বুরায়দা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন: রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্যকারী আমল হলো সালাত। যে সালাত ছেড়ে দিল সে কুফরী করল।
সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৪৬৩
হাদিসের মান: সহিহ হাদিস
Th𝔢 Dí𝔫 σ𝔣 I𝔰l𝔞𝔪
Nearby schools & colleges
Dhaka 1320
New Ailpara, Pathantuli
Sylhet
Dhaka 1362
Dhaka 1230
Feni 3900
Dhaka 5800
Ring Road, Dhaka
Chittagong
Senbag
Dhaka
College Road, Mymensingh
Ukhiya 4750
6000
Comments
https://facebook.com/groups/1177432362803059/
আপনার সামান্য সাহায্য একটি মায়ের জীবন ফিরিয়ে দিতে পারে🙂।
রাসূল (ﷺ) ইরশাদ করেন আমার কাছ থেকে একটি
Operating as usual
উম্মু হাবীবা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি দৈনিক বারো রাক’আত নাফ্ল সলাত আদায় করবে এর বিনিময়ে তার জন্য জান্নাতে একখানা ঘর নির্মান করা হবে।
সুনানে আবু দাউদ, হাদিস নং ১২৫০
হাদিসের মান: সহিহ হাদিস
বাংলাদেশ আর্মির সদস্যদের দেখেন একটিবার হুজুরের প্রতি সম্মান 🥰🥰❤️❤️
বাংলাদেশ আর্মির সদস্যদের দেখেন একটিবার
হুজুরের প্রতি সম্মান 🥰🥰❤️❤️
সিলেট ও সুনামগঞ্জসহ বন্যার্ত জেলাগুলোর দশ হাযার পরিবারকে ত্রাণ সহায়তার ঘোষণা দিলেন শায়খ আবদুর রাযযাক বিন ইউসুফ। বাজেট ৫০ লক্ষ টাকা।
মহানবী হযরত মুহাম্মদ (স.) ও উম্মুল মু'মিনীন আয়েশা (রা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ।(RPI students )
#আলহামদুলিল্লাহ
মহানবী হযরত মুহাম্মদ (স.) ও উম্মুল মু'মিনীন আয়েশা (রা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এর বিক্ষোভ।।
Rajshahi Polytechnic Institute (RPI)

❤️🥀
❤️❤️🥀

❤️❤️🥀
❤️❤️🥀


ছেলে নিজেই বাপ হওয়ার দোয়া করছে 😕

দোয়া ❤️❤️🥀
পৃথিবীতে সব মানুষের মন জয় করা সম্ভব নয়। ২/১ জন মানুষের মন জয় করে যেতে পারলেই যথেষ্ট।মৃত্যুর পর হাতেগোনা ২/১জন মানুষই কবরের পাশে এসে দোয়া করবে নিয়মিত।
কবরের পাশে এসে দাঁড়ানোর পর তুমুল বৃষ্টি শুরু হয় কিন্তু তখনও তিনি গভীর ভাবে দোয়া করে চলেছেন মৃতব্যক্তিটির জন্য। হয়তো মৃত ব্যক্তিটা ওনার কাছে স্পেশাল একজন ছিলেন🙂

❤️❤️🥀
ঈদুল ফিতরের ১০ টি সুন্নাহ ও ৩টি ভুল ধারণা
ঈদুল ফিতরের ১০ টি সুন্নাহ ও ৩টি ভুল ধারণা


❤️🥀

আন্-নুর ইসলামী পাঠাগার ও জনকল্যাণ কেন্দ্রের উদ্যোগে ইফতার ও ঈদের কিছু সামগ্রী বিতরণ(৭টি আইটেম)।উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর,আন্-নুর ইসলামী পাঠাগার ও জনকল্যাণ কেন্দ্রের সভাপতি যিয়াউল ইসলাম রাসেল ও সহ সভাপতিবৃন্দ ও বিশিষ্ট জনেরা।
আপনাদের সম্মিলিত সহযোগিতার ফল এই আয়োজন

