
Ismail's English Academy
HSC.ADMISSION, SPOKEN,JOB ENGLISH
Operating as usual


২৪ টি মসলার ইংরেজি ও শুদ্ধ উচ্চারণ!
1. গুড় - JAGGERY (জাগারি)
2. জায়ফল - NUTMEG (নাট-মেগ)
3. জয়িত্রি - MACE (মেইস)
4. এলাচ - CARDAMOM(খাডামাম)
5. দারচিনি - CINNAMON (সিনামাম)
6. লবঙ্গ - CLOVES (ক্লৌভস)
7. ধনিয়া / ধনে - CORIANDER (খরি-আনডা)
8. গোলাপ জল - ROSE WATER (রোউয-ওঠা)
9. জিরা - CUMIN SEED (খিউমিন-সিড)
10. কাজু বাদাম - CASHEW NUT (খ্যাশু-নাট)
11. বিট লবন - BLACK SALT (ব্ল্যাক -সোল্ট)
12. গোল মরিচ - BLACK PEPPER(ব্ল্যাক-ফেপা)
13. কালো জিরা - NIGELLA SEED(নাইজেলা-সিড)
14. জাফরান ইংরেজি - SAFFRON (সাফ-রান)
15. পোস্ত ইংরেজি -POPPY SEED (ফপি-সিড)
16. পেঁয়াজ পাতা ইংরেজি - SCALLION (স্ক্যালি-য়ান)
17. সরিষা - MUSTARD SEED (মাসটাড-সিড)
18. মৌরি - FENNEL SEED (ফেনল-সিড)
19. তেজ পাতা ইংরেজি - BAY LEAF (বেই-লিফ)
20. তিল - SESAME SEED (সেসামি -সিড)
21. হলুদ ইংরেজি - TURMERIC (ঠামারিক)
This morning.......আজ সকালে।
This noon....আজ দুপুরে।
This Afternoon.............আজ বিকালে।
This Evening........আজ সন্ধ্যায়।
Today...আজকের দিনে
Tonight.................আজ রাতে।
Every morning..প্রতিদিন সকালে।
Every noon.........,..প্রতিদিন দুপুরে
Every afternoon....প্রতিদিন বিকালে।
Every evening......প্রতিদিন সন্ধ্যায়।
Every night.............প্রতিদিন রাতে।
In broad day light......দিবালোকে।
At night.....রাতে।
At mid night..মধ্য রাতে।
At deep night.....গভীর রাতে।
At dawn................শেষ রাতে।
Day.........দিন।
Holiday..ছুটির দিন।
Day by day........দিন দিন।
Day after day....দিনের পর দিন।
Day before yesterday..গত পরশুদিন।
Day after tomorrow........আগামী পরশুদিন।
শিখুন সঠিকভাবে!
এক টাকার ভাংতি দাও। [৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন ২০১০]
A. Give me one taka change.
B. Give me a change for a taka.
C. Give me a taka change.
D. Give me change for a taka.
সঠিক উত্তর : D
এক্ষেত্রে change বাক্যে uncountable noun হিসেবে ব্যবহৃত হয়েছে তাই change এর আগে a বসবে না এবং এখানে ভাংতি মানে বিনিময় চাওয়া হয়েছে তাই change এর পরে preposition "for" ব্যবহৃত হবে।
চমক! (শেখা হোক বাস্তবধর্মী)
ভাংতি অর্থে Change (noun)
Could you give me change for a 100 taka note?
(আমাকে ১০০ টাকার ভাংতি দিতে পারবেন কি?)
Have you got change for a 500 taka note?
(আপনার/তোমার কাছে ৫০০ টাকার ভাংতি আছে কি?)
Do you have change for 100 taka?
(তোমার কাছে ১০০ টাকার ভাংতি আছে কি?)
ভাংতি দেয়া অর্থে Change (verb)
Could/Can you change a 500 taka note for 5 hundreds?
(৫০০ টাকার নোটের ভাংতিতে ৫টা ১০০ টাকা দিতে পারবেন কি?)
Can you change a 100 taka note for a fifty, 1 twenty
and three tens?
(১০০ টাকার নোট ভাংতিতে/ভাঙিয়ে ১ টা পঞ্চাশ, ১ টা বিশ এবং তিনটা ১০ টাকার নোট দিতে পারবেন কি?)
Loose/small change ( = coins of low value) = খুচরা পয়সা/খুচরা টাকা।
I always carry a lot of loose/small change on me.
(আমি আমার সাথে প্রচুর খুচরা টাকা রাখি)
জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম
৬ ধরনের negative sentence
(এমন আরও চমকপ্রদ, দরকারী বিষয় জানতে MASTER MINI-BOOK পড়ুন)
১। আমি ধুমপান করি না।
I don't smoke.
২। আমি কখনো ধুমপান করি না।
I never smoke.
৩। আমি তার সাথে কদাচিৎ ধুমপান করি/ধুমপান করি না বললেই চলে।
I hardly smoke.
৪। আমি কখনো ধুমপান করিই না।
I hardly ever ( = almost not) smoke.
৫। আমি তেমন/খুব একটা ধুমপান করি না।
I seldom/rarely smoke.
seldom = not often, rarely = not very often
৬। আমি আর ধুমপান করি না।
I don't smoke any more.
I no longer smoke.
I don't smoke any longer.
জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম
Anxious about sth Vs anxious to do sth
Anxious about something = কোনো কিছুর ব্যাপারে উদ্বিগ্ন
The mother was anxious about the safety of her son.
Students are anxious about their results.
Anxious to do something = কোনো কিছু করতে আগ্রহী/উদগ্রীব/উৎসুক।
He was anxious to preserve his reputation.
(সে তার সুনাম অক্ষুণ্ণ রাখতে/ধরে রাখতে উদগ্রীব ছিল)
I am anxious to read the book that you spoke of yesterday.
We are always anxious to buy the best products in the market.
When the book came out, I was very anxious to know about the sales. (যখন বইটা বের হলো/প্রকাশ হলো, আমি বিক্রির ব্যাপারে জানতে খুব আগ্রহী ছিলাম।)
Translate :
লোকজন খেলোয়াড়দেরকে পচা ডিম ও পচা টমেটো ছুড়ে মারল।
ব্যাখ্যা ও উত্তর :
(অনেকগুলো জিনিস) ছুড়ে মারা দ্বারা আক্রমণ করা বুঝাচ্ছে তাই pelt ব্যবহার করা উত্তম হবে।
Pelt somebody with something = to attack somebody throwing things at them
People pelted the players with rotten tomatoes and rotten eggs. (লোকজন খেলুয়াড়দেরকে পচা ডিম ও পচা টমেটো ছুড়ে মারলো)
Rioters pelted police with bricks and bottles.
