বিয়ের ২১ বছর পর আমার স্ত্রী আমাকে বলল অন্য একজন মহিলাকে নিয়ে বাইরে বেড়াতে ও খেতে নিয়ে যেতে। সে বলল, “আমি তোমাকে ভালবাসি, কিন্তু আমি জানি এই মহিলাটিও তোমাকে ভালবাসেন এবং তিনি তোমার সাথে একান্তে কিছু সময় কাটাতেও ভালবাসবেন।”
আমার স্ত্রী যার সাথে আমাকে বাইরে যেতে বলছিল, তিনি ছিলেন আমার মা, যিনি ১৯ বছর আগে বিধবা হয়ে গেছেন; কিন্তু আমার কাজের চাপ আর তিন সন্তানের দায়িত্বের কার...
নে শুধু কোন উপলক্ষ হলেই তার সাথে আমার দেখা হওয়া সম্ভব হত।
সেই রাতে আমি মাকে ফোন করে একসাথে বাইরে বেড়াতে ও খেতে যাওয়ার আমন্ত্রন জানালাম। তিনি প্রশ্ন করলেন, ‘কি ব্যপার বাবা, তুমি ভাল আছ তো?’
আমার মা হলেন এমন একজন মানুষ যিনি গভীর রাতে ফোন কল বা আকস্মিক দাওয়াতকে কোন দুঃসংবাদ বলে আগাম আশঙ্কা করেন। মায়ের প্রশ্নে আমি বললাম, ‘ভাবছি তোমার সাথে কিছু ভাল সময় কাটাবো মা। শুধু তুমি আর আমি।’ তিনি এক মুহূর্ত ভাবলেন, তারপর বললেন, “এমন হলে আমার খুবই ভাল লাগবে বাবা।”
কাজ শেষে সেদিন যখন ড্রাইভ করে মাকে তুলে নিতে গেলাম, কিছুটা নার্ভাস বোধ করছিলাম। যখন সেখানে পৌঁছলাম, খেয়াল করলাম, তিনিও যেন এভাবে দেখা করার জন্য কিছুটা নার্ভাস। তিনি রেডি হয়ে দরজার কাছেই অপেক্ষা করছিলেন। তার চেহারা ছিল দ্যুতিময় হাসি। গাড়িতে উঠতে উঠতে তিনি বললেন, ‘আমি আমার বন্ধুদের বলেছি যে আমি আমার ছেলের সাথে বেড়াতে যাচ্ছি; তারা শুনে খুবই খুশী হয়েছে। আমাদের সাক্ষাতের বর্ণনা শোনার জন্য তারা অধীর ভাবে অপেক্ষা করছে।’
আমরা যে রেস্তোরাঁয় গেলাম, সেটা খুব দামী না হলেও বেশ ভাল আর আরামদায়ক ছিল। আমার মা আমার বাহু ধরে ছিলেন, যেন তিনি একজন ‘ফার্স্ট লেডী’। বসার পরে আমাকেই মেনু পড়ে শোনাতে হল। তিনি শুধু বড় লেখা পড়তে পারতেন। অর্ধেক পড়ে শোনানোর পর মুখ তুলে তাকিয়ে দেখলাম, তিনি তাকিয়ে শুধু আমাকে দেখছেন। তার ঠোঁটে এক নস্টালজিক হাসি। তিনি বললেন, ‘তুমি যখন ছোট ছিলে, আমাকে মেনু পড়ে শোনাতে হত।’ আমি বললাম, ‘এখন তাহলে সময় এসেছে যেন তুমি আরাম কর আর আমাকে সুযোগ দাও তোমার সেই কষ্টের প্রতিদান কিছুটা হলেও দেওয়ার।’
খেতে খেতে আমরা সাধারন নিত্যনৈমিত্তিক কথা বার্তা বললাম- বিশেষ কিছু না, জীবনের নতুন নতুন ঘটে যাওয়া ঘটনাবলী একজন আরেকজনকে জানালাম। আমরা অনেকক্ষন গল্প করলাম। পরে যখন মাকে তার বাসায় নামিয়ে দিচ্ছিলাম, তিনি বললেন- “আমি তোমার সাথে আবার বেড়াতে যাব, কিন্তু দাওয়াতটা আমি দেব।” আমি রাজী হলাম।
যখন ঘরে ফিরলাম, আমার স্ত্রী প্রশ্ন করল, ‘তোমার সাক্ষাত কেমন কাটল?’ জবাব দিলাম, ‘ভীষণ ভাল, আমি যেমন ভেবেছিলাম তার চেয়েও অনেক ভাল।’
কিছুদিন পর আমার মা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন। এটা এমন আকস্মিকভাবে ঘটলো যে তার জন্য আমার কোন কিচ্ছু করার সুযোগও হল না। কিছুদিন পর একটা খাম আসলো আমার কাছে। ভেতরে একটা সেই রেস্তোরাঁর রিসিট যেখানে মাকে নিয়ে খেতে গিয়েছিলাম। সাথে একটি ছোট্ট চিঠি, তাতে লেখা-
‘আমি এই বিলটি অগ্রিম আদায় করে দিয়েছি, জানিনা তোমার সাথে আবার সেখানে যেতে পারতাম কিনা; যাইহোক আমি দুই জনের খাবারের দাম দিয়ে দিয়েছি- একটা তোমার আরেকটা তোমার স্ত্রীর জন্য। তুমি কখনও বুঝবে না সেই রাতটি আমার জন্য কত বিশেষ ছিল। তোমাকে অনেক ভালবাসি বাবা।’
সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম, সময়মত ‘ভালোবাসি’ কথাটা বলতে পারা এবং প্রিয় মানুষগুলোকে কিছুটা একান্ত সময় দেওয়া কতটা জরুরী। জীবনে নিজের পরিবারের চেয়ে বেশী গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। তাদেরকে তাদের প্রাপ্য সময়টুকু দিন, কারন এগুলো কখনও ‘পরে কোন এক সময়’ এর জন্য ফেলে রাখা যায় না।
