত্র মাহে রমজানের সার্বিক কার্যক্রম নিয়ে শিক্ষক, ছাত্র ও স্টাফদেরকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন সম্মানিত প্রিন্সিপাল মহোদয়।

তুহফায়ে রমাদান।
রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকার জন্য।
ছাত্র এবং অভিভাবকদের মাদরাসার অফিস থেকে সংগ্রহ করার অনুরোধ করা হলো।

রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টিভির উদ্যোগে, সালেহা ইমারত কর্তৃক আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতায় ৩য় রাউন্ডে উত্তীর্ণ হিফজ বিভাগের ছাত্র আসমাউল কবির।
পরবর্তী রাউন্ডে ভাল ফলাফলের জন্য সকলের কাছে দোয়া চাই।

৪ জনের মধ্যে ৪ জনই বিজয়ী আলহামদুলিল্লাহ।
আজ বরেন্দ্র অনলাইন টিভির উদ্যোগে, সালেহা ইমারত কর্তৃক আয়োজিত রমজান উপলক্ষে ক্বিরাত প্রতিযোগিতায় জামিয়া দারুল আমান মাদরাসার ৪ জন ছাত্র ২য় রাউন্ডে উন্নিত হয়েছে। পরবর্তী রাউন্ডে ভাল ফলাফলের জন্য সকলের কাছে দোয়া কামন করা হল।

আগ্রহীদের কমেন্ট বক্সে অথবা মোবাইল নাম্বারে যোগাযোগ করে সাক্ষাতকার দেওয়ার অনুরোধ রইলো।
রাজশাহীতে, একজন অনাবাসিক জেনারেল শিক্ষক আবশ্যক। (১ম-৭ম শ্রেণি)
সময়ঃ সকাল ১০ টা- ১২.৩০ টা পর্যন্ত
যোগাযোগঃ
এমডি
01750636428
প্রিন্সিপাল
01753772567

আলহামদুলিল্লাহ, আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে "শিক্ষা সফর-২০২২" ২০১ গম্বুজ মাসজিদ, টাঙ্গাইল ও আল আমান বাহেলা জামে মাসজিদ, বেলকুচি সফর সম্পন্ন হল।

টাঙ্গাইল ২০১ গম্বুজ মসজিদ। বার্ষিক শিক্ষা সফর-২০২২ পরিচালকবৃন্দ, সাথে আছেন কাশফুল কুরআনের সম্মানিত মুহতামিম সাহেব।

২০১ গম্বুজ মাসজিদ, টাঙ্গাইলে জামিয়া দারুল মাদ্রাসার শিক্ষা সফর ২০২২ ফজরের নামজের মাধ্যমে সূচনা হল, আলহামদুলিল্লাহ।

শিক্ষা সফরের ব্যাচ।

জামিয়া দারুল আমান মাদরাসার বার্ষিক শিক্ষা সফর-২০২২। নিরাপদ সফরের জন্য সকলের দুআ চাই।

২৪-০২-২০২২ তারিখ সকালে
ফেব্রুয়ারী-২০২২ এর মাসিক ছুটি ঘোষনা করা হলো। আগামী ২৬ তারিখ শনিবার সকল ছাত্রকে মাগরিবের পূর্বেই উপস্থিত হতে হবে।

আমীন

আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে জামিয়া দারুল আমান মাদরাসায় সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
পাগড়ী প্রদান তাফসির মাহফিল-২০২১
শিল্পী ক্বারী মানোওয়ার হুসাইন।
প্রশিক্ষক, জামিয়া দারুল আমান মাদরাসা, রাজশাহী।
ভর্তি চলছে সীমিত আসনে
নুরানি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
চলে গেলেন ওপারের সুন্দর ভুবনে
রাজশাহীর সুরের পাখি
আমাদের প্রিয় সুমন আজিজ ভাই. . .
"রাসুল তুমি আলোক শিখা, গহিন আঁধার রাতে"
এ রকম শত গানের প্রিয় শিল্পী গীতিকার ও সুরকার, প্রত্যয় শিল্পী গোষ্ঠী সাবেক পরিচালক শিল্পী সুমন আজিজ ভাই কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ প্রিয় ভাইয়ের সকল আমল কবুল করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন।
জামিয়া দারুল আমানের পক্ষ হতে তার আত্মার মাগফেরাত কামনা করছি. . .

১ম শ্রেণিতে ভর্তি চলছে।
জামিয়া দারুল আমান মাদরাসার
জেনারেল বিভাগের ক্লাস চলছে।

বার্ষিক ফলাফল ঘোষণা এবং নতুন বই বিতরণ উৎসব ২০২২।
বার্ষিক ফলাফল ঘোষণা চলছে।

নুরানি প্রথম শ্রেণিতে ভর্তি চলছে।
মনোরম পরিবেশ ও আধুনিক ব্যবস্থাপনায় জামিয়া দারুল আমান মাদ্রাসা।
আসুন, দেখুন অতঃপর সিদ্ধান্ত নিন।
সন্তান আপনার দায়িত্ব আমাদের।
০১৭৫৩৭৭২৫৬৭

ভর্তি চলছে সীমিত আসনে।
আলহামদুলিল্লাহ, ক্বিরাত, ইসলামী সংগীত ও আজান অনুশীলনের মাধ্যমে ২০২২ সালের প্রথম সাংস্কৃতিক ক্লাস শুরু করা হল। আল্লাহ সকলকে কবুল করুন।

আলহামদুলিল্লাহ, বার্ষিক পরীক্ষার পর ২৩/১২/২০২১ থেকে ৩১/১২/২০২১ তারিখ বিকাল পর্যন্ত ছুটি ঘোষণা করা হল। ছাত্রদের নিরাপদ সফর কামনা করছি।

সীমিত আসনে ভর্তি চলছে।

বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে বিজয় দিবস উদযাপন।

হে আল্লাহ, বাংলাদেশকে কবুল করো।

বার্ষিক পরীক্ষার আজ শেষ দিন। আরবি পরীক্ষা চলছে।
Videos (show all)
Location
Category
Contact the school
Website
Address
72/1, DIngadoba, East Of Rajshahi Community Center Rajshahi, Rajshahi Division
Rajshahi
6000
Sagorpara, Ghoramara
Rajshahi, 6100
One of the best school in this subcontinent since 1898.
Madarigonj Bagmara
Rajshahi, 6440
Suffix Pre-Cadet and Kinder Garden- বাগমারা, রাজশাহী Primary and High School
Jamalpur, Padma Abashik, Boalia
Rajshahi, 6000,6100,6203
জামিয়া ক্বওমিয়া মহিলা মাদ্রাসা রাজশা
Kanthal Baria
Rajshahi, 08266
আসসালামু আলাইকুম আমাদের স্কুলের পেইজে আপনাদের স্বাগতম
Padma Residential Area, House No : 156, Holding No : 83 , Road No : 05 , Post Co
Rajshahi, 6000
Located in Rajshahi, Bangladesh, this school provides an opportunity for Bengalis to learn Western m
Rajshahi
As salamu alaikum, Thank you for visiting my Channel. Mainly it is an educational channel. educat
Uposhahar, Cantontment Road
Rajshahi, 6205
This is a Hifz Madrasah. We have Nurani, Nazera, Hifz Group. Besides Hifz We have General Division f