Charghat Govt. Technical School & College

Charghat Govt. Technical School & College

Comments

নতুন বছরের ভর্তি শুরু কবে?

Never stop learning.

Operating as usual

Photos from Charghat Govt. Technical School & College's post 28/07/2023

SSC RESULT 2023

26/07/2023

To be ready.....

22/07/2023

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সকল ছাত্রছাত্রী, শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে, গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে।সে লক্ষে আগামী রবিবার ২৩/০৭/২০২৩ খ্রি: তারিখে যথাসময়ে পাঠদান শুরু হবে।

12/07/2023

এসএসসি ২০২৩ ব্যাচের সকল ছাত্রছাত্রীকে আগামীকাল সকাল ১১.০০ ঘটিকায় বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বলা হলো।তোমাদের ইন্ডাস্ট্রিয়াল এর টাকা/ বিল দেওয়া হবে।

Photos from Charghat Govt. Technical School & College's post 11/07/2023

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২৩ বাস্তবায়নে করণীয় শীর্ষক ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক ও প্রতিষ্ঠান মতবিনিময় সভা।

আয়োজনে: চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

Photos from Charghat Govt. Technical School & College's post 14/06/2023

"স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ
শেখ হাসিনার বাংলাদেশ।"
স্লোগানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি।

10/06/2023
10/06/2023

আজ দুপুর ১২ টা ২০
মিনিটে বিটিভিতে চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অনুষ্ঠান সম্প্রচার করা হবে।
আপনারা সবাই আমন্ত্রিত।

Photos from Charghat Govt. Technical School & College's post 29/05/2023

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভার কিছু খন্ডচিত্র।

Photos from Charghat Govt. Technical School & College's post 22/05/2023

এসএসসি (ভোক)-২০২৩
ব্যাবহারিক পরীক্ষার সময়সূচী।

বি.দ্র. ঃ পদার্থবিজ্ঞান-২ এবং রসায়নবিজ্ঞান-২ পরীক্ষার ব্যাবহারিক খাতা ২৫-০৫-২০২৩ ইং তারিখের মধ্যে স্ব
সাক্ষর করে নিতে হবে।

21/05/2023

গুরুত্বপূর্ণ নোটিশ
এসএসসি (ভোক) -২০২৩

Photos from Charghat Govt. Technical School & College's post 13/05/2023

📢 অতি গুরুত্বপূর্ণ নোটিশ 📣

📖 এসএসসি (ভোক) পরীক্ষা-২০২৩ 📖

পরীক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি।
আগামীকালের পরীক্ষা স্থগিত এবং পরবর্তী পরীক্ষাগুলো যথানিয়মে চলতে থাকবে।

Photos from Charghat Govt. Technical School & College's post 08/05/2023

"ছেলে যদি মানুষ করিতে চাই , তবে ছেলেবেলা হইতেই তাহাকে মানুষ করিতে আরম্ভ করিতে হইবে , নতুবা সে ছেলেই থাকিবে , মানুষ হইবে না । শিশুকাল হইতেই কেবল স্মরণশক্তির উপর সমস্ত ভর না দিয়া সঙ্গে সঙ্গে যথা পরিমাণে চিন্তাশক্তি ও কল্পনাশক্তির স্বাধীন পরিচালনার অবসর দিতে হইবে । ” ——রবীন্দ্রনাথ ঠাকুর (শিক্ষার হেরফের)

🎊২৫ শে বৈশাখ 🎊
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে আয়োজিত হলো কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Photos from Charghat Govt. Technical School & College's post 30/04/2023

পরীক্ষা শুরুর আগে বিদ্যালয়ের সর্বপ্রথম ব্যাচের এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে শিক্ষকমন্ডলী।

29/04/2023

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ২০২৩ সালের এস.এস.সি. (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা। সকল শিক্ষার্থীদের জন্য রইলো অশেষ শুভকামনা। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

Photos from Charghat Govt. Technical School & College's post 02/04/2023

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ শাহারিয়ার আলম,পররাষ্ট্র প্রতিমন্ত্রী,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।🎊🎆

31/03/2023

চারঘাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৩ উপলক্ষে প্রশ্নোত্তর প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ।
বিজয়ীদের চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। 🎊

