03/04/2025
২০২৫ ইং সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য কিছু দিকনির্দেশনা:
✅ OMR শিট পূরণ করার সময় কলম ব্যবহারে সাবধান হতে হবে। অবশ্যই কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। জেল পেন/মার্কার দিয়ে বৃত্ত ভরাট করা যাবে না।
✅ OMR শিটের যে অংশটুকু শিক্ষার্থীদের জন্য সেখানে শুধু লিখতে হবে বাকি অংশে কোন চিহ্ন বা কোন কিছু লেখা যাবে না ।
✅ রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ও প্রশ্নের সেট ইত্যাদি বিষয়গুলো সুন্দর ভাবে পূরণ করতে হবে। কোন কাটাছেঁড়া করা যাবে না।
✅ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৃত্ত ভরাট করার সময়ের আগে রোল ও রেজিষ্ট্রেশন নম্বর এর খালিঘরে লিখে নিতে হবে। বারবার দেখতে হবে কোন ভুল হয়েছে কিনা। পরীক্ষার পেপার জমা দেওয়ার আগে একবার দেখে নিতে হবে । কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে কক্ষ এ দায়িত্বরত শিক্ষক কে বলবে।
✅ উত্তর পত্র বা ওএমআর এর কোন অংশে দাগ দেওয়া যাবেনা ।
✅ ওএমআর শিট কোনরকম ভাবে ভাঁজ করা যাবেনা তাহলে মেশিনে সেটা কাজ করবেনা ।
সর্বোপরি কক্ষে দায়িত্বরত শিক্ষকের সাথে সৌহার্দপূর্ণ ব্যবহার করবে।
(সংগৃহীত)
04/01/2025
এত দ্বারা শাইলট্রি রাইগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণি ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ০৫-০১-২০২৫ ইং রোজ রবিবার সরকারি নতুন কয়েকটি বই বিতরণ করা হবে। অত্র বিদ্যালয়ে এখনো উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি ✅✅
12/12/2024
এসএসসি পরিক্ষা ২০২৫ রুটিন
27/09/2024
আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Mst Sinthia Jannat Manha, Mohammed Ahsan Sarkar, নীল কাব্য, MD Roman
11/09/2024
আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Tabassum Nafisa, Lx Melon Islam, MD Azadui Islam Azad
03/06/2024
#শাইলট্টি_রাইগ্রাম_উচ্চ বিদ্যালয়
ক্লাস - ৯ম
দেওয়াল পত্রিকার দলগত কাজ।।
#বিয়ষ_সূচি
#ইতিহাস_ও_সামাজিক_বিজ্ঞান
#শিল্প_সংস্কৃতি
#ইসলাম
20/04/2024
নোটিশঃ
তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৭/০৪/২০২৪ইং পর্যন্ত বন্ধ থাকবে। ২৮/০৪/২০২৪ইং তারিখ রবিবার যথারীতি প্রতিষ্ঠান খুলবে।
তবে আবহাওয়া উন্নতি বা অবনতি ঘটলে ও আদেশ পরিবর্তন হতে পারে।শাইলট্টি রাইগ্রাম উচ্চ বিদ্যালয়
14/04/2024
শাইলট্টি রাইগ্রাম উচ্চ বিদ্যালয় পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা র্যালি।
26/03/2024
শাইলট্টি রাইগ্রাম উচ্চ বিদ্যালয় এর পর ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস -২০২৪ উপলক্ষ্যে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, ফুটবল ক্রিয়া প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়জন করা হয়।
17/03/2024
" বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে
আনবো হাসি সবার ঘরে।"
১৭ ই মার্চ,২০২৪ ইং।
জাতির জনকের ১০৪ তম জন্মদিন
ও
জাতীয় শিশু দিবস।
আলোচনা সভা,চিত্রাংকন,আবৃত্তি।
শাইলট্টি রাইগ্রাম উচ্চ বিদ্যালয়