প্রকৃতির মাঝে মোদের এ বিদ্যাপিঠ। 🌿🍃🍂✨
Fakir Para B.L High School
We are proud of our school.
Operating as usual

Best of luck for tomorrow.
জয় আমাদের হবেই! 💪🏆

Congratulations 🎉
Won the final match.

Congratulations 🎉
Way to final 🏆
Result:ফকির পাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় 4 VS বুড়া-বুড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় 3

📍 ফকির পাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়।

পড়ন্ত বিকেলে বিদ্যালয়ের মাঠ।
#২০২২
🟩কলেজ চয়েজ
কলেজ চয়েসের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নেবে না।
একটি ভুল সিদ্ধান্ত তোমার উজ্জ্বল ভবিষ্যতকে নষ্ট করে দিতে পারে।
তাই ভেবে চিন্তে কলেজ চয়েস দিবে।
কলেজ চয়েজ নিয়ে যদি তোমাদের কোন প্রশ্ন তাহলে জানাতে পারো।
SSC Result 2022
HUMANITIES: PASSED=27; NOT PASSED=26;
SCIENCE: PASSED=26; NOT PASSED=2; GPA 5=1;
সবার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
এসএসসি-2022 পরীক্ষায় অংশগ্রহণকারীদের ১৪টি নির্দেশনা:
১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই শিক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. প্রশ্নপত্রের উল্লিখিত সময় অনুযায়ী শুরু হবে পরীক্ষা।
৩. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে সময় ২০ মিনিট এবং সৃজনশীল পরীক্ষার সময় এক ঘণ্টা ৪০ মিনিট।
৪. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে সংগ্রহ করবে।
৫. সব শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে।
৬. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রে (ওএমআর) রোল, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
৯. কোনো পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক, বহুনির্বাচনি ও ব্যবহারিক) নিজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।
১০. পরীক্ষায় নন-প্রোগ্রামাবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
১১. কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল আনতে এবং ব্যবহার করতে পারবে না।
১২. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে।
১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্ৰ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
১৪. পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষার জন্য অনলাইনে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।

রাতের আঁধারে ❤️

Assalamu Alaikum Everyone
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Tetulia
Panchagarh
Panchagarh
It’s a great platform to learn English for your academic field and better career. Feel free to dr
Boda
Panchagarh, 5000
Kalitola High School, Boda, Panchagarh. Contact: +8801746968948
Panchagarh, 5000
Assalamu Alaikum, Dear viewer. This is the MATH Technology page. Here you are Uploading ved
দেবীগঞ্জ-পঞ্চগড়
Panchagarh, 5020
Harivasa
Panchagarh, 5000
This Page Is To Show All Peoples How This School (Ayesha Siddika Prodhan Public School) Makes Childr
Panchagarh Sugarmill Ltd
Panchagarh
From class One to Ten