26/06/2025
Focusing the Theme "Ending Plastic Pollution" and slogan “Beat Plastic Pollution,” Shimul Memorial North South School and College observed World Environment Day 2025 organized under the supervision of the Nature and Environment Club.
Nature and the environment are our sanctuary — it is our responsibility to protect them. To do so, we must strive to build a greener, pollution-free planet.
With a firm commitment to environmental conservation and the reduction of plastic pollution, today’s discussion session was successfully held under the leadership of the school authorities, with the active participation of all staff members, including teachers and administrative personnel.
Here are some glimpses from the event:
28/05/2025
Shimul Memorial North South School & College, Talaimari Branch, proudly hosted a vibrant motivational session for students of Classes Five to Ten. Our honorable Chairman & Managing Director, M. A. Mannan Khan Sir, inspired young minds with a heartfelt speech emphasizing student well-being and the importance of discipline.
28/05/2025
"বৃক্ষ, তোমার নাম কী?
ফলে পরিচয়।"
প্রাচীন এই প্রবাদটি যেন ছাত্রজীবনের সাথে ওতোপ্রোতভাবে জড়িত। একজন শিক্ষার্থীকে তার পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই সামনে এগিয়ে যেতে হয়। তাইতো পরীক্ষা শেষে ফলাফল ঘোষণা যেন এক উৎসব।
আর আজ শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ছিল এমনই উৎসবের আমেজ। আজ ঘোষিত হলো প্লে গ্রুপ, নার্সারি, কেজি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১ম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং মেধা তালিকায় শীর্ষস্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের তালাইমারি শাখার সহকারী অধ্যক্ষ ফাতেমা জহুরা দোলন সহ মনিটরিং অফিসার, স্ব-স্ব শ্রেণিশিক্ষক এবং সহকারী শিক্ষকমন্ডলী।
আয়োজনের কিছু স্থিরচিত্র প্রদর্শিত হলো:
27/05/2025
আজকের প্রজন্ম আগামীর ভবিষ্যৎ। আর এই নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদের গুরুত্ব অপরিসীম। এই গুরুত্বকে উপলব্ধি করে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে এবং অর্ধ-বার্ষিক পরীক্ষা পূর্ব পড়াশোনার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করতে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ, তালাইমারি শাখায় আজ অনুষ্ঠিত হলো ৩য় থেকে ১০ম শ্রেণির অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা।
উক্ত সভায় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিরাজ আহমেদ,তালাইমারি শাখার সহকারী অধ্যক্ষ, মনিটরিং অফিসার এবং শ্রেণি শিক্ষকমণ্ডলী।
সভায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার সার্বিক বিষয় অবহিত করা হয় এবং সম্মানিত অভিভাবকমণ্ডলী গুণগত শিক্ষা নিশ্চিতকরণে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং সেই সাথে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
আজকের সভার কিছু স্থির চিত্র প্রদর্শিত হলো।
21/05/2025
শিক্ষার্থীদের ইংরেজি, বিজ্ঞান ও গণিতে দক্ষ করে গড়ে তুলতে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ এক চমৎকার কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। আজকের English Grammar কুইজ প্রতিযোগিতাটি ছিল ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য।
কুইজে বিভিন্ন মজার ও চ্যালেঞ্জিং প্রশ্ন ছিল যা শিক্ষার্থীদের দ্রুত চিন্তা ও বিশ্লেষণ করার দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানটি প্রাণবন্ত এবং শিক্ষামূলক পরিবেশে সম্পন্ন হয়। কুইজ শেষে সকল অংশগ্রহণকারীদের উৎসাহিত করার পাশাপাশি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজনের কিছু স্থির চিত্র প্রদর্শিত হলো।
21/05/2025
শিক্ষার্থীদের ইংরেজি, বিজ্ঞান ও গণিতে দক্ষ করে গড়ে তুলতে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ এক চমৎকার কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। আজকের গনিত প্রতিযোগিতাটি ছিল ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য।
কুইজে বিভিন্ন মজার ও চ্যালেঞ্জিং প্রশ্ন ছিল যা শিক্ষার্থীদের দ্রুত চিন্তা ও বিশ্লেষণ করার দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানটি প্রাণবন্ত এবং শিক্ষামূলক পরিবেশে সম্পন্ন হয়। কুইজ শেষে সকল অংশগ্রহণকারীদের উৎসাহিত করার পাশাপাশি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজনের কিছু স্থির চিত্র প্রদর্শিত হলো।