আমাদের সবার শ্রদ্ধেয় আলী শের খাঁন স্যার আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মহান আল্লাহ তায়ালা সবার প্রিয় স্যারকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
Dulai High School - দুলাই উচ্চ বিদ্যালয়
Dulai High school (দুলাই উচ্চ বিদ্যালয়). It was established in 1967. location:
it's situated at the village Dulai closed to Dhaka-Pabna Highways.
The eastern side of the School have a village name Corgobindopur and it's southern part have a die river atrai. Foundation Time:
It's founded in the year of 1967. The foundation of the School main Concoction was to educate the local people. because they have no School, it was so much distance from this area. so all are couldn't go to School they stay with darkness. but some people concern about th
Operating as usual

শুভ নববর্ষ-১৪৩১
আগামী ২৯ রমজানে প্রাণের শিক্ষাঙ্গন দুলাই উচ্চ বিদ্যালয় মাঠে সম্মিলিত ইফতার মাহফিলে প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের উপস্থিতি কামনা করছি। ছোট বড় সবাই মিলে এক সাথে সবুজ মাঠে বসে ইফতার করবো যে মাঠে মিশে আছে আমাদের হাজারো স্মৃতি, হাজারো আবেগ। সবাই যাবে আর আপনি মিস করবেন এ কি করে সম্ভব!
তাই চলে আসুন, অপরজনকে উৎসাহিত করুন। মনে রাখবেন যে দিন একবার চলে যাবে তা যেকোন মুল্যে আর ফিরে পাবেন না। এখানে আপনার এমনও বন্ধুর সাথে দেখা হবে যার সাথে সারা বছরে একবারও দেখা হয় নাই।
আহবানে:
প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ (১৯৮৫)
এবং সৈয়দ রফিকুল ইসলাম চপল (১৯৯২)

অবসরে গেলেন প্রিয় ধর্মীয় শিক্ষক মাওঃ আব্দুর সামাদ স্যার। দীর্ঘ দিন তিনি সহজ- সরল ও রসিকতায় শিক্ষকতা করেছেন দুলাই উচ্চ বিদ্যালয়ে। প্রতিটি ছাত্র/ছাত্রীর নিকট স্যার ছিলেন প্রিয়। ০৯.১১.২৩ তারিখ তিনি সুস্থ অবম্থায় শিক্ষকতা জীবনের ইতি টানলেন। এরই মধ্যে দিয়ে অভিজ্ঞ ও প্রবীণ শিক্ষক হারালো শিক্ষার্থীরা।

পাবনার সন্তান অধ্যাপক ডা: কামরুল ইসলাম (চিকিৎসক)
কামরুল ইসলাম একজন বাংলাদেশী চিকিৎসক, যিনি চিকিৎসা বিদ্যায় অবদান রাখার জন্য ২০২২ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। তিনি বিনা পারিশ্রমিকে ১হাজারেরও বেশি রোগীর কিডনি প্রতিস্থাপন করে সুনাম ও সফলতা অর্জন করেন।
জনাব কামরুল ইসলামের পিতা আমিনুল ইসলাম ছিলেন পাবনার ইক্ষু গবেষণা কেন্দ্রের আরনোমিস্ট। আর মা রহিমা খাতুন ছিলেন অধ্যাপক। চার ভাই-বোনের মধ্যে কামরুল ছিলেন দ্বিতীয়।
১৯৮০ সালে তিনি পাবনার চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং মেধা তালিকায় রাজশাহী বিভাগে ১৫তম স্থান অর্জন করেন। এরপর তিনি ঢাকা কলেজে ভর্তি হন এবং সেখান থেকে ১৯৮২ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে ১০ম স্থান অর্জন করেন।
কামরুল ছিলেন ঢাকা মেডিকেল কলেজের কে ৪০তম ব্যাচের শিক্ষার্থী, ১৯৯০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে ৮টি মেডিকেল কলেজের সম্মিলিত ভর্তি পরীক্ষায় তিনি প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদকসহ এমবিবিএস ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে এফসিপিএস এবং ২০০০ সালে বিএসএমএমইউ থেকে ইউরোলজিতে এমএস ডিগ্রি অর্জন করেন। ২০০৩ সালে ইংল্যান্ডের রয়েল কলেজ থেকে তিনি এফআরসিএস ডিগ্রি অর্জন করেন।
কামরুল ১৯৯৩ সালে বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের সহকারী অধ্যাপক হিসাবেও কর্মরত ছিলেন। ২০০৭ সালে তিনি প্রথমবারের মতো সফলভাবে কিডনি প্রতিস্থাপনের কাজ করেন। জাতীয় কিডনি ইন্সটিটিউটে সহকারী অধ্যাপক থাকাকালে ২০১১ সালে সরকারি চাকরি ছেড়ে প্রতিষ্ঠা করেন সিকেডি হাসপাতাল। ২০১৪ সালে শ্যামলীতে প্রতিষ্ঠা করেন সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি। চিকিৎসা বিদ্যায় অবদান রাখার জন্য ২০২২ সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
ব্যক্তিজীবনে অধ্যাপক ডাঃ কামরুল ইসলাম ৩ কন্যা সন্তানের জনক।

#অভিনন্দন_দোয়া_ও_শুভকামনা_করছি।
এবার চিকিৎসায় নোবেলের জন্য মনোনিত হয়েছেন ঈশ্বরদীর কৃতি সন্তান ডাঃ রায়ান।
ডাঃ রায়ান সাদী ১৯৬৪ সালে ৬ ডিসেম্বর পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুরে জন্মগ্রহণ করেন। তিনি তৈয়ব হোসেন ও আসমা বেগম দম্পতির বড় সন্তান। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করা ডা. সাদী টেভোজেন বায়ো কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
DULAI HIGH SCHOOL, DULAI, SUJANAGAR, PABNA
Pabna
6600
Opening Hours
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 09:00 - 17:00 |
Saturday | 09:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |
Pabna, Rajshahi Division
Pabna, 6670
Official Page Of Daramuda Khoaj Uddin School and College
Udaypur High Schhool Sujanojar Pabna
Pabna
শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে য?
Santhia
Pabna, 6670
Dhulauri Bilateral High School ধুলাউড়ি দ্বিপক্ষীয় উচ্চ বিদ্যালয় Pabna
Bornil Coaching, Rothghor
Pabna, 6600
"আমি ঘর ছাড়িয়া বাহির হইয়া, জোছনা ধরিতে যাই। হাত ভর্তি চাঁদের আলো,ধরতে গেলেই নাই"
Pabna, 6650
Banwari Nagar Fazil Degree Madrasah is the biggest and most popular madrasah of Faridpur, Pabna.