তেঁতুলিয়ার শালবাহান হাট নানা সমস্যায় জর্জরিত।
ভিডিওটিঃ এম এ বাসেদ আংকেল এর ইউটিউব চ্যানেল থেকে সংগৃহীত।
শালবাহান, তেঁতুলিয়া, পঞ্চগড়
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শালবাহান, তেঁতুলিয়া, পঞ্চগড়, শালবাহান বাজার, Panchagarh.
Operating as usual
শালবাহান বাজারে মাছ ধরা হচ্ছে
প্রচণ্ড বৃষ্টিতে পুকুর ভরে বাজারে পানি

রেজিষ্ট্রেশন আরো ২দিন বাড়িয়ে বৃহস্পতিবার পর্যন্ত করা হইছে
সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, মহানন্দা ব্লাড সোসাইটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ বৎসরে পদার্পণ উপলক্ষে আগামী ২০ ডিসেম্বর ২০১৯ খ্রি. শুক্রবার প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত।
🔴🔴আয়োজনে যা থাকছে🔴🔴
1⃣ টি-শার্ট
2⃣ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।
3⃣ বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প (ফ্রিতে স্বাস্থ্য চেক-আপ)।
4⃣ দুপুরের খাবার।
5⃣ সচেতনতা মূলক র্যালী।
6⃣ সচেতনতা বিষয়ক আলোচনা সভা ও সন্মাননা প্রদান।
7⃣ এবং সবশেষে থাকছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান 😍
🔰স্থানঃ রনচন্ডি উচ্চ বিদ্যালয় মাঠ
#রেজিষ্ট্রেশন ফি ২০০ টাকা
📛সবার উপস্থিতির সাথে রেজিষ্ট্রেশন কার্যক্রম দ্রুত শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি।
🆔রেজিষ্ট্রেশন শুরুঃ চলতি
❌রেজিষ্ট্রেশনের শেষ সময়ঃ ১২/১২/২০১৯ ইং
📞যোগাযোগ ও বিকাশঃ
01710270220 আলমগীর
01710335956 আশিক
01776910032 আসলাম হোসেন আশিক
01744368699 কবির হোসেন বিডি
(বিকাশ করার পরে, প্রদানকারী ফোন নাম্বারের শেষের ৩ ডিজিট জানিয়ে দিবেন)
ধন্যবাদ,
জয় হোক মানবতার
মহানন্দা ব্লাড সোসাইটি, তেঁতুলিয়া, পঞ্চগড়।

#আপডেট
#অনিবার্য কারনবসত তারিখ পরিবর্তন।
🔆আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় ভাই/বোন,
জানি সবাই ভালো নেই, থাকবেন কি করে, সবসময় বিভিন্ন কাজ (স্বেচ্ছায়) করতে করতে তো ক্লান্ত হয়ে পড়েছেন, তাইতো কাজ শেষে একটু আনন্দ নেওয়া,অনুপ্রেরণার গল্প শোনা এবং নানারকম অভিজ্ঞতা নিয়ে সম্মিলিত হওয়া তো দোষের কিছু নয়❤
উল্লেখিত পরিপ্রেক্ষিতে, হিমালয় পর্বত ঘেঁষে ছুটি ছুটি পায়ে গড়ে উঠা @মহানন্দা ব্লাড সোসাইটি তেঁতুলিয়া পঞ্চগড় এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ২০/১২/২০১৯ ইং @মহানন্দা ব্লাড সোসাইটি তেঁতুলিয়া পঞ্চগড় #রংপুর ডিভিশন তথা উত্তরাঞ্চলের সবাইকে সাথে নিয়ে হাসি, খুশি, আড্ডায় মিলিত হওয়ার জন্য এক মিলনমেলার আয়োজন করেছে। যার জন্য ২০০ টাকা করে রেজিষ্ট্রেশন ফি নির্ধারিত করা হয়েছে।
🔴🔴আয়োজনে যা থাকছে🔴🔴
1⃣ টি-শার্ট (১ টা করে)
2⃣ সারাদিন ব্যাপী বিণামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।
3⃣ দিন ব্যাপী বিণামূল্যে মেডিক্যাল ক্যাম্প (ফ্রিতে স্বাস্থ্য চেক-আপ)।
4⃣ সচেতনতা মূলক র্যালী।
5⃣ দুপুরের খাবার।
6⃣ সচেতনতা বিষয়ক আলোচনা সভা ও সন্মাননা প্রদান।
7⃣ তেঁতুলিয়ার মনোরম পরিবেশ এবং বাংলাদেশের সমতল ভূমির একমাত্র অর্গানিক চা বাগান দেখার সুযোগ😎
এবং সবশেষে
8⃣ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকছেই😍😁
🔰স্থানঃ রনচন্ডি উচ্চ বিদ্যালয় মাঠ
📛সবার উপস্থিতির সাথে রেজিষ্ট্রেশন কার্যক্রম দ্রুত শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি।
📛ইনশাআল্লাহ সবার সম্মিলিত প্রয়াসে শুনা হবে, শেখা হবে আপনার/আমার অনুপ্রেরণার গল্প।
আর এগিয়ে যাব একাত্মতা প্রকাশ করে মানবতার বিজয় ছিনিয়ে আনার পথে।।
🆔রেজিষ্ট্রেশন শুরুঃ চলতি
❌রেজিষ্ট্রেশনের শেষ সময়ঃ ১০/১২/২০১৯ ইং
📞যোগাযোগ ও বিকাশঃ
01710270220 আলমগীর
01710335956 আশিক
01776910032 আসলাম হোসেন আশিক
01744368699 কবির হোসেন বিডি
(বিকাশ করার পরে, প্রদানকারী ফোন নাম্বারের শেষের ৩ ডিজিট জানিয়ে দিবেন)
ধন্যবাদ,
জয় হোক মানবতার
মহানন্দা ব্লাড সোসাইটি, তেঁতুলিয়া, পঞ্চগড়।
বন্ধুত্ব হলে এমন হওয়া উচিৎ

