
-উনি আমাদের স্কুলের সর্বশেষ "শুধু ইসলাম শিক্ষার' শিক্ষক... (এখন রাজ্জাক স্যার বা রব স্যার নেন, কিন্তু উনারা সমাজ, বাংলা এগুলাও নেন, কিন্তু ইনি শুধুই ধর্ম নিতেন...)
- তিনি অতি আদর করে "আব্বু" বলে ডাকতেন, আর রেগে গেলে... চ্যাংড়া , ক্ষ্যাপা... beep beep
-কেউ কথা বললে উনি সোজা আঙ্গুল তাক করতেন... আর বেশি রেগে গেলে টেবিলে ঠাস করে হাত দিয়ে মেরে সোজা উঠে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে তাক করতেন...
ল্যাবরেটরী স্কুলের জিনের বাদশাহ নামে খ্যাত উনি, অনেকে সাদেক নানাও বলে থাকেন।
এই শুক্রবার আড্ডা হবে আমাদের সবার প্রিয় সাদেকুল স্যারকে নিয়ে।
কেউ মিস করবেন না আশা করি।
ঠিক রাত ৯টায়। .