(দাঙ্গাবাজরা পুলিশকে ইট ও বোতল ছুড়ে মারল)
They pelted him with rotten eggs.
(তারা তাকে পচা ডিম ছুড়ে মারল)
জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম
- to the end of (sth)
We run - the end of the runway.
[রূপালী ব্যাংক লি. অ্যাসিসট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ২১]
A. at B. on C. to D. by
Ans: C (to)
We walked - the end of the road.
[DU A 03-04, RU অর্থনীতি 07-08, JnU C 14-15]
A. in B. by C. to D. at
Ans:C (to)
কোনো কিছুর শেষ (সীমানা) পর্যন্ত বুঝাতে to the end of (something) ব্যবহৃত হয়।
Go to the end of the line. (লাইনের শেষে যাও)
Go to the end of the queue and wait your turn like everyone else. (সারির শেষে যাও আর অন্য সবার মতো নিজের পালার জন্য অপেক্ষা করো)
We walked to the end of the street.
(আমি পথটির শেষ পর্যন্ত হাঁটলাম)
Shall we have a race to the end of the beach?
(সৈকতের শেষ পর্যন্ত আমরা কি একটা দৌড় দিতে পারি?)
My relationship with (him/her) has come to the end of the road. (তার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে)
At the end of (sth)
কোনো কিছুর শেষে বুঝাতে at the end of (something)
ব্যবহৃত হয়।
Turn right at the end of the street.
(রাস্তার শেষে ডানে ঘুরো)
At the end of the race, he felt all in.
(প্রতিযোগিতার শেষে সে ক্লান্ত বোধ করল)
I get paid at the end of the month.
(আমি মাস শেষে বেতন পাই)
His office is at the end of the corridor.
(তার অফিস করিডোরের শেষে)
I am going to Dhaka - the end of the journey.
[COU A 15-16]
I am going away - the end of the month.
[DU A 05-06, IU G 13-14]
A. in B. at C. on D. to
Ans: B (at)
The teacher set some homework - the end of the lesson. [BCIC এর সহকারী প্রশাসনিক কর্মকর্তা ২১]
A. above B. in C. of D. at
Ans:D (at)
জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম
Speak for YOU.....
ইংরেজির যে নিয়মগুলো সাংঘর্ষিক !!!
নিয়ম-01:
সাধারনত main verb এর পূর্বে adverb বসে |
তবে, “Be verb” main verb হলে adverb বসে be verb এর পরে |
Example:
He always makes mistakes. [always + makes]
He is always happy. [be verb + always]
নিয়ম-02:
Verb দ্বারা sentence শুরু হলে তা imperative sentence হয় |
তবে, Verb এরপর object(you) থাকলে, তা assertive sentence হয় |
Example:
Thank them. [verb+ext.]
Thank you. [verb+obj(you)]
নিয়ম-03:
ইংরেজির সবচেয়ে ছোট বাক্য “Go” যা intransitive verb এরপরে আর কিছু না বসালেও পরিপূর্ণ অর্থ দেয় |
কিন্তু “Do” ছোট বাক্য নয়| কারণ এটি transitive verb, এরপর object থাকা বাধ্যতামূলক |
Example:
Go. (ইংরেজির সবচেয়ে ছোট)
Do it.
নিয়ম-04:
Vowel ছাড়া কোন word গঠিত হয় না |
তবে, যে word এর ভিতর vowel (a, e, i, o, u) থাকে না, সেখানে নিশ্চিত “Y” থাকে| তাই “Y”কেও vowel বলা হয় |
Example:
How, Like, Picture
Try, Fry, Cry
নিয়ম-05:
বলা হয় known এরপর “by” বসে না | অথচ ঠিকই প্রবাদ “A tree is known by its fruits” এর ক্ষেত্রে known এরপর “by” বসে |
Example:
He is known to me.
A tree is known by its fruits.
নিয়ম-06:
Old English/Traditional English অনুযায়ী Noun এর আগে বসা শব্দকে Adjective বলা হয় |
সঙ্গে সঙ্গে একটি নিয়ম ভঙ্গ হয়, তা হল অবশ্যই Adjective-এর three form (positive-comparative-superlative) থাকতে হয়, এটি উল্লেখ না করা | যার কারণে দ্বন্দ্বের সৃষ্টি হয় |
Example:
I have a pen. [Traditional English অনুযায়ী “a” এখানে adjective ]
I have a pen. [Modern English অনুযায়ী “a” এখানে determiner ]
নিয়ম-07:
One of the এরপর noun “plural” এবং verb “singular” হয় |
অন্যদিকে, relative pronoun (who,that) বসলে verb “plural হয়ে যায় |
Example:
One of the friends is poor. [one of the+noun(plu)=verb(sing)]
He is one of the friends who are poor. [relative pronoun + verb(plu.)]
আসলে বাক্যটিকে যে ভাবে ভাবতে হবে:
There are many poor friends. He is one of them.
Rule: 08
Live এক অদ্ভুত শব্দ । Subject-এরপর verb হিসেবে বসলে উচ্চারণ হয় Live (লিভ)
কিন্তু বাক্যের শেষে adverb হিসেবে বসলে, উচ্চারণ হয় Live(লাইভ) ।
For example:
She lives(লিভ) with us. (সে আমাদের সাথে বসবাস করে ।)
The program will broadcast live(লাইভ). (অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে)
Rule: 09
“Room” মানে কক্ষ
অথচ, “no room” বলতে কোন “জায়গা না থাকা” বুঝায় ।
Example:
He entered the room. (সে রুমে প্রবেশ করেছিল ।)
There is no room in this bench. (এই বেঞ্চে কোন জায়গা নেই ।)
Rule: 10
Country মানে “দেশ”
অথচ, article ব্যবহারের ভিন্ন অর্থ বোঝায়
A country= যেকোন অনির্দিষ্ট দেশকে বোঝায়
The country= a village (a village বা গ্রামকে বোঝায়)
For example:
The country is very fine where I went to see natural beauty.
(গ্রামটি সুন্দর যেখানে আমি প্রাকৃতিক দৃশ্য দেখতে গিয়েছিলাম । )
A country is very fine where I went to visit all small states.