https://journalistvoice71.com/?p=30222
মস্তকবিহীন লাশের হত্যারহস্য উদঘাটন, জড়িতরা গ্রেফতার জার্নালিস্ট ভয়েস৭১.কম পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় উদ্ধার হওয়া মস্তকবিহীন অজ্ঞাতনামা লাশের পরিচয় ও হত্যারহস্য উ....

শ্রদ্ধেয় Md Abdul Mozid স্যার এর ৪র্থ বার O+ রক্তদান। স্যার অনেকদিন আগেই বলছিল ও+ লাগলে জানাতে। স্যার কে জানাতেই ব্লাড দিয়ে দিলেন।
ব্লাড এর প্রয়োজন হলেই সবাই যোগাযোগ করে কিন্তু এখন অনেকেই ব্লাড দেওয়ার জন্যেও আমাদের খুজে, আমাদের সাথে যোগাযোগ করে। কারণ তারা এটা বুঝতে পারছে ব্লাড দিলে ক্ষতি হয়না। বরং একটা মানুষের জীবন বাঁচে।
যারা বুদ্ধিমান তারাই নিয়মিত রক্তদান করে।
আর যারা শারীরিক যোগ্যতা থাকা সত্যেও ভুল ধারণা এবং সুচের ভয়ে ব্লাড দেয়না তারাই হচ্ছে আস্ত একটা গাধা।
ব্লাড দিয়ে ছবি আপলোড দিলে যাদের নেগেটিভ মাইন্ডে লাগে তাদের বলি,
এই ছবি আপলোড দেওয়ার মাধ্যমেই হাজারো মানুষ সচেতন হচ্ছে, রক্তদানে উদ্ভুদ্ধ হচ্ছে। সমাজের হাজারো মানুষের উপকার হচ্ছে, থ্যালাসেমিয়া সহ অনেক অসহায় মানুষের জীবন বাচতেছে।
তাই আপনারা যদি এর পরেও নেগেটিভ মাইন্ড নিয়ে পরে থাকেন তাহলে থাকেন। আমার মত হাজারো ভলান্টিয়ার এর কোন সমস্যা নেই।
সমাজের সচেতন নাগরিকের উদ্যেশ্য বলি,
Let's Donate Blood
Save Life
আপনার রক্তে বাঁচুক প্রাণ
চলুন সবাই করি রক্তদান।
রক্ত দিন, জীবন বাঁচান।
মহানন্দা ব্লাড সোসাইটি পরিবারের পক্ষ থেকে স্যার কে ধন্যবাদ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য।
আপনার জন্য রইলো শুভ কামনা
জয় হোক মানবতার
জয় হোক মনুষ্যত্বের

সচেতনতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
শিশু জন্মের সময় গর্ভবতী মায়ের রক্তের প্রয়োজন হতে পারে, তাই আগে থেকেই দুই জন রক্ত দাতা প্রস্তুত করে রাখুন।
#জনসচেতনতায়
মহানন্দা ব্লাড সোসাইটি
তেঁতুলিয়া পঞ্চগড়

আজ বিশ্ব রক্তদাতা দিবস। অগণিত মুমূর্ষু রোগীকে স্বেচ্ছায় রক্তদান করে যারা জীবন বাঁচাতে সাহায্য করেন তাদের দানের মূল্যায়ন, স্বীকৃতি ও উদ্বুদ্ধকরণের মধ্যে রয়েছে এ দিবসের তাৎপর্য।
আজ বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলেক্ষ্যে মহানন্দা ব্লাড সোসাইটির আয়োজনে র্যালি এবং সারাদেশব্যপী বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়।