Photos from Charghat Govt. Technical School & College's post 26/03/2023

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের কিছু খন্ডচিত্র।
আমাদের স্বাধীনতা অর্জনে অংশগ্রহণকারী সকলের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

Photos from Charghat Govt. Technical School & College's post 17/03/2023

" আঁধার ভেঙে সূর্য হাসে
বিশ্বভূবন আলোয় ভাসে। "

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩
উপলক্ষে চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

Photos from Charghat Govt. Technical School & College's post 14/03/2023

চারঘাট সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের শুভ উদ্বোধনী অনুষ্ঠান 🎆🎉🎈🎊
অনুষ্ঠানের প্রধান অতিথি - চারঘাট উপজেলার মাননীয় UNO স্যার।
বিশেষ অতিথি - চারঘাট পৌরসভার পৌর মেয়র মহোদয় এবং সভাপতিত্বে ছিলেন অত্র প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ স্যার।
শিক্ষা প্রতিষ্ঠান শুধু জ্ঞানচর্চাই নয় বরং শরীরচর্চারও অংশ।

⚽🏏🥅🏆🥇🥈🥉

Photos from Charghat Govt. Technical School & College's post 10/03/2023

২০২২ সালের এসএসসি (ভোক) নবম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষার রেজাল্ট প্রকাশিত।

Photos from Charghat Govt. Technical School & College's post 21/02/2023

২০২৩ সালের এসএসসি ( ভোকেশনাল) শিক্ষাক্রমের দশম শ্রেণির সমাপনী পরীক্ষার রুটিন।
সবার জন্য শুভকামনা রইলো।
ধন্যবাদ সকলকে।

Photos from Charghat Govt. Technical School & College's post 10/11/2022

২০২২ সালের এসএসসি ( ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেণির সমাপনী পরীক্ষার রুটিন।
সবার জন্য শুভকামনা রইলো।
ধন্যবাদ সকলকে।

Photos from Charghat Govt. Technical School & College's post 01/11/2022

বার্ষিক পরীক্ষা এবং মডেল টেষ্ট পরীক্ষার রুটিন ২০২২.

28/09/2022

আপনার নেতৃত্ব, দূরদর্শীতা এবং একনিষ্ঠতা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে চলেছে।

আপনার নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে, সবার মতো এটাও আমার বিশ্বাস।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা।
_
Your leadership, vision and dedication continue to inspire us ‍all.

Like the rest of us, I also strongly believe that our country will continue to develop even more under your leadership.

Wishing a very happy birthday to our honorable
Prime Minister Sheikh Hasina.

28/08/2022

#অভিভাবকদের অতি বিনয়ের সাথে জানাচ্ছি যে,
আপনাদের সন্তানদের প্রতি নজর দেন নিয়মিত খোঁজখবর রাখেন, সারাদিন কি করল, জবাবদিহিতা নিশ্চিত করেন।
👉👉
সাথে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখবেন -
১. সে কখন স্কুলে যায়।
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে।
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন নিয়ে আসে কি না সাথে ব্লুটুথ ইয়ার ফোন।
৪. স্কুল ড্রেসের বাইরে অন্য কোন ড্রেস অতিরিক্ত হিসাবে রাখে কি না এমনকি কোন জার্সি পরে আসে কি না।
৫. মাথার চুল স্বাভাবিক আছে কি না।
৬. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন।
৭. মাঝে মধ্যে স্কুলে আসবেন তাকে না জানিয়ে।
৮. শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন।
৯. কার সাথে মিশতেছে জানতে চেষ্টা করুন।
১০. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।
১১. মাঝেমধ্যে স্কুলের ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করুন।
১২. স্মার্টফোন ব্যবহার করা নিষেধ করে দিবেন, যদি কোন তথ্যের প্রয়োজন হয়, তবে আপনি পাশে থেকে সহায়তা করুন।
১৩. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন।
১৪. যে কোন সমস্যা সম্পর্কে জানতে চাইলে, সম্ভব হলে শ্রেণি শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক বা ইনচার্জগন অথবা অধ্যক্ষ এর সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।