(দেশটি অনেক সুন্দর যেখানে আমি সকল ছোট প্রদেশ পরিদর্শনে গিয়েছিলাম ।)
Rule: 11
Collective noun-এরপর সাধারণত verb (singular) হয়, তবে নির্দিষ্ট কিছু collective noun এরপর verb (plural) হয় । যেমন: People, Police, Cattle
For example:
The police are investigating the case. (পুলিশ মামলাটি তদন্ত করছে।)
The cattle are grazing. (গবাদি পশু চরছে।)
Rule: 12
Continuous Tense-এ be verb এরপর “ing” হয় ।
অথচ, Passive voice-এ be verb এরপর v3/past participle হয় ।
Example:
I am performing it properly. (আমি এটা যথাযথভাবে পালন করছি।)
It is performed properly.= (এটা যথাযথভাবে পালন হয়।) [Passive voice]

বড় দ্বন্দ্বের নিখুঁত সমাধান....
🔹 Do-এর সাধারন ব্যবহার:
“Do” auxiliary verb এটি কারো কাছে অজানা নয় |
“Do” principal/main verb হতে পারে, এটিও সবার জানা |
For example:
Do you help them?= “do” aux. verb
( তুমি কি তাদের সাহায্য করো? )
Do it for me.= “do” main verb as imperative sentence
(এটা আমার জন্য করো)
🔹 Do-এর বিশেষ ব্যবহার:
Rule-01: Present Indefinite tense-এ বিশেষ জোর দিতে main verb এর পূর্বে do/does বসে |
For example:
I believe you.
= আমি তোমাকে বিশ্বাস করি |
I do believe you.
=আমি তোমাকে বিশ্বাস’ই করি |
He plays football well.
= সে ভালো ফুটবল খেলে |
He does play football well.
= সে ফুটবল’ই ভালো খেলে |
Rule-02: Past Indefinite tense-এ বিশেষ জোর দিতে main verb এর পূর্বে did বসে |
For example:
He called you.
=সে তোমাকে ডেকেছিল |
He did call you.
=সে তোমাকে অবশ্যই ডেকেছিল |
Rule-03: Imperative sentence-এ বিশেষ জোর দিতে main verb এর পূর্বে do বসে |
Come here.
= এখানে এসো |
Do come here.
= অবশ্যই এখানে এসো |
উল্লেখ্য, জোরটি সর্বদায় কাজের উপরে পড়বে |
☄এগুলোই Basic !!!!
কখন “I”= আমি এবং
কখন “I”= আমার
এটা মূলত বেসিক level-এর শিক্ষার্থীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে !!!
এই ব্যাপারে একটু জানার চেষ্টা করি:
Note: 01
“I” হল subject, যা সর্বদা subject-এর অবস্থানে বসবে এবং “My” হল possessive, যার পরে অবশ্যই noun থাকবে |
For example:
I am happy.= আমি সুখী
My pen is nice.= আমার কলমটি সুন্দর [my+noun]
লক্ষ্য করো-
“My” কখনো বাক্যে একা subject হতে পারেনি, এরপরে একটি noun (pen) বসেছে |
Incorrect: My is beautiful.
Correct: My house is beautiful. (আমার বাড়ি সুন্দর)
অর্থাৎ My এরপর যেকোনো একটি প্রয়োজনীয় noun “pen/house/book/problem/Father etc. দিতে হবে
আর এই কথাটি, আজীবন মনে রাখতে হবে ….মনে রাখতে হবে…… মনে রাখতে হবে |
Shortcut: My + noun=noun phrase
Note: 02
দ্বন্দ্ব তৈরি হয় যেখানে:
যখন লেখা হয়: I have a pen.= আমার একটি কলম আছে
এখানেই অনেকের প্রশ্ন জাগ্রত হয়-
“I” মানে তো আমি, তাহলে এখানে কেন “আমার” বলা হল |
মনে রেখো-
I + have verb (অধিকার প্রকাশ করে-আমার, তোমার, তার ইত্যাদি)
For example:
I have= আমার
You=have তোমার
He=has তার
অথচ লক্ষ্য করে দেখো- “I” মানে- আমি, “You” মানে- তুমি “He” মানে- সে |
নিশ্চয়ই বুঝতে পেরেছো- কিভাবে অর্থের পরিবর্তন হচ্ছে, “have verb” বসার কারণে |
Note: 03
আরেকটি ক্ষেত্রে “I” মানে –“আমার” হয়ে যায়
Than + I= আমার
He is better than I=সে আমার চেয়ে ভালো
এভাবে একটু একটু করে জানার মাধ্যমে, ইংরেজির খুটিনাটি বিষয় গুলোর ব্যাপারে দক্ষতা তৈরি হবে এবং সবশেষে ইংরেজি প্রিয় সাবজেক্ট-এ পরিণত হবে |

👉♥️রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি👈♥️🌹💥
♥️প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়,, এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মোট ১৭টি হল এবং একটি আন্তজার্তিক মানের ডরমেটরি রয়েছে( ডরমেটরি মূলত বিদেশী শিক্ষার্থীদের জন্য)। ১১টি হল ছেলেদের জন্য এবং ৬টি হল মেয়েদের জন্য। সুন্দর পরিবেশে গড়ে উঠেছে এ বিশ্ববিদ্যালয়টি♥️♥️
👉 মোট ইউনিট-৩টি
👉 মোট আসন- ৪১৭৩ টি
👉মোট অনুষদ- ১২ টি
👉মোট ইন্সটিটিউট- ০২টি
👉মোট বিভাগ- ৫৯টি
🌹রাবি'র "A" ইউনিটের আসন সংখ্যাঃ💥💥
কলা অনুষদঃ
✅দর্শন-১১০
✅ইতিহাস-১১০
✅ইংরেজি-১০০
✅বাংলা-১০০
✅ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-১১০
✅ আরবি-১১০
✅ইসলামিক স্টাডিজ-১১০
✅নাট্যকলা-২৫
✅ সংগীত- ৩০
✅ ফারসি ভাষা ও সাহিত্য-৪০
✅ সংস্কৃত-৫৬
✅ উর্দু- ৪০
👉মোট আসন- ৯৪১টি( প্রতি বছর আসন সংখ্যা কম বেশি হতে পারে)
✅এ ধরনের পোস্ট নিয়মিত পেতে এই আইডি ফলো করে রাখো অথবা ফেন্ড রিকুয়েষ্ট দিয়ে রাখো ✅✅ Subject review ও দেওয়া হবে।✅✅
💥আইন অনুষদঃ-( আসন সংখ্যা)