আলহামদুলিল্লাহ।।
ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম-২০২২
আজ
পবিত্র রমাযান উপলক্ষ্যে ১00 টি গরীব অসহায় পরিবারের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আন নূর ইসলামী পাঠাগার ও জনকল্যাণ কেন্দ্র,
সপুরা, রাজশাহী। এর পক্ষ থেকে।।
ধন্যবাদ জানাই জারা এই মহৎ কাজ এ আমাদের পাশে থাকার জন্য।
প্রতিটি পরিবারকে ৫০০/- সমমূল্যের খাবার দেওয়া হয়েছে।
প্রতিবছর আমরা এই মহত উদ্যগ নিয়ে থাকি।
রাসূল (স.) বলেন, যে ব্যক্তি সায়েমকে (রোযাদার) ইফতার করাবে তার জন্য রোযাদারদের অনুরুপ সাওয়াব রয়েছে। অথচ তাদের সাওয়াবে কোন কমতি করা হবে না।
-(ইবনু মাজাহ, হা/১৭৪৬)
পরিচালক,
আন নূর ইসলামী পাঠাগার ও জনকল্যাণ কেন্দ্র,
সপুরা, রাজশাহী।
মোবা: ০১৭২২০৪৫৯৭৬
আজকের কার্যক্রম এর কিছু ছবি দেওয়া হলো।


প্রতিদিন আল কোরআনের ৫ টি শব্দ শিখুন।
Part: 42

Allahmdullih

আলহামদুলিল্লাহ

আমিন ❤️❤️🥀



আহ! বাস্তবতা খুবই কঠিন💔
কিছুদিন আগের ছবি দেখলেই বোঝা যাই💔।
আল্লাহ তুমি সকল মুসলিমদের রক্ষা কর
আমিন❤️

আলহামদুলিল্লাহ
❤️❤️🥀
The moment one of the Israeli Occupation solder broke the foot of a Palestinian girl photographed in the courtyards of Al-Aqsa Masque in jerusalem, the capital of occupied Palestine 💔🥀 #savepalestine #SaveAqsa #SaveMuslims
The moment one of the Israeli Occupation solder broke the foot of a Palestinian girl photographed in the courtyards of Al-Aqsa Masque in jerusalem, the capital of occupied Palestine 💔🥀
This Is What Happened In Aqsa, for the whole world To see.. #savepalestine #SaveAqsa
This Is What Happened In Aqsa, for the whole world To see..

ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম-২০২২
পবিত্র রমাযান উপলক্ষ্যে মাসব্যাপী ১০০ টি গরীব অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
প্রতিটি পরিবারকে ৫০০/- সমমূল্যের খাবার দেওয়া হবে।
এই মহতী সাওয়াবের কাফেলায় আপনিও শামিল হোন।
প্রতিবছর আমরা এই মহত উদ্যগ নিয়ে থাকি।আপনাদের কিছু সাহায্য আমাদের কার্যক্রমটাকে আর বৃহৎ গড়ে তোলে আল্লার নিকট এটাই কামনা। সকলের দান আল্লাহ যেনো কবুল করেন।❤️🥀
রাসূল (স.) বলেন, যে ব্যক্তি সায়েমকে (রোযাদার) ইফতার করাবে তার জন্য রোযাদারদের অনুরুপ সাওয়াব রয়েছে। অথচ তাদের সাওয়াবে কোন কমতি করা হবে না।
-(ইবনু মাজাহ, হা/১৭৪৬)
আপনার দান আজই পাঠিয়ে দিন
পরিচালক,
আন নূর ইসলামী পাঠাগার ও জনকল্যাণ কেন্দ্র,
সপুরা, রাজশাহী।
মোবা: ০১৭২২০৪৫৯৭৬(বিকাশ)
নিচে ২০১৯/২০২০/২০২১ এর কার্যক্রম এর কিছু ছবি দেওয়া হলো ও দান করার আমন্ত্রণ পএ দেওয়া হলো


