বৃষ্টির কারণে আজকে ২য় বর্ষের ব্যাচ বন্ধ থাকবে...
জনী বাংলা
Comments
রিমিকে অনেক অনেক অভিনন্দন 💐💐
এইচএসসি ও অ্যাডমিশন এর জন্য
বিশ্বস্ত বাংলা প্রাইভেট প্রতিষ্ঠান ।।।
Operating as usual

কথা ঠিক

অ্যাডমিশন 23 ব্যাচে ভর্তি চলছে,,,,

ধারাবাহিক সার্ভিসে বিশ্বাসী জনী বাংলা...
এইচএসসি ২৪ এবং অ্যাডমিশন ২৩ ব্যাচে ভর্তি চলছে...
মোবাইল--০১৭২৮৮৩৪৮৮১

হবে নাকি আরেকবার...

একগুচ্ছ ফুলের মাঝে....
নতুন একটা শব্দ শিখি...
# মাহফিল না, শব্দটা মহফিল।
# উচ্চারণ- মোহ্ফিল্।
# অর্থ- বৈঠক, আসর।
# উৎস- আরবি।
ভালোবাসা অবিরাম

ভর্তি হওয়ার আগে প্রতিষ্ঠানের কারিকুলাম এবং বিগত বছরের সাফল্য দেখে ভর্তি হবে।।
আমরা সার্ভিসে বিশ্বাস করি।।
বাংলা বিষয়ে আস্থার নাম জনী বাংলা।।
📌📌>>> ব্রেকিং নিউজ

সে যেন খাঁচায় ধরা পড়েছে- লালসালু উপন্যাসে কার ধরা পড়ার কথা বলা হয়েছে?
ক) রহিমা
খ) হাসুনির মা
গ) জমিলা
ঘ) আমেনা বিবি

২০২৩-২৪ সেশনের রি-অ্যাডমিশন ব্যাচের ক্লাস শুরু হবে ৫-ই আগস্ট (শনিবার)।।
সময়- বিকেল ৫.০০ টা।।
যোগাযোগ- ০১৭২৮৮৩৪৮৮১ ( জনী বাংলা)
২০২২-২৩ সেশনে চান্সপ্রাপ্ত সকলকে প্রাণঢালা অভিনন্দন।।
২০২৩-২৪ সেশনে অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলছে...
মালঞ্চ শব্দের অর্থ কী??
ক) ফুল
খ) মালা
গ) গলা
ঘ) ফল

^সুন্দর দিন সবার জন্যই অপেক্ষা করে, কেউ চেষ্টা করে ডেকে আনে, কেউ আনেনা^
স্পেশাল ৬ টি ব্যাচে ভর্তি চলছে...দ্রুত তোমার আসনটি নিশ্চিত করো।।।
বাংলার সাথে, বাংলার পথে---জনী বাংলা।।
সি ইউনিটের লিখিত অংশের সিলেবাস:
ব্যবসায় শিক্ষা:
১. বাংলা থেকে ইংরেজি অনুবাদ
২. ইংরেজি থেকে বাংলা অনুবাদ -
৩. ভুল সংশোধনী (বাংলা)
৪. ভুল সংশোধনী (ইংরেজি)
বাণিজ্য বিষয়:
৫. হিসাববিজ্ঞান (আবশ্যিক)
৬. ব্যবসায় নীতি ও প্রয়োগ (আবশ্যিক)
৭. মার্কেটিং অথবা ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা (যে কোনো ১টি)
বিজ্ঞান ও মানবিক শাখা:
১. বাংলা থেকে ইংরেজি অনুবাদ
২. ইংরেজি থেকে বাংলা অনুবাদ
৩.ভুল সংশোধনী (বাংলা)
৪. ভুল সংশোধনী (ইংরেজি)
৫. আইসিটি
৬. গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি (যে কোনো ১টি)

এইচএসসি ফাইনাল প্রিপারেশন ২৩.....