✅ আইন-১১০টি
✅ আইন ও ভূমি প্রশাসন-৫০টি
মোট আসন-১৬০টি
💥 সামাজিক বিজ্ঞান অনুষদঃ-
✅ অর্থনীতি-১১০টি
✅ রাষ্ট্রবিজ্ঞান-১১০টি
✅সমাজকর্ম-৯০টি
✅ সামাজিক বিজ্ঞান-১০০টি
✅গণযোগাযোগ ও সাংবাদিকতা- ৫০টি
✅ ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট- ৬৬টি
✅লোকপ্রশাসন-৬০টি
✅নৃবিজ্ঞান-৫৬টি
✅ফোকলোর-৬৬টি
✅ আর্ন্তজাতিক সম্পর্ক-৪০টি
👉মোট আসন-৭৪৮টি👈
💥চারুকলা অনুষদঃ-💥(আসন সংখ্যা)
✅ চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র-৪৫টি
✅মৃৎশিল্প ও ভাষ্কর্য-৩০টি
✅ গ্রাফিজ ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস-৪৫টি
👉মোট আসন-১২০টি👈
💥শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER):-
✅মোট আসনসংখ্যা-১০০টি✅
💥💥রাবি'র "B" ইউনিটের আসনসংখ্যাঃ-💥💥
👉বিজনেস স্টাডিজ অনুষদঃ-
✅ হিসাববিজ্ঞান তথ্য ও ব্যবস্থাপনা- ১১০টি
✅ম্যানেজমেন্ট স্টাডিজ-১০০টি
✅মার্কেটিং-১১০টি
✅ ফাইনান্স-১০০টি
✅ ব্যাংকিং ও ইন্সুইরেন্স-৬০টি
✅ ট্যুরিজম ও হসপিটালিটি-৩০টি
💥মোট আসনসংখ্যা-৫১০টি💥
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট--(IBA):-
✅আসনসংখ্যা-৫০টি
💥রাবি'র "C" ইউনিটের আসনসংখ্যাঃ-💥
👉বিজ্ঞান অনুষদঃ-👈
✅গণিত-১১০টি
✅রসায়ন-১০০টি
✅পদার্থবিজ্ঞান-৯০টি
✅পরিসংখ্যান-৯০টি
✅ প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান--(Bio-chemistry & Molecular Biology)-৫০টি
✅ ফার্মেসী-৫০টি
✅ পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট --৬০টি
✅ফলিত গণিত-৮০টি
✅শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান-৩০টি
👉মোট আসনসংখ্যা-৬৬০টি👈
💥জীব ও ভূ-বিজ্ঞান অনুষদঃ-💥
✅মনোবিজ্ঞান-৭০টি
✅ উদ্ভিদবিজ্ঞান-৭০টি
✅প্রাণীবিদ্যা-৮০টি
✅ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি-৪০টি
✅ চিকিৎসা মনোবিজ্ঞান-৩০টি
✅ মাইক্রোবায়োলজি-৩০টি
👉মোটআসনসংখ্যা-৪৪০টি👈
💥কৃষি অনুষদঃ-💥
✅এগ্রোনমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগ-৫৬টি
✅ক্রপ সাইন্স এন্ড টেকনোলজি-৫৬টি
👉মোট আসনসংখ্যা-১১২টি👈
💥প্রকৌশল অনুষদঃ-(আসনসংখ্যা)💥
✅ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল-৭০টি
✅CSE-৫০টি
✅EEE-৫০টি
✅MSE( material science & engineering)--৫০টি
✅ ICE ( information & communication Engineering) --৪৬টি
👉মোট আসনসংখ্যা-২৬৬টি👈
💥ভূ-বিজ্ঞান অনুষদঃ-💥
✅ভূগোল পরিবেশবিদ্যা- ৭৬টি
✅ ভূ-তত্ত্ব-৬০টি
💥ফিশারীজ অনুষদঃ-💥
ফিশারীজ-৫০টি
💥 ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদঃ-💥
ভেটেরিনারি এন্ড এমনি সাইন্স-৫০টি
সবার জন্য শুভকামনা রইল💥

#কারক ও বিভক্তি মনে রাখার কৌশল:
▶ কারক ৬ প্রকার:
১. কর্তৃকারক;
২. কর্মকারক;
৩. করণকারক;
৪. সম্প্রদান কারক;
৫. অপাদান কারক; এবং
৬. অধিকরণ কারক।
১।কর্তৃকারক: যে কাজ করে সেই কর্তা বা কর্তৃকারক।
যেমন: আমি ভাত খাই।
বালকেরা মাঠে ফুটবল খেলছে।
👊এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘কে’ বা ‘কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তা বা কর্তৃকারক।
কে ভাত খায়?
উত্তর হচ্ছে আমি।
কারা ফুটবল খেলছে?
উত্তর হচ্ছে-বালকেরা।
তাহলে আমি এবং বালকেরা হচ্ছে কর্তৃকারক।
২। কর্মকারক: কর্তা যাকে অবলম্বন করে কার্য সম্পাদন করে সেটাই কর্ম বা কর্মকারক।
যেমন: আমি ভাত খাই।
হাবিব সোহলকে মেরেছে।
👊এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘ কি’ বা ‘কাকে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া সেটিই কর্ম বা কর্মকারক।
আমি কি খাই?
উত্তর হচ্ছে-ভাত।
হাবিব কাকে মেরেছে?
উত্তর হচ্ছে-সোহেলকে।
৩। করণ কারক: ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপকরণ বুঝায়।
যেমন: নীরা কলম দিয়ে লেখে।
সাধনায় সিদ্ধি লাভ হয়।
👊এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘ কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিই করণ কারক।
নীরা কীসের দ্বারা লেখে?
উত্তর হচ্ছে-কলম ।
কী উপায়ে বা কোন উপায়ে কীর্তিমান হওয়া যায়?
উত্তর হচ্ছে-সাধনায়।
৪। সম্প্রদান কারক: স্বত্ব ত্যাগ করে দান বা অর্চনা বুঝালে সম্প্রদান কারক হয়। স্বত্ব ত্যাগ না করলে কর্মকারক।
যেমন: ভিক্ষারীকে ভিক্ষা দাও।
গুরুজনে কর নতি।
👊মনে রাখার উপায় হচ্ছে-কর্মকারকের মত কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়।
তবে এখানে স্বত্ব থাকবেনা। যেমন মানুষ ভিক্ষারীকে দান করে কোন স্বত্ব ছাড়াই যাকে বলে নি:শর্ত ভাবে। আবার গুরুজনকে মানুষ সম্মান করে কোন স্বার্থ ছাড়াই।
৫। অপাদান কারক: হতে, থেকে বুঝালে অপাদান কারক হবে।
যেমন: গাছ থেকে পাতা পড়ে।
পাপে বিরত হও।
এখাছে কোথা থেকে পাতা পড়ে?
উত্তর হচ্ছে-গাছ ।
কি হতে বিরত হও?
