
গায়রত (আত্মমর্যাদা) সম্পন্ন কোনো পুরুষ তার স্ত্রীর ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারে না। এটি নিতান্ত ব্যক্তিত্বহীন ব্যক্তির দ্বারাই সম্ভব।
(ফেসবুক থেকে নেওয়া)
learn design earn money
Operating as usual
গায়রত (আত্মমর্যাদা) সম্পন্ন কোনো পুরুষ তার স্ত্রীর ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারে না। এটি নিতান্ত ব্যক্তিত্বহীন ব্যক্তির দ্বারাই সম্ভব।
(ফেসবুক থেকে নেওয়া)
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم
“May Allah accept (good deeds) from us and from you.”
আল্লাহ আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন দান করুন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন জিবরাঈল (আ.)-কে বললেন,
আপনি যতোবার আমার নিকট এসেছেন,
ততোবারই আপনার কপালে শোক ও
দুশ্চিন্তার ছাপ ছিলো? এর কারণ কি?
জিবরাঈল (আ.) নবীজি সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম-এর প্রশ্নের জবাবে বললেন,
"জাহান্নাম সৃষ্টির পর থেকে
আমার ঠোঁটে, চোখে ও মুখে কখনো হাসি ফুটেনি।"
জাহান্নাম কেমন হবে?
১. জাহান্নামের গভীরতা এমন যে,
এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে
জাহান্নামের তলদেশে পৌঁছাতে ৭০ বছর সময় লাগে। বিচারের দিন জাহান্নামকে ৭০ হাজার শিকল দ্বারা টেনে আনা হবে, যার প্রত্যেক শিকল ৭০ হাজার ফেরেশতা বহন করবেন।
২. জাহান্নামে চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হবে আর জাহান্নামে তা অবলীলায় হারিয়ে যাবে।
৩. জাহান্নামবাসীদের শরীরের চামড়া
১২৬ ফুট পুরো করে দেওয়া হবে, যাতে করে আযাব অত্যন্ত ভয়াবহ কঠিন হয়। তাদের শরীরে আরও থাকবে তিল, যার এক একটি উহুদ পাহাড়ের সমান।
৪. প্রতিদিন জাহান্নামের আযাব পূর্বের দিন থেকে আরও তীব্র আর ভয়াবহ কঠিন করা হবে।
৫. জাহান্নামের খাদ্য হবে কাঁটাযুক্ত গাছ। আর পানীয় হবে ফুটন্ত পানি, পুঁজ ও রক্তের মিশ্রণ এবং উত্তপ্ত তেল। এরপরও জাহান্নামবাসীর পিপাসা এতো বেশি হবে যে, তারা এই পানীয় পান করতে থাকবে।
৬. জাহান্নামের এই ভয়াবহ কঠিন কল্পনাতীত আযাব অনন্তকাল ধরে চলতে থাকবে।
জাহান্নামবাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে পালানোর চেষ্টা করলে, তাদেরকে লোহার হাঁতুড়ি দিয়ে আঘাত করে, পুনরায় জাহান্নামে ফেলে দেওয়া হবে।
এই জন্যই বলছি, আমার ভাইবোনরা আসুন, আমরা দীনের পথে চলি, ইসলাম মেনে চলি, আমাদের কখন, কি হবে আমরা কিন্তু কেউ জানি না?কেউ আমার সাথে যাবে না, আমার হিসাব আমাকেই দিতে হবে! দুনিয়াটা একটা ধোঁকা ও লালসাময়।
তাই আসুন, আমরা পবিত্র কুরআন- হাদিসের আদেশ-নিষেধ ও শরিয়াহ মোতাবেক চলে, ভয়াবহ কঠিন জাহান্নাম থেকে বাঁচি, আমাদের পরিবারকে বাঁচাই ও সারাবিশ্বের মুসলমানদেরকে বাঁচাই।
হে আল্লাহ! আপনি আমাকে, আমাদের পরিবারকে ও সারাবিশ্বের সকল মুসলমানকে, ভয়াবহ কঠিন জাহান্নামের আযাব থেকে রক্ষা করুণ। আমিন।
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
চাঁদ দেখার দুয়া।।