❤️❤️🥀


Allah❤️❤️


মুসলিম শরীফের এক হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি রাগের সময় নিজেকে সামলে নিতে পারে, সেই প্রকৃত বাহাদুর”।
উক্তি ৩ঃ
আরেক হাদিসে বলা হয়েছে, রাগ দেখানোর সক্ষমতা থাকা সত্ত্বেও যে তা নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহতায়ালা তাকে কিয়ামতের দিন পুরস্কৃত করবেন।
উক্তি ৪ঃ
আবু দাউদ শরীফের একটি হাদিস নিশ্চয় রাগ শয়তানের পক্ষ থেকে । আর শয়তান আগুনের তৈরি । নিশ্চয় পানির দ্বারা আগুন নির্বাপিত হয়। সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন অজু করে ।
উক্তি ৫ঃ
সলাম মনে করে যে , রাগ মানুষকে জ্ঞান, বিবেক ও ধর্মের পথ থেকে বের করে দেয়।
উক্তি ৬ঃ
রাসুলুল্লাহ (সা.) বললেন ইরশাদ করেছেন, ‘রাগ কোরো না।’ (সহিহ বুখারি, হাদিস : ৬১১৬)
উক্তিঃ ৭
অবস্থার পরিবর্তনে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করে বলেন, ‘যখন তোমাদের কারো রাগ হয়, তখন সে যদি দাঁড়ানো থাকে, তবে যেন বসে পড়ে। যদি তাতে রাগ চলে যায় ভালো। আর যদি না যায়, তবে শুয়ে পড়বে।’ (সুনানে আবি দাউদ, হাদিস : ৪৭৮৪)
উক্তিঃ৮
সে প্রকৃত বীর নয়, যে কাউকে কুস্তীতে হারিয়ে দেয়। বরং সেই প্রকৃত বীর, যে রাগের সময় নিজের রাগকে পরিপূর্ণরুপে নিয়ন্ত্রণ করতে পারে।
— আল হাদিস
উক্তিঃ৯
যেসব ব্যক্তি নিজেদের রাগকে সংবরণ করে, আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, (তারাই মহসিন বা সৎকর্মশীল) বস্তুত আল্লাহ সৎকর্মশীলদের কেই ভালোবাসেন।
— (আল কোরআন)

❤️❤️❤️
Inshallah one day with My 4 wife's 😬🖤
Inshallah one day with My 4 wife's 😬🖤

আমিন❤️🥀

🥀🥀

❤️❤️❤️

❤️❤️

আলহামদুলিল্লাহ

আমিন❤️❤️🥀

প্রতিদিন আল কোরআনের ৫ টি শব্দ শিখুন।
Part: 41

আমিন❤️🥀

আলহামদুলিল্লাহ ❤️🥀
এই রমজানে ইসলামিক পোস্ট পেতে
আমাদের পেজ টি ( Th𝔢 Dí𝔫 σ𝔣 I𝔰l𝔞𝔪) ফলো করিও প্লিজ🥺🥺🙏🙏🙏
Videos (show all)
Location
Category
Contact the school
Website
Address
Rajshahi
Rajshahi University Of Engineering & Technology
Rajshahi, 6204
IEEE RUET Student Branch is one of the dynamic student branches of IEEE BDS under IEEE Region 10. An
Rajshahi, SAPURA-6203
Welcome students. Keep touch with us.
Rajpara
Rajshahi, 6201
Hi there, This is DM Training Center. Here you can find all the important information and Online Cou
Rajshahi, 6100
Our goal is to make the life of online tutors and students easier and safer, while helping them to r
Rajshahi
This is a page for the MBBS Admission Preparation. we will post update news in information and vario
Masterpara Kali Matar Mondir Road, Saheb Bazar
Rajshahi, 6000
For the very first time in Rajshahi, students from BUET, KUET & RUET are directing an educational in