উত্তর হচ্ছে – পাপ ।
৬। অধিকরণ কারক: ক্রিয়ার সম্পাদনের সময় বা স্থানকে অধিকরণ কারক বলে।
যেমন: আমরা রোজ স্কুলে যাই।
প্রভাতে সূর্য ওঠে।
👊মনে রাখার উপায় হচ্ছে-
কোথায় এবং কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়।
আমরা রোজ কোথায় যাই?
উত্তর হচ্ছে-স্কুলে। আর স্কুল একটি স্থান।
কখন সূর্য ওঠে?
উত্তর হচ্ছে-প্রভাতে। আর প্রভাত একটি কাল বা সময়।
বিভক্তি মনে রাখার উপায়:
বাংলায় বিভক্তি সাত প্রকার।
➡প্রথমা বিভক্তি: অ এবং ০ ।
➡দ্বিতীয়া বিভক্তি: কে এবং রে ।
➡তৃতীয়া বিভক্তি: দ্বারা, দিয়া এবং কর্তৃক ।
➡চতুর্থী বিভক্তি: দ্বিতীয়া বিভক্তির মত তবে নিমিত্ত বা জন্য বুঝাবে।
➡পঞ্চমী বিভক্তি: হতে, থেকে এবং চেয়ে ।
➡ষষ্ঠী বিভক্তি: র এবং এর ।
➡সপ্তমী বিভক্তি: এ, য় ,তে থাকে।
COLLECTED BY ISMAIL'S ENGLISH ACADEMY

Little, a little, the little এবং few, a few, the few নিয়ে বিভ্রান্তির অবসান
Little, a little এবং the little ব্যবহৃত হয় Uncountable Noun এর পূর্বে অর্থাৎ সে সকল Noun গণনা করা যায় না তার পূর্বে।
যেমন, little/ a little/ the little money, little/ a little / the little milk
Little, a little এবং the little এর মাঝে পার্থক্য :
Little অর্থ নেই বললেই চলে ( hardly any), এটি না বোধক অর্থ প্রদান করে।
উদাহরণ: They have little money বাক্যের অর্থ আমার টাকা নেই বললেই চলে। (চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ২০০৩-০৪)
A little অর্থ কিছু বা সামান্য পরিমাণ। এটি হ্যাঁবোধক।
উদাহরণ : I still have a little money. আমার এখনো কিছু টাকা রয়েছে। (৩৮ তম বিসিএস)
The little অর্থ সামান্য কিন্তু সবটুকু
উদাহরণ : The little milk he gave me has been spilt. যে দুধ আমাকে সে দিয়েছে তার সবটুকু দুধ নষ্ট হয়ে গেছে/ পড়ে গিয়েছে। (চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ২০০৮-০৯)
Few, a few ও the few পূর্বের মতো একই অর্থ প্রদান করে কিন্তু এগুলো Countable Noun এর পূর্বে ব্যবহৃত হয়।
যেমন, a few/ few/ the few friends
Few, a few এবং the few এর মাঝে পার্থক্য:
Few অর্থ নেই বললেই চলে। এটি নাবোধক অর্থ প্রদান করে।
উদাহরণ: আমার বন্ধু নেই বললেই চলে। I have few friends. (এখানে কখনোই a few হবে না) ( একটি বাড়ি একটি খামার ২০১৮)
A few অর্থ কিছু। এটি হ্যাঁবোধক অর্থ প্রদান করে।
উদাহরণ: I have got a few friends, so I am not lonely. এখানে কখনোই few হবে না (চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ২০১১-২০১২)
The few অর্থ স্বল্প বা যা আছে সবটুকু
উদাহরণ: He lost the few ( a few বা few হবে না) books he had. (তার থাকা স্বল্প পরিমাণে সব বইগুলোই সে হারিয়ে ফেলল)
Little বা a little কোনটি বসবে তা বাক্য দেখে বোঝার উপায় :
উদাহরণ: I have a little (little হবে না) money. I will hire a rickshaw.
(little হবে না কারণ আমার কাছে সামান্য টাকা না থাকলে আমি রিকসা ভাড়া করতে পারবো না সুতরাং অপশনে little থাকলেও তা সঠিক উত্তর হবে না)
উদাহরণ: He has been seriously injured. There is little (a little হবে না) hope for his survival.
(a lillte হবে না কারণ সে মারাত্মকভাবে আহত হয়েছে। তার বাঁচার কোনো আশা নেই বললেই চলে সুতরাং অপশন a little থাকলেও তা সঠিক উত্তর হবে না )
Few বা a few কোনটি বসবে তা বাক্য দেখে বোঝার উপায়:
উদাহরণ: Few ( a few হবে না) dogs can make friendship with cats.
(A few হবে না কারণ আমরা জানি যে খুবই অল্প সংখ্যক অর্থাৎ না থাকা বললেই চলে এমন কুকুর বিড়ালের সাথে বন্ধুত্ব করতে পারে। তাই অপশনে a few (কিছু) থাকলেও তা সঠিক উত্তর হবে না )
I have yet a few ( few হবে না ) options to slove this problem. I never lose hope.
(Few হবে না কারণ সমস্যা সমাধানে আমার এখনো কিছু (a few) পথ আছে। আমি কখনোই আশা ছাড়ি না)
সুতরাং বোঝা যাচ্ছে বাক্য দেখে বুঝে নিতে হবে কোনো বসবে আর কোনটা বসবে না। অনেক বাক্যে দুটোই ব্যবহার করা যায় সেটাও বুঝে ব্যবহার করতে হবে।
যেমন,
I have a few / few friends. আমার কিছু বন্ধু আছে/ আমার বন্ধু নেই বললেই চলে।
He has a little/ little money. তার সামান্য টাকা রয়েছে/ তার টাকা নেই বললেই চলে।
For more search "Ismail's English"

#বিগত ১০ম থেকে ৪০তম বিসিএস এর সকল Synonym এবং Antonym..................