আল্লাহ যেন আমাদের সবার মাদেরকে যারা জীবিত আছেন এবং মারা গেছেন, তাদের উপর রহমত বর্ষণ করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে তাদের জন্য দয়া, ধৈর্য এবং ভালবাসা দান করেন। "রব্বির হামহুমা কামা রব্বায়া-নি সগীরা"
Mazed Biology
Nearby schools & colleges
Maulvi Bazar 3240
Dhaka DHAKA-1230
Gate, Chittagong
College Road, Lalmonirhat
Dhaka 1215
Barisal 8224
Suite-331, Dhaka
Chittagong 4323
East Box Nagar, Sarulia, Demra
Sylhet 3100
Goverment Collage Backside, Narsingdi
Dhaka, Dhaka
Hospital Road, Mymensingh
Dhaka
I am Mazedur Rahman, MS Zoology, Rajshahi University. I am providing ‘Biology’ services to the ninth-tenth and eleventh-twelfth students.
আমি মাজেদুর রহমান, এমএস প্রাণিবিদ্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শিক্ষার্থীদের ‘জীববিজ্ঞান’ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছি।
I am Mazedur Rahman, MS Zoology, Rajshahi University.
Operating as usual
দেশের প্রকৌশলীরা চীনের লুকিয়ে রাখা প্রযুক্তি হটিয়ে নিজেদের প্রযুক্তি ব্যবহার করে দিনাজপুরের পার্বতীপুর ডিজেল ওয়ার্কশপে সচল করেছে ৫টি ডেমু ট্রেন।
.
সাড়ে ৬০০ কোটি টাকা ব্যয়ে ২০ সেট ডেমু ট্রেন আমদানি করা হয় ২০১৩ সালে। উদ্দেশ্য ছিল ওই ট্রেনের মাধ্যমে কাছাকাছি দূরত্বে ব্যাপক যাত্রী পরিবহন করা। চীনের তানশাং ইন্টারন্যাশনাল ও ডানিয়াল টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট ওই ডেমু ট্রেনের নির্মাতা। কম্পিউটার নিয়ন্ত্রিত ওই ট্রেনগুলো এক ধরনের বিশেষ সফটওয়্যার দিয়ে পরিচালিত, যে প্রযুক্তি কখনোই সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশকে হস্তান্তর করেনি। এর মডিউল বিকল হলে নতুন মডিউলের সঙ্গে সফটওয়্যার সেটআপ দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিত। এর জন্য ধর্ণা দিতে হত চীনা প্রকৌশলীদের কাছে। যা ছিল অনেক ব্যয়বহুল। একটি ডেমুতে ৪০টি মডিউল রয়েছে। যার এক একটির দাম প্রায় ৭ লাখ টাকা। চীনা প্রকৌশলীরা প্রযুক্তি হস্তান্তর না করায় একটার পর একটা ট্রেন বিকল হতে থাকে।
.
২০২০ সালে মেরামতের অভাবে ট্রেনগুলো বিকল হয়ে যায়। এসব সচল করতে চ্যালেঞ্জ গ্রহণ করে বাংলাদেশ রেলওয়ে। অতিরিক্ত মহাপরিচালক জনাব মো. মঞ্জুর উল আলম চৌধুরী দেশি প্রকৌশলীদের সহযোগিতা নিয়ে ডেমু ট্রেন মেরামতে দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে উদ্যোগী হন।
.
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী ও আনবিক শক্তি কমিশনের সাবেক কর্মকর্তা প্রকৌশলী মো. আসাদুজ্জামানের সহযোগিতা চাওয়া হয়। আসাদুজ্জামান ডেমু নিয়ে ইতোমধ্যে গবেষণা শুরু করেন। গবেষণাগার হিসেবে তিনি বেছে নেন সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাবের একটি কক্ষ। ৭২ দিনের প্রচেষ্টায় তিনি উদ্ভাবন করে ফেলেন বাস-ট্রাকের মতই ডেমু চালানোর প্রযুক্তি। ব্যয়বহুল মডিউল হটিয়ে দেন তিনি। সেক্ষেত্রে বসানো হয় মাত্র ২টি কন্ট্রোলার। আর চালু হয়ে যায় অচল ট্রেন।
.
এভাবে ৫ সেট ডেমু সচল করতে সক্ষম হয়েছে বাংলাদেশ রেলওয়ে। দু’মুখে দুটি ইঞ্জিন মাঝখানে একটি কোচ। এরপর পর্যায়ক্রমে লোড বাড়িয়ে ট্রায়াল রান সম্পন্ন করা হয়েছে। এভাবে ৮টি ট্রায়াল রানের প্রতিটিতেই সাফল্য এসেছে।
.
অকেজো ডেমু মেরামত করে আমাদের প্রকৌশলীরা যুগান্তকারী সাফল্য দেখিয়েছেন। একটি ডেমু ট্রেন মেরামতে ব্যয় হয়েছে সর্বোচ্চ ৫০ লাখ টাকা, যা আমদানি করা হলে কয়েক গুন বেশি টাকা ব্যয় হত। এ নিয়ে এক্সপেরিমেন্ট (পরীক্ষা-নিরীক্ষা) করতে গিয়ে আমাদের জনবলও দক্ষ হয়েছেন। তাদের মাধ্যমে পরবর্তী মেরামত কাজ সহজ হয়...