👉👉সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন। কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে।

01/04/2022

২০২১ সনের এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষার চুড়ান্ত ফলাফল।
উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন।

14/03/2022

সুদক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করে আবেদন করার জন্য আহ্বান জানানো হলো।

অধ্যক্ষ
চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ,
চারঘাট, রাজশাহী।।

13/03/2022

" -------- সুস্হ দেহ, সুন্দর মন--- ------------- দক্ষ কারিগরের প্রয়োজন----" এই মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে আগামী ১৫ মার্চ শুভ উদ্বোধন হবে ' চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ'- এর " বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২২"। সকলকে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হল।ধন্যবাদ সবাইকে।

অধ্যক্ষ
ইন্জিঃ মোঃ শামসুল হক
চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।

21/02/2022

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই অবগত আছো আগামীকাল ২২/০২/২০২২ খ্রি: রোজ মঙ্গলবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সশরীরে শ্রেণি কার্যক্রম শুরু হবে।
তোমরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আহবান জানানো হলো।

21/01/2022

নোটিশ
মন্ত্রিপরিষদ বিভাগ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
২১/০১/২০২১

✅করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি-চলাচলে বিধি-নিষেধ আরোপ

✅ ০৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত স্কুল- কলেজ বন্ধ থাকবে।

07/01/2022

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণিতে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তাদের সবাইকে চারঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।
ইতোমধ্যে আপনারা ভর্তি প্রক্রিয়ার(তারিখ ও ভর্তি ফি) নির্দেশনা আমাদের কলেজের নোটিশ বোর্ডের কল্যানে জেনেছেন।
সাথে সাথে আপনারা ভর্তি প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন করতে নিন্মোক্ত জিনিসগুলো নিয়ে আসবেন।

১/ যে শ্রেণিতে ভর্তি হবেন তার আগের ক্লাসের প্রত্যয়নপত্র/মার্কশীটের ফটোকপি।
২/ ৪(চার) কপি ছবি।(সত্যয়িত)
৩/ জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।(সত্যয়িত)
৪/ পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। (সত্যয়িত)।
৫/ কোটায় নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে সনদ সমূহের ফটোকপি।

ধন্যবাদান্তে,
প্রিন্সিপাল
চারঘাট টেকনিক্যাল স্কুল ও কলেজ।

Photos from Charghat Govt. Technical School & College's post 12/12/2021

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এ ২০২২ শিক্ষাবর্ষে ৬ ষ্ঠ, ৭ম, ৮ম এবং ৯ ম শ্রেণিতে ভর্তির জন্য উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আজ থেকে ভর্তি ফর্ম বিক্রি শুরু হয়েছে।।।

08/12/2021

🚸🚸🚻🚻কেন আপনার সন্তানকে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ভর্তি করবেন???

শিক্ষিত দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষে সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষার সমন্বয়ে পরিচালিত ভোকেশনাল শিক্ষাক্রমের আওতায় সারা দেশের ১৩৪ টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জেএসসি (ভোকেশনাল) কোর্সের ৬ষ্ঠ-৮ম শ্রেণি ও এসএসসি (ভোকেশনাল) কোর্সের ৯ম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ভর্তি হলে আপনার সন্তান একটি টেকনিক্যাল বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে। অন্যদিকে সাধারণ শিক্ষা ব্যবস্থার সংশ্লিষ্ট শ্রেণির সকল বই পড়ে সমমানের সার্টিফিকেট অর্জন করতে পারবে। ফলে দক্ষতা অর্জনের পাশাপাশি উচ্চ শিক্ষা গ্রহণের পথ উন্মুক্ত থাকবে। অগ্রাধিকার পাবে ইঞ্জিনিয়ারিং ভর্তিতে। ১০০% ছাত্রী এবং ৭০% ছাত্রদের জন্য থাকছে বৃত্তির ব্যবস্থা। ছাত্রীদের কোন মাসিক বেতন লাগবে না। ছাত্রদের মাসিক বেতন মাত্র ১০/-।

অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকগণের পাশাপাশি এখানে অতি সম্প্রতি ৩৮ তম বিসিএস থেকে প্রথম শ্রেণির নন ক্যাডার পদে ৫ শতাধিক নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। বাকী শুন্য পদ পুরণে ৪০ তম বিসিএস থেকে শিক্ষক নিয়োগের জন্য একটি প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যদিকে যে সকল শিক্ষক পদে বিসিএস থেকে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না সে সকল পদে পিএসসির নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আপদকালীন সময়ে স্থানীয়ভাবে অতিথি শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন মিলেছে। তাই শিক্ষক সংকটে পাঠদান ব্যহত হওয়ার সম্ভবনা থাকছে না। নিকট অতীত প্রয়োজনীয় কর্মচারী পদে নিয়োগ সম্পন্ন করা হয়েছে। তাই আপনার সন্তানকে নিশ্চিন্তে নিকটস্থ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ভর্তি করতে পারেন।

16/11/2021

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে, আগামী 17.11.2021 তারিখ বুধবার "ফাতেহা ই ইয়াজদাহম উপলক্ষ্যে প্রতিষ্ঠান বন্ধ থাকবে। 18.11.2021 তারিখ হতে যথারীতি ক্লাস চলবে।
অধ্যক্ষ
চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
চারঘাট, রাজশাহী।

10/11/2021

ভর্তি! ভর্তি!! ভর্তি!!!

Photos from Charghat Govt. Technical School & College's post 10/09/2021

No mask,No school.

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আপনার নেতৃত্ব, দূরদর্শীতা এবং একনিষ্ঠতা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে চলেছে।আপনার নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে, সবার মতো ...

Location

Category

Telephone

Website

Address

Rajshahi

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00
Other Schools in Rajshahi (show all)
Suffix Pre-Cadet and Kinder Garden- বাগমারা, রাজশাহী Suffix Pre-Cadet and Kinder Garden- বাগমারা, রাজশাহী
Madarigonj Bagmara
Rajshahi, 6440

Suffix Pre-Cadet and Kinder Garden- বাগমারা, রাজশাহী Primary and High School

Ranihati ML High School Ranihati ML High School
Ranihati, Rajshahi, Rajshahi
Rajshahi, 6300

Ranihati ML High School, Shibganj, Chapainawabganj

Arabic Learning Centre BD Arabic Learning Centre BD
Kajla
Rajshahi, 6500

Many people of Bangladesh want to learn Arabic Language but they don't get any suitable platform. Th

Konabaria High School, Konabaria, Bagmara, Rajshahi Konabaria High School, Konabaria, Bagmara, Rajshahi
Konabaria, Bagmara
Rajshahi, 6251

Konabaria High School, Bagmara, Rajshahi

Nourish Kindergarten Nourish Kindergarten
Kazihata, Rajpara
Rajshahi, 6000

A kindergarten school for children

English With Konaa English With Konaa
Rajshahi

English Learning Platform.

জামিয়া কওমিয়া মহিলা মাদরাসা রাজশাহী জামিয়া কওমিয়া মহিলা মাদরাসা রাজশাহী
Jamalpur, Padma Abashik, Boalia
Rajshahi, 6000,6100,6203

জামিয়া ক্বওমিয়া মহিলা মাদ্রাসা রাজশা

Godagari River View Semi-English Medium School Godagari River View Semi-English Medium School
Godagari Thana More
Rajshahi, 6290

নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদরাসা নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদরাসা
Rajshahi
Rajshahi, 6213

ইলম ও আমলের অনুশীলনে নির্ভরযোগ্য আদর?

Shishu Niketan & Sadar Junior High School Shishu Niketan & Sadar Junior High School
Khetlal 5920, Joypurhat
Rajshahi

Fountain Musical Arts Center Fountain Musical Arts Center
Padma Residential Area, House No : 156, Holding No : 83 , Road No : 05 , Post Co
Rajshahi, 6000

Located in Rajshahi, Bangladesh, this school provides an opportunity for Bengalis to learn Western m

Tarteelul Quran Academy Rajshahi Tarteelul Quran Academy Rajshahi
Uposhahar, Cantontment Road
Rajshahi, 6205

This is a Hifz Madrasah. We have Nurani, Nazera, Hifz Group. Besides Hifz We have General Division f