06/06/2024
জেলা প্রশাসন কতৃক আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকার করেছে হান্নান শেখ পাবলিক স্কুল এন্ড কলেজের ৩য় শ্রেণির শিক্ষার্থী সাফা মারিয়াম৷
তাকে ক্রেস্ট ও সাটিফিকেট তুলে দিচ্ছেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ সাইফুল ইসলাম শাহীন।
28/05/2024
তৃতীয় শ্রেণির বিজ্ঞান বিষয়ে 'চৌম্বকের ধর্ম' সম্পর্কে বাস্তব ও ব্যবহারিক পাঠদানে সংশ্লিষ্ট শিক্ষকের সাথে শিক্ষার্থীরা।
20/05/2024
সম্মানিত অধ্যক্ষ ও প্রধান শিক্ষক মহোদয়
হান্নান শেখ পাবলিক স্কুল এন্ড কলেজ।
15/05/2024
হান্নান শেখ পাবলিক স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের এস এস সি পরীক্ষায় GPA 5.00 সহ কৃতকার্য সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা।
প্রতিদিন বিভিন্ন সময়ে তাদের উপস্থিতি ও প্রতিষ্ঠান প্রধান কতৃক মিষ্টিমুখ করানোর স্থিরচিত্র৷
শুভকামনা সবসময়।
12/05/2024
হান্নান শেখ পাবলিক স্কুল এন্ড কলেজের এস এস সি রেজাল্ট ২০২৪।
09/05/2024
১ম সাময়িক মূল্যায়ন চলছে..
21/04/2024
একটি জরুরী নোটিশ -
এতদ্বারা হান্নান শেখ পাবলিক স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, প্রচন্ড তাপদাহের কারণে সরকারি নির্দেশ মোতাবেক আগামী ২২-০৪-২০২৪ ইং তারিখ হতে ২৭-০৪-২০২৪ ইং তারিখ পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। আগামী ২৮-০৪-২০২৪ ইং তারিখ হতে যথারীতি বিদ্যালয় খোলা থাকবে।
আদেশক্রমে
প্রধান শিক্ষক
হান্নান শেখ পাবলিক স্কুল এন্ড কলেজ, পঞ্চগড়।
14/04/2024
শুভ নববর্ষ ১৪৩১
অংশগ্রহণে - হান্নান শেখ পাবলিক স্কুল এন্ড কলেজ,পঞ্চগড়।
01/04/2024
ভ্রাম্যমাণ লাইব্রেরি পঞ্চগড় ইউনিট কতৃক আয়োজিত হাতের সুন্দর লেখা প্রতিযোগিতায় হান্নান শেখ পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ক শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণ ও তাদের মধ্যে মহা মূল্যবান বই পুরস্কার বিতরণ করার স্থির চিত্র।
পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্মকর্তা।
অভিনন্দন সবাইকে
28/03/2024
আলহামদুলিল্লাহ, "নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল সোসাইটি শিক্ষাবৃত্তি-২০২৩" এ আমাদের হান্নান শেখ পাবলিক স্কুল এন্ড কলেজে থেকে মোট ২৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
এর মধ্যে ১১ জন ট্যালেন্টপুল ও ১৭ জন জেনারেল।
বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদেরকে আন্তরিক অভিনন্দন এবং এই সফলতার জন্য নিরলস প্রচেষ্টাকারী আমাদের সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানাই।
26/03/2024
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে আমাদের রোভার দলের অংশগ্রহণ
18/03/2024
ভ্রাম্যমাণ লাইব্রেরি পঞ্চগড় ইউনিট কতৃক আয়োজিত সুন্দর হাতের লিখা প্রতিযোগিতায় হান্নান শেখ পাবলিক স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ক শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণ ও তাদের মধ্যে মহা মূল্যবান বই পুরস্কার বিতরণ করার স্থির চিত্র।
17/03/2024
শিশু দিবসের পুরস্কার গ্রহণ করছে আমাদের তৃতীয় শ্রেণির সাফা।
অভিনন্দন
12/03/2024
উপহার হিসেবে বনভোজনে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে স্কুলের নাম খচিত কলম উপহার দিলেন সম্মানিত প্রধান শিক্ষক।
11/03/2024
সকল শিক্ষার্থীদের অবগতির জন্য
11/03/2024
বইপড়া কর্মসূচি ২০২৪ উদ্বোধন করলেন সম্মানিত প্রধান শিক্ষক। সাথে ছিলো সহকারী শিক্ষকবৃন্দ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিনিধি।
আলোকিত মানুষ চাই
14/04/2022
এসো হে বৈশাখ এসো এসো।
শুভ নববর্ষ ১৪২৯ ।
হান্নান শেখ পাবলিক স্কুল এন্ড কলেজ, পঞ্চগড়।
#মঙ্গল_শোভা_যাত্রা ।
11/03/2022
Yesterday was the annual sports day arranged by Hannan Sheikh Public School and College, Panchagarh. The chief guest and foundling president of Hannan Sheikh Public School and College gave his valuable short speech before the students and the audience and started the function. The honourable vice-president Md. Shafiqul Islam sir ,Md. Ahsan Habib sir the principal of the school and the respectable Head teacher of the school Md.Saiful Islam Saheen sir were also present there.
12/09/2021
আলহামদুলিল্লাহ, সুদীর্ঘ ৫৪৩ দিন পর দেশের সকল বিদ্যালয়ের ন্যায় হান্নান শেখ পাবলিক স্কুল এন্ড কলেজেও স্বাভাবিকভাবে শিক্ষা কার্যক্রম চালু হলো।
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ের সকল কার্যক্রম চলমান থাকবে। ধন্যবাদ সবাইকে
17/03/2021
আজ ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফীলের আয়োজনে হান্নান শেখ পাবলিক স্কুল এন্ড কলেজের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহোদয় এবং অন্যান্য শিক্ষকবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত ছিলেন।
18/02/2021
মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রতিযোগিতা।