Photos from Mazed Biology's post
#ফ্যাক্ট_লিথাল_জিন।
এবার বইয়ে নয় বাস্তবে দেখতে তার ফলাফল
রাজশাহী মেডিকেলের সদ্য জন্ম শিশুর উপর।
আপনারা অনেকেই Zoology (ইন্টারমিডিয়েট) বইএর ১১ নাম্বার অধ্যায় এর জিনতত্ত্ব ও বিবর্তন অধ্যায় এ জেনেটিক ডিজিস লিথাল জিন এর কারনে হয় জন্মগত Ichthyosis এর নাম শুনছেন।বাংলাদেশ রাজশাহী মেডিকেল কলেজে জন্ম নিয়েছে এমন একটি বাচ্চা।
এটি মূলত লিথাল জিন এর কারণে হয়। এর উপর কারোর হাত নেই
⭕️ Harlequin ichthyosis/Hyosis fetalis/Ichthyosis fetalis
Genetic disorder:Autosomal recessive disorder
Frequency: 1 in 300000
Birth place:RMCH (Gynae Unit-3)
Date:28.08.2022
প্রতি ৩ লক্ষ শিশুর মাঝে ১ টা শিশু এমন এবনরমালিটি নিয়ে জন্ম নেয়,এবার আমাদের রাজশাহী মেডিকেল কলেজ এর সাক্ষী হল,এই রোগে আক্রান্ত শিশুর স্কিন অনেক মোটা হয়ে যায় এবং বিভিন্ন আকৃতির প্লেট গঠন করে যা ফাটল দ্বারা পৃথক থাকে,সাধারনত এসব শিশু কয়েক মাস পর্যন্ত বাঁচতে পারে।
©