জনী ভাইয়ার Admission বাংলা MCQ অভিধান
বইটি হাতে পেয়ে রাজশাহী কলেজ এর শিক্ষার্থী
রাহুল অনেক আনন্দিত হয়ে ভাইয়ার সাথে কৃতজ্ঞতা জ্ঞাপনের মূহুর্তের ছবি
অ্যাডমিশনের পরীক্ষার্থীদের বলছি, আপনি ভর্তি পরীক্ষার সিলেবাস আগে জানুন তারপর কোথাও ভর্তির সিদ্ধান্ত নেন।
কোথাও ভর্তি হওয়ার পর সিলেবাস জেনে হতাশার মধ্যে পড়ে যাবেন না।
বাংলা অংশে ঢাবিতে ১৫ মার্কের এমসিকিউ এবং ২০ মার্কের লিখিত পরীক্ষা হবে। ইংরেজিতেও ১৫ এমসিকিউ এবং ২০ লিখিত পরীক্ষা হবে।
এমসিকিউ অংশে আপনি হয়তো মহাজ্ঞানী, কিন্তু ঢাবিতে চান্স পেতে হবে লিখিত দিয়েই। আর যেখানেই আপনি প্রিপারেশন নেন আপনার এমসিকিউ অংশ হয়তো ভালো হবে(ধরে নিলাম)...কিন্তু ভাইয়া, লিখিত অংশের জন্য কী করবেন? কথা বলার সময় আমাদের ভুল না হলেও লিখতে গেলে হাজার হাজার ভুল হয়। আর এই ভুলগুলো সমাধান করতে আপনাকে চিন্তা ভাবনা করে ভর্তির সিদ্ধান্ত নিতে হবে।
আবার বলছি, আগে সিলেবাস জানবেন তারপর ভর্তি হবেন। টাকা এবং সময় উভয়ের দাম দিতে হবে, নইলে শেষ।
আর ওরিয়েন্টেশন ক্লাস সবাই ভালো নেন, কিন্তু ধারাবাহিকতা আসল বিষয়। গুচ্ছ পরীক্ষা পর্যন্ত কারা কারা ধারাবাহিকভাবে ক্লাস নেন সেটা জেনে ভর্তি হবেন।
সিদ্ধান্ত আপনার, ভালোবাসা অবিরাম।।।

অনলাইন বুকিং চলছে...
রবিবার থেকে বিতরণ শুরু হবে।।।।

জনী বাংলা
০১৭২৮ ৮৩৪৮৮১
অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলছে...
যদিও আর্জেন্টিনার কট্টরপন্থী সাপোর্টার না তবুও আজ আর্জেন্টিনা জিতলে বই গিফট দেওয়া হবে।।।
এইচএসসি-২২ ব্যাচের ২২ জনকে আমার লেখা- জনী ভাইয়ার Admission বাংলা mcq অভিধান বইটি ফ্রি দেওয়া হবে।।।
বইটি গিফট পেতে কমেন্ট করতে হবে--
ভালোবাসা অবিরাম...
এস.এস.সি তে জিপিএ-৫ ২০০১-২০২২ সাল পর্যন্ত।
..
♦২০০১ সালে ৭৬ জন,
♦২০০২ সালে ৩২৭ জন,
♦২০০৩ সালে ১ হাজার ৩৮৯ জন,
♦২০০৪ সালে ৮ হাজার ৫৯৭ জন,
♦২০০৫ সালে ১৫ হাজার ৬৩১ জন,
♦২০০৬ সালে ২৪ হাজার ৩৮৪ জন,
♦২০০৭ সালে ২৫ হাজার ৭৩২ জন,
♦২০০৮ সালে ৪১ হাজার ৯১৭ জন,
♦২০০৯ সালে ৪৫ হাজার ৯৩৪ জন,
♦২০১০ সালে ৬২ হাজার ১৩৪ জন,
♦২০১১ সালে ৬২ হাজার ২৮৮ জন,
♦২০১২ সালে ৮২ হাজার ২১২ জন,
♦২০১৩ সালে ৯১ হাজার ২৬৬ জন,
♦২০১৪ সালে ১ লক্ষ ৪২ হাজার ২৭৬ জন,
♦২০১৫ সালে ১ লক্ষ ১১ হাজার ৯০১ জন,
♦২০১৬ সালে ১ লক্ষ ০৯ হাজার ৭৬৮ জন,
♦২০১৭ সালে ১ লক্ষ ০৪ হাজার ৭৬১ জন,
♦২০১৮ সালে ১ লক্ষ ১০ হাজার ৬২৯ জন,
♦২০১৯ সালে ১ লক্ষ ০৫ হাজার ৫৯৪ জন,
♦২০২০ সালে ১ লক্ষ ৩৫ হাজার ৮৯৮ জন,
♦২০২১ সালে ১ লক্ষ ৮৩ হাজার ৩৪০ জন,
♦২০২২ সালে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।
সংগ্রহিত

রাজশাহী সিটি কলেজ পরিবার ২১-২২....
সব পরীক্ষার্থীর জন্য ভালোবাসা, দোয়া, শুভকামনা.....