:
*Appall (মর্মাহত করা/আতঙ্কিত করা) ➯ Dismay (আতংকিত করা) » [৪০তম]
* Franchise (ভোটাধিকার) ➯ Privilege (নাগরিক অধিকার) » [৩৮তম]
* Appended (যোগ করা) ➯ Joined (যোগ করা) » [৩৭তম বিসিএস]
* Alluring (লোভনীয়) ➯ Tempting (প্রলুব্ধকর) » [৩৭তম]
*Proviso (শর্ত) ➯ Stipulation (শর্ত) » [৩৭তম]
*Venerate (সম্মান করা) ➯ Respect (সম্মান করা) » [৩৬তম]
* Initiative (উদ্যোগ) ➯ Enterprise (উদ্যোগ) » [৩৫তম]
*Exponentialy (দ্রুতগতিতে) - ➯ Rapidly (দ্রুতগতিতে) » [৩৫তম]
* Periphery (শেষ সীমানা, প্রান্ত) ➯ Marginal Areas(প্রান্তিক এলাকাসমূহ) » [৩৫তম]
*Authoritarian (স্বৈরশাসক) ➯ Autocratic (স্বৈরাচারী) » [৩১তম]
* Permissive (স্বাধীনচেতা) ➯ Liberal (উদার) » [৩২তম]
*Succumb (দাখিল করা) ➯ Submit (দাখিল করা) » [৩৩তম]
* Extempore (পূর্বপ্রস্তুতিহীন) - ➯ Impromptu (পূর্বপ্রস্তুতিহীন) » [৩২তম]
*Menacing (ভীতিকর) ➯ Alarming (ভীতিকর) » [৩২তম]
*Courteous (ভদ্র) ➯ Gracious (ভদ্র) » [৩২তম]
*Sporadic (বিক্ষিপ্ত) ➯ Scattered (বিক্ষিপ্ত) » [৩১তম]
*Omnipotent (সর্বশক্তিমান) ➯ Supreme (সর্বশক্তিমান) » [৩১তম]
*Room ➯ Space [৩১তম]
*Condemn (নিন্দা করা) ➯ Denounce (নিন্দা করা) » [৩১তম]
*Improvement (অগ্রগতি ) ➯Betterment/
Advancement(অগ্রগতি)» [৩১তম]
*Pragmatic (প্রায়োগিক) -- ➯ Practical (প্রায়োগিক) » [২৯তম]
*Precedence (অগ্রাধিকার) - ➯ Priority (অগ্রাধিকার) » [২৯তম]
*Disinterested (নিরপেক্ষ ) ➯ Neutral (নিরপেক্ষ) » [২৯তম]
*Bounty (মহত্ব) ➯ Generosity (মহত্ব) » [২৭তম]
*Obese (বেশ মোটা) ➯ Very Fat (খুব মোটা) » [২৭তম]
*Magnanimous (মহানুভব) ➯ Generous (মহানুভব) » [২৬তম]
*Obdurate (অবাধ্য) ➯ Stubborn (অবাধ্য) » [২৪তম]
*Gullibe (বিশ্বাস প্রবণ) ➯ Willing To Believe Anyone (অনায়াসে কোন কিছুতে বিশ্বাস করা) » [বাতিলকৃত ২৪তম]
*Viable (অর্থ করার যোগ্য) ➯ That Can Be Done [২৪তম বাতিলকৃত]
*Handy (উপকারী) ➯ Useful (উপকারী) » [২৪তম বাতিলকৃত]
*Resentment (রাগ) ➯ Anger (রাগ) » [২৩তম]
*Cohesive (দৃঢ়ভাব লেগে থাকে এমন) ➯ Stick Together (লেগে থাকা) » [২০তম]
*Infringe (ভঙ্গ করা) ➯ Transgress (ভঙ্গ করা) » [১৮তম]
* Brochure (ব্রোশার, ছোট পুস্তিকা) ➯ Pamphlet (ছোট পুস্তিকা) » [১৮তম]
*Equivocal (অস্পষ্ট) ➯ Mistaken (ভ্রান্ত) » [১৮তম]
*Illusive (অলীক/অবাস্তব) - ➯ Not Certain (অনিশ্চিত) » [১৮তম]
*Efface (মুছে ফেলা) ➯ Rub Out (মুছে ফেলা) » [১৭তম]
* Intellectual (বুদ্ধিজীবী) ➯ Intelligent (মেধাবী) » [১৬তম]
* Intrepid (সাহসী) ➯ Fearless (নির্ভীক) » [১৫তম]
*Bootleg (চোরাচালান করা) ➯ Smuggle (চোরাচালান করা) » [১৫তম]
*Incredible (অবিশ্বাস্য) ➯ Unbelievable (অবিশ্বাস্য) » [১৫তম]
*Scuttle (পরিত্যাগ করা) ➯ Abandon (পরিত্যাগ করা) » [১৩ত্যাগ]
* Belated (ধীরগতিসম্পন্ন) ➯ Tardy (ধীরগতিতে চলে এমন ) » [১৩তম]
*Sequences (অনুক্রম) ➯ To Follow (অনুসরণ করা) » [১৩তম]
*Competent (সক্ষম) ➯ Capable (সক্ষম) » [১০তম]
*Jovial (আমুদে) ➯ Jolly (আমুদে)/Gay (হাসিখুসি) » [১০তম]
* Incite (খেপানো) ➯ Instigate (খেপানো) » [১১তম]
* Delude (প্রতারিত করা) ➯ Deceive (প্রতারণা করা) » [১২তম]
* Euphemism (সুভাষণ)➯Inoffensive Expression(কোমল অভিব্যক্তি)»[১৩তম,৩৮তম
:
--------------------
* Dearth (স্বল্পতা, অভাব) ➯ Abundance (প্রাচুর্য)
*Frugal (মিতব্যয়ী) ➯ Extravagant (অপব্যয়ী, উড়নচণ্ডী) » [৩৮তম]
*Honorary (অবৈতনিক) ➯ Salaried (বেতনভুক্ত) » [১১তম]
*Gentle (ভদ্র) ➯ Rude (অভদ্র) » [১১তম]
*Supercilious (অহংকারী) ➯ Affable (বিনয়ী, ভদ্র, অমায়িক) » [১৪তম]
*Indifference (ইনডিফ্রেন্স, অনীহা) ➯ Ardour (উৎসাহ)
* Sluggish(ধীরুজ) ➯ Animated (প্রাণবন্ত) » [১৭তম]
*Inimical (শত্রুভাবাপন্ন) ➯ Friendly (বন্ধুভাবাপন্ন) » [১৭তম]
* Recacitrant (অবাধ্য) ➯ Compliant (বাধ্য) » [২৪তম]
* Liability (দায়) ➯ Assets (সম্পদ) » [৩১তম]
* Hate (ঘৃণা করা) ➯ Admire (প্রশংসা করা) » [৩১তম]
*Repeal (বাতিল করা) ➯ Enact (আইনে পরিণত করা) » [৩১তম]
* Equity (ন্যায়পরায়ণতা) ➯ Bias (পক্ষপাতিত্ব) » [৩১তম]
*Oblige (বাধ্য করা) ➯ Bother (বিরক্ত করা) » [৩২তম]
* Cynical (নৈরাশ্যবাদী) ➯ Gullible (অতিবিশ্বাস প্রবণ) » [৩২তম]
*Initiative (উদ্যোগ) ➯ Apathy (অনীহা)/
Indolence (নিস্ক্রিয়তা) » [৩৬তম]
*Transitory (ক্ষণস্থায়ী) ➯ Permanent (স্থায়ী) » [৩৬তম]
* Hibernate (নিষ্ক্রিয় অবস্থায় থাকা) ➯ Livenliness (কর্মতৎপরতা, প্রাণবন্ততা)
COLLECTED BY ISMAIL'S ENGLISH ACADEMY

মাত্র 6 টি Rules পড়ুন, প্রায় 90% Article সঠিক বসাতে পারবেন,ইনশা আল্লাহ৷
যারা স্টুডেন্টদেরকে সহজে Article এর ধারণা দিতে চান তাদের জন্যে পোসটি৷ আশা করি উপকৃত হবেন৷
Article এর ক্ষেত্রে আমাদের চারটি শব্দকে( A,An,The & ×) Follow করতে হয়, এখন কোনটা কখন বসবে শুনেন,তবে Article এর আরো অনেক Rule আছে যেগুলো ততটা ব্যবহার হয়না,চলুন তাহলে আসল কথায়.......