পরিশ্রম করলে মেধাবী হওয়া যায়, দক্ষতা অর্জন হয় , সৎ পথে আয় ও করা যায়, এবং কোটি টাকার মালিক ও হওয়া যায়।
কথাটি অনুপ্রেরণা যোগায় আমার পথচলায় l

লাভবান হওয়া নয় সেবাই উদ্দেশ্য.,... Mazed Biology
Class Nine
Sristy central school & college, Rajshahi.
2nd semister exam is going on..
আজ তোমাদের BIOLOGY (জীববিজ্ঞান) পরীক্ষা,
নবম শ্রেণির সবার জন্য specially আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে মাজেদ বায়োলজিতে connected শিক্ষার্থী তোমাদের জন্য দোয়া রইল আর প্রত্যাসাটাও বেশি পরীক্ষায় সবাই নিজ নিজ আশানুরূপ নম্বর পাবে ইনশাল্লাহ ---

বৃক্ক মানুষের প্রধান রেচন অঙ্গ, এর
মাধ্যমে ৮০ ভাগ রেচন পদার্থ দেহ
থেকে নিষ্কাশিত হয়। মানুষের
উদরগহবরের দুপাশে বক্ষপিঞ্জরের
নিচে ও পৃষ্ঠপ্রাচীর সংলগ্ন হয়ে দুটি
বৃক্ক যুক্ত থাকে। সাধারণত বাম বৃক্কটি
ডান বৃক্কের চেয়ে সামান্য উপরে
থাকে। সমগ্র বৃক্ক ক্যাপসুল নামক তন্তুময়
যোজক টিস্যুর সুদৃঢ় আবরণে বেষ্টিত
থাকে।
বৃক্ক নেফ্রন নামক গাঠনিক ও কার্যিক
একককে গঠিত। প্রতিটি বৃক্কে ১০-১২
লক্ষ নেফ্রন থাকে। প্রতিটি নেফ্রন ৩
সে.মি. লম্বা। বৃক্কের মাধ্যমে প্রতি
মিনিটে রক্ত থেকে ১২৫ ঘন সে.মি.
তরল পদার্থ পরিশ্রুত হয় যার ৯৯% ই রক্তে
ফিরে যায়। প্রতি মিনিটে সাধারণত
১ ঘন সে.মি. মূত্র সৃষ্টি হয়।
বৃক্কে রেনাল ধমনি রক্ত সরবরাহ করে
এবং রেনাল শিরার মাধ্যমে CO2 যুক্ত
রক্ত ফিরে আসে। একটি বৃক্ক ক্ষতিগ্রস্থ
হলে অন্যটি যদি সুস্থ থাকে তাহলে
সুস্থ বৃক্কই দুটি বৃক্কের কাজ সম্পন্ন করে।
মূত্র নিষ্কাশনেরর গতিপথ-
অ্যাফারেন্ট ধমনি → গ্লোমেরুলাস →
বোম্যান্স ক্যাপসুলের গহবর → বৃৃক্কীয়
নালিকা → সংগ্রাহী নালি →
বৃক্কের পেলভিস → ইউরেটার →
মূত্রথলি → মূত্রনালি → রেচনরন্ধ্র →
নির্গমন।