اللَّهُمَّ أهِلَّهُ عَلَيْنَا بِالأمْنِ وَالإيمانِ، وَالسَّلاَمَةِ وَالإسْلاَمِ، رَبِّي وَرَبُّكَ الله উচ্চারণ : আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল-য়ুমনি ওয়াল ঈমান, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।
অর্থ: হে আল্লাহ্! বরকত ও ঈমান দিয়ে এবং নিরাপত্তা ও ইসলাম দিয়ে আমাদের ওপর তাকে (চন্দ্রকে) উদিত করুন। আমার ও তোমার রব হচ্ছেন আল্লাহ। (তিরমিজি ৩৪৫১)
বাতাসে রমাদান গন্ধ পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ,
অল্প কিছুদিন পরেই রমাদান মোবারক শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ।
রমজান উপলক্ষে একটি ফান্ড তৈরি করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ,
সকলে সহযোগিতা কামনা করছি
৫০/১০০+
ভর্তি চলছে ।
নতুন বছরে নতুন ভাবে,
লার্ন ডিজাইন এ গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রীলান্সিং কোর্সে ভর্তি চলছে ।
ক্লাস শুরুঃ ১০ জানুয়ারি ২০২৪ ইনশাহ আল্লাহ,
বিস্তারিতঃ
রাধানাগর, ওরাকাল এর পাশের, পাবনা।
ফোন ঃ 01979967670
আল্লাহ আমাদেরকে আল্লাহ হুকুম অনুযায়ী চলার তওফিক দান করুন।
আগামীকাল ৩ টাই নতুন ব্যাচের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ
নতুন ব্যাচের জন্য ভর্তি চলছে
নতুন ব্যাচের ক্লাস আগামীকাল শুরু হবে ইনশাআল্লাহ
সময় ৩.০০
ভর্তি চলছে ।
লার্ন ডিজাইন এ গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রীলান্সিং কোর্সে ভর্তি চলছে ।
ক্লাস শুরু ঃ১৩ ফেব্রুয়ারী (ইন্শা আল্লাহ)
সময়- ১২.০০ (শনি সোম বুদ) ৩.১৫ (রবি মঙ্গল ব্রিহস্প্রতি)
বিস্তারিতঃ
রাধানাগর, ওরাকাল এর পাশের
ফোন ঃ 01979967670
আলহামদুলিল্লাহ আগামী কাল থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ,
সময় - ২.৩০
আলহামদুলিল্লাহ,
এখন থেকে আমি পাবনাতে থাকবো ইনশাআল্লাহ
লার্ন ডিজাইন আবার নতুনভাবে কার্যক্রম শুরু করবে ইনশাআল্লাহ, সবার সহযোগিতা কামনা করছি
দেশ ব্যাপী অনলাইন পেশা টি অনেক জনপ্রিয়তা পেয়েছে।
কিন্তু আমাদের প্রানের শহর পাবনায়, এখন তেমন পরিচিত লাভ করেনি।
গ্রাফিক্স ডিজাইন নিয়ে যারা কাজ করছেন, এবং যারা কাজ করতে চান, তাদের জন্য এই গ্রুপটি হোক সমস্যা সমাধান, এবং ডিজাইন সম্পর্কে যে আলোচনার মাধ্যম।
আপনারা ডিজাইন সম্পর্কে যে কোন পোস্ট করতে পারবেন।
মোঃ তরিকুল ইসলাম
ফাউন্ডার
লার্ন ডিজাইন
CrepeTex is an educational organization made up of students studying textile engineering. Our main objective is to help each student to acquire all the professional career related skills and prepare them for future working life.
জানতে পারবেন,এস এস সি বিষয়ে সকল খবর,এস এস সি এর ম্যাথ সমস্যার সমাধান,ইত্যাদি।
শূন্য থেকে বিসিএস, প্রাইমারি, নিবন্ধন ও অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিশ্বস্ত প্ল্যাটফর্ম
Everything is possible if you try to your level Best. Happy learning And Stay tuned with me.
Please Subscribe my Chanel��https://youtube.com/channel/UCKZO8PhVHGA1ksakArbzQXA
Research academic supports for those who wants to pursuit higher study