1) Noun/Pronoun Singular হলে a/an বসে৷ খালিঘরের পরের শব্দটি প্রথম অক্ষরটি Vowel ( a,e,i,o,u) হলে an এবং Consonant হলে a বসে৷
Example
I have bought ........... car for my parents. : A, কারন Car এখানে singular এবং প্রথম অক্ষরটি Consonant তাই A বসেছে৷
2) Noun / pronoun plural হলে Article হিসেবে The বসে ৷
Example
................students want to go to a tour. The, কারণ Students হলো plural.
3).......... noun+ of থাকলে The বসবে৷
Example
............ scenery of Cox's Bazar is very charming. The
4) Adjective এবং noun এর মাঝখানে কখনো Article বসেনা,তবে এগুলোর আগে A/an বসতে পারে৷
Example
Jahangir is........ beautiful.........boy. a & × কারণ, beautiful হলো Adjective এবং boy হলো noun তাই এগুলোর মাঝখানে × বসেছে এবং তার আগের খালিঘরে A বসছে৷
5) Possessive pronoun ( my,our,your,his,her,their,its) এগুলোর পরে এবং আগে কখনো Article বসেনা৷
Example
This is .......... their house. ×
6) Preposition এর পরে অধিকাংশ ক্ষেত্রেই The বসে,তবে a/an & × ও বসতে পারে এজন্য ব্যাপক পড়তে হবে৷Ismail's English, Rajshahi. 01724026526
ইংরেজিতে fluently কথা বলার কিছু practical টিপসঃ
১। at least একজন বন্ধু ঠিক করুন যার সাথে আপনি প্রতিদিন minimum 20 minutes ইংরেজি কথা বলবেন।
২। কথা বলার সময় কি ভূল করছেন সে দিকে একদম নজর দেবেন না।মনে রাখবেন আপনি যদি ভুল নিয়ে টেনশন করেন বলা আর হবে না। fluencyও অর্জন হবে না। একটা টেকনিক বলি,যেটা আমার ছাত্রদের কাছেই শিখেছি, কথা বলার সমায় যদি কোন শব্দ নিয়ে আটকে যান বা সঠিক শব্দ মাথায় না আসে তাহলে গাড়ির গতি স্লো করা যাবে না, কিংবা গাড়ি বন্ধ করা যাবে না।অর্থাৎ, ধাম করে বাংলা শব্দ বলে দেবেন। for example :বলতে চান,তিনি আমার বন্ধু। তিনি খুবই পরোপকারী লোক। he is my friend.
He is a very উম উম... পরোপকারীর ইংরেজি না জানায় আটকে গেলেন, তাই না? ইংরেজি শেখাতে গিয়ে আমি দেখেছি অধিকাংশ ছাত্র এ পরিস্থিতিতে পড়ে আর এগোতে চায় না। উদ্যম হারিয়ে ফেলে। চিন্তা করে, আগে অনেক vocabulary শিখে তার পর ইংরেজি কথা বলবে। আপনি যদি এই চিন্তকদের দলে থাকেন, আজকেই দল ত্যাগ করুন। না হলে English e fluency ইহকালে আর অর্জন হবে না। বড়জোর কিছু word শিখবেন।
মূল কথায় ফিরি।
বলে ফেলুন, He is a very পরোপকারী person
লোকে হাসলে হাসুক না। লোকে তো আপনাকে ইংরেজি শিখাবে না।
বন্ধুর সাথে ২০ মিনিট english practice শেষ করে আলোচনা করুন কার কোন শব্দে সমস্যা হয়েছে। এখন dictionary দেখুন।
পরোপকারী = Charitable। এভাবে conversation এর সময় যে শব্দগুলো নিয়ে আলোচনা করবেন সেগুলো ভুলার সম্ভাবনা খুব কম।
৩। বন্ধুর সাথে প্রতিদিন ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আলোচনা করবেন না। ২/৩ পর টপিকগুলো রিপিট করুন।for example, আজকে কথা বললেন আপনার favourite teacher নিয়ে। ২/৩ পর favourite teacher আবার কথা বলুন। এতে দেখবেন প্রথমবার favourite teacher নিয়ে বলার সময় যে সমস্যা হয়েছে এবার সমস্যা আগের চেয়ে কমে যাবে।এভাবেই আপনার উন্নতির গ্রাফ উর্ধমূখি হবে।
Thanks for Reading 😊.......
একটি শিক্ষামূলক পোস্ট :
১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজে ব্যস্ত আছে।
১০/১৫ মিনিট পর আবার চেষ্টা করতে পারেন।
২. কারো কাছ থেকে টাকা ধার/ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময়মতো ফেরত দিন বা তাকে এমন ভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরন করুন।
৩. এখনো বিয়ে করোনি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন।
৪. যদি কোন বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন।
৫. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন।
৬. কারো সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না।
৭. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ-ওপাশ করবেন না।
৮. কারো সঙ্গে কথা বলার সময় স্মার্ট ফোন টিপাটিপি করবেন না।
৯. যতক্ষণ পর্যন্ত কোন বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন।
১০. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না।
১১. সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস।
১২. কারো বেতন - চাকরি - ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না।
১৩. কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন।
১৪. কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন।
১৫. কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন।
১৬. বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না।
১৭. সবসময় কোনো কিছু ফ্রি - তে পাওয়ার আশায় থাকবেন না।
১৮. কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন। অপপ্রচার করবেন না।
১৯. কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না। নিজে চেষ্টা করুন। হয়তো আপনিও পারবেন।
পরিক্ষার সাজেশন+পরীক্ষার নোটিফিকেশন পেতে ফ্রেন্ড রিকুয়েষ্ট দিয়ে আইডি-Ismail's English তে এড হয়ে থাকুন।
ঝগড়া করা প্রসংগে ইংরেজীতেঃ
❖ You scoundrel - তুমি বদমাশ,
❖ You hippocrates - তুমি ভন্ড
❖ What a big devil! - কত বড় শয়তানরে বাবা!