Afrin Jahan mithila (রাবি- বিবিএ)- ২১-২২ সেশন।।।
না জানিয়েই ভিডিয়ো...
এই বছরের চান্সপ্রাপ্ত যে কেউ ট্রাই করতে পারো....

আসছে....
গুচ্ছের (পরীক্ষা থেকে ভর্তি) এই প্রক্রিয়ার মাঝে আপনি বিয়ে করলে বাচ্চা ক্লাস থ্রিতে উঠে যাবে...
আলহামদুলিল্লাহ
খুব দ্রুত জনী ভাইয়ার admission বাংলা mcq অভিধান বইয়ের প্রি অর্ডার নেওয়া হবে।।।
১০০ জনকে খুব কম মূল্যে বইটি দেওয়া হবে।।।
শিক্ষণীয় পোস্ট 🌿🥀🌿
এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব।
স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বলল, 'এটা তোমার কাকার দোকানে নিয়ে যাও সে যেন এটা বেচে কিছু টাকার ব্যবস্থা করে দেয়'।
ছেলেটা হারটি নিয়ে কাকার কাছে গেল। কাকা হারটা ভালো করে পরীক্ষা করে বলল, 'বেটা, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দা, কয়েকদিন পর বিক্রি করলে ভাল দাম পাওয়া যাবে'। কাকা কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন, 'আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোন ১দিন ভাল খদ্দর পেলেই যেন তুমি দৌড়ে হার নিয়ে আসতে পার তাই সারাদিন থাকবে।'
পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগল। সময়ের সাথে সাথে সেখানে সোনা-রুপা-হীরে কাজ শিখতে আরম্ভ করল। ভালো শিক্ষার ফলে অল্প দিনেই খুব নামি জহুরত বনে গেল। দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনাদানা বানাতে ও পরীক্ষা করাতে আসত। খুবই প্রশংসিত হচ্ছিল তাঁর কাজ।
একদিন ছেলেটির কাকা বলল, 'তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো, তাই সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেন। এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে।'
ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখল যে এটা একটা নকল হীরের হার। তাই সে হারটা আর কাকার কাছে না নিয়ে বাড়িতেই রেখে দিল।
কাকা জিজ্ঞেস করল, 'হারটি এনেছ?' ছেলেটি বলল, 'না কাকা, পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার'।
তখন কাকা বলল, 'তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝে নিয়েছিলাম যে এটা নকল, কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম, তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের মন্দা সময় বলেই কাকা আমাদের আসল জিনিসকে নকল বলছে'।
আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে, তখন তুমি নিজেই বলছ এটা নকল হার।
এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছ যা কিছু ভাবছ সবটাই এই হারের মতই নকল, মিথ্যে।
জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার সম্ভব নয়। আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। তোমাদের সাথে আমার সেই সম্পর্কটা নষ্ট হোক আমি তা চাইনি।
Collected
দূর্গা নয়, হবে দুর্গা।
দুর্গাপূজা অর্থ---দেবীদুর্গার পূজা; শারদীয় উৎসব; শরৎকালীন মহাপূজা।
দুর্গাপূজা একটি বিশেষ্য পদ।
প্রশ্ন-১- দূর্গা > দুর্গা কোন ধরনের ধ্বনির পরিবর্তন?
প্রশ্ন-২- পূজা > পুজো কোন ধরনের ধ্বনির পরিবর্তন?
(জনী বাংলা)
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
বিদ্যুৎ ভবনের সামনে, হেতেম খাঁ, রাজশাহী।
Rajshahi
6000
Rajshahi University Of Engineering & Technology
Rajshahi, 6204
IEEE RUET Student Branch is one of the dynamic student branches of IEEE BDS under IEEE Region 10. An
Rajshahi, SAPURA-6203
Welcome students. Keep touch with us.
Binodpur Bazar
Rajshahi, 6206
Assalamu Alaikum Warahmatullah. Welcome to Rakib's English Care page. Almost all of us have fear and
Rajshahi, 6100
Welcome everyone to our page. This is a very important page for all classes. We hope you all find
Terokhardia College Para
Rajshahi
দেশ, জাতি ও উম্মাহকে একটি স্বার্থক প্রজন্ম উপহার দেবার প্রত্যয়ে, আমাদের আদিগন্ত পথচলা।
Rajshahi, 6200
বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং শুধুমাত্র মানবিক বিভাগ (খ+ঘ)। নার্সিং ভর্তি কোচিং ডিপ্লোমা ও মিডওয়াইফারি।