Department of zoology (RU)
ফেলে আসা সেই দিনগুলি মোর মনেপড়ে
স্বপ্ন জয় তোমারি হবে --------মাজেদ বায়োলজি

কাগজে পেন্সিল ধরি-
মুখস্থ পরিহার করি
বুঝে বুঝে বায়োলজি পড়ি
স্বপ্ন পূরণ সহজ করি ------

খন্ডকায়ন(Segmentation)
অনুলম্ব(Vertical) অক্ষ বরাবর কোন প্রাণীর দেহ যদি একই রকম কতকগগুলো খন্ডক দ্বারা গঠিত হয় তবে তাকে খন্ডকায়ন বা Metamerism বলে। প্রত্যেক খন্ডকে metamire বা somite বলে। Metamerism বাহ্যিক বা অভ্যন্তরীণ হতে পারে বা একই প্রাণীতে(যেমন-কেঁচো বা জোঁক) উভয় ধরনের খন্ডকায়ন থাকতে পারে। কেঁচো/জোঁকের ক্ষেত্রে দেহখন্ডকগুলো Annulus বা আংটির মতো দেখতে এটাকে বলে প্রকৃত খন্ডকায়ন বা True Metamerism অপরপক্ষে মানুষের ক্ষেত্রে ৩৩ টি কশেরুকা নিয়ে যে মেরুদণ্ড গঠিত তাকে Pseudo-metamerism বা অপ্রকৃত খন্ডকায়ন বলা হয়।
Annelida পর্বের প্রাণীদের প্রকৃত খন্ডকায়ন দেখা যায়। যেমন- Hirudo medicinalis

"HSC ----২০২২" তোমাদের ১ম পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের আমি সন্তুষ্ট -----_ধন্যবাদ সবাইকে
সকল শিক্ষার্থীদের সোমবারের পরীক্ষায় অংশগ্রহণের অনুরোধ করছি,,,,, মাজেদ বায়োলজি

"HSC ----২০২২" তোমাদের ১ম পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের আমি সন্তুষ্ট -----_ধন্যবাদ সবাইকে
সকল শিক্ষার্থীদের সোমবারের পরীক্ষায় অংশগ্রহণের অনুরোধ করছি,,,,, মাজেদ বায়োলজি

সাপ্তাহিক মূল্যায়ন, সবার উপস্থিতি কাম্য:

পরীক্ষা -জীবে পরিবহন ষষ্ঠ অধ্যায়

থমথমে রাত, আমার পাশে বসল অতিথি-
বললে, আমি অতীত ক্ষুধা-তোমার অতীত স্মৃতি!
-যে দিনগুলো সাঙ্গ হল ঝড়বাদলের জলে,
শুষে গেল মেরুর হিমে, মরুর অনলে,
ছায়ার মতো মিশেছিলাম আমি তাদের সনে;
তারা কোথায়?