আলহামদুলিল্লাহ্
"আপনার রক্তে বাঁচুক প্রাণ,
চলুন সবাই করি রক্তদান"
এই লক্ষ্যে মহানন্দা ব্লাড সোসাইটির উদ্যোগে, আগামী ২৮/০৪/২০১৯ ইং তারিখে (রোজঃ রবিবার) ফ্রিতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরন কর্মসূচীর আয়োজন করা হয়েছে...।।।
স্থানঃ রনচন্ডি উচ্চ বিদ্যালয় মাঠ
ধন্যবাদ জানাচ্ছি মহানন্দা ব্লাড সোসাইটির উদ্যেগে, ফ্রিতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরন কর্মসূচীকে সফল করার লক্ষ্যে যারা মহানন্দা ব্লাড সোসাইটিকে আর্থিক ভাবে সহযোগিতা করেছেন...।।।
বিঃ দ্রঃ রক্তদানে আগ্রহীগন মহানন্দা ব্লাড সোসাইটির সদস্য হিসেবে রক্তদান করতে পারবেন...।।।

#রক্তদান দেহের জন্য ক্ষতিকর নয়"
তবে অনেক সময় অামরা প্রয়োজনের বিপরীতে অনেকেই বিভিন্ন অজুহাত দেখাই-
--> মা নিষেধ করেছে..
--> সামনে পরীক্ষা..
--> শরীর দূর্বল..
--> এখন অনেক রাত..
--> আমি ভয় পাই..
--> আমি অনেক ব্যস্ত..
-->ভাই ১সপ্তাহ আগে দিছি..
--> পরিচিত নয় তাই দিবনা..
--> দেওয়ার মত অনেকেই আছে..
-->এখন ইচ্ছে করছেনা..
--> রক্তদান ক্ষতিকর..
--> হাসপাতাল অনেক দূরে..
মানব সেবাই অনাবিল প্রশান্তি পাওয়া যায় স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে :)
এক ব্যাগ রক্ত এক ফালি হাসি..!
==আজ আপনি একজন এগিয়ে আসুন,
কাল একটি সমাজ এগিয়ে আসবে==
#রক্তদান পেশা নয়, এটা অামাদের নেশা, এমনই এক নেশা - যে নেশায় বাঁচে প্রাণ।
#রক্ত_দিন, #জীবন_বাঁচান :)
প্রচারে: মহানন্দা ব্লাড সোসাইটি তেঁতুলিয়া পঞ্চগড়

ধন্যবাদ জ্ঞাপন করছি মহানন্দার প্রতিটি ব্যক্তি-কে....
সবার সর্বোচ্চ চেষ্টার পরেও আমাদের মাঝে আজ রায়হান নেই, গত ২৯/০৩/২০১৯ ইং তারিখে, রায়হান আমাদের সবাইকে ছেড়ে পৃথীবির মায়া ত্যাগ করেন..... কিন্তু রায়হান মরেনি, রায়হান বেচে আছে মহানন্দা সহ তার চিকিৎসার জন্য সহযোগিতা করা প্রতিটি মানুষের হৃদয়ে.....।।।।
আজ ০৫/০৪/২০১৯ ইং (শুক্রবার) রায়হানের চিকিৎসার জন্য বিভিন্ন বাজার, অফিস, সমাজের সাধারন/ বৃত্তবান মানুষের কাছ থেকে তোলা (৬৯২৯৩) টাকা তার পরিবারের (মা-বাবার) কাছে তুলে দিয়েছেন মহানন্দা এর সন্মানিত উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট সমাজসেবক,শালবাহান বাজার। সোহেল রানা, অধ্যক্ষ, রণচণ্ডী কিন্ডারগার্টেন ও সভাপতি আলমগীর, সাধারন সম্পাদক সাইফুল সহ মহানন্দা ব্লাড সোসাইটির আইন বিষয়ক সম্পাদক আসলাম ভাই, সাথে ছিলেন সাংস্কৃতিক সম্পাদক মেহেদি রুবেল, সাংগঠনিক সম্পাদক আশিক, আইসিটি বিষয়ক সম্পাদক কবির ও সন্মানিত শরিফুল ভাই....।।।
যারা রায়হানের জন্য আর্থিক ভাবে সহযোগিতা করেছিলেন তাদের, প্রত্যেকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি...।।। সেই সাথে আপনাদের দেওয়া সাহায্যের মাধ্যমে রায়হানের বাবার চিকিৎসার জন্য দোয়াপ্রার্থনা করছি...।।।
ধন্যবাদ ও ভালোবাসা রইলো সবার জন্য...।।।।

ডাঃ Kamruzzaman Rasel A+ ১২ তম বার।
রানা A+ ৩য় বার।
ইমরান A+ ৩য় বার।
সোহেল রানা A+ ১ম বার।
মাহফুজার AB+ ১ম বার।
সবার জন্য রইলো অনেক অনেক ভালবাসা এবং শুভ কামনা।
#মানবতার_জয়_হোক

শুভ জন্মদিন ভালবাসার সংগঠন, প্রাণের সংগঠন মহানন্দা ব্লাড সোসাইটির জন্মদিন।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Telephone
Website
Address
শালবাহান বাজার
Panchagarh
5030