❖ I will slap off your teeth - থাপ্পর দিয়ে দাত ফেলে দেব
❖ I will make you flat by beating - তোমাকে পিটিয়ে সোজা করে দেব
❖ Keep your voice down - গলা নামিয়ে কথা বলো
❖ Keep your eyes down - চোখ নামিয়ে কথা বলো
❖ Don't show your temper to me- আমার দিকে চোখ পাকিয়ো না
❖ I will dip you into dirty water - তোমাকে পচা পানিতে চুবিয়ে দেব
❖ I will teach you a good lesson - তোমাকে উচিত শিক্ষা দিবো।
❖ I will kick you out from here - তোমাকে লাথি দিয়ে বের করে দেব এখান থেকে
❖ I will see you my foot - তোমাকে দেখে নেব
❖ Keep your finger down - আঙ্গুল নামিয়ে কথা বলো
❖ Mind your language - ভাষা সংযত করো
❖ Hold your tongue - মুখ সামলে কথা বলো
❖ Don't grow so far - বেশি বার বেড়ো না।
❖ Do you think that I am a fool?- তুমি কি মনে কর আমি একটা বোকা?
❖ Don't cross your limit - সীমা ছাড়িয়ে যেওনা
❖ Have you gone mad?- তুমি কি পাগল হয়ে গেছ?

👉১০ম থেকে ৪০তম বিসিএস পরীক্ষায় আগত পারিভাষিক শব্দসমূহ :
Attested:-সত্যায়িত/প্রত্যয়িত(৪০তম)
Hand out:-জ্ঞাপন পত্র(৩৯তম)
Null and void:-বাতিল(৩৮তম)
Custom:-প্রথা(৩৭তম)
Null and void:-বাতিল(৩৬তম)
Consumer good:-ভোগ্যপন্য(৩৫তম)
Excise duty:-আবগারি শুল্ক(৩৩তম)
Subconscious:-অবচেতন(৩২তম)
Quarterly:- ত্রৈমাসিক(৩১তম)
Anatomy:- শরীরবিদ্যা(৩০তম)
👉বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা পারিভাষিক শব্দ
Annex:- পরিশিষ্ট
Annexe:- ক্রোড়পত্র
Civil:- দেওয়ানি
Campaign:- প্রচারভিযান
Quota:- যথাংশ
Monitoring:- পরিবীক্ষণ
Chancellor:- আচার্য
Epic:- মহাকাব্য
Subconscious:- অব-চেতন
Blue print:- প্রতিচিত্র
Aboriginal:- আদিবাসী
Amplitude:- বিস্তার
Amplification:- পরিবর্ধন
Attested:- প্রত্যায়িত
Blocade:- অবরোধ
Bribe:- উৎকোচ
Civil society:- সুশীল সমাজ
Climax:- মহামুহুর্ত
Executive:- নির্বাহী
Excise duty:- আবগারী শুল্ক
Epicurism:- ভোগবাদ
Housing:- আবাসন
Horizontal:- অনুভূমিক
Hierarchy:- আধিপত্য পরস্পরা
Hybrid:- উচ্চফলনশীল
Microbiology:- অনুজীব বিজ্ঞান
Mass education:- গণশিক্ষা
Modernism:- আধুনিকতাবাদ
Nebula:- নীহারিকা
Quack:- হাতুড়ে
Sponsor:- পৃষ্ঠপোষক
Treasurer:- কোষাধ্যক্ষ
Unstamped:- সিলমোহরবিহ
Anonymous:- অনামা
Allegory:- রূপক
By turns:- পালাবদল
Biography:- কচড়া
Curtail:- সংক্ষিপ্ত করা
Coventant:- চুক্তিপত্র
Circulation:- প্রচারণা ও প্রচার
Coup:- অভ্যুত্থান
Cartoon:- ব্যঙ্গচিত্র
Deadlock:- অচলাবস্থা
Equation:- সমীকরণ
Eradication:- উচ্ছেদ
Manager:- ব্যবস্থাপক
Mince:- কীমা করা
Meteor:- উল্কা
Key-note:- মূলভাব
Task to task:- তিরস্কার করা
Neutral:- নিরপেক্ষ
Oxygen:- অম্লজান
Overrule:- বাতিল করা
Odds and ends:- মাঝে মাঝে
Postgraduate:- স্নাতকোত্তর
Periodical:- সাময়িকী
Prominent:- উল্লেখযোগ্য
Provoke:- উস্কানি দেওয়া
Parole:- সাময়িক মুক্তি
Play truant:- স্কুল থেকে পালানো
Publication:- প্রকাশনা
Pensive:- বিষন্ন
Radio:- বেতার
Relevant:- প্রাসঙ্গিক
Scarcity:- সল্পতা
Final:- সমাপ্তি
File:- নথি
Flora:- উদ্ভিদকূল
General manager:- মহাব্যবস্থাপক
Graduate:- স্নাতক
Glossary:- টীকাপঞ্জি
Hydrogen:- উদযান
Handy:- ব্যাবহারে সুবিধাজনক
Intellectual:- বুদ্ধিজীবী
In abeyance:- স্থগিত করা
Jerhin:- আটসাট জামা
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Rajshahi University Of Engineering & Technology
Rajshahi, 6204
IEEE RUET Student Branch is one of the dynamic student branches of IEEE BDS under IEEE Region 10. An
Rajshahi, SAPURA-6203
Welcome students. Keep touch with us.
Rajshahi, 6100
Welcome everyone to our page. This is a very important page for all classes. We hope you all find
Terokhardia College Para
Rajshahi
দেশ, জাতি ও উম্মাহকে একটি স্বার্থক প্রজন্ম উপহার দেবার প্রত্যয়ে, আমাদের আদিগন্ত পথচলা।
Rajshahi, 6200
বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং শুধুমাত্র মানবিক বিভাগ (খ+ঘ)। নার্সিং ভর্তি কোচিং ডিপ্লোমা ও মিডওয়াইফারি।
Rajshahi, 6100
Our goal is to make the life of online tutors and students easier and safer, while helping them to r