আগে বুঝি

মুখস্থ পরিহার করি, বুঝে বুঝে বায়োলজি পড়ি, পরীক্ষা পরে,বুঝা আগে

স্বপ্ন জয় তোমারি হবে-------

স্বপ্ন জয় তোমারি হবে-------মাজেদ বায়লজি

স্বপ্ন জয় তোমারি হবে ---_------.....--
মেধাবী প্রত্যয়ী ও পরিশ্রমী শিক্ষার্থীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান

Photos from Mazed Biology's post

Photos from Mazed Biology's post

Photos from Mazed Biology's post

Photos from Mazed Biology's post

''সঠিক নির্দেশনায় উন্নত ভবিষ্যত''।
(মাজেদ বায়োলজি)

আজকের আলোচনা ''জবা ফুলের পুষ্প প্রতীক''
(মাজেদ বায়োলজি)

HSC First Year Batch.

স্বপ্ন জয় তোমারি হবে...
মাজেদ বায়োলজি
২০২১-২২ শিক্ষাবর্ষে সফলতাঃ উম্মো কুলসুম স্বপ্না, সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ।

মানব হৃদপিন্ডের লম্বচ্ছেদ | হৃদপিন্ডের লম্বচ্ছেদের চিত্র | হৃদপিন্ড অংকন | হৃদপিণ্ড | Mazed Biology
মানব হৃদপিন্ডের লম্বচ্ছেদ | হৃদপিন্ডের লম্বচ্ছেদের চিত্র | হৃদপিন্ড অংকন | হৃদপিণ্ড | Mazed Biology ❝Assalamualaikum Dear Students,Ninth-tenth and eleventh-twelfth grade students will be able to draw a perpendicular bisector of the human heart at the end of...

হৃদপিন্ডের লম্বচ্ছেদ


ধন্যবাদ তোমাদের সবাইকে
“মাজেদ বায়োলজি”

উদ্ভিদের কোষ প্রাচীর | কোষ প্রাচীর | একাদশ-দ্বাদশ শ্রেণি #MazedBiology
উদ্ভিদের কোষ প্রাচীর | কোষ প্রাচীর | একাদশ-দ্বাদশ শ্রেণি #MazedBiology ***এই ভিডিও দ্বারা তোমরা যা শিখতে পারবে***১. কোষ প্রাচীর কি?২. কোষ প্রাচীরের ভৌত এবং রাসায়নিক গঠন।* হৃদপিন্ডের প্রকোষ...
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Address
Rajshahi
Opening Hours
Monday | 07:00 - 21:00 |
Tuesday | 07:00 - 21:00 |
Wednesday | 07:00 - 21:00 |
Thursday | 07:00 - 21:00 |
Saturday | 07:00 - 21:00 |
Sunday | 07:00 - 21:00 |
Sagorpara, Ghoramara
Rajshahi, 6100
One of the best school in this subcontinent since 1898.
Madarigonj Bagmara
Rajshahi, 6440
Suffix Pre-Cadet and Kinder Garden- বাগমারা, রাজশাহী Primary and High School
Binodpur Bazar
Rajshahi, 6206
Assalamu Alaikum Warahmatullah. Welcome to Rakib's English Care page. Almost all of us have fear and
House-14 ( 1st Floor), Ghoshpara More, Hatemkhan
Rajshahi, 6200
An authentic student consultancy for study abroad
Rajshahi, 6204
Hi, This is Mursadul Hasan Sagor. I am a Trainer & General Secretary Bangladesh Education and Youth
কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদে
Rajshahi
Education is the backbone of the nation so we are by your side to constantly establish you in new wa
Sontospur, Upozilllla Complex Poba
Rajshahi, 6210
Our services are -PSC special Class & Preparation Batch -Class VI & VII class -JSC special Class & P
Jamalpur, Padma Abashik, Boalia
Rajshahi, 6000,6100,6203
জামিয়া ক্বওমিয়া মহিলা মাদ্রাসা রাজশা
Kanthal Baria
Rajshahi, 08266
আসসালামু আলাইকুম আমাদের স্কুলের পেইজে আপনাদের স্বাগতম
Padma Residential Area, House No : 156, Holding No : 83 , Road No : 05 , Post Co
Rajshahi, 6000
Located in Rajshahi, Bangladesh, this school provides an opportunity for Bengalis to learn Western m