Tepriganj Adarsha B.L High School, Debiganj, Panchagarh

Tepriganj Adarsha B.L High School, Debiganj, Panchagarh

Share

It is a unofficial page. Teprigonj, Debigonj, Panchagarh

Operating as usual

29/07/2019

Captured at 6am, in 28July,2019....
By Arman.

08/07/2019
Timeline photos 25/10/2018

টেপ্রীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়

Timeline photos 24/10/2018
15/06/2018

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা । ঈদ মোবারক ।

Photos from Tepriganj Adarsha B.L High School, Debiganj, Panchagarh's post 04/03/2017

Practical Routine for Tepriganj High School's students...

Timeline photos 29/12/2016

JSC Result of Tepriganj Adarsha B.L High School
Presentence of pass : 94.87
Examine : 156
Passed : 148
GPA 5 : 08

Timeline photos 16/12/2016

16 December, 2016

Timeline photos 18/11/2016

SSC Examination 2017 Routine

29/10/2016

- কিছু গুরুত্বপূর্ন প্রচলিত ব্যবহারিত
শব্দের পূর্ননাম.....................
১। GPA,5 – এর পূর্নরুপ—Grade
point Average
১। J.S.C – এর পূর্নরূপ — Junior
School Certificate.
২। J.D.C – এর পূর্নরূপ — Junior
Dakhil Certificate.
৩। S.S.C – এর পূর্নরূপ —
Secondary School
Certificate.
৪। H.S.C – এর পূর্নরূপ — Higher
Secondary
Certificate.
৫। A.M – এর পূর্নরূপ — Ante
meridian.
৬। P.M – এর পূর্নরূপ — Post
meridian.
৭। B. A – এর পূর্নরূপ — Bachelor
of Arts.
৮। B.B.S – এর পূর্নরূপ —
Bachelor of Business
Studies.
৯। B.S.S – এর পূর্নরূপ —
Bachelor of Social
Science.
১০। B.B.A – এর পূর্নরূপ —
Bachelor of Business
Administration
১১। M.B.A – এর পূর্নরূপ — এর
পূর্নরূপ — Masters
of Business Administration.
১২। B.C.S – এর পূর্নরূপ —
Bangladesh Civil
Service.
১৩। M.A. – এর পূর্নরূপ — Master
of Arts.
১৪। B.Sc. – এর পূর্নরূপ —
Bachelor of Science.
১৫। M.Sc. – এর পূর্নরূপ —
Master of Science.
১৬। B.Sc. Ag. – এর পূর্নরূপ —
Bachelor of Science
in Agriculture .
১৭। M.Sc.Ag.- এর পূর্নরূপ —
Master of Science in
Agriculture.
১৮। M.B.B.S. – এর পূর্নরূপ —
Bachelor of
Medicine and Bachelor of
Surgery.
১৯। M.D. – এর পূর্নরূপ — Doctor
of Medicine./
Managing director.
২০। M.S. – এর পূর্নরূপ — Master
of Surgery.
২১। Ph.D./ D.Phil. – এর পূর্নরূপ
— Doctor of
Philosophy (Arts & Science)
২২। D.Litt./Lit. – এর পূর্নরূপ —
Doctor of
Literature/ Doctor of Letters.
২৩। D.Sc. – এর পূর্নরূপ — Doctor
of Science.
২৪। B.C.O.M – এর পূর্নরূপ —
Bachelor of
Commerce.
২৫। M.C.O.M – এর পূর্নরূপ —
Master of
Commerce.
২৬। B.ed – এর পূর্নরূপ —
Bachelor of education.
২৭। Dr. – এর পূর্নরূপ — Doctor.
২৮। Mr. – এর পূর্নরূপ — Mister.
২৯। Mrs. – এর পূর্নরূপ —
Mistress.
৩০। Miss – এর পূর্নরূপ — used
before unmarried
girls.
৩১। M.P. – এর পূর্নরূপ —
Member of Parliament.
৩২। M.L.A. – এর পূর্নরূপ —
Member of Legislative
Assembly.
৩৩। M.L.C – এর পূর্নরূপ —
Member of Legislative
Council.
৩৪। P.M. – এর পূর্নরূপ — Prime
Minister.
৩৫। V.P – এর পূর্নরূপ — Vice
President./ Vice
Principal.
৩৬। V.C-এর পূর্নরূপ — Vice
Chancellor.
৩৭। D.C– এর পূর্নরূপ — District
Commissioner/
Deputy Commissioner.
৩৯। S.P– এর পূর্নরূপ — Police
Super.
৪০। S.I – এর পূর্নরূপ — Sub
Inspector Police.

Timeline photos 27/10/2016

জে এস সি ২০১৬ পরীক্ষার সময়সূচি

22/10/2016

এক তরুণী তার বাবাকে সাথে নিয়ে গাড়ি ড্রাইভ করছিলো।
কিছুক্ষণ পর আকাশ কালো মেঘে ছেয়ে গেলো এবং তুমুল ঝড় শুরু হলো।
তরুণী টি ভয় পেয়ে বাবাকে জিজ্ঞাসা করলো,বাবা কি করবো!
পাশের সিট থেকে বাবা মেয়েকে সাহস যোগালেন,
''তুমি ড্রাইভ করতে থাকো। থেমো না"।
তরুণীটি গাড়ি ড্রাইভ করতে লাগলো,কিন্তু ঝড়ের প্রচন্ডতা আরো বেড়ে যাওয়াতে গাড়ি ড্রাইভ করা কঠিন হয়ে পড়ছিলো।
কিছুক্ষণ পর গাড়ি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে উঠলো।
তরুণীটি আবারো তার বাবার কাছে জানতে চাইলো থামবে কিনা।
বাবা আগের মতই ড্রাইভ করতে বললেন।
কিছুদুর ড্রাইভ করার পরে তরুণী লক্ষ্য করলো তার পথের
কিছুসামনে ষোলো চাকার একটা লরি রাস্তার পাশে সাইড করে থেমে যাচ্ছে।
তারসামনে আরো কিছু গাড়ি রাস্তার একপাশে পার্ক করে থেমে আছে।
দৃশ্যটি দেখে তরুণী টি বাবাকে বললো,
"বাবা এবার আমাদের থামতেই হবে। আশেপাশের সবাই দেখো গাড়ি ড্রাইভ করা বন্ধ করে পথের পাশে থেমে যাচ্ছে"।
কিন্তু বাবা সেই আগের মতই তার সিদ্ধান্তে অটল। হাল ছেড়োনা।
তুমি ড্রাইভ করতে থাকো।
বাবারকথা শুনে মেয়েটি সাহস পেলো এবং প্রচন্ড ঝড়ের মধ্যেও আস্তে আস্তে সামনের দিকে আগাতে লাগলো।
এভাবে কয়েক মাইল যাবার পরে তরুণীটি আবিস্কার করলো,
ঝড় থেমে গেছে এবং সূর্য্য উঠে গেছে।
এবার বাবা বললেন,
'এবার গাড়ি থামিয়ে বাইরে বেরোতে পারো।'
তরুণী টি অবাকহয়ে বাবাকে জিজ্ঞাসা করলো, এখন কেন বলছো?
বাবা বললেনঃ
"এখন এজন্যই বের হতে বলছি যাতে তুমি পেছনের দিকে তাকাতে পারো এবং সেই সব মানুষদের দেখতে পারো যারা হাল ছেড়ে দিয়েছিলো
এবং থেমে গিয়েছিলো।ওঁরা এখনো ঝড়ের মধ্যেই আছে।
কিন্তু তুমি হাল ছাড়োনি এবং থেমে যাওনি,
তাই তোমার ঝড় এখন শেষ!..."
জীবনের ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য।
জীবনে চলার পথে আমরা অর্থনৈতিক, আবেগিক,পারিবারিক, সামাজিক ক্ষেত্রে নানা ধরণের ঝড়ের মুখোমুখি হই এবং ভয় পেয়ে থেমে যাই।
থেমে থাকার ফলে সেই ঝড়ে আমাদের জীবনগাড়ি নানাভাবে ক্ষতিগ্রস্থ হয় যা আত্নবিশ্বাসে ঘাটতি এনে দেয়।
জীবনের রাস্তা রেসিং ড্রাইভের মত মসৃণ নয়। জীবনের পথ বড়বন্ধুর। চলার পথে নানা ধরণের বাধা-বিপত্তিই আসবেই,
কিন্তুথেমে থাকলে ক্ষতির পরিমাণ ই শুধু বাড়বে। কঠিন পরিস্থিতিতে পড়ে আশেপাশের মানুষগুলো কিংবা সবচেয়ে কঠিন লোকটিও হালছেড়ে দিয়েছে বলেই যে আপনাকেও হাল ছাড়তে হবে এমন নয়।
পরিস্থিতি যত কঠিনই হোক না কেন,ধীরে-ধীরে সামনের দিকে অগ্রসর হতে থাকুন।
ইনশাআল্লাহ দেখবেন সাফল্যের ঝলমলে সূর্য্যটা আবারো আপনার মাথার উপর হেসে উঠবে।

01/10/2016

★সমাস চেনার সহজ উপায়★

স্কুলে যখন ‘সমাস ‘ পড়ানো হত, তখন স্যারেরা
একটু দুষ্টুমী করেই বলতেন ‘সমাস ‘ শিখতে
নাকি
ছয় মাস লাগে। যদিও কথাটি দুষ্টামীর ছলে
বলা কিন্তু
কথাটি একটু বেশিই সত্যিই। ৬ মাস তো দূরে
থাক ৬
বছরেও শিখা হলো না কোনটা কোন সমাস।
,
দ্বিগু সমাস কিভাবে চিনবেন জানেন? আচ্ছা,
দ্বিগু
শব্দের “দ্বি ” মানে কী? দ্বিতীয় শব্দে “দ্বি ”
আছে না? আমরা ২ বুঝাতে “দ্বি ” শব্দটি
ব্যবহার করি।
২ মানে কী? একটি সংখ্যা। তাহলে যে শব্দে
সংখ্যা
প্রকাশ পাবে এখন থেকে সেটাকেই “দ্বিগু ”
সমাস বলে ধরে নিবেন। যেমন পরীক্ষায়
আসলো শতাব্দী কোন সমাস? আচ্ছা শতাব্দী
মানে হল শত অব্দের সমাহার। অর্থাৎ প্রথমেই
আছে “শত ” মানে একশ, যা একটি সংখ্যা।
সুতরাং এটি
দ্বিগু সমাস। একইভাবে ত্রিপদী ( তিন পদের
সমাহার)এটি ও দ্বিগু সমাস। কারণ এখানে ও
একটি সংখ্যা
(৩) আছে। এবার যেকোন ব্যাকরণ বই নিয়ে
দ্বিগু
সমাসের যত উদাহরন আছে সব এই সুত্রের
সাহায্যে মিলিয়ে নিন।
,
এবার আসুন কর্মধারয় সমাসে। খুব বেশি আসে
পরীক্ষায় এখান থেকে। কর্মধারয় সমাসে
“যে /
যিনি/যারা ” এই শব্দগুলো থাকবেই। যেমন:
চালাকচতুর
– এটি কোন সমাস? চালাকচতুর মানে ‘যে
চালাক সে
চতুর ‘ তাহলে এখানে ‘যে ‘ কথাটি আছে,অতএব
এটি
কর্মধারয় সমাস। তবে কর্মধারয় সমাস ৪ প্রকার
আছে। মুলত এই ৪ প্রকার থেকেই প্রশ্ন বেশি
হয়। প্রথমেই আসুম মধ্যপদলোপী কর্মধারয়
সমাস চিনি। নামটা খেয়াল করুন,
মধ্যপদলোপী।
মানে মধ্যপদ অর্থাৎ মাঝখানের পদটা লোপ
পাবে
মানে চলে যাবে। সহজ করে বললে হয়,
যেখানে মাঝখানের পদটা চলে যায় সেটিই
মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমনঃ
সিংহাসন -
কোন সমাস? সিংহাসন মানে ‘সিংহ চিহ্নিত
যে আসন ‘।
তাহলে দেখুন এখানে ‘সিংহ চিহ্নিত যে আসন
‘ বাক্যটি
থেকে মাঝখানের “চিহ্নিত ” শব্দটি বাদ
দিলে অর্থাৎ
মধ্যপদ “চিহ্নিত ” শব্দটি লোপ পেলে হয়
“সিংহাসন
“। যেহেতু মধ্যপদলোপ পেয়েছে, অতএব এটি
মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
উপমান কর্মধারয় সমাস কিভাবে চিনবেন
জানেন? যদি
২টি শব্দ তুলনা করা যায় তবে সেটি হবে
উপমান
কর্মধারয় সমাস। যেমনঃ তুষারশুভ্র – কোন
সমাসের
উদাহরন? এটি পরীক্ষায় অনেকবার এসেছে।
শব্দটি খেয়াল করুন “তুষারশুভ্র “। তুষার মানে
বরফ,
আর শুভ্র মানে সাদা। বরফ তো দেখতে সাদা।
তাহলে তো এটি তুলনা করা যায়। অতএব এটি
উপমান
কর্মধারয়। একইভাবে “কাজলকালো “এটিও
উপমান
কর্মধারয় সমাস। কারণ কাজল দেখতে তো
কালো
রঙেরই হয়। তার মানে তুলনা করা যাচ্ছে।
অতএব এটি
উপমান কর্মধারয়।
এটি অন্যভাবে ও মনে রাখা যায়। উপমান
মানে Noun
+ Adjective. যেমন তুষারশুভ্র শব্দটির তুষার
মানে
বরফ হল Noun, আর শুভ্র মানে সাদা হল
Adjective।
কাজলকালো শব্দটির কাজল হল Noun, এবং
কালো
হল Adjective। অতএব Noun + Adjective = উপমান
কর্মধারয় সমাস।
উপমিত কর্মধারয় মানে যেটা তুলনা করা
যাবে না। বিগত
বছরের একটি প্রশ্ন ছিল :সিংহপুরুষ – কোন
সমাসের উদাহরণ? খেয়াল করুন শব্দটি।
সিংহপুরুষ মানে
সিংহ আর পুরুষ। আচ্ছা সিংহ কি কখনো পুরুষ
হতে
পারে নাকি পুরুষ কখনো সিংহ হতে পারে?
একটা
মানুষ আর অন্যটা জন্তু, কেউ কারো মত হতে
পারেনা। অর্থাৎ তুলনা করা যাচ্ছে না। তার
মানে
যেহেতু তুলনা করা যাচ্ছেনা, অতএব এটি
উপমিত
কর্মধারয় সমাস। চন্দ্রমুখ শব্দটি কোন সমাস?
খেয়াল করুন মুখ কি কখনো চাঁদের মত হতে
পারে, নাকি চাঁদ কখনো মুখের মত হতে পারে?
কোনোটাই কোনটার মত হতে পারেনা। অর্থাৎ
তুলনা করা যাচ্ছে না। তার মানে যেহেতু
তুলনা করা
যাচ্ছেনা, অতএব এটি উপমিত কর্মধারয় সমাস।
এটিও অন্যভাবে মনে রাখা যায়। উপমিত
মানে Noun+
Noun. যেমন -পুরুষসিংহ শব্দটির পুরুষ ও সিংহ
দুটোই
Noun। অর্থাৎ Noun+ Noun। একইভাবে চন্দ্রমুখ
শব্দটির চন্দ্র ও মুখ দুটিই Noun । অর্থাৎ Noun+
Noun। অতএব । অর্থাৎ Noun+ Noun= উপমিত
কর্মধারয় সমাস
সমাসের এই পর্বের সাথে আমার “বাংলা
ব্যাকরণ –
ধ্বনি ও বর্ণঃ সত্যজিৎ চক্রবর্ত্তী ” নাম ও
শিরোনামে লেখাটি দেখে রাখবেন। ঐ
পর্বটি
চ্যালেঞ্জিং পর্ব ছিল।অর্থাৎ ঐ নোটের
বাইরে
একটি প্রশ্ন ও হবেনা।
বাকি থাকল রুপক কর্মধারয় সমাস। এটিও খুব
সোজা।
রুপ- কথাটি থাকলেই রুপক কর্মধারয়। যেমনঃ
বিষাদসিন্ধু
-এটি কোন সমাস? বিষাদসিন্ধু কে বিশ্লেষণ
করলে
হয় “বিষাদ রুপ সিন্ধু “। যেহেতু এখানে রুপ
কথাটি
আছে, অতএব এটি রুপক কর্মধারয় সমাস।
একইভাবে
মনমাঝি -মনরুপ মাঝি, ক্রোধানল -ক্রোধ রুপ
অনল,
এগুলো ও রুপক কর্মধারয় সমাস, যেহেতু রুপ
কথাটা
আছে।
বাংলা ব্যাকরণ এর নিয়মানুসারে ব্যাকরণ
বুঝতে গেলে
বিসিএস বা অন্য কোন চাকরির জন্য আর
প্রস্তুতি
নেয়াটা অনেক কঠিন হয়ে যাবে। কারণ বইতে
যে
ভাষায় ব্যাখ্যা করা আছে তা বুঝা আর
এভারেস্ট জয়
করা সমান কথা। তাই চেষ্টা করলাম সহজ
ভাষায়
উপস্থাপন করতে। সমাসের বাকি অংশটুকু
আগামী
পর্বে দেওয়া হবে।
collected

Timeline photos 22/05/2016

Captured : Arman

03/05/2016

কে কিসের জনক??
জীব বিজ্ঞানের জনক :
এরিস্টটল
প্রাণী বিজ্ঞানের জনক :
এরিস্টটল
রসায়ন বিজ্ঞানের জনক :
জাবির ইবনে হাইয়্যান
পদার্থ বিজ্ঞানের জনক :
আইজ্যাক নিউটন
সমাজ বিজ্ঞানের জনক :
অগাষ্ট কোৎ
হিসাব বিজ্ঞানের জনক :
লুকাপ্যাসিওলি
চিকিৎসা বিজ্ঞানের জনক :
ইবনে সিনা
দর্শন শাস্ত্রের জনক :
সক্রেটিস
ইতিহাসের জনক :
হেরোডোটাস
ভূগোলের জনক : ইরাটস
থেনিস
রাষ্ট্রবিজ্ঞানে র জনক :
এরিস্টটল
অর্থনীতির জনক : এডাম
স্মিথ
অংকের জনক : আর্কিমিডিস
বিজ্ঞানের জনক : থ্যালিস
মেডিসিনের জনক :
হিপোক্রটিস
জ্যামিতির জনক : ইউক্লিড
বীজ গণিতের জনক : আল-
খাওয়াজমী
জীবাণু বিদ্যার জনক : লুই
পাস্তুর
বিবর্তনবাদ তত্ত্বের জনক :
চার্লস ডারউইন
সনেটের জনক : পের্ত্রাক
সামাজিক বিবর্তনবাদের
জনক: হার্বাট স্পেন্সর
বংশগতি বিদ্যার জনক :
গ্রেডার জোহান মেনডেন
শ্রেণীকরণ বিদ্যার জনক :
করোলাস লিনিয়াস
শরীর বিদ্যার জনক :
উইলিয়াম হার্ভে
ক্যালকুলাসের জনক :
আইজ্যাক নিউটন
বাংলা গদ্যের জনক : ঈশ্বর
চন্দ্র বিদ্যা সাগর
বাংলা উপন্যাসের জনক :
বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
বাংলা নাটকের জনক : দীন
বন্ধু মিত্র
বাংলা সনেটের জনক : মাইকেল
মধু সুদন দত্ত
ইংরেজী কবিতার জনক : খিউ
ফ্রে চসার
মনোবিজ্ঞানের জনক :
উইলহেম উন্ড
বাংলা মুক্তক ছন্দের জনক :
কাজী নজরুল ইসলাম
বাংলা চলচিত্রের জনক :
হীরালাল সেন
বাংলা গদ্য ছন্দের জনক :
রবীন্দ্রনাথ ঠাকুর
আধুনিক রসায়নের জনক : জন
ডাল্টন
আধুনিক গণতন্ত্রের জনক :
জন লক
আধুনিক অর্থনীতির জনক
:পাল স্যমুয়েলসন
আধুনিক বিজ্ঞানের জনক :
রাজার বেকন
ইংরেজি নাটকের জনক :
শেক্সপিয়র
[AAS]

Want your school to be the top-listed School/college in Panchagarh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Panchagarh

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 10:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00
Other High Schools in Panchagarh (show all)
বড় শিংগিয়া উচ্চ বিদ্যালয় বড় শিংগিয়া উচ্চ বিদ্যালয়
Panchagarh

The unofficial page of Bara Singia High School.

Atwari Model Pilot High School Atwari Model Pilot High School
Atwari
Panchagarh, 5040

The great thing about learning is that you never have to stop!

Panchagarh Chinikal High School-1975 Panchagarh Chinikal High School-1975
PANCHAGARH
Panchagarh

পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয়ের সাবেক ?

Pamuli B/L High School Pamuli B/L High School
Pamuli, Debiganj
Panchagarh

Welcome to the official page for the Pamuli B/L High School, Pamuli, Debiganj, Panchagarh.

Ahmed Nagar High School, Panchagarh Ahmed Nagar High School, Panchagarh
Panchagarh

"আহমদ নগর উচ্চ বিদ্যালয়,আহমদ নগর, পঞ্চগড়"।

Natun Ba**er Benghari High School Natun Ba**er Benghari High School
Panchagarh, Debiganj
Panchagarh, 5000

Hazradanga Shahidullah High School, Panchagarh Hazradanga Shahidullah High School, Panchagarh
Hazradanga Road
Panchagarh, 5020

Welcome to the fan page of Hazradanga Shahidullah High School. It is not official page. Hazradanga S

Kaliganj S.P. High School Kaliganj S.P. High School
Kaliganj Debiganj
Panchagarh, 5020

This is a good institution of panchagarh district.

Mozahar Hossain High School Mozahar Hossain High School
১ নং দহলা খাগড়াবাড়ী (সাবেক ছিটমহল) হাজীপাড়া, দেবীগঞ্জ, পঞ্চগড়।
Panchagarh, 5020

সাবেক ছিটমহলবাসীর সন্তানদের শিক্ষার মানোন্নয়নে মোজাহার হোসেন উচ্চ বিদ্যালয়'টি প্রতিষ্ঠা করা হয়....

Toria High School Toria High School
Toria, Atwari
Panchagarh, 5040

Heartiest gratitude to all the batches of Toria High School. please,every one like and join here for a better get together

BP Govt High School Panchagarh BP Govt High School Panchagarh
ডাকঘরঃ ধাক্কামারা, উপজেলাঃ পঞ্চগড় সদর, জেলাঃ পঞ্চগড়।
Panchagarh, 5000

বি,পি,সরকারি উচ্চ বিদ্যালয়,পঞ্চগড়